Breaking News
Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা     

MarcedesBenz

Noida: বকেয়া নিয়ে বচসা, রাগে মালিকের মার্সিডিজ পুড়িয়ে দিলেন রাজমিস্ত্রি

রাগ! আর তার ফলাফল যে কোটি টাকার মার্সিডিজে আগুন তা হয়ত ভাবতেও পারেননি গাড়ির মালিক। আগুন (Fire) লাগানোর অভিযোগে গ্রেফতার (Arrested) করা হল রণবীর নামে এক রাজমিস্ত্রিকে। ঘটনাটি ঘটেছে রবিবার, নয়ডার (Noida) সেক্টর ৪৫-এ। অভিযোগ, ওই এলাকায় এক বাংলোর বাইরে রাখা মার্সিডিজ গাড়িতে (mercedes car) আগুন ধরিয়ে দেন অভিযুক্ত রাজমিস্ত্রি। গোটা বিষয়টি ধরা পড়েছে বাংলোর বাইরে থাকা সিসি টিভিতে (CCTV)। জানা গিয়েছে পারিশ্রমিক সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটান রণবীর।

ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত রণবীর মাথায় হেলমেট পরে একটি মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে রয়েছেন। এরপর তিনি অপেক্ষা করতে থাকেন রাস্তাঘাটে লোক কমার। কিছুক্ষণ পর সুযোগ পেয়ে ওই গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এর পরই বাইকে চেপে ঘটনাস্থল ছেড়ে পালান তিনি।

স্থানীয় মানুষরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ির মালিককে খবর দেন। মালিক বাড়ির বাইরে আসতে আসতে গাড়িটির যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। লক্ষাধিক টাকা লোকসান হয় তাঁর। এরপর থানার দারস্থ হন মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করে অভিযুক্ত রণবীরকে।

পুলিস সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত রাজমিস্ত্রি জিজ্ঞাসাবাদে বলেন, ওই মার্সিডিজ গাড়ির মালিক ২০১৯-২০ সালে তাঁকে দিয়ে বাড়িতে টাইলস্‌-এর কাজ করিয়েছিলেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর রণবীরকে বকেয়া ২ লক্ষ টাকা দিতে রাজি হয়নি। আর তাই তিনি রেগে গিয়ে ওই কাণ্ড ঘটান।

গাড়ির মালিক অবশ্য বকেয়া টাকা না মেটানোর অভিযোগ অস্বীকার করেছেন। গাড়ির মালিকের দাবি, তিনি গত ১০ বছর ধরে অভিযুক্তকে রণবীরকে দিয়েই বাড়ির কাজ করাতেন। গত দু’বছর ধরে অন্য রাজমিস্ত্রিকে দিয়ে কাজ করানোর জন্যই রণবীর রেগে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বলে তাঁর দাবি।

one year ago