Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Kharibari

Kharibari: দুয়ারে রেশনের পরিবর্তে টাকা! প্রাপ্য় সামগ্রী না পেয়ে ক্ষুব্ধ খড়িবাড়ি গ্রাহকেরা

দুয়ারে রেশনের বদলে দেওয়া হচ্ছে টাকা। এমনই অভিযোগ উঠল খড়িবাড়ির ৩৭ নম্বর রেশন দোকানের মালিকের বিরুদ্ধে। এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে। প্রাপ্য় রেশন সামগ্রী না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকরা। 

খাদ্য দফতর সূত্রে খবর, পিএইচএইচ কার্ডে মাসে মাথাপিছু ৩ কেজি চাল ও ২ কেজি আটা দেওয়া হয়। আরকেএসওয়াই-১ কার্ডে মাথাপিছু ৫ কেজি এবং আরকেএসওয়াই-২ কার্ডে মাথাপিছু ২ কেজি চাল দেওয়ার কথা। এছাড়াও AAY কার্ডে পরিবার পিছু ২১ কেজি চাল ও ১৪ প্যাকেট আটা বিনামূল্যে উপভোক্তাদের দেওয়ার কথা। কিন্তু দুয়ারের রেশন ক্যাম্পে গিয়ে দেখা যায়, খড়িবাড়ির বদরাজোতের ৩৭ নম্বর ডিলার ঝন্টু সরকার উপভোক্তাদের চাল-আটার পরিবর্তে দিচ্ছে নগদ টাকা। এদিন চালের দাম কেজি প্রতি ২৮ টাকা এবং আটা কেজি প্রতি ২০ টাকা করে উপভোক্তাদের টাকা দিচ্ছিলেন রেশন ডিলার ঝন্টু সরকার। 

রেশনে চাল-আটার পরিবর্তে টাকা দেওয়ার বিষয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করে উপস্থিত গ্রাহকরা। গ্রাহকদের দাবি, গত মার্চ মাসে ডিলার রেশন দেয়নি। শুধু স্লিপ দিয়েছিল। এদিন এপ্রিল মাসের রেশনের বরাদ্দ চাল-আটার সঙ্গে গত মাসের বকেয়া রেশন সামগ্রীর পরিবর্তে নগদ টাকা দেওয়া হয়েছে। ক্ষুব্ধ উপভোক্তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান। অবশ্য রেশন ডিলার ঝন্টু সরকার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করেন। তাঁর দাবি, তিনি অসুস্থ ছিলেন। কিছুদিন কর্মচারীরা রেশন দিচ্ছিলেন। মার্চ মাসের রেশন সামগ্রী দোকানে কম রয়েছে। তাই গত মাসের সামগ্রীর বদলে টাকা দেওয়া হয়েছে। বিষয়টি খাদ্য দফতরকেও জানানো হয়নি।

3 weeks ago
Fire: বিধ্বংসী অগ্নিকাণ্ড খড়িবাড়িতে! পুড়ে ছাই ১১ টি দোকান, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হল ১১ টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পরে আপাতত আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়িবাড়ি থানার পুলিস, এস‌এসবি আধিকারিকরা ও ব্যবসায়ীরা। 

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোররাতে পানিট্যাঙ্কির বাজারে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। প্রথমে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে মাটিগাড়া ও শিলিগুড়ির দুটি দমকল এবং নেপালের মেচীনগর পুরসভার একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার মধ্য়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অনুমান, শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে। কমপক্ষে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে স্থানীয় ব্য়বসায়ীদের। অগ্নিকাণ্ডের জেরে কসমেটিক, মুদিখানা, গাড়ির পার্টস, কাপড়ের দোকান, খাবারের হোটেলের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

a month ago
Arrest: খড়িবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই যুবক, উদ্ধার ২৬৩ গ্রাম ব্রাউন সুগার

ফের খড়িবাড়িতে বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই যুবক। জানা গিয়েছে, ধৃত ওই দুই যুবকের নাম বিষ্ণু বর্মন (২২) ও দেবব্রত বর্মন (১৮)। দুজনেই পানিট্যাঙ্কির উওর রামধন জোতের বাসিন্দা। রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন দুধগেট এলাকায় খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস ও এস‌ওজি যৌথভাবে অভিযান চালায়। এরপর অভিযানে নেমে সন্দেহজনক একটি স্কুটিকে আটক করে তল্লাশি চালিয়ে ২৬৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিস। উদ্ধার করা মাদকের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে পুলিস সূত্রে জানা  গিয়েছে।

পুলিসের অনুমান, আটক করা স্কুটিতে থাকা ওই দুই যুবক পানিট্যাঙ্কি থেকে বাতাসির দিকে মাদক বিক্রি করতে যাচ্ছিল। পরে আটক ওই দুই যুবককে গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। তবে কার কাছ থেকে, কি কারণে মাদকগুলি আনা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। 

5 months ago


Arrest: ভারত-নেপাল সীমান্তে ২৫৪ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই অভিযুক্ত

পাচারের আগেই ভারত-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেফতার দুইজন পাচারকারী। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ৫০ লক্ষ টাকার মাদক। পুলিস সূত্রে খবর, ধৃতরা হল মহম্মদ রহিম (২৫) ও মহম্মদ আতারুল (২৩)। দু'জনই বুড়াগঞ্জের কিলাঘাটার বাসিন্দা। 

পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস ও এস‌ওজি যৌথ অভিযানে নামে। এরপর  নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি নিউ মার্কেটে সন্দেহজনক একটি বাইককে আটক করে পুলিস। তারপর আটক করা বাইটিকে তল্লাশি চালিয়ে বাইকের ভিতর থেকে উদ্ধার হয় ২৫৪ গ্ৰাম ব্রাউন সুগার।  

পুলিসের অনুমান, ধৃতরা পানিট্যাঙ্কিতে মাদক বিক্রি করতে এসেছিল। কিন্তু তার আগেই পুলিস জালে ধরা পড়ে যায় মাদক সহ ওই দুই ধৃত। পুলিস ধৃতদের গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায়। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতের তোলা হয়।

6 months ago
Arrest: পুজোর আগে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী

ফের খড়িবাড়ি পুলিসের হাতে আটক ৩ মাদক কারবারি। খড়িবাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদকদ্রব্য। বাজেয়াপ্ত করা মাদকের বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। পুলিস সূত্রে খবর, ধৃতরা হল বিমল ঘোষ (৩৯), বিশ্বজিৎ দে (৩০) এবং উসুফ শেখ (৪০)।

পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন কোয়াটার মোড় এলাকায় রাইসমিলের পাশে অভিযান চালায় পুলিস। এরপর পুলিসকে দেখে অভিযুক্তরা পালানোর চেষ্টা করতেই তাদের পাকড়াও করা হয়। তারপর ধৃতদের আটক করে তল্লাশি চালিয়ে তিন জনের পকেট থেকে আনুমানিক ৬০৯ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিস। এরপর আটক তিন জনকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার নিয়ে যাওয়া হয়। 

মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এবং মাদক কারবারির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা নিয়ে খতিয়ে দেখছে পুলিস।

7 months ago


Minor: টাকার লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, পুলিসের হাতে ধৃত প্রতিবেশী এক ব্যক্তি

টাকার লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। সোমবার রাতে খড়িবাড়ি রানীগঞ্জ-পানিশালীর গ্রাম পঞ্চায়েতের ভারত নেপাল সীমান্ত লাগোয়া এলাকা ঘটনা। অভিযোগ টাকার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে দিনের পর দিন ধর্ষন করত ওই অভিযুক্ত। পুলিস জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম সীতারাম সিংহ। সোমবার রাতে ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। ওই অভিযুক্তকে মঙ্গলবার সকালে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই নির্যাতিতার সঙ্গে কথা বলে পুলিস ঘটনার তদন্তে নেমেছে।

পুলিস সূত্রের খবর, ওই অভিযুক্তকে পুলিসি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত করা হবে। পাশাপাশি ওই নির্যাতিতার পরিবার সূত্রে খবর, দীর্ঘ একমাস ধরেই মাঝে মাঝে পঞ্চম শ্রেণীর ওই নাবালিকার হাতে টাকা দেখতে পেত তাঁর অবিভাবক। এরপর সন্দেহ হওয়ায় ওই নাবালিকাকে জিজ্ঞেস করা হলে সমস্ত ঘটনা জানতে পারেন। এরপরই প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় খড়িবাড়ি থানায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস প্রথমে ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর নাবালিকার বয়ানের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিস সূত্রে খবর, ওই অভিযুক্তের পাশাপাশি ওই নির্যাতিতাকে গোপন জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে, এছাড়া তড়িঘড়ি ওই নির্যাতিতার মেডিকেল টেস্ট করানো হবে বলেই পুলিশ সূত্রের খবর। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এবং স্থানীয়দের তরফে ওই অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও জানানো হয়েছে।

8 months ago
Gas: ভর্তি গ্যাস সিলিন্ডার, গ্যাসের বদলে বেরোচ্ছে জল, অবাক করা ঘটনার সাক্ষী খড়িবাড়ি

ভর্তি গ্যাস সিলিন্ডার (Gas cylinder), কিন্তু গ্যাস নেই। সিলিন্ডার থেকে বের হচ্ছে জল। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে খড়িবাড়ির (Kharibari) বিহারমোড়ের বর্মন পরিবারে। বিরল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, দিন কয়েক আগে খড়িবাড়ির একটি অনুমোদিত ডিসট্রিবিউটারের কাছ থেকে নতুন ভর্তি সিলিন্ডার নেয় গ্রাম পঞ্চায়েতের কর্মী মানিক বর্মন৷ নতুন ভর্তি সিলিন্ডার প্রথম চার-পাঁচ দিন ঠিকঠাক চললেও শনিবার সকালেই সামনে আসে বিপত্তি। হঠাৎ করে গ্যাস বন্ধ হয়ে যায়। শত চেষ্টা করেও মানিকবাবুর স্ত্রী ওভেনে আগুন জ্বালাতে পারছিলেন না। এরপর ডাক পরে মানিকবাবুর। গ্যাসের সিলিন্ডারের ওজন দেখে বোঝার উপায় নেই যে, ওই সিলিন্ডার খালি৷ সিলিন্ডার নাড়ালেই ভেসে আসছিল ঠিক জলের মতো ছলছল শব্দ। 

অবশেষে সিলিন্ডারের মুখের কাছে একটি কাঠি দিয়ে চাপ দিতেই গড় গড়িয়েবেরিয়ে এল জল। তখন সকলের চক্ষু চড়কগাছ। বর্তমানে ১৪.২ কেজি গ্যাসের দাম ১১৫৬ টাকা। এত টাকা দিয়ে অবশেষে জল কিনতে হবে! তার উপর রয়েছে গৃহস্থের হয়রানি। অগত্যা মানিকবাবু জল ভর্তি সিলিন্ডার নিয়ে ডিস্ট্রিবিউটারের কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলেন। ডিস্ট্রিবিউটর সিলিন্ডার ওজন করে উপযুক্ত টাকা গ্রাহককে ফেরত দিয়ে দেন। ডিস্ট্রিবিউটরের প্রতিনিধি অশোক জয়শোয়াল বলেন, ঘটনাটি বিরল। গ্যাস কোম্পানিকে বিষয়টি জানানো হবে এবং এক্ষেত্রে গ্রাহককে উপযুক্ত টাকা ফেরত দেওয়া হয়।

11 months ago
Shootout: স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য! অভিযুক্তকে মারধর স্বামীর, প্রতিশোধ নিতে বাড়িতে হামলা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য শুনে রেগে গিয়ে এক যুবককে মারধর করেন স্বামী। সেই মারের প্রতিশোধ নিতে মঙ্গলবার গভীর রাতে হামলা চালায় ওই যুবক ও তার বন্ধুরা। এমনকি ওই যুবক স্কুটি নিয়ে ঘরের সামনে ধাক্কা দেওয়ার পর ঘরে ঢুকে ভাঙচুর ও বন্দুক (Shootuot) ঠেকিয়ে ভয়ও দেখায় বলে অভিযোগ। পরে ভাঙচুর করে বেরিয়ে যাওয়ার সময় বন্দুক বের করে শুন্যে গুলিও ছোঁড়ে ওই যুবক, এমনটাই অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে খড়িবাড়ি (Kharibari) থানার অন্তর্গত গৌড়সিং জোতে এই ঘটনাটি ঘটে। 

জানা গিয়েছে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খড়িবাড়ি থানার পুলিস (Police)। সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়ও যান। দোষীদের কড়া শাস্তির দাবি জানান পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়। ঘটনার তদন্তে নেমে ওই স্কুটিটিকে আটক করেছে পুলিস। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন অভিযোগকারী পরিবার।

পুলিস সূত্রে খবর, অনন্ত বর্মন নামের ওই ব্যক্তির স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করেন এলাকার এক যুবক সঞ্জীব বর্মন। স্ত্রীর নামে এই কুরুচিকর মন্তব্য শুনতে পেয়ে সেই যুবককে মারধর করেন অনন্ত। আর সেই মারধরের বদলা নিতেই মঙ্গলবার গভীর রাতে অনন্ত বর্মনের খোঁজে অনন্তের শ্বশুরবাড়িতে হামলা চালায় সঞ্জীব ও তার বন্ধুরা। তারপরেই শুরু করে তাণ্ডব।

11 months ago


Accident: মর্মান্তিক পথ দূর্ঘটনা! মৃত্যু হল এক যাত্রীর এবং আহত আরও ৫ জন

ফের জাতীয় সড়কে মর্মান্তিক দূর্ঘটনা (Accident)! টাটা সুমো ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু (Death) হল ১ যাত্রীর। আহত(Injured) আরও ৫ জন। বৃহস্পতিবার সকালে খড়িবাড়ি (Kharibari) থানার অন্তর্গত প্রসাদু জোত এশিয়ান হাইওয়ে ২-তে এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিস (Police)। পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম গঙ্গা প্রসাদ সারু, তিনি ভারতীয় সেনাবাহিনীর জ‌ওয়ান ছিলেন। পুলিস আরও জানায়, এই ঘটনায় বাকি আহতরা নেপাল ও অরুনাচল প্রদেশের বাসিন্দা। ঘটনার পর জাতীয় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।   

এই ঘটনায় এক স্থানীয় বাসিন্দা জানান, চলন্ত অবস্থাতেই টাটা সুমোটির একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে মুখোমুখি এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলে টাটা সুমোর ১ যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৫ জন যাত্রী জখম হয়েছেন। এমনকি ওই ট্রাক্টর চালকও জখম হয়েছেন ঘটনায়। এই ঘটনার পরেই তড়িঘড়ি স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি হাসপাতাল নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক এক জনকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনায় বাকি আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

12 months ago
Theft: ঘরের তালা ভেঙে চুরি, খোয়া গেল নগদ ও লক্ষাধিক টাকার সোনার গয়না

বিয়েবাড়িতে গিয়েই বিপত্তি (Hazard)। খড়িবাড়ির (Kharibari) দুধগেটে বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে চুরি (Theft) গেল সোনার গয়না ও নগদ টাকা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি ব্লকের পানিটাঙ্কির দুধগেটে বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে যান অসিত সিংহ ও গোটা পরিবার। নিমন্ত্রণ বাড়ির থেকে ফিরে এসে ঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এমনকি আলমারি খোলা ও ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পেয়েই মাথায় হাত তাঁর। 

অসিতবাবু জানান, বাড়ির পাশেই এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখি চুরি হয়েছে বাড়িতে। নগদ ২০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ির পানিটাঙ্কি ফাঁড়ির পুলিস। গোটা ঘটনার তদন্তে নেমে খতিয়ে দেখছে পুলিস।

12 months ago


Kharibari: পাচারের আগেই পুলিসকর্মী-সহ আটক ৬, উদ্ধার ৩২টি মহিষ

মহিষ পাচার করার আগে একজন পুলিসকর্মী-সহ ৬ জনকে আটক করল এসএসবি (SSB) ৪১ নম্বর ব্যাটেলিয়ানের। ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খড়িবাড়ি থানায় (Kharibari police station)। ভারত নেপাল সীমান্ত (India Nepal border) খড়িবাড়ি ব্লকের বাঞ্চাভিটা এলাকায় অভিযান চালায় এস‌এসবির ৪১ তম ব্যাটেলিয়ানের রামধনজোত ও ভাতগাও হেড কোয়ার্টারে জওয়ানরা। এরপর সন্দেহজনক একটি লরি আটক করে তল্লাশি চালালে মোট ৩২টি মহিষ (buffalo) উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা ৬ জনকে আটক করে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পুলিস সূত্রে খবর, ধৃতরা হল মহম্মদ তাহির, মহম্মদ খুশিত আলম, পাপ্পু কুমার, মিন্টু কুমার, মহম্মদ রফিকুল ইসলাম ও ফনি রায়। এদের মধ্যে প্রথম চারজন বিহারের বাসিন্দা। মহম্মদ রফিকুল আসামের মুড়িগাও এলাকার বাসিন্দা। পুলিসকর্মী ফনি রায় নকশালবাড়ি থানায় কর্মরত, তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। পুলিস সূত্রে আরও জানা যায়, বিহার থেকে মহিষগুলি আসামে পাচার করার ছক কষে ছিল পাচারকারীরা। কিন্তু তার আগেই তাঁদের আটক করা হয়। ধৃত ছয়জন পাচারকারীকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে।

one year ago
Kharibari: বাড়িতে পড়ে স্বামীর নিথর দেহ, প্রতিবেশী যুবকের সঙ্গে পলাতক স্ত্রী, খুন নাকি আত্মহত্যা?

এ কেমন কাণ্ড! একদিকে বাড়িতে পড়ে স্বামীর (husband) মৃতদেহ। অন্যদিকে, পলাতক স্ত্রী ও তাঁর প্রতিবেশী যুবক। ত্রিকোণ প্রেমের (love triangle) জেরেই এই কাণ্ড, প্রাথমিক সন্দেহ এলাকাবাসীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খড়িবাড়ি (Kharibari) থানার ফুলবাড়ি চা বাগান এলাকায়। রবিবার ফুলবাড়ি চা বাগানের খাল লাইনে একটি বাড়ির ভিতর থেকে অস্বাভাবিকভাবে উদ্ধার হয় শঙ্কর ব‌ইগা(২৫) নামে এক ব্যক্তির মৃতদেহ (deadbody)। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, রবিবার সকালে ঘুম থেকে উঠে একটি ঘরের ভেতর মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় খড়িবাড়ি থানায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এদিকে, মৃত্যুর পর থেকেই পলাতক মৃতের বউ ও এক প্রতিবেশী বন্ধু। গ্রামবাসীদের অনুমান স্বামীকে খুন করে স্বামীর এক বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছেন স্ত্রী। মৃতের স্ত্রী ও বন্ধুর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা বলে  সন্দেহ করছে স্থানীয়রা। তবে খুন না আত্মহত্যা তার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিস।

ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিস। সাত সকালে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

one year ago