Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Lease

Song: 'রক্তবীজ'-এর নতুন গান মুক্তি, বাংলা সিনেমায় ডেবিউ করলেন 'নন্দী সিস্টার্স'

বাতাসে পুজো পুজো গন্ধ। আর মাত্র কয়েকটা দিন পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গাপূজা। পুজোয় সিনেমা প্রেমীদের মনোরঞ্জন করতে তৈরি পরিচালকেরা। মুক্তির অপেক্ষায় বেশ কিছু নতুন বাংলা সিনেমা। অনেক সিনেমা ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে ইতিমধ্যে। এখন একে একে গান মুক্তি পাওয়ার পালা। চলতি বছর দুর্গাপূজায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় দর্শকদের উপহার দিতে চলেছেন 'রক্তবীজ' (Raktabeej)। এর আগেই সিনেমার ট্রেলার এবং একটি গান মুক্তি পেয়েছিল। এবার মুক্তি পেল আরও একটি গান। সে গানেই লুকোনো ছিল একটি সারপ্রাইজ।

রক্তবীজ সিনেমার নতুন গান 'নাক্কু নাকুড় না যাও ঠাকুর'। এই গানটি গেয়েছেন জনপ্রিয় দুই শিল্পী। প্রসঙ্গত সামাজিক মাধ্যমে দুই সঙ্গীতশিল্পী অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী বেশ জনপ্রিয়। সকলেই তাদের চেনেন নন্দী সিস্টার্স হিসেবে। এতদিন সামাজিক মাধ্যমে গান করলেও এবার বড় পর্দায় তাদের ডেবিউ হয়ে গেল।

বাংলা ছবিতে গান গাওয়া বহুদিনের স্বপ্ন ছিল অন্তরা-অঙ্কিতার। তাই নতুন গান মুক্তি পেতেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা। অন্তরা একটি পোস্ট দিয়ে লিখেছেন, 'আমরা আমাদের খুশি ধরে রাখতে পারছি না। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল বাংলা সিনেমা জগতে কাজ করা। যা অবশেষে সত্যি হয়েছে।'

7 months ago
Dunki: 'ডাঙ্কি' নিয়ে বড় সিদ্ধান্ত, বিশ্ববাজারে সাফল্য দিতে নতুন 'ফন্দি' আঁটলেন বাদশাহ

'পাঠান' ঝড়ের পর 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু সারা বিশ্ববাসী। ছবি মুক্তির প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও জওয়ান ঝড় অব্যাহত। ১০০০ কোটির গন্ডি ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের এই ছবি। কিন্তু এখানেই থেমে নেই বাদশাহ, আরও বেশি ব্যবসা করার জন্য এক ফন্দি এঁটেছেন তিনি। চলতি বছর বড়দিনে মুক্তি পেতে চলেছে 'ডাঙ্কি'। এ বার বাদশার পাখির চোখ রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি। আগের সমস্ত রেকর্ডকে ভেঙে ফেলতে এক নতুন উপায় বের করেছেন শাহরুখ ও পরিচালক রাজকুমার হিরানি।

সূত্রের খবর, শাহরুখ খানের আসন্ন ছবি 'ডাঙ্কি' চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। কিন্তু আরও বড় ব্যবসা করার লক্ষ্যে ডাঙ্কি ভারতে মুক্তির এক দিন আগেই নাকি মুক্তি পাবে আন্তর্জাতিক বাজারে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ডাঙ্কি মুক্তি পাবে ২১ ডিসেম্বর। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

ফলে ডাঙ্কিকে সারা বিশ্বজুড়ে ব্লকবাস্টার হিট করার জন্য এমনটাই কৌশল বের করেছেন স্বয়ং অভিনেতা ও পরিচালক। পাঠান, জওয়ান-এর পর এবারে ডাঙ্কি-র জন্য মুখিয়ে রয়েছেন বাদশাহপ্রেমীরা।  তবে 'ডাঙ্কি,' 'জওয়ান'-কে ছাপিয়ে যেতে পারবে কিনা, সেটাই এখন দেখার।

7 months ago
Dev: বড় পর্দায় ব্যোমকেশ মুক্তি, মা ভবতারিণীর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বরে দেব

অগ্নিপরীক্ষা ছবি দিয়েই বাংলা সিনেমা জগতে ডেবিউ করেছিলেন অভিনেতা দেব। আজ অর্থাৎ শুক্রবার, সত্যিই তাঁর অগ্নিপরীক্ষা। বড় পর্দায় আজই মুক্তি পেয়েছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rahasya)। দেব (Dev) ব্যোমকেশের চরিত্রে অভিনয় করবেন, একথা প্রকাশ পেতেই নেটিজেনরা সমালোচনা শুরু করেছিলেন। অভিনেতা দর্শকদের ভাবনায় কতটা বদল আনতে পারলেন তা প্রমাণ হবে আজ থেকেই। ছবি মুক্তির দিন তাই মা ভবতারিণীর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছালেন অভিনেতা।

অভিনেতা নিজেই সামাজিক মাধ্যমে তাঁর মন্দির সদর্শনের ছবি দিয়েছেন। মা ভবতারিণীকে দর্শনের পাশাপাশি অভিনেতা মহাদেবের মাথায় জল ঢেলেছেন। সেই ছবিও সামাজিক মাধ্যমে আপলোড করে দেব ক্যাপশনে লিখেছেন, 'সবার ভালো হোক। হর হর ব্যোমকেশ'। এই ছবির নিচে ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুক্তির জন্য শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ভক্তরা। অনেক ভক্তরা আবার বলছেন, প্রথম দিনে প্রথম শো দেখতে যাবেন।

View this post on Instagram

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রসঙ্গত, এই সিনেমায় সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। অজিতের ভুমিকায় অভিনয় করেছেন, অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। এই প্রথম ব্যোমকেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নিচ্ছেন বিরসা দাশগুপ্ত। তাঁদের সকলেরই ভাগ্য নির্ধারিত হবে আজ।

9 months ago


Kerala Story: চলতি মাসেই ওটিটিতে আসছে 'দ্য কেরালা স্টোরি', জানুন কবে ও কোন প্ল্যাটফর্মে মুক্তি

'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু এই বিতর্ককে সঙ্গী করেই বক্স অফিসে ঝড় তুলেছে সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত ছবিটি। সূত্রের খবর, এবারে ওটিটিতেও (OTT) আসতে চলেছে এই ছবি। একাধিক সমালোচনা, ব্যান করার পরও এক মাসের মধ্যেই ২০০ কোটির গন্ডি পার করেছে এই ছবিটি। 'পাঠান'-এর পর এই ছবিই চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি। ফলে যাঁরা এই ছবির জন্য উৎসুক ছিলেন, তাঁরা এখন তাঁদের মুঠোফোনেই দেখতে পাবেন এই ছবি। তাই আর কিছুদিনের অপেক্ষা।

সূত্রের খবর, জুনেই জি ফাইভে আসছে 'দ্য কেরালা স্টোরি'। জানা গিয়েছে, এই ছবি ইতিমধ্যেই জি ফাইভ কিনে ফেলেছে। জানা গিয়েছে, জুনের ২৩ তারিখ এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে চলেছে। হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাবে এটি। তবে জি ফাইভ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি যে, ২৩ তারিখেই এই ছবি মুক্তি পাবে। তবে খুব শীঘ্রই যে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে চলেছে ছবিটি, তা নিশ্চিত।

11 months ago
Jawan: কিং খানের বড় ঘোষণা! জুন-অগাস্ট নয়, সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে 'জওয়ান'

অপেক্ষার অবসান! অবশেষে 'জওয়ান' (Jawan) ছবি মুক্তির দিন ঘোষণা করলেন খোদ কিং খান (Shah Rukh Khan)। ঠিক ছিল চলতি বছরের ২ জুন মুক্তি পাবে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি জওয়ান। কিন্তু শুক্রবার খবরে উঠে আসে, যে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হবে। এই নিয়ে মুখে কুলুপও এঁটেছিলেন অভিনেতা ও পরিচালক। কিন্তু বেশি অপেক্ষা না করিয়ে অবশেষে দিন ঘোষণা করলেন শাহরুখ খান। চলতি বছরের সেপ্টেম্বরের ৭ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। ফলে এই খবর সত্যিই বাদশাহের ফ্যানদের জন্য খুশির খবর।

গত বছর ঘোষণা করা হয়েছিল যে শাহরুখের ছবি জওয়ান এই বছর মুক্তি পাবে। কিন্তু দিনক্ষণ ঠিক হয়ে গেলেও চূড়ান্ত তারিখ নিয়ে ধোঁয়াশা থেকেই যায়। ফলে সমাজমাধ্যমেও প্রশ্ন উঠতে থাকে, 'আদৌ কি মুক্তি পাবে এই ছবি?' তবে এবারে এর মুক্তির তারিখ চূড়ান্ত করেই এই ঘোষণা করা হল। আগামী ৭ সেপ্টেম্বরেই বড়পর্দায় আসতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া ছবি 'জওয়ান'। হিন্দি, তামিল ও তেলুগু- এই তিন ভাষায় মুক্তি পাবে ছবিটি।

12 months ago


Tea: পঞ্চায়েত নির্বাচনের আগেই খুলে দেওয়া হল কোহিনূর চা বাগান

পঞ্চায়েত নির্বাচনের মুখে খুলল ডুয়ার্সের কোহিনূর চা বাগান (Teagarden)। প্রায় পাঁচ মাস ধরে বন্ধ ছিল এই চা বাগান। শাসকদলের তৎপরতায়, একগুচ্ছ প্রশ্ন রেখেই পঞ্চায়েত ভোটের (Panchayat vote) আগেই তড়িঘড়ি খুলে দেওয়া হল ইস্টার্ন ডুয়ার্সের কোহিনূর চা বাগান। আর এই পদ্ধতিতে বাগান খুলে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কারণ আগের মালিকের লিজ (Lease) বাতিল না করেই খুলে দেওয়া হল কোহিনূর চা বাগান।

শ্রমিক সূ্ত্রে খবর, চা বাগান খুলে যাওয়াতে একদিকে যেমন সুবিধা হয়েছে। অপরদিকে, শ্রমিকদের দীর্ঘদিনের প্রাপ্য পিএফ, গ্র্যাচুইটির কোনও সমাধান না করেই তড়িঘড়ি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কোহিনূর চা বাগান খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও-এর দাবি, পঞ্চায়েত ভোট মিটে গেলে ফের বন্ধ হয়ে যাবার আশঙ্কা রয়েছে এই বাগানের।

উল্লেখ্য, শুক্রবার মেরিকো এগ্রো ইন্ডাস্ট্রির হাত ধরে খুলে দেওয়া হয়েছে কোহিনূর চা বাগান। বাগান খোলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী বুলু চিক বড়াইক, জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বড়াইক সহ একঝাঁক তৃণমূল নেতা।

12 months ago
Jawan: ফের পিছোল 'জওয়ান' মুক্তির দিন! নেপথ্যে কী কারণ

শাহরুখ (Shah Rukh Khan) ফ্যানদের জন্য দুঃখের খবর! চলতি বছরের ২ জুন মুক্তি পাচ্ছে না শাহরুখ খানের 'জওয়ান' (Jawan)। পিছিয়ে গেল ছবি মুক্তির তারিখ। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন কিং খান। প্রেক্ষাগৃহে পাঠান মুক্তি পেতেই ঝড় তুলেছিল বক্স অফিসে। একের পর এক রেকর্ড গড়েছে এই ছবি। সারা বিশ্বজুড়ে এই ছবি প্রায় ১০৫০ কোটির মতো ব্যবসা করেছে। এরপর শাহরুখের ছবি জওয়ানের জন্য মুখিয়ে ছিলেন তাঁর ভক্তরা। কিন্তু এ কী ফের বদলে গেল ছবি মুক্তির দিন!

বহু প্রতীক্ষিত ছবি জওয়ান-এর মুক্তির দিন পিছোতেই তুমুল জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু হয়েছে, আদৌ কি এই ছবি বড় পর্দায় মুক্তি পাবে? জানা গিয়েছে, এই ছবির মুক্তির দিন বদলের নেপথ্যে রয়েছে, ছবির কিছু অসম্পূর্ণ কাজ। ছবিতে কিছু ভিএফএক্স-এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাই সেই কাজ যাতে ভালো মতো শেষ করা যায়, তার জন্যই মুক্তির তারিখ পিছোল। সূত্রের খবর অনুযায়ী, ছবির ভিএফএক্স-এর কাজ তাড়াহুড়ো করে নিম্নমানের করার থেকে কিছু সময় নিয়ে তা সেরা করাই শ্রেয়। এই ছবিতে ভিএফএক্সে বিশেষ চমক আনার জন্যই টিমের বেশ কিছু সময় দরকার।

আরও জানা গিয়েছে, এই ছবি ২ জুন মুক্তি না পেলেও ২৯ জুন বা অগাস্ট মাসে তা মুক্তি পেতে পারে। তবে এই তারিখ চূড়ান্ত নয়, অগাস্টের শেষের দিকেও প্রেক্ষাগৃহে আসতে পারে জওয়ান। ফলে শাহরুখ ভক্তদের আরও কিছুদিনের অপেক্ষা করতেই হবে।

12 months ago
Sonakshi: সোনাক্ষী সিনহার নতুন ক্রাইম-থ্রিলার সিরিজের ট্রেলার মুক্তি, নজর কাড়লেন অভিনেত্রী

অভিনেত্রী সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) নতুন সিরিজ 'দাহাড়' (Dahaad) মুক্তির অপেক্ষায়। এই সিরিজ দিয়েই শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী ডেবিউ করবেন ওটিটিতে। রিমা কাগতি এবং জোয়া আখতারের প্রযোজনায়, এবং রিমা ও রুচিকা ওবেরয়ের পরিচালনায় ১২ মে মুক্তি পেতে চলেছে সিরিজটি। মূল চরিত্রে অভিনয় করবেন সোনাক্ষী সিনহা। তাঁর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, বিজয় বর্মা, গুলশন দেবিয়া এবং সোহুম শাহকে। বুধবার মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার।

২ মিনিট ৩২ সেকেন্ডের ওই ট্রেলারে নজর কেড়েছেন 'অঞ্জলি ভাটি'র চরিত্রে সোনাক্ষী সিনহা। সিরিজের চিত্রনাট্য রাজস্থানের। স্থানীয় ভাষা বলতে শোনা গিয়েছে সোনাক্ষীকে। নতুন ভাষায় বেশ সাবলীল মনে হয়েছে তাঁকে। এই সিরিজটি ক্রাইম থ্রিলার। স্থানীয় থানা ২৭টি নিখোঁজ মেয়েকে খুঁজতে উদ্যত হয়েছে। নিখোঁজ মেয়েদের পরবর্তীতে মৃত অবস্থায় পাওয়া গেলে, আপাতপক্ষে মনে হয় তা আত্মহনন। তবে থানার সাব ইন্সপেক্টর অঞ্জলি ভাটি এই ঘটনার গভীরে যেতে চান। সন্দেহ গিয়ে পড়ে স্থানীয় এক প্রফেসরের উপর। সিরিজে সেই ঘটনার জট ছাড়াতেই দেখা যাবে সোনাক্ষীকে।

View this post on Instagram

A post shared by Sonakshi Sinha (@aslisona)

অভিনেত্রী নিজে সামাজিক মাধ্যমে 'দাহাড়' সিরিজের ট্রেলার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'সে সত্যি খুঁজে বের করবে যে করেই হোক। আমার ডিজিটাল ডেবিউর প্রথম সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। ১২ মে মুক্তি পাবে সিরিজটি।'


12 months ago


Movie: দেরিতে হলেও আসবে পূজার চুমু! আয়ুষ্মানের 'ড্রিম গার্ল ২'মুক্তি নিয়ে বড় ঘোষণা

পিছিয়ে গেল আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) আসন্ন ছবির মুক্তির দিন। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান অভিনীত 'ড্রিম গার্ল' সিনেমাটি। বেকারত্বের চক্করে এক কল সেন্টার গিয়ে পড়ে করমভীর (আয়ুষ্মান খুরানা)। কলসেন্টার থেকে হয়ে ওঠেন পূজা। এই মহিলা কণ্ঠের ফ্যান হয়ে ওঠেন কল সেন্টারের কলাররা। অনেকে বিয়ে করতেও চান পুজাকে। সিনেমার শেষে পূজার আসল পরিচয় সামনে আসে। চলতি বছরে সিনেমার সিক্যুয়েল 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2) মুক্তি পাবে অন্য মোড়কে।

আগে জানা গিয়েছিল, 'ড্রিম গার্ল ২' মুক্তি পাবে ৭ জুলাই। কিন্তু সেই তারিখ পিছিয়ে গেল। সম্প্রতি নাম ভূমিকার অভিনেতা আয়ুষ্মান খুরানা জানিয়েছেন, ড্রিম গার্লের জন্য আরও খানিকটা অপেক্ষা করতে হবে। এই সিনেমাতেও আয়ুষ্মানের চরিত্রের নাম পূজা। আগের ছবিতে সকলে কেবল মহিলা কন্ঠ শুনেছেন, এবার সেই পুজাকে চাক্ষুস করতে পারবেন দর্শক। সিনেমাটির প্রযোজক একতা কাপুর। পরিচালনা করছেন রাজ শান্ডিল্য।

View this post on Instagram

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

আয়ুষ্মান খুরানা ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি অডিও মেসেজ শেয়ার করেছেন। সেখানে পূজা-কন্ঠী আয়ুষ্মানকে বলতে শোনা গিয়েছে, 'আমার প্রিয় প্রেমিকরা, চার বছর পরে আপনাদের মনের টেলিফোনে আবারও রিং বাজবে। এর জন্য সুন্দর, ধামাকাদার চুমুতে ভরা প্রস্তুতিও তো নিতে হবে, তাই না? তাহলে আরও একটু অপেক্ষা কর এবং ভালোবাসা পাঠাতে থাকো। পূজার চুমু আসবে আগস্টের ২৫-এ।'


one year ago