Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

KaranJohar

Bollywood: সপ্তাহান্তে চুটিয়ে ব্যবসা ব্রহ্মাস্ত্রের, বক্স অফিস কারসাজির অভিযোগে সরব কঙ্গনা

'বলিউড বয়কট' (Boycott Bollywood) ট্রেন্ড চলছে এখন। তার মধ্যে রিলিজ করল নবদম্পতির ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবি। বক্স অফিস নিয়ে চিন্তিত ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee) থেকে শুরু করে রণবীর কাপুর (Ranbir kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhat)। তবে ছবির তিন দিনের গ্রাফ থেকে স্পষ্ট দর্শক মুখ ফেরায়নি ব্রহ্মাস্ত্র থেকে। এককথায় হিট তো হয়েছে, সুপারহিট ঘোষণা হতে আর বেশিদিন অপেক্ষা করতে হবেনা তাঁদের। কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না। ফের আক্রমণ শাণালেন কঙ্গনা রানাউত (Kangna Ranaut)। বললেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে কারসাজি করা হয়েছে বক্সঅফিস গ্রাফ।

শনিবার ছবির সহ-প্রযোজক করণ জোহর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, প্রথম দিনে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘ব্রহ্মাস্ত্র’। রবিবার তারই প্রতিক্রিয়ায় চলচ্চিত্র নির্মাতা-লেখক ইরে মৃদুলা ক্যাথারের টুইট শেয়ার করলেন কঙ্গনা। যেখানে ইরে লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র-র পরিসংখ্যানে সম্পূর্ণ ভাবে কারসাজি করা হয়েছে। মোটা অঙ্কের টাকা ঢালা হয়েছে এর পিছনে। সম্ভবত এটিই এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড় জাল পরিসংখ্যান...!’ আর সেই পোস্টের নিচে কঙ্গনা লেখেন, ‘হ্যাঁ, কমপক্ষে এখন ৭০ শতাংশ (কারসাজি করা হয়েছে) ধরে নিতে হবে।’

ছবির বক্স অফিস হিট হওয়ার পর অয়ন লেখেন, "ব্রহ্মাস্ত্র প্রথম উইকএন্ডে দুর্দান্ত শুরু করেছে! এই অনুভূতিটি কেবল মাত্র কৃতজ্ঞতার। আমাদের দর্শকদের জন্য অফুরন্ত কৃতজ্ঞত। দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা আমাদের ছবি নিয়ে কাজ করার একমাত্র পুরস্কার। ব্রহ্মাস্ত্র ট্রিলজির ভবিষ্যত এবং অ্যাস্ট্রাভার্স সবই দর্শকদের হাতে রয়েছে। যা আমরা এই সপ্তাহে দর্শকদের কাছে পেয়েছি...।"

দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন আলিয়াও। ইনস্টাগ্রামে তিনি বলেন, "আলোতে উজ্জ্বল একটি উইকএন্ড। আমাদের হৃদয় ভালবাসায় ভরে গিয়েছে। আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ। "

2 years ago