Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

MidAir

Air: মাঝ আকাশে কেবিন ক্রুদের মারধর, অভব্য যাত্রীকে শিক্ষা দিতে বিমান দিল্লিতে নামালো পাইলট

বিমান বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। কখনও মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব। আবার কখনও বিমানের ক্রু-এর সঙ্গে ঝগড়া। আবার বিমানের টয়লেটে বসে ধূমপান। একের পর এক ঘটনা যেন ঘটেই চলেছে। এবার এক যাত্রীর (Passenger) অভব্য আচরণের জন্য তাঁকে বিমান থেকেই নামিয়ে দেওয়া হল। সোমবার এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India) ঘটেছে এই ঘটনা।

সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার AI111 বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছিল সোমবার সকাল ৬টা ৩৫ মিনিটে। মোট ২২৫ জন যাত্রী ছিল সেই বিমানে। জানা গিয়েছে, মাঝ আকাশে এক ব্যক্তি বিমান কর্মীদের সঙ্গে বচসা শুরু করেন। তাঁকে বারবার সতর্ক করা হলেও তিনি থামেননি। বরং বিমান কর্মীকে মারধর করতে শুরু করেন।

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, তাঁর এই আচরণে আহত হয়েছেন দুই বিমানকর্মী। সঙ্গে সঙ্গে পাইলট বিমানকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। এরপর ফের লন্ডনের উদ্দেশে রওনা দেয় বিমানটি।

প্রসঙ্গত, গত মাসে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বইগামী একটি বিমানে এক যাত্রীকে ধূমপান করতে দেখা যায়। তাঁর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে বিমান কর্তৃপক্ষ। এদিকে গত বছরের নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ন্ত্রণে এয়ার ইন্ডিয়া ব্যর্থ হওয়ার এই বছরের প্রথম দিকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে।

8 months ago
Flight: মাঝ আকাশে বিমানের জরুরি দরজার সামনে মদ্যপ ব্যক্তি! মাতালের কীর্তিতে আতঙ্ক

টেনে হিঁচড়ে বিমানের(Flight) দরজা খোলার চেষ্টা এক মত্ত ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দিল্লি-বেঙ্গালুরু (Delhi-Bengaluru Flight) ইন্ডিগোর একটি বিমানে। ঘটনার জেরে বেশ আতঙ্কিত বিমানের বাকি যাত্রীরা। শুক্রবার সকাল ৭টা ৫৬ মিনিটে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানে এই ঘটনা ঘটে। ওই যাত্রী মত্ত অবস্থায় ছিলেন, দাবি বিমান সংস্থার। বিমানটি অবতরণের পর ওই যাত্রীর বিরুদ্ধে মামলাও করেছেন বিমান কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিমানটি মাঝ আকাশে থাকাকালীনই এই ঘটনা ঘটান এক ব্যক্তি। প্রথমে ওই ব্যক্তি নিজের আসন ছেড়ে টলমল করতে করতে এগিয়ে যান। টলমল পায়েই একেবারে জরুরি দরজার কাছে পৌঁছে গেলেন ওই যাত্রী। তারপরই তিনি জোর করে বিমানের দরজা খোলার চেষ্টা করেন। এই দেখে বিমানে উপস্থিত বিমানকর্মীরা তাঁকে ধরে নিয়ে গিয়ে আসনে বসান। 

বিমান সংস্থা সূত্রে খবর, বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরণের পর ওই মত্ত যাত্রীটিকে সিআইএসএফ (CISF) আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। ওই যাত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, এমনটাই জানাচ্ছে বিমান সংস্থা। 

8 months ago
Vegas: মাঝআকাশে অসুস্থ যাত্রীবাহী বিমানের পাইলট! কীভাবে মাটি ছুঁল সেই বিমান

মাঝ আকাশে বিমান চালক(Pilot) হঠাত্ অসুস্থ! এক বিমান যাত্রী তথা পেশায় পাইলটের সাহায্যে এক যাত্রীবাহী বিমানকে নিরাপদে নামানো হয় এয়ারপোর্টে(Airport)। বুধবার ঘটনাটি ঘটেছে আমেরিকার(America)লাস ভেগাসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৬৩০১ যাত্রিবাহী বিমানটি লাস ভেগাস থেকে ওহায়োর কলম্বাসে যাচ্ছিল। বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ বাদেই পাইলট অসুস্থ হয়ে পড়েন। 

বিমান চালানোর মতো কোনও অবস্থাতে ছিলেন না পাইলট। তাঁর অসুস্থতার খবর বিমানের যাত্রীদের মধ্যে পৌঁছতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বিমানেই যাত্রীদের আসনে ছিলেন অন্য বিমানের এক পাইলট। তিনি সেই মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রেখে বিমানটিকে নিরাপদে নামিয়ে আনতে সাহায্য করেন। লাস ভেগাস বিমানবন্দর সূত্রে খবর, ওই পাইলটের পেটে যন্ত্রণা হচ্ছিল। তারপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

9 months ago


Smoking: 'জামিনের টাকা দেব না, জেলেই যাবো', বিমানে ধুমপান করে ব্যক্তির হাজতবাস

বিমানের(Airplane) শৌচালয়ে দাঁড়িয়ে ধূমপান(Smoking) এবং বিমানকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ। এক যাত্রীকে জেলে পাঠালো মুম্বইয়ের (Mumbai) এক নিম্ন আদালত(Court)। অভিযুক্ত রত্নাকরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় অন্যের জীবন বিপদে ফেলার অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তর নাম রত্নাকর দ্বিবেদী। গত ১০ মার্চ লন্ডন থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন রত্নাকর। বিমানের শৌচালয়ে দাঁড়িয়ে ধূমপান করেছিলেন তিনি। এমনকি বিমানের কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এই ঘটনার জন্য অভিযুক্তকে সোমবার মুম্বাইয়ের আদালত দোষী সাব্যস্ত করে। আদালত থেকে জানানো হয়, ২৫ হাজার টাকার বিনিময়ে জামিন পেতে পারেন অভিযুক্ত। তবে এই টাকা না দেওয়ার জন্যে আদালতে দাঁড়িয়েই তর্ক জুড়ে দেন রত্নাকর। 

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানা গিয়েছে, বারবার নিষেধ করা সত্ত্বেও রত্নাকর কথা না শুনে রীতিমতো ধূমপান করেছেন। বিমানকর্মীদের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। তাঁর এই আচরণের কারণে বিপদে পড়েছেন অন্য যাত্রীরাও। বিমানচালক মৌখিক এবং লিখিত নির্দেশ দেওয়ার পরেও কথা শোনেননি তিনি।

আদালতে রত্নাকর জানান, 'তিনি অনলাইনে দেখেছেন ৩৩৬ ধারায় দোষী সাব্যস্ত হলে জরিমানা হয় ২৫০ টাকা। তিনি ওই টাকা দেবেন। কিন্তু জামিন বাবদ ২৫ হাজার টাকা দেবেন না। দরকারে জেল যাব, কিন্তু জামিনের টাকা দেব না।' 

এরপরেই আন্ধেরির নগর দায়রা আদালত অভিযুক্তকে জেলে পাঠিয়েছে।

9 months ago
Flight: ফের বিমানে মদ্যপ যাত্রীর প্রস্রাব-কাণ্ড, ছাত্রের ভবিষ্যত ভেবে ক্ষমা করলেন সহযাত্রী

ফের বিমানে প্রস্রাবকাণ্ড। এবার নিউইয়র্ক (New York) থেকে নয়া দিল্লিগামী (New Delhi) আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (American Airlines flight) এক মদ্যপ যাত্রীর প্রস্রাব সহযাত্রীর গায়ে পড়েছে বলে অভিযোগ। দিল্লির ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল (আইজিআই) বিমানবন্দর সূত্র খবর, ফ্লাইটটি অবতরণ করার পরে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছিল। পুলিসের ডিসিপি, আইজিআই বিমানবন্দর জানিয়েছেন, অভিযুক্তের নাম আর্য ভোহরা। অভিযুক্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভোহরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিসিপি।

AA292 আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার রাত ৯:১৬ মিনিটে নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করে। ১৪ ঘণ্টা ২৬ মিনিট পর শনিবার রাত ১০:১২ মিনিটে দিল্লির বিমানবন্দরে অবতরণ করে। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র মত্ত অবস্থায় বিমানে ঘুমিয়ে পড়েছিলেন। মাঝ আকাশে ঘুমন্ত অবস্থাতেই প্রস্রাব করে ফেলেন তিনি। তা গড়িয়ে গিয়ে পড়ে পাশে বসা এক ব্যক্তির গায়ে। তিনি সঙ্গে সঙ্গে বিমানকর্মীদের ডেকে বিষয়টি জানান।

যদিও অভিযোগকারী, ছাত্রের ভবিষ্যতের কথা ভেবে অভিযোগ দায়ের করতে চাননি। অভিযুক্ত যুবকও ক্ষমা চেয়ে নেন। কিন্তু বিমান কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখেন। ফ্লাইট অবতরণ করার পর যুবককে দিল্লি পুলিস হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

অসামরিক বিমান পরিবহণের নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী যদি বিমানে আপত্তিজনক আচরণের জন্য দোষী সাব্যস্ত হন, তবে নির্দিষ্ট সময়ের জন্য তাঁর বিমানে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হবে। এক্ষেত্রেও সেই নিয়ম প্রযুক্ত হয়েছে। ভারতীয় ছাত্রকে নিষিদ্ধ করেছে বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্স।

9 months ago


Flight: লাভ ইজ ইন দা এয়ার! মাঝআকাশে হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, আপনিও চান নাকি

ভালোবাসার (Love) মানুষের কাছে প্রেম নিবেদন (Proposal) করতে মানুষ কত রকমের কত উপায়ই না খুঁজে বের করে। অভিনব ভাবনাতে কাছের মানুষকে নিজের মনের কথা জানাতে এগিয়ে যান। কেউ হয়ত ১০১টি গোলাপের তোড়া নিয়ে আসে প্রেমিকার জন্য, কেউবা একগুচ্ছ বেলুনের মধ্যে প্রিয়জনের নাম লিখে বা অন্য কোনও উপায়ে। তবে এবারের ঘটনা আরেকটু ভিন্ন।

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার (Air India) মুম্বইগামী বিমানে প্রেমিকাকে সকলের সামনে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিলেন প্রেমিক। অরে সেই আবেগঘন মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেছেন একজন বিমানসেবিকা। ৫১ সেকেন্ডের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমন রোমান্টিক প্রেম নিবেদন দেখে হৈহৈ পড়ে যায় নেটপাড়ায়।  ফুলের তোড়া এবং পোস্টার হাতে দেখা যায় প্রেমিককে। এরপর হাঁটু মুড়ে বসে প্রেমিকার হাতে পরিয়ে দেন একটি রিং। প্রেমিকাও বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ সম্মতি দেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, চুপিসারে পিছন থেকে এসে যুবক নিজের প্রেয়সীকে চমকে দেন। প্রেমিককে দেখে ওই যুবতীও আনন্দে ভেসে যান। নিজের  আসন ছেড়ে উঠে আসেন। এরপর পোস্টার, ফুল এবং আংটি দিয়ে হাঁটু মুড়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন তাঁর প্রেমিক। ওই যুবতী প্রেমের প্রস্তাব গ্রহণ করার পর একে অপরকে আলিঙ্গন করতেই হাততালি দিয়ে ওই যুগলের জন্য উল্লাস করতে দেখা যায় বাকিদের। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

11 months ago