
এখনও হয়তো গ্রামে গেলে বাড়িতে বাড়িতে দেখা যাবে চারপেয়ে (Charpai) খাটিয়া (Khatiya)। আর কিছু হাজার দামের ভারতীদের এই খাটিয়া নাকি আমেরিকাতে (America) বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কী এমন আছে এই কাঠের খাটিয়ায়? এক ওয়েবসাইটে খাটিয়া বিক্রি হওয়া কিছু ছবি ভাইরাল হচ্ছে। যা দেখে সমাজমাধ্যমে হইহই পড়ে গিয়েছে।
সমাজমাধ্যমে দেখা গিয়েছে, 'ইটসি' নামক আমেরিকার এক ই-কমার্স সাইটে এই কাঠের খাটিয়া বিক্রি করা হচ্ছে। তাও আবার ১ লক্ষ টাকায়। ঐতিহ্যবাহী ভারতীয় চারপেয়ে বা খাটিয়া সাধারণত ১০ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। কিন্তু আমেরিকার এই ওয়েব সাইটে এটা বিক্রি করা হচ্ছে ১ লক্ষ ১২ হাজার ১৬৮ টাকায়। ওয়েবসাইটে নীচে আবার লেখা রয়েছে, ঐতিহ্যবাহী ভারতীয় বিছানা। আবার এও লেখা যে, এটি কাঠ ও পাট দিয়ে তৈরী করা হয়েছে। কিছু রং করা খাটিয়ার দাম আবার ১ লক্ষ ১২ হাজারেরও বেশি। ফলে অতি সাধারণ এক খাটিয়ার আকাশছোঁয়া দাম দেখে মাথায় হাত নেটিজেনদের।