Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Katwa

Train: প্য়ান্টোগ্রাফ ভেঙে বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে নিত্য় যাত্রীরা

খামারগাছি রেলের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল। আপ লাইনেও অনিয়মিত ট্রেন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ডাউন কাটোয়া-হাওড়া ও কাটোয়া-ব্যান্ডেল লোকাল। ৩৭৯১২ ডাউন হাওড়া লোকাল ৫.১৪ মিনিটে জিরাট থেকে ছেড়ে যাওয়ার কথা হলেও ৮.০০ টার পরেও জিরাট স্টেশন ছাড়েনি। 

এরপর থেকে তিন জোড়া ট্রেন পরপর দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে। জিরাটের স্টেশন মাস্টার জানান, ডাউন লাইন বন্ধ থাকার জন্য সকালের দিকে কিছু এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে চালানো হয়েছে।ভোররাতে প্যান্টো ভাঙার জেরে এই বিপত্তি। পরিস্থিতি কখন স্বাভাবিক হতে সময় লাগবে। ডাউন ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পরেন নিত্য যাত্রীরা। তারা অপেক্ষা করছেন কখন ট্রেন চলবে। সকালের ট্রেনে কাটোয়া থেকে শেওড়াফুলি হাটে সবজি নিয়ে যান চাষীরা সেই সবজি পরে রয়েছে ট্রেনে। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন কুন্তিঘাটে প্যান্টো ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।সারানোর কাজ চলছে।

3 months ago
Katwa: কী কাণ্ড! বিয়ের দিন নিখোঁজ কনে, ফোন বন্ধ কনেপক্ষের, বর বেশে থানায় হাজির যুবক

দু'জনের সম্মতিতেই ঠিক হয়েছিল বিয়ে। আইনি মতে বিয়ের দিন উধাও কনে। মাথায় টোপর, গায়ে পাঞ্জাবি, পরনে ধুতি বিয়ের বেশে থানায় হাজির হলেন বর। কনের খবর পাচ্ছে না বলে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করলেন হবু বর। বিয়ের সাজে বরকে দেখে হক চকিয়ে গেল পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিস কর্মীরা। অবশেষে বিয়ে না করে নিরুপায় হয়ে বাড়ি ফিরতে হল বরকে। 

 জানা গিয়েছে, নদীয়ার মাটিয়ারির বাসিন্দা অয়ন ঘোষ-এর সঙ্গে ছয় মাস আগে বন্ধুর বিয়েতে পরিচয় হয় বর্ধমানের ‌দত্তপাড়ার বাসিন্দা বিউটির। অনলাইনে মাধ্য়মে সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। এরপর ছয় মাস ধরে অনলাইনেই কথাবার্তা হত তাঁদের। তারপর তাঁরা দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরপর অয়নের বাড়ির লোক বিয়ের কথাবার্তা বলাতে বিউটি তাঁর মাসির বাড়ির ঠিকানা দেন কাটোয়া গোয়ালপাড়া ঘাটের কাছে। দুই পক্ষের সামনাসামনি কারোর সঙ্গে দেখা না হওয়ায় ফোনেই বিয়ের দিন ঠিক হয়ছিল। 

যদিও ১৭ তারিখ বিয়ের কোন দিন না থাকায় বিউটি বলে, আমার দাদুর মৃত্যু বার্ষিকী শেষ হবে ১৬ তারিখে। তাই ১৭ তারিখে বিয়েটা হোক। সেই কথা মতো অয়ন রবিবার সন্ধ্য়ায় বরের বেশে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী নিয়ে বাড়ি থেকে বিয়ের আচার অনুষ্ঠান মেনে বের হয়। বরের জন্য় নৌকা পাঠানোর কথা ছিল কনেপক্ষের। এরপর গঙ্গার ঘাট পেরোলে ফোন করলে আর যোগাযোগ করা যায়না কনেপক্ষের সঙ্গে। ফোন সুইচ অফ থাকায় সারাদিন কোনো খবর পায় না তাঁরা।

বেশ কিছুক্ষণ গঙ্গাঘাটের কাছে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী নিয়ে বর অপেক্ষা করলে কোনো খবর পাওয়া যায়নি কনেপক্ষের। এরপর অয়ন (বর) প্রতারণার শিকার হয়েছে তিনি সেটা বুঝতে পারেন। অগত্যা বর বেশে হাজির কাটোয়া থানায়। অয়ন ঘোষের অভিযোগ, বিয়ে করবে সেটা বললেই হত। এইরকম করার দরকার কী ছিল? সিনেমায় দেখা গিয়েছে জানলা দিয়ে বউ পালায়, এবার দেখা গেল ‌অনলাইনে গায়েব বউ।

5 months ago
Katwa: অকাল বৃষ্টি ডাকল অকাল মরণ, কাটোয়ায় আত্মঘাতী কৃষক

বন্ধ্যা মাটির বুক চিরে ফসল ফলানোর স্বপ্নই দেখতেন পূর্ব বর্ধমানের নিমদহ পঞ্চায়েতের উত্তরপাড়ার রূপ সনাতন ঘোষ। মাটি তার বন্ধ্যাও ছিল না। বরং অকাল বৃষ্টিতে ছিল অতিরিক্ত সিক্ত। ২ বিঘা জমিতে সদ্য বোনা আলুর বীজগুলো অকালে মরত। সেই মরণ দেখার চেয়ে নিজের মৃত্যুটা সহজ মনে হল কৃষকের কাছে। ঋণের বোঝা কাঁধে নিয়ে গলায় ফাঁস দেন কৃষক রূপ সনাতন। ধরা গলায় নাবালক ছেলে দেয় বাবার মৃত্যুর খবর।

প্রকৃতি বিমুখ, সঙ্গ দেয়নি সরকার। একের পর এক কোপ বসিয়েছে  সারের কালোবাজারি, বীজের কালোবাজারি, মধ্যস্থতাকারীদের কারচুপি । আর কত সহ্য করবে কৃষক? মরণের পরও প্রশাসনের মারপ্যাঁচে ধামাচাপা পড়ে কৃষকের মৃত্যুর আসল কারণ! 

কী ক্ষতিপূরণ দেয় সরকার? সেই ক্ষতিপূরণের আশায় বাঁচা যায়? মৃত্যুটা বোধহয় সত্যিই এর চেয়ে অনেক সহজ! কারও কারও মৃত্যুটা হয় সশব্দে। কিন্তু গোটা রাজ্যের কৃষকরা প্রতিদিন মনে মনে মরছে। কেউ কি রাখে না সেই খবর? তবু কেউ কি ছোঁয়াবে না জিয়ন কাঠি? 

5 months ago


Katwa: ভাগীরথী নদীর তীরে অবৈধভাবে মাটি পাচারের অভিযোগ

অবৈধভাবে নদীপাড়ের মাটি কেটে চলছে রমরমে ইটভাটা। পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের ভাগীরথীর তীরবর্তী এলাকায় মাটি পাচারের অভিযোগ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে নৌকা করে দিনে দুপুরে চলছে মাটি কাটার কাজ। ভাগীরথীর জল একটু কমতেই নদীর পাড়ের মাটি অবৈধভাবে কাটা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। এক একটি ট্রলারে করে এই মাটি বিক্রি করে প্রায় ১৮০০ থেকে ২০০০ টাকা লাভ হয় বলে অনুমান। আর এই মাটি কাটার ফলে নদী ভাঙ্গন বাড়ছে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসীদের জমি। কিন্তু মাটি মাফিয়ারা এতটাই সক্রিয় যে ওদের বিরুদ্ধে অভিযোগ তুলতেও ভয় স্থানীয়রা। 

পাশাপাশি ভাগীরথী তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে সাত-আটটি ইটভাটা। প্রশ্ন উঠছে নদীপাড়ে ইটভাটার লাইসেন্স পেল কিভাবে এই ইটভাটার মালিকেরা। তাছাড়াও ইটভাটা মালিকদের কি বৈধ লাইসেন্স আছে? যদিও লাইসেন্স পেয়েও থাকে তা কিভাবে পেল?

এই ইটভাটা গুলো মূলত ভাগীরথীর মাটি দিয়ে ইট তৈরি করে বলে অভিযোগ। এভাবে দিনের পর দিন চলতে থাকলে আগামী দিনে নদী ভাঙ্গন ক্রমশ বাড়তে থাকবে। স্থানীয়দের অভিযোগ, মাটি বিক্রির টাকা দুটো থানায় টাকা দিতে হয়, মাসোয়ারা আছে কালনা থানা ও শান্তিপুর থানায়। তাই পুলিস অভিযুক্তদের  ধরপাকড় করে না। 

6 months ago
Katwa: কাটোয়ার ভাগীরথীতে কুমির আতঙ্ক! ভিড় এলাকাবাসীদের

'জলে কুমির ডাঙ্গায় বাঘ' এই প্রবাদ প্রবচন কম-বেশি শোনা যায়। আর এই প্রবাদ বাক্য যে কতটা সত্যি তা সুন্দরবনবাসীরা প্রায়শই দেখতে পান। কিন্তু ব্যতিক্রম ঘটল আজ, মঙ্গলবার কাটোয়া ভাগীরথীর তীরবর্তী এলাকাতে। পূর্ব বর্ধমানে অগ্রদ্বীপ কালিকাপুর গ্রামে বিশাল আকৃতির কুমির। কুমির দেখতে ভিড় জমান ওই এলাকার গ্রামবাসীরা। সাত ঘণ্টা পর ধরা পড়ে কুমিরটি। গ্রামবাসী ও বনদফতরের চেষ্টায় কুমিরটিকে জাল ও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। উদ্ধারের পর আপাতত রাখা হয়েছে কাটোয়ার বন দফতরের অফিসে।

বুধবার ভোরবেলা অগ্রদ্বীপের কালিকাপুর ফেরিঘাট খুলতে এসে অভিজিৎ হালদার দেখেন লম্মা একটা কিছু শুয়ে রয়েছে। কাছে গিয়ে দেখেন, একটি কুমির। কুমিরটি প্রায় ১২ফুট লম্বা। এর পর গ্রামের মানুষকে খবর দেন। খবর যায় বনদফতরে। বেলা ১০.৩০ নাগাদ প্রায় ঘন্টাখানেকের চেষ্টার পর কুমিরটিকে বাগে আনেন বনদফতরের কর্মী ও গ্রামবাসীরা।এরপর গাড়িতে করে কুমিরটিকে এনে রাখা হয় কাটোয়ার বনদফতরের অফিসে।

বর্ষার জল বাড়তেই কাটোয়ার ভাগীরথীতে কয়েকদিন আগে দেখা মিলেছিল ঘড়িয়ালের।এবার বিশাল আকৃতির কুমিরের দেখা পাওয়াতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

7 months ago


Katwa: স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, তদন্তে কেতুগ্রাম থানার পুলিস

স্ত্রীকে নৃশংসভাবে খুন (Dead) করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Katwa) কেতুগ্রাম থানার অন্তর্গত পালিটা গ্রামে। ঘটনার বিস্তারিত জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে গ্রেফতার (Arrest) করেছে কেতুগ্রাম থানার পুলিস (Police)। পাশাপাশি ওই গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিস। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পুলিস সূত্রে খবর, মৃতার নাম ফুলেশ্বরী ফৌজদার ও অভিযুক্তর নাম সন্তোষ ফৌজদার। দুজনেই কেতুগ্রামের পালিটা গ্রামের বাসিন্দা। প্রায় ২৬ বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। অভিযুক্ত পেশায় একজন প্রাক্তন সেনা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে অশান্তি হয় তাঁদের মধ্যে। তারপরেই শনিবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন ফুলেশ্বরীকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজি শুরু হয়। শেষমেশ ঘরের মধ্যেই ফুলেশ্বরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

মৃতার পরিবার জানিয়েছে, ফুলেশ্বরী খুব চাপা স্বভাবের মেয়ে। পরিবারের অশান্তির কথা কখনও জানাতো না। তবে বেশ কয়েকদিন আগেই পারিবারিক ঝামেলার কথা বাড়িতে জানিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, এই অভিযুক্তকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক প্রশাসনের তরফ থেকে।

উল্লেখ্য, ফুলেশ্বরী আত্মহ্ত্যা করেছে নাকি আদতেি তাঁকে খুন করা হয়েছে তাঁর তদন্ত শুরু করেছে পুলিস।

9 months ago
Katwa: নিখোঁজ হওয়ার দুদিন পর উদ্ধার হল এক ব্যবসায়ীর মৃতদেহ, তদন্তে কেতুগ্রাম থানার পুলিস

নিখোঁজ হওয়ার দুদিন পর উদ্ধার হল এক ব্যবসায়ীর মৃতদেহ (Dead Body)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম (Katwa) থানার সিলুড়ি গ্রামের একটি পাটের ক্ষেত থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিস (Police)। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পুলিস সূত্রে খবর, মৃত ওই ব্যবসায়ীর নাম সুজিত দত্ত (৩২)। তিনি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার সিলুড়ি গ্রামের বাসিন্দা। মঙ্গলবারই তিনি নিখোঁজ হয়ে যান। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, নিখোঁজ ব্যবসায়ীর মা তাঁর ছেলেকে খুন করা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন। এই খুনের আশঙ্কার জন্য বিশাল পুলিস বাহিনী গ্রাম জুড়ে তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও তাঁর কোনও খোঁজ পায়নি। আর তারপরেই বৃহস্পতিবার পাটের জমি থেকে উদ্ধার হল তাঁর দেহ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিলুড়ি গ্রামের সুজিত দত্ত পোল্ট্রি ফার্ম চালান৷ প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও তিনি ফার্মেই ঘুমাতে যান৷ তবে মঙ্গলবার সকালে উঠে তাঁর পরিবারের সদস্যরা ফার্মে গিয়ে তাঁকে দেখতে পায় না৷ উপরন্তু, তিনি যেখানে ঘুমান সেখানে বালিশের নীচে ও বিছানায় রক্ত দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা৷ এরপরেই পরিবারের সদস্যরা কেতুগ্রাম থানার পুলিসে খবর দেয়। আর তারপর থেকেই পুলিস তল্লাশি চালায়। তবে বৃহস্পতিবার সকালে আচমকাই তার মৃতদেহ উদ্ধার হয়।

9 months ago
Katwa: ধর্ষণে বাধা পেয়ে মামির গায়ে অ্যাসিড ছুড়ল ভাগ্নে! গ্রেফতার অভিযুক্ত

আবারও প্রকাশ্যে এল নৃশংস ঘটনা। ধর্ষণে বাধা দেওয়ায় মামির গায়ে অ্যাসিড (Acid Attack) ছুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। রবিবার এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Katwa) কেতুগ্রামের ঝামুটপুর গ্রামে। ঘটনার পরই আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরই কেতুগ্রাম থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে এই ঘটনায় কেতুগ্রাম থানার পুলিস (Police) গ্রেফতার (Arrest) করেছে মূল অভিযুক্তকে। সোমবার অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে পুলিস।  

নির্যাতিতা জানান, শনিবার তাঁর স্বামী মেয়েকে আনতে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেই সময়ই ভাগ্নে গোপাল দাস বাড়িতে এসে তাঁকে কুপ্রস্তাব দেয়। এমনকি তাঁর অজান্তেই তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে অভিযুক্ত। তবে বারবার অভিযুক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন তিনি। তারপরে একটি ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন তিনি। এরপরেই বাড়ি থেকে চলে যায় অভিযুক্ত। 

নির্যাতিতা আরও জানান, শনিবার রাতে স্বামী বাড়িতে ফিরে আসার পর তাঁকে সব ঘটনা বলেন নির্যাতিতা। এই পুরো ঘটনা শুনে রবিবার তিনি তাঁর স্বামীর সঙ্গে ননদের বাড়িতে যায়। সেখানে গিয়ে তিনি ও তাঁর স্বামী ভাগ্নের বিরুদ্ধে অভিযোগও করেন। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্ত ও তার বাবা-মা। তারপরেই নির্যাতিতাকে তাঁরা অকথ্য ভাষায় কথা বলেন। এরপর অশান্তি আরও বাড়লে অভিযুক্ত ঘর থেকে আ্যাসিড নিয়ে এসে নির্যাতিতার গায়ে ছুঁড়ে দেয়। এই ঘটনায় নির্যাতিতার দাবি, অভিযুক্তদের যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয়। 

9 months ago


Katwa: ঘর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঘর থেকে এক গৃহবধূর মৃতদেহ (Dead Body) উদ্ধার ঘিরে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া (Katwa) মহকুমার গঙ্গাটিকুড়ি গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিস (Police)। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানা যায়। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। গৃহবধূর এই অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, মৃত ওই গৃহবধূর নাম পিউ মণ্ডল। দেড় বছর আগে গঙ্গাটিকুড়ি গ্রামের বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকেই প্রায়শই অশান্তি লেগে থাকত পরিবারে। এই ঘটনায় মেয়ের বাবার অভিযোগ, জামাই বিশ্বজিতের সঙ্গে তাঁর বৌদির একটি অবৈধ সম্পর্ক ছিল। যা জানতে পেরে গিয়েছিল পিউ। তারপর থেকেই অশান্তি আরও বেশি বেশি করে হতো। আর ওই অবৈধ সম্পর্কের জেরেই বিশ্বজিত্ খুন করেছে পিউকে, এমনটাই অভিযোগ মৃতার বাবার।

মৃতার বাবা দাবি করেন, বুধবার রাত একটা কুড়ি নাগাদ পিউর শ্বশুরবাড়ি থেকে ফোন যায়। তারপরেই খবর পাওয়া যায় তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে। এই খবর পেয়ে তিনি তড়িঘড়ি মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েকে মেঝেতে শুয়ে পড়ে থাকতে দেখেন। 

9 months ago
Katwa: বড় সাফল্য এসটিএফের! নির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্র সহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার

পঞ্চায়েত ভোটের আগে তিন জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার (Arrest) করল এসটিএফ (STF)। সোমবার, কাটোয়া (Katwa) রেলস্টেশনে অস্ত্রসহ ধৃতদের ধরা হয়। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন বিহারের আর দু'জন মুর্শিদাবাদের। ধৃতরা হলেন কাউসার শেখ, সিরিয়াল মণ্ডল, সুদীপ খান। আগ্নেয়াস্ত্র (Firearm) উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত ১১টা নাগাদ কাটোয়া রেল স্টেশনে জিআরপিকে সঙ্গে নিয়ে তিন ব্যক্তিকে অস্ত্র সমেত গ্রেফতার করে এসটিএফ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি পিস্তল ও চোদ্দ রাউন্ড তাজা কার্তুজ ও ছয়টি ম্যাগাজিন। পঞ্চায়েত ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় একদিকে যেমন স্বস্তি, অপরদিকে তেমনি চিন্তার ভাঁজ। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছেন এসটিএফের কর্তারা। জিজ্ঞাসাবাদ করার পর মঙ্গলবার সকালে তিনজনের মেডিক্যাল করা হয় কাটোয়া মহাকুমা হাসপাতালে।

সূত্রের খবর, এদিন ওই তিন ধৃতকে কাটোয়া কোর্টে তোলা হয়। এসপিএফ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, তার তদন্ত শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এসটিএফের বড় সাফল্য। 

11 months ago


Crop: ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কাটোয়া মহকুমা এলাকার বিস্তীর্ণ জমি, মাথায় হাত চাষিদের

পাকা ধানে মই! প্রচন্ড গরমে (Heat wave) নাজেহাল মানুষ, চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায়। বৃষ্টি (Rain) এলো, তবে সঙ্গে নিয়ে এল ঝড়ের দাপট। বুধবার রাতের কয়েক মিনিটের কালবৈশাখীর দাপটে ব্যাপক ক্ষতি হয় কাটোয়া (Katwa) মহকুমা এলাকার চাষীদের। লন্ডভন্ড বিস্তীর্ণ কৃষিজমির বোরো ধান। ঝড়ে ভেঙে পড়েছে গাছ, বাদ যায়নি আমগাছও। শস্য গোলা হিসেবে পরিচিত বর্ধমান। কাটোয়া মহকুমা এলাকায় এবছর প্রায় এক লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে চাষ করেছিলেন চাষীরা। বেশ কিছুদিন তীব্র দাবদাহের পর বুধবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। তাতেই ধান ওঠার মুখে সমস্যায় পড়েন চাষিরা। 

গত কয়েক বছর ধরে আবহাওয়ার পরিবর্তনের জেরে অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। এবছরও সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। চাষিদের দাবী, ধান ঘরে তোলার সময় এই ঝড়ে অনেক ক্ষতি হয়েছে। কিছু ঋণ নিয়ে ও কিছু কৃষিলোন নিয়ে চাষ করেছিলেন। ঋণ শোধ করার জন্য সরকারের কাছ থেকে সাহায্য চান তারা। শুধু ধানই নয়, নষ্ট হয়েছে অনেক শাকসবজিও। ঝড়ে বড় গাছ ভেঙে পড়ায় বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয় এলাকায়।  

12 months ago
Accident: টোটো-মোটর ভ্যান সংঘর্ষ, পথ দুর্ঘটনায় মৃত্যু মা-ছেলের

টোটো (Toto) গাড়ির সঙ্গে মোটর ভ্যানের (Van) সংঘর্ষে মৃত্যু (Dead) মা ও নাবালক ছেলের। সূত্রের খবর, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদন ঘাটের বিবিরহাট এলাকায় একটি মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটো গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনায় টোটোতে থাকা মা-ছেলের মৃত্যু হয়েছে বলে খবর। ওই ঘটনায় টোটো গাড়ির চালক-সহ মোট তিন জন আহত। সূত্রের খবর, আহতদের কালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চাল বোঝাই মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটো গাড়িকে ধাক্কা মারে। শনিবার সকালের ঘটনায় নাদনহাট থানার পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এই দুর্ঘটনায় নদীয়ার বাহিরচড়ার বাসিন্দা সালমা বিবি(৩৫) ও তার ছেলে ইমরান শেখ (৮)মারা গিয়েছে।

one year ago
Katwa: পাড়ায় ঘুরছে সজারু, চক্ষু চড়ক গাছ স্থানীয়দের! বন দফতরের উদ্যোগে উদ্ধার, স্বাস্থ্য পরীক্ষা

সাতসকালেই কাটোয়া (Katwa) শহরের প্রাণকেন্দ্র থেকে উদ্ধার হল একটি সজারু (Porcupine)। সচরাচর যে প্রাণীকে দেখা যায় না লোকালয়ে, সেই প্রাণীকে দেখে হকচকিয়ে যায় শহরবাসী। স্থানীয়দের মতে, উদ্ধার হওয়া সজারুটিকে পাঠানো হবে বর্ধমানের (Burdwan) রমনাবাগান চিড়িয়াখানায়।

স্থানীয়রা জানান, কাটোয়া শহরের টেলিফোন ময়দানের পাড়ার ভেতর ঘুরতে দেখা যায় ওই সজারুকে। এরপর খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা সজারুটিকে বাগে আনতে অনেক ঘাম ঝরিয়ে অবশেষে তাকে ধরতে সক্ষম হন। এরপর ওই সজারুটিকে খাঁচা বন্দি করে নিয়ে আসা হয় কাটোয়ার রেগুলেটেড মার্কেটের নার্সারিতে। আপাতত বৃহস্পতিবার সেখানেই থাকবে এই সজারু।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সজারুর স্বাস্থ্য পরীক্ষার পর শুক্রবার তাকে পাঠানো হবে বর্ধমানের রমনাবাগান চিড়িয়াখানায়। তবে বন দফতরের কর্মীদের অনুমান, যদি একটি সজারুর দেখা মেলে কাটোয়া শহরে তাহলে ওই পাড়ায় আরও সজারু থাকতে পারে। খোঁজ চলানো হবে। 

one year ago


Katwa: সুদ-আসল না মেটানোয় বাড়ি গিয়ে 'তাণ্ডব' সুদ কারবারীদের, শিক্ষকের অভিযোগে ধৃত ৪

কিছুদিন ধরেই কাটোয়ার (Katwa) বিভিন্ন এলাকায় চড়া সুদে (High interest) টাকা ধার দেওয়া হচ্ছে এই অভিযোগ উঠে আসে। এবার সেই একই অভিযোগ করেন কাটোয়ায় এক শিক্ষক (teacher)। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কাটোয়া থানার পুলিস (police) গ্রেফতার করে চার সুদ কারবারীকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, চড়া সুদের টাকা ধার দিয়ে কখনও বাড়ি গিয়ে অশ্লীল ভাষায় গালি, কখনও মারধর, আবার কখনও খুনের হুমকি (Threat)। ভয়ে শিক্ষক থানায় দ্বারস্থ হলে তদন্তে নামে কাটোয়া থানার পুলিস। ধৃতদের সোমবারই তোলা হবে কাটোয়া মহকুমা আদালতে।

জানা যায়, কাটোয়ার এক শিক্ষক তাঁর বাবার চিকিৎসার জন্য বছর দেড়েক আগে চড়া সুদে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। এরপর থেকেই সেই ঋণের অঙ্ক ক্রমশ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। প্রতি সপ্তাহে তাঁকে সুদ মেটাতে হত। দীর্ঘ দেড় বছর ধরে ৫ লক্ষ টাকার অধিক প্রায় ১০ লক্ষ টাকা সুদ মেটালেও এখনও আসল টাকা না মেটানোয় সুদে-আসলে সেটা হয়ে গিয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।

এরপরই ওই শিক্ষকের বাড়িতে গত শনিবার রাতে চড়াও হয় সেই সুদের কারবারীরা। তাঁকে এবং তাঁর স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং খুনেরও হুমকি দেয় বলে অভিযোগ। এরপর রবিবার দুপুরে ওই শিক্ষক ও তাঁর স্ত্রী কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে চারজনকে গ্রেফতার (arrest) করে পুলিস।

প্রসঙ্গত, কেতুগ্রামে গত কয়েকদিন আগে চড়া সুদের ধার নিয়ে এক ব্যক্তি আত্মহত্যা (suicide) করতে যান। রেললাইনের ধার থেকে উদ্ধার করা হয় তাঁকে। অভিযোগ ওঠে, রেললাইনে সুদ কারবারিরা বেঁধে রেখেছিলেন ওই ব্যক্তিকে। কোনওরকমে বাঁচতে গিয়ে তাঁর একটি পা বাদ হয়ে যায়। যদিও কাটোয়া এসডিপিও কৌশিক বসাক জানান, ওই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। মানুষকে সচেতন হতে হবে এবং এভাবে যদি কেউ সুদ নিয়ে থাকেন, তাহলে থানার দ্বারস্থ হন। থানা সাহায্য করবে।

one year ago
Purbasthali: ঝুলন্ত ব্রিজ দুর্ঘটনায় মৃতদের মধ্যে বাংলার এক, কারিগরের কাজে গুজরাত গিয়েছিলেন যুবক

গুজরাতে (Gujarat) মোরবিতে একটি ঝুলন্ত সেতু (Bridge) আচমকাই ভেঙে বিপত্তি। কেবল ব্রিজ (Cable Bridge) ভেঙে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে ছিলেন কয়েকশো মানুষ। নদীতে তলিয়ে যান তাঁরা। জানা গিয়েছে, সেই সময় উপস্থিত ছিলেন পূর্বস্থলী দু'নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার এক যুবকও। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গয়নার কারিগর হিসেবে কর্মসূত্রে মোরবিতে থাকতেন তিনি।

রবিবার গভীর রাতে সেই খবর পূর্বস্থলীর (Purbasthali) কেশববাটির বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে পরিবারে। সোমবার সকাল থেকেই মৃত ওই যুবকের বাড়ির সামনে বহু মানুষের ভিড় দেখা যায়। জানা যায়, মৃত ওই যুবকের নাম হাবিবুল শেখ। মাস দশেক আগে তাঁর এক কাকার কাছে তিনি সোনার কাজ করতে গিয়েছিলেন। রবিবার বিকেলে তিনি ওই ব্রিজের উপর বেড়াতে যান। আর সেই সময়ই ঘটে বিপত্তি।

বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর রবিবার রাতেই তাঁর দেহ উদ্ধার হয়। সোমবার সকালে মৃতের বাবা মহিবুল শেখ জানান, ছেলে সোনার কাজের জন্য গিয়েছিল। সেখানেই থাকতেন। রবিবার গভীর রাতে খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। 

2 years ago