
মাঝ আকাশে বিমান চালক(Pilot) হঠাত্ অসুস্থ! এক বিমান যাত্রী তথা পেশায় পাইলটের সাহায্যে এক যাত্রীবাহী বিমানকে নিরাপদে নামানো হয় এয়ারপোর্টে(Airport)। বুধবার ঘটনাটি ঘটেছে আমেরিকার(America)লাস ভেগাসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৬৩০১ যাত্রিবাহী বিমানটি লাস ভেগাস থেকে ওহায়োর কলম্বাসে যাচ্ছিল। বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ বাদেই পাইলট অসুস্থ হয়ে পড়েন।
বিমান চালানোর মতো কোনও অবস্থাতে ছিলেন না পাইলট। তাঁর অসুস্থতার খবর বিমানের যাত্রীদের মধ্যে পৌঁছতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বিমানেই যাত্রীদের আসনে ছিলেন অন্য বিমানের এক পাইলট। তিনি সেই মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রেখে বিমানটিকে নিরাপদে নামিয়ে আনতে সাহায্য করেন। লাস ভেগাস বিমানবন্দর সূত্রে খবর, ওই পাইলটের পেটে যন্ত্রণা হচ্ছিল। তারপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।