Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

KBC

Amitabh: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর, নাম, ছবি: দিল্লি হাইকোর্ট

গলার স্বরই যেন তাঁর অন্যতম পরিচয়। সেই স্বর নকল করে অনেক অনৈতিক কাজের সঙ্গেও জড়িয়ে পড়েছেন। এছাড়া যত্রতত্র তাঁর ছবি। এরফলে কড়া পদক্ষেপ উঠিয়েছিলেন "বিগ-বি"। আবেদন করেছিল দিল্লি হাইকোর্টে (Delhi Highcourt)। আজ, শুক্রবার, ২৫ নভেম্বর অভিনেতার আবেদনের ভিত্তিতে শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। আদালতের রায়ে বলা হয়, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাম, ছবি বা ভয়েস তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এমনকি, বিনা অনুমতিতে তাঁর নামটুকু অবধি নেওয়া যাবে না— এমনই নির্দেশ এল দিল্লি হাইকোর্ট থেকে।

এছাড়া আদালত ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং টেলিকম পরিষেবা সরবরাহকারীদের উদ্দেশেও একই নির্দেশ দিয়েছে। বিচারপতি নবীন চাওলা বলেন, “যে কোনও সংস্থা তাদের পণ্য ও পরিষেবার প্রচারের স্বার্থে তারকাদের ‘সেলিব্রিটি স্টেটাস’ ব্যবহার করে। এক্ষেত্রে সেই নির্দিষ্ট তারকার অনুমতি নেওয়া প্রয়োজন।”

অমিতাভ বচ্চন, বয়স এখন ৮০ বছর। তিনি নিজেই এই মর্মে আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন। তাঁর আবেদন ছিল, এক ব্যক্তির ‘নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি’ রক্ষা করার জন্য সকলের স্বার্থে তিনি এই আবেদন করেন। কোনও নির্দিষ্ট কারণের উপর ভিত্তি করে এই আবেদন করেননি।

বরিষ্ট আইনজীবী হরিশ সালভে, আইনজীবী প্রবীণ আনন্দ, অমিত নায়েক এবং মধু গাদোরিয়া অমিতাভ বচ্চনের হয়ে সওয়াল করেছিলেন। সালভে এদিন আদালতে দাঁড়িয়ে বলেন, "কেউ অমিতাভ বচ্চনের মুখ ব্যবহার করে টিশার্ট বানাচ্ছেন। কেউ তাঁর পোস্টার বিক্রি করছেন। কেউ তো সব মাত্রা ছড়িয়ে amitabhbachchan.com নামের ডোমেইন রেজিস্টার করে নিয়েছেন। এই কারণেই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।"

অমিতাভের আইনজীবীরা আরও অভিযোগ করেন যে, বেশ কিছু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, কৌন বনেগা ক্রোড়পতি এবং সঞ্চালক অমিতাভের নাম নিয়ে বেআইনিভাবে লটারির ব্যবসা করছিলেন।, উল্লেখ্য, মেগাস্টার বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা এবং অন্যান্য বিভিন্ন ব্যবসার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশও চেয়েছেন।

one year ago
Amitabh Bacchan: হ্যাপি বার্থ ডে বিগ-বি! জানুন বলিউড শাহেনশার এক অজানা কাহিনী

৮০-তে পা দিলেন বলিউড (Bollywood) শাহেনশাহ। বিগ-বি-র জন্মদিন (Birthday) বলে কথা। আসমুদ্র হিমাচল থেকে তাঁর জন্য শুভেচ্ছা বার্তা আসবে এটাই স্বাভাবিক। ১১ অক্টোবর জন্মদিনে লাখ লাখ নেটিজেন ও তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। এদিন একটি ভিডিও খুব ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জন্মদিন উপলক্ষে 'কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে একটি স্পেশাল এপিসোডের আয়োজন করা হয়। যেখানে হট সিটে দেখা যায় জুনিয়র বচ্চন অর্থাৎ অভিষেক বচ্চন এবং পাশে রয়েছেন অমিতাভ-জায়া জয়া বচ্চন (Jaya Bachchan)। আর মা ও ছেলের প্রশ্নের মুখে পড়ে একেবারে নাজেহাল অবস্থা অমিতাভের।

তার কারণ? জয়া এদিন বললেন, তিনি শুনেছেন কারোর কাজ যদি অমিতাভের পছন্দ হয়, তাহলে সেই শিল্পীকে ফুল এবং নিজের হাতে লেখা চিঠি উপহার দেন। পাশাপাশি এও বলেন, এগুলো সবই শুনেই এসছেন জয়া। কোনওদিন এরকম কিছু তিনি পাননি। স্ত্রীর এই গুরুতর অভিযোগ শুনে কিছুটা অপ্রস্তুতে পড়েন বিগ বি। বলেন, “এটা ঠিক হচ্ছে না।”

অভিষেকও মায়ের সমর্থনে বলেন, “না এ সব বললে চলবে না, দেখো না আর কী কী ফাঁস হয়!” এদিন অনুষ্ঠানে অমিতাভকে আবেগপ্রবণ হতেও দেখা যাবে।

2 years ago
Amitabh Bachchan: দ্বিতীয়বার কোভিড পজিটিভ বলিউড শাহেনশা, বিশ বাঁও জলে কেবিসির শুটিং

ফের করোনা আক্রান্ত (Covid Positive) হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দ্বিতীয়বার কোভিড পজিটিভ বিগ বি (Big B)। নিজেই টুইট (Tweet) করে জানালেন এই দুঃসংবাদ। তবে করোনার কী কী উপসর্গ রয়েছে বা শাহেনশার শারীরিক পরিস্থিতি এখন কেমন, সে ব্যাপারে বিস্তারিত কোন তথ্য সামনে আসেনি।

মঙ্গলবার অমিতাভের ট্যুইট, 'এইমাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। গত কিছুদিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে।' উল্লেখ্য, ২০২০-র জুলাইয়ে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেসময় নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাহেনশাকে। বাবার সঙ্গেই করোনা সংক্রমিত হয়ে ভর্তি ছিলেন ছেলে অভিষেক বচ্চনও।

সূত্রের খবর, এবার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অমিতাভ বচ্চন। আপাতত 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৪তম সংস্করণের শুটিং করছেন অমিতাভ। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।  শ্যুটিং স্থগিত রাখতে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

2 years ago