Breaking News
BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট     

Kennedy

Sunny Leone: 'কেনেডি' নিয়ে কান-এ সানি লিওনি, দেখুন তাঁর মোহময়ী ছবি

পেশাগত জীবনের দ্বিতীয় অধ্যায়ে বলিউডে পদার্পণ করেছিলেন সানি লিওনি (Sunny Leone)। একদা 'পর্ণস্টার'-এর তকমা ঘুচিয়ে আজও নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার লড়াই করে চলেছেন সানি। তিনি যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, প্রত্যেকটিই বলিউডে (Bollywood)। তবে এবার বলিউড পরিচিতি তাঁকে নিয়ে গেল বিশ্ব দরবারে। সানি অভিনয় করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের সিনেমা 'কেনেডি'তে (Kennedy)। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ছবিটি। সেই চলচ্চিত্র উৎসবেই ভারতের অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন সানি।

কান চলচ্চিত্র উৎসবে গিয়ে সিনেমার প্রিমিয়ারে এবং তার আগে বেশ কিছুটা সময় কাটিয়েছেন সানি। প্রত্যেকদিন আলাদা আলাদা লুকে ছবি দিয়েছেন তিনি। এমনিই সানির সৌন্দর্যে মূর্ছা যায় তাঁর ভক্তরা। চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর গ্ল্যামার যেন আরও অনেকটা বেড়ে গিয়েছে। কান চলচ্চিত্র উৎসবের ডেবিউতে সানি বেছে নিয়েছিলেন সবুজ রঙের একটি গাউন।


'কেনেডি' ছবির সাংবাদিক বৈঠকে সানি পরেছিলেন একটি প্রিন্টেড বডি হাগিং ড্রেস। সঙ্গে বেইজ রঙের ফ্রেঞ্চ কোট তাঁর শোভা বাড়িয়েছে। ছবি দিয়ে সানি বলেছেন, 'এই পোশাকটি ভালোবেসে ফেলেছি।' 


'কেনেডি' ছবির প্রিমিয়ারের দিন রেড কার্পেটে সকলের নজর কেড়েছেন সানি। গোলাপি রঙের একটি  'থাই হাই' স্লিট গাউন বেছে নিয়েছিলেন অভিনেত্রী। একাধিক ছবি আপলোড করেছেন সানি। ক্যাপশনে লিখেছেন, 'কেনেডির ওয়ার্ল্ড প্রিমিয়ার। ভারতীয় সিনেমার প্রতিনিধি হওয়ার চেয়ে আনন্দের কিছু নেই। আমার জন্য এবং পুরো টিমের জন্য সুন্দর মুহূর্ত।' 


6 months ago