Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Kashi

Arambagh: মৃত্যু ছুঁয়ে ফিরতি পথে, আরামবাগে ঘরে ফিরলেন উত্তরকাশীর যোদ্ধারা

যোদ্ধার থেকে কম কি! যে সে যুদ্ধ নয়, একেবারে জীবন যুদ্ধ জয় করে ঘরের ছেলে ফিরছে ঘরে। উত্তরকাশীর টানেলের বন্দিদশা ভেঙে অবশেষে মায়ের কোলে ফিরলেন আরামবাগের পুরশুড়ার ২ শ্রমিক সৌভিক পাখিরা এবং জয়দেব পরামানিক। ১৭ দিন সুড়ঙ্গে সূর্যের আলো পৌঁছত না ঠিকই, তবে আশার আলোটাকে এক মুহূর্তের জন্য নিভতে দেননি কেউ।

ভয়কে জয় করেছেন টানা সতেরো দিন ধরে। মুক্তির স্বাদ লড়াইয়ের জোর বাড়িয়েছে আরও। কাজ করতে চান, এগিয়ে যেতে চান সৌভিক, জয়দেব।

গোটা দেশ যখন দীপাবলির আলোয় উজ্জ্বল, ঠিক তখনই উত্তরকাশীর সুড়ঙ্গে নামে অন্ধকার। ছেলেদের এক ঝলক দেখার জন্য টিভির পর্দায় চোখ গেঁথে রেখেছিলেন ১৭টা দিন। ভাষা হারালেও প্রার্থনা থামেনি। অভাব, বেকারত্বের তাড়নায় শুধু রাজ্য নয় বোধহয় জীবন থেকেও দূরে চলে গিয়েছিল তরুণ তাজারা। একবার ফিরে পেতেই তাঁদের আর কাছছাড়া করতে চায় না কেউ।

আজ ওঁদের বাড়িতে অকাল উৎসব, যে দীপাবলিটা পালন করা হয়নি, আজ সব পুষিয়ে নেবে পাখিরা এবং পরামানিক পরিবার। স্নেহ চুম্বনে কপাল ভরিয়ে দিচ্ছে মা, ঠাকুমারা। মায়ার বাঁধন পড়ছে আরও শক্ত গিঁট। এই বাঁধনই বোধহয় মৃত্যু ছুঁয়েও ফিরে আসার সাহস জোগায়।

5 months ago
Hasan: 'মানুষ বাঁচানোর কাজ এই প্রথম,' ৪১ জনকে উদ্ধার করে নায়ক ওয়াকিল হাসান

রাত সাতটা পঞ্চাশ থেকে রাত সাড়ে আটটার কিছু পর, অপারেশন হল সাকসেসফুল। ইঁদুরের মতো গর্ত খুঁড়ে ১২ জনের দল উত্তরকাশীতে সুড়ঙ্গমুক্ত করেন বাংলার তিন-সহ ৪১ জন শ্রমিককে। এই চ্যালেঞ্জিং অপারেশনের দলপতি ছিলেন ওয়াকিল হাসান। তাঁর লিডারশিপেই আলো দেখতে পায় ওই ৪১ জন শ্রমিক।

কার্যত এই ‘অসাধ্য সাধন’ করে, যখন সংবাদ মাধ্যমে ওয়াকিল সাক্ষাৎকার দিচ্ছেন, তাঁর কণ্ঠস্বরে যুদ্ধজয়ের উচ্ছ্বাস। তিনি জানান, মানুষ বাঁচানোর কাজ তাঁরা এই প্রথম করলেন। দেশের জন্য কিছু করতে পেরে তাঁরা গর্বিত।  ওয়াকিল জানান, এই কাজ কতটা কঠিন ছিল। ছোট জায়গার মধ্যে কেটে কেটে এগিয়ে যাওয়া ছিল বেশ চ্যালেঞ্জিং। সব শেষে, তাঁর আশ্বাস ভালভাবেই সব শেষ হয়েছে।

ঠিকাদারি সংস্থায় মাটির তলায় জলের লাইন, কেবল লাইন বসানোর কাজ করেন দিল্লির বাসিন্দা ওয়াকিল। কিন্তু উত্তরকাশীর ‘যুদ্ধ জয়ের’ পর ভারতের পতাকা হাতে, গোটা দেশের ‘হিরো’ তিনিই।

5 months ago
Uttarkashi: ১৭ দিনের অভিযানে মিলল সাফল্য, অন্ধকার থেকে মুক্তি পেলেন উত্তরকাশির শ্রমিক

১৭ দিনের অভিযানে মিলল সাফল্য। সুড়ঙ্গের অন্ধকার থেকে মুক্তির পথে উত্তরকাশির শ্রমিকরা। উত্তরকাশির সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের মধ্যে ১ম শ্রমিককে নিয়ে বাইরে এলেন উদ্ধারকারীর। স্বস্তিতে শ্রমিক ও তাঁদের পরিবারের। পাইপের মাধ্যমেই বের করা হচ্ছে শ্রমিকদের। জানা গিয়েছে, এনডিআরএফ ও এসডিআরএফ টিম সুড়ঙ্গের ভিতরে যায়। সুরক্ষিতভাবে বাইরে নিয়ে আসা হয়েছে প্রথম শ্রমিককে।

সূত্রের খবর, শ্রমিকদের বার করার জন্য অ্যাম্বুলেন্সের স্ট্রেচারকেই ট্রলি হিসাবে ব্যবহার করেছেন উদ্ধারকারীরা।ট্রলি সমেত একজন এনডিআরএফ-এর জওয়ান শ্রমিক উদ্ধারে যান। সেই ট্রলিতেই শ্রমিককে শুয়ে বাইরে বের করে আনেন। প্রতি শ্রমিককে সুড়ঙ্গ থেকে বের করতে ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগবে সব শ্রমিককে উদ্ধার করতে। বাকি ৪০ জন শ্রমিকও সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। আজকেই সবাইকে উদ্ধার করা হবে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

6 months ago


Uttarkashi: ১৭ দিন পর অন্ধকার থেকে মুক্তি, আজই আটকে থাকা শ্রমিকরা দেখতে পাবেন সূর্যের আলো!

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ বিকেলের মধ্যেই সুড়ঙ্গের অন্ধকার থেকে মুক্তি পেতে চলেছেন ৪১ শ্রমিকরা। জানা গিয়েছে, আর মাত্র তিন মিটার ড্রিলিং বাকি রয়েছে। ফলে আশা করা যাচ্ছে, আজ সন্ধ্যা ছ'টার মধ্যেই বেরিয়ে আসবেন উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিক। ইতিমধ্যেই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। সুড়ঙ্গের ভিতর নিয়ে যাওয়া হল একটি অ্যাম্বুল্যান্সও। টানেল থেকে বের করার পরই তাঁদের বিশেষ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

সুড়ঙ্গে পাইপ বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোশ্যাল মিডিয়ায় তিনি হিন্দিতে লিখেছেন, 'বাবা বউখ নাগজির অশেষ কৃপা, কোটি কোটি দেশবাসীর প্রার্থনা এবং উদ্ধারকাজে নিয়োজিত উদ্ধারকারী দলের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে শ্রমিকদের বের করে আনার জন্য সুড়ঙ্গে পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। শীঘ্রই সব শ্রমিক ভাইদের বের করে আনা হবে।'

জানা গিয়েছে, প্রথমে উত্তরকাশীর টানেলের ভিতর ৫৫.৩ মিটার পাইপ প্রবেশ করানো হয়। এরপর শ্রমিকদের উদ্ধার করতে টানেলের ভিতরে প্রবেশ করানো হয় অ্যাম্বুলেন্স। মঙ্গলবারই যাতে টানেলে আটক শ্রমিকদের উদ্ধার করা যায়, সে বিষয়ে শুরু হয়েছে জোর তৎপরতা। কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ তৎপরতায়  উত্তরকাশীর টানেল থেকে শ্রমিকদের শীঘ্রই বের করে আনা হবে বলে  আশ্বস্ত করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

6 months ago
Tunnel: পদে পদে বাধা, উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে এবার শাবল, গাঁইতি, কোদাল

উত্তর কাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারে কী ফের শাবল, গাঁইতি, কোদালে ফিরছে প্রশাসন। কারণ, এই উদ্ধারে গত কয়েকবার বারবার ধাক্কা খেয়েছে অত্যাধুনিক যন্ত্র। তাই নতুন করে ভিতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে এমনটাই ইঙ্গিত উত্তরাখণ্ড সরকার। যদি উদ্ধার কাজে প্রাচীন পন্থায় ফিরতে হয়, তাহলে বিশেষজ্ঞদের দাবি, এর জেরে উদ্ধার আরও দেরি হতে পারে।

গত বাহাত্তর ঘণ্টায় বারবার থমকে গিয়েছে উত্তর কাশীর সুড়ঙ্গে শ্রমিকদের উদ্ধারের কাজ। ইতিমধ্যে ৫৭ মিটার পথ খুঁড়ে ফেলা সম্ভব হয়েছে। বাকি রয়েছে এখনও কয়েক মিটার। সেই কাজ করতে গিয়েই বারবার হোঁচট খেতে হচ্ছে।

সূত্রের খবর, শুক্রবার রাতে অগার যন্ত্রে যান্ত্রিক ত্রুটিো‌র কারণে কাজ বন্ধ করতে হয়। যন্ত্রটি যে উঁচু জায়গার উপর রেখে খননের কাজ চালানো হচ্ছিল, সেই জায়গাটিতেও নাকি আবার ফাটল দেখা দিয়েছে। গত ১২ নভেম্বর উত্তরকাশী জেলার ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে। সুড়ঙ্গটি সাড়ে আট মিটার উঁচু এবং প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ।  কিন্তু কখন ওই ৪১ কর্মীকে উদ্ধার করা যাবে? সে বিষয়ে এখনও নিশ্চিত নয় প্রশাসন। 

6 months ago


Tunnel: চলছে উদ্ধারকার্য, আটকে থাকা শ্রমিকদের মানসিক চাপ কমাতে পাঠানো হল তাস, লুডো

সময় আর কাটছে না। অন্ধকার সুড়ঙ্গে আলোর মুখ দেখার অপেক্ষায় ৪১ জন শ্রমিক। কিন্তু, শেষ পর্যায়ে পৌঁছে গিয়েও বারবার উদ্ধারকাজে বাধা আসছে। কতক্ষণ সময় লাগবে, তা নিশ্চিতভাবে বলতে পারছে না প্রশাসন। এই পরিস্থিতিতে শ্রমিকরা যাতে মনোবল না হারিয়ে ফেলেন, তার জন্য নতুন পরিকল্পনা করেছেন উদ্ধারকারীরা। আটকে পড়া শ্রমিকদের কাছে এবার লুডো, দাবা, চেস বোর্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

মনোরোগ বিশেষজ্ঞ ডা: রোহিত গন্ডওয়াল পিটিআই-কে জানান, তাঁরা আমরা লুডো, দাবা এবং তাস পাঠানোর পরিকল্পনা করছেন শ্রমিকদের কাছে, যাতে তাঁদের মানসিক চাপ থেকে মুক্তি দেওয়া যায়। ৪১ জন শ্রমিকের প্রত্যেকেই ভাল আছেন। কিন্তু, মানসিকভাবে তাঁদের সুস্থ থাকতে হবে। তাঁর আরও দাবি, আটকে পড়া শ্রমিকরা তাঁদের জানিয়েছেন, মানসিক চাপ কমানোর জন্য তাঁরা চোর পুলিশ খেলে, যোগব্যায়াম করেন, শরীর চর্চা করেন। উল্লেখ্য, চিকিৎসকদের একটি দল প্রতিদিন শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন।

প্রায় ১২ দিন ধরে সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। উত্তরকাশীতে ভেঙে পড়া সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বার করে আনতে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। সুড়ঙ্গের মাটি কাটার যন্ত্রে সমস্যা হওয়ায় বৃহস্পতিবার রাতেই শ্রমিকদের থেকে কয়েক মিটার দূরত্বেই থমকে যায় উদ্ধারকাজ। সুড়ঙ্গের কাছেই তৈরি করা মুখ্যমন্ত্রীর অস্থায়ী দফতরে সারা রাত কাটিয়েছেন পুষ্কর সিংহ ধামী

6 months ago
Tunnel: আর কিছুক্ষন বাদেই মুক্তি! উত্তর কাশিতে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকার্য প্রায় শেষ

উত্তরাখণ্ডের সিল্কারার সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিক আর কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো দেখতে পারেন বলে আশা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, উদ্ধারকার্য প্রায় শেষের মুখে। সেই সঙ্গেই টানেলের সামনেই আনা হয়েছে এম্বুলেন্স, ব্যাবস্থা করা হয়েছে অস্থায়ী হাসপাতালের।

জোজিলা সুড়ঙ্গের প্রোজেক্ট হেড এবং উদ্ধারকারী দলের সদস্য হরপাল সিং জানিয়েছেন, আশা করা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরের মধ্যে সুড়ঙ্গে আটক শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে।

আমেরিকায় তৈরি অত্যাধুনিক খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে উদ্ধারকাজে। অক্সিজেন মাস্ক পরে পাইপের মাধ্যমে সুড়ঙ্গে ঢুকেছেন উদ্ধারকারী দলের সদস্যেরা। ঘটনাস্থলে রয়েছে ২০টি অ্যাম্বুল্যান্স। শ্রমিকরা বেরিয়ে এলেই তাঁদের পাঠানো হবে হাসপাতালে।

6 months ago
Message: 'টেনশন কোরোনি, ঠিক সময়ে খেয়ে নেবে,' সুড়ঙ্গে আটকে বাবা-মাকে বার্তা বাংলার শ্রমিকের

দিনের পর দিন উত্তর কাশীর সুড়ঙ্গের মধ্যে অন্যদের সঙ্গে আটকে রয়েছেন বাংলার শ্রমিক জয়দেব। বহু চেষ্টার পর উদ্ধারকারীদের মাধ্যমে পরিবারের কাছে একটি বার্তা পাঠাতে পেরেছেন তিনি৷ কী সেই বার্তা? জয়দেব বলেছেন, "মা, টেনশন কোরোনি৷ আমি ঠিক আছি। ঠিক সময়ে খেয়ে নেবে। বাবাকেও ঠিক  সময়ে খেয়ে নিতে বলবে।"

জয়দেবের সঙ্গেই টানা ১০ দিন উত্তর কাশীর সিল্কারা সুড়ঙ্গে আটকে রয়েছেন একদল শ্রমিক। একটি ৬ ইঞ্চির পাইপলাইনের মাধ্যমে উদ্ধারকারী দল মঙ্গলবার আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। জয়দেব ওই পাইপের মাধ্যমে তাঁর সুপারভাইজারের সঙ্গে কথা বলেছেন৷ তিনি বলেন, তাঁর কথা রেকর্ড করা হোক। কারণ তিনি তাঁর মায়ের কাছল একটি বার্তা পাঠাতে চান। এরপরেই তিনি রেকর্ড করে তাঁর মর্মস্পর্শী বার্তা।

অন্য শ্রমিকরাও পাইপলাইনের মাধ্যমে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। ভয়াবহ অবস্থার মধ্যেও তাঁরা বার বার পরিজনদের বলেছেন শান্ত থাকতে। বলেছেন, তাঁরা যেন ভয় না পান, উদ্বিগ্ন না হন।

উদ্ধারকারীরা একটি ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের ভিতরটা দেখতে পারছেন। তাঁরা জানিয়েছেন সেখানে নড়াচড়া করার জায়গা রয়েছে। আটকে পড়া শ্রমিকদের ক্যামেরার লেন্স পরিস্কার করতে বলা হচ্ছে৷ জল এবং হাওয়ার মাধ্যমে পাইপলাইন সাফ করা হচ্ছে।

6 months ago


Uttarkashi: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা কেমন আছেন, প্রকাশ্যে এল প্রথম ছবি

অবশেষে কিছুটা স্বস্তি! উত্তরকাশীর (Uttarkashi) নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের ছবি-ভিডিও এবারে প্রকাশ্যে এল। সুড়ঙ্গে আটকে পড়ার ১০ দিনের মাথায় অর্থাৎ মঙ্গলবার শ্রমিকদের মুখ দেখা গেল। সেই ছবিগুলো এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আবার প্রধানমন্ত্রী মোদীও এই বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ও মুখ্যমন্ত্রীর সঙ্গে রীতিমত যোগাযোগ রাখছেন তিনি।

১২ নভেম্বর ভোরে ধস নামে উত্তরাখণ্ডের সিল্কিয়ারায় নির্মীয়মাণ সুড়ঙ্গে, আর সেখানেই আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। ৯ দিন পর, অবশেষে গরম খাবার পান আটকে পড়া শ্রমিকরা। সোমবার, একটি ৬ ইঞ্চি প্রশস্ত পাইপ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে প্রবেশ করাতে সফল হয়েছেন উদ্ধারকারীরা। এর কিছুক্ষণ পরই, ওই পাইপ দিয়ে বোতলে করে গরম খাবার পাঠানো হয়েছে। ওই পাইপের মধ্যেই পাঠানো হয়েছিল একটি ক্যামেরা। আর সেই ক্যামেরার সাহায্য়েই প্রথমবার আটকে পড়া শ্রমিকদের ছবি-ভিডিও প্রকাশ্যে এল। তাঁদের প্রত্যেকের মাথায় দেখা যাচ্ছে, হলুদ রংয়ের হেলমেট। একে অপরের সঙ্গে কথা বলছেন। ফলে মনে করা হচ্ছে, তাঁরা এখনও পর্যন্ত সুস্থই রয়েছেন। তবে তাঁদের সুড়ঙ্গ থেকে বের করার জন্য জোরকদমে চলেছে উদ্ধারকাজ।

6 months ago
Uttarkashi: উত্তরকাশিতে সুড়ঙ্গে ধস নামার ছ'দিন পার, এখনও আটকে ৪০ জন শ্রমিক

দীপাবলির সকালে উত্তর কাশীর কাছে একটি নির্মীয়মান টানেলে ভয়াবহ ধস নামে। কমপক্ষে ৪০ জন শ্রমিক আটকে পড়েন টানেলে।শুরু হয় উদ্ধারকাজ। ছয় দিন পেরিয়ে গেলেও ওই টানলের মধ্যেই রয়েছেন শ্রমিকরা। উদ্ধারকারীরা সামনের দিক থেকে উদ্ধারের  চেষ্টা চালিয়েও বারবার ব্যর্থ হচ্ছেন। এবার উপরের দিক থেকে খননকার্য চালিয়ে সুড়ঙ্গে প্রবেশের  পরিকল্পনা করছেন উদ্ধারকারী। দিল্লি থেকে বিশেষ অত্যাধুনিক মেশিন আনা হয়। কিন্তু তাতে সমস্যা দেখা দিলে বিদেশি একটি যন্ত্রের মাধ্যমে খননের কাজ চলছিল। ইন্দোর থেকেও একটি যন্ত্র আনার কাজ চলছে। সেটি এসে পৌঁছলে শুরু হবে মাটি খোঁড়ার কাজ।

জানা গিয়েছে, সুড়ঙ্গের ৬০ মিটার দীর্ঘ ধ্বংসস্তূপের পিছনে আটকে রয়েছেন শ্রমিকরা। পাইপের মাধ্যমে খাবার, অক্সিজেন দেওয়া হচ্ছে। শুক্রবার দুপুর ২.৪৫ নাগাদ সুড়ঙ্গ খুঁড়ে পঞ্চম পাইপটি ঢোকানোর সময় বিপদ ঘটে। সুড়ঙ্গ ভাঙার তীব্র শব্দ কানে আসে উদ্ধারকারীদের। তৎক্ষণাৎ উদ্ধারকাজ থামিয়ে দেওয়া হয়।

সূত্রের খবর, রবিবার ভোর চারটে নাগাদ আচমকা উত্তর কাশীর কাছে একটি নির্মীয়মান সুড়ঙ্গে হঠাৎ ধস নামে। ফলে সেই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন ৪০ জন শ্রমিক। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে এনডিএ এবং পুলিসও উদ্ধারকাজ শুরু করে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানিয়েছেন, উদ্ধারকাজ কেমন চলছে তা নিয়ে প্রতিনিয়ত ঘটনাস্থলে থাকা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কোনও রকম সাবধানতা না নিয়েই সেখানে কাজ চলছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, উত্তর কাশীর এসপি অর্পণ যদুবংশী জানান, যমুনোত্রী ন্যাশনাল হাইওয়েতে, সিল্কিয়ারা থেকে ডান্ডালগাঁও পর্যন্ত সুড়ঙ্গটি তৈরি করা হচ্ছিল। দর্শনার্থীরা যাতে সারা বছরই চারধামে যেতে পারেন, তাই সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। এই রাস্তা তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার পথ অন্তত ২৬ কিলোমিটার কমে যাবে। ওই টানেলের শুরুর প্রায় ২০০ মিটার দূরে টানেলটি ভেঙে গিয়েছে।

6 months ago


Modi: মোদীর বিশেষ উদ্যোগ! শুধুমাত্র মহিলাদের নিয়ে কাশীতে জনসভা প্রধানমন্ত্রীর

লোকসভায় (Lok Sabha) পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill), ফলে খুশির মেজাজ মহিলা মহলে। লোকসভা ভোটের আগেই মোদী সরকার হাসিমুখে ৪৫৪ টি ভোটে পাশ করিয়ে নিলেন বহু প্রতীক্ষিত বিল। এবারে এই বিল রাজ্যসভাতেও পাশ হবে বলে অনুমান করা হচ্ছে। আর লোকসভায় এই বিল পাশ হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এক বিশেষ উদ্যোগ নিলেন। সূত্রের খবর, আগামী শনিবার বারাণসীর কাশীতে শুধুমাত্র মহিলাদের নিয়ে একটি জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, আগামী শনিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর বারাণসীতে আসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার বারণসীতে প্রধানমন্ত্রীর সফর পূর্বনির্ধারিতই ছিল। কারণ আগামী শনিবার, ২৩ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কাশীর বারাণসীতে ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে চলেছেন তিনি। আনুমানিক ৪০০ কোটি টাকা খরচে তৈরি করা হচ্ছে এটি। আর এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন ছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। সেই কর্মসূচির সঙ্গেই মহিলাদের নিয়ে পৃথক সভা করার কর্মসূচি যুক্ত করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, এই সভায় অংশ নেবেন শুধুমাত্র মহিলারাই। পুরুষদের প্রবেশের অনুমতি থাকবে না। সভামঞ্চে থাকবেন শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

8 months ago
Bhangar: উত্তপ্ত ভাঙড়ে ভারী বুটের আওয়াজ, রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

ভাঙড়ে (Bhangar) ঢুকল কেন্দ্রীয় বাহিনী (Central Force)। শনিবার কাশীপুর (Kashipur) থানা এলাকায় তারা রুটমার্চ করেছে বলেই জানা গিয়েছে। রাজ্যে পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় প্রথম ধাপে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করা হয়েছে। তার আগেই অবশ্য ২২ কোম্পানি বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চল। তার জেরেই বিরোধীদের বাহিনী নিয়ে দাবি আরও জোরদার হয়েছিল।

এদিকে রাজ্যে বাহিনীর প্রবেশের সঙ্গেই বিভিন্ন জেলায় নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে স্পষ্ট বলা হয়েছে, বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। কমিশনের হিসাব বলছে,  শুক্রবারই প্রাথমিক ভাবে চাওয়া ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে গিয়েছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি, বাঁকুড়া, হুগলির মতো জেলায় তাদের রুটমার্চ চলছে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, সকাল-বিকেল এরিয়া ডমিনেশনের কাজে বাহিনীকে ব্যবহার করতে হবে।

শুক্রবারই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুটি দাবি করেছিল বিরোধী বিজেপি। এক, পঞ্চায়েতের গণনার পরেও রাজ্যে বাহিনী রেখে দিতে হবে। আর দুই সরাসরি অভিযোগ জানাতে কেন্দ্রীয় বাহিনীকে ফোন করা যাবে। দ্বিতীয় বিষয়টি অবশ্য দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই দাবি নিয়ে সরকারি ভাবে এখনও কোনও সত্যতা নেই।

11 months ago
Dead: পুলিস কর্মীর চাঞ্চল্যকর মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট

নাকাশিপাড়া (Nakashipara) থানার এসআইয়ের (ASI) মৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়ায়। সূত্রের খবর, মৃত পুলিশ (Police) কর্মীর নাম গৌড়গোপাল গঙ্গোপাধ্যায় (৫৫)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানা এলাকায়। পুলিস জানিয়েছে, রবিবার সকালে নিজের ঘর থেকে তাঁর দেহ ঝুলন্ত উদ্ধার হয়। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

পুলিস জানিয়েছে, ওই পুলিসকর্মীর দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পুলিস সূত্রে খবর, শনিবার ডিউটি সেরে ঘরে ফিরেছিলেন তিনি। রবিবার সকাল থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর তাঁর বাড়িতে পৌঁছন নাকাশিপাড়ার থানার সহকর্মীরা। এরপর গ্যাস কাটার দিয়ে দরজা কেটে ভিতরে ঢুকলে ওই এসআইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

12 months ago


Lighting: মর্মান্তিক! উত্তরকাশীতে বজ্রপাতে মৃত্যু ৩৫০-এর বেশি ভেড়া ও ছাগলের

বজ্রবিদ্যুৎ-এ (Lighting) মৃত্যু প্রায় সাড়ে তিনশো ছাগল এবং ভেড়ার। উত্তরাখন্ডের উত্তরকাশীতে (Uttarkashi) এই বজ্রপাতের ঘটনাটি ঘটে। শনিবার রাতে ৩৫০টি ছাগল ও ভেড়া নিয়ে বৃষ্টির মধ্যে হৃষীকেশ থেকে উত্তরকাশী ফিরছিলেন বারসু গ্রামের এক বাসিন্দা সঞ্জীব রাওয়াত। সঙ্গে তাঁর এক বন্ধুও ছিল। সেই সময় সঞ্জীব ছাগলের দল নিয়ে কিছুটা এগিয়ে যায় এবং তাঁর বন্ধু বৃষ্টির থেকে বাঁচতে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলো।

ঠিক সেই সময়ে খাট্টুখাল বনের একটি বিশাল পাইন গাছে বজ্রপাত হয়। সেই পাইন গাছটির কাছেই ছিল ছাগল ও ভেড়াগুলো। পাইন গাছে বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সবগুলো ছাগল ও ভেড়ার। কোনোভাবে বজ্রপাত থেকে প্রাণে বাঁচে সঞ্জীব ও তার বন্ধু।

স্থানীয় এক গ্রামবাসী জগমোহন রাওয়াত জানিয়েছেন, খাট্টুখাল গ্রামের কাছে জঙ্গলে বাজ পড়ার আওয়াজ তাঁরাও পেয়েছিলেন। কিন্তু বুঝতে পারেননি এই ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বজ্রপাতের খবর প্রায়ই শোনা যায়। আবহাওয়া দফতরের খবর, ৩০ মার্চ পর্যন্ত উত্তরাখণ্ড জুড়ে চলবে ভারী বৃষ্টি। ফলে এমন ঘটনা আবারও হতে পারে এই আশঙ্কায় মানুষকে সতর্ক করার কাজও শুরু হয়েছে।

one year ago
Accident: নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু ৫ জনের

জাতীয় সরকারের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। ঘটনাটি ঘটেছে নদীয়া (Nadia) নাকাশিপাড়া ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা ছাড়িয়ে। রাস্তার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এখানে প্রতিদিনই এমন দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় মানুষের অভিযোগ।

কোনও সিভিক না থাকায় এবং সিঙ্গেল রোড হয়ে যাওয়ায় দুর্ঘটনাগুলি ঘটে। শুক্রবার সকালে একটি মারুতি সুজুকি বেথুয়াডহরি দিকে যাচ্ছিল। বহরমপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মারুতিতে থাকা সকলের। তাঁদের মধ্যে একটি শিশুও ছিল। 

স্থানীয় মানুষের অভিযোগ, প্রায় প্রতিনিয়তই এখানে এরকম দুর্ঘটনা ঘটে। টোল থেকে ছাড়িয়ে রাস্তাটা সিঙ্গেল হয়ে যাওয়ায় অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িগুলি। এরপরে ক্রেনকে খবর দিলে এক দেড় ঘন্টার পরে ক্রেন আসে। এরফলে জনতা ক্ষুব্ধ হয়ে যায়। প্রত্যেকটি মৃতদেহ গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় মানুষের দাবি, এখানে সিভিক ভলেন্টিয়ার রাখা এবং অতি শীঘ্রই রাস্তাটি যাতে তৈরি করা হয়। তাহলে এই দুর্ঘটনা এড়ানো অনেকটা সম্ভব বলে তাঁরা জানান।

2 years ago