Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

JyotipriyaMallick

Jyotipriyo: মন্ত্রীপদ হারিয়ে প্রথমবার জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয়...

শেষমেষ জামিনের জন্য় আবেদন করলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অসুস্থতা ও রেশন দুর্নীতি মামলায় নিজের যোগ অস্বীকার করে এই প্রথমবার জামিনের আবেদন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুর। শনিবার কলকাতার নগর দায়রা আদালতে জামিনের আবেদন করেন জ্যোতিপ্রিয়। এই জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি আগামী ২০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে নাম জড়িয়ে বিগত সাড়ে তিন মাস জেলবন্দি প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্যোতিপ্রিয়। এরমধ্য়ে ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার তাঁকে রাজ্য়ের সকল মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার ঠিক পরের দিন শনিবার তিনি জামিনের জন্য় আবেদন জানিয়েছেন। 

3 months ago
ED: প্রকাশ্যে বিস্ফোরক তথ্য! এই প্রথম সংশোধনাগারে গিয়ে বালুকে ইডির জিজ্ঞাসাবাদ

ফের রেশন বন্টন দুর্নীতি মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।হাসপাতাল থেকে জেলে যাওয়ার পর এই প্রথমবার প্রেসিডেন্সি জেলে গিয়ে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

প্রসঙ্গত, জানুয়ারির শেষের দিকে ব্যাঙ্কশাল কোর্টে জমা দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল ইডি। বলা হয়েছিল, রেশন বন্টনে দুর্নীতি হচ্ছে তা নিজে মুখে স্বীকার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর নির্দেশেই বাংলায় বিস্তার ঘটেছিল রেশন বন্টন দুর্নীতির জাল। প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমানে ধৃত জ্যোতিপ্রয় মল্লিকের নির্দেশেই ধৃত প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্য ওরফে ডাকুর কোম্পানির মাধ্যমে বিদেশে পৌঁছে যেত গরিবের চাল চুরির বিপুল টাকা। এই গোটা চক্রে একাধিক মিল মালিক ও সন্দেহজনক কয়েকজন প্রভাবশালী যুক্ত বলে দাবি করা হয়েছিল ইডির তরফে। এছাড়াও আরও বিভিন্ন তথ্য নাগালে এসেছে ইডির, এমনটাই সূত্রের খবর। যার জেরেই বুধবার একেবারে জেলে গিয়ে বালুকে জিজ্ঞাসাবাদ ইডির আধিকারিকদের।

3 months ago
Ration Scam: জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই বিস্তৃত হয়েছে রেশন বণ্টন দুর্নীতির জাল, স্বীকরোক্তি খোদ বালুর!

ব্যাঙ্কশাল কোর্টে জমা দেওয়া রিপোর্টে রেশন দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে স্বীকার করেছেন রেশন বন্টনে দুর্নীতির কথা তিনি জানতেন। তাঁর নির্দেশেই রেশন দুর্নীতির জাল বিস্তৃত করেছিলেন শঙ্কর আঢ্য। বালুর নির্দেশে 'ডাকু' এভাবেই রেশন বন্টন দুর্নীতির অর্থ পাচার করতেন বিদেশে। এবার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রয় মল্লিককে নিয়ে।

ব্যাঙ্কশাল কোর্টে জমা দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে স্বীকার করেছেন যে দুর্নীতি হচ্ছে তিনি জানতেন। ইডির পাশাপাশি সিআইডিও এই রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত করছে। এই মর্মে প্রেসিডেন্সি জেলে গিয়ে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে একাধিক প্রশ্ন করা হয়। আর সেই জেরা থেকেই রেশন বন্টন দুর্নীতির এই বিস্ফোরক তথ্য উঠে আসে ব্যাঙ্কশাল আদালতে।

আদালতে পেশ করা নথি থেকে জানা যাচ্ছে, রেশন বন্টনে দুর্নীতি হচ্ছে তা জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর নির্দেশেই বাংলায় বিস্তার ঘটেছিল রেশন বন্টন দুর্নীতির জাল। প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমানে ধৃত জ্যোতিপ্রয় মল্লিকের নির্দেশেই ধৃত প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্য ওরফে ডাকুর কোম্পানির মাধ্যমে বিদেশে পৌঁছে যেত গরিবের চাল চুরির বিপুল টাকা। এই গোটা চক্রে একাধিক মিল মালিক ও সন্দেহজনক কয়েকজন প্রভাবশালী যুক্ত বলে দাবি ইডির তরফে।

রেশন বন্টন দুর্নীতির বিস্ফোরক এই তথ্য সামনে আসার পর, ফের মোড় ঘুরল তদন্তের। এখন গরিবের চাল নিয়ে এমন বিদেশ খেলা প্রকাশ্যে আসার পর, সাধারণের একটাই প্রশ্ন, গরিব মানুষের এমন বঞ্চিত করে, দুর্বলের ওপর সবলের অত্যাচারের দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো?

4 months ago


Jyotipriya: ধান কেনাবেচায় কমিশন নিতেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক! বিস্ফোরক ইডি

রেশন বণ্টন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল যে, বালু গরিব কৃষকদের থেকে ধান কেনাবেচার চুক্তি করতেন। এবারে তাঁর বিরুদ্ধে আরও এক বিস্ফোরক দাবি করল ইডি। ইডি সূত্রে খবর, ধান কেনাবেচার সময় কমিশনও নিতেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। এই কমিশন রাইস মিলারের মালিকদের থেকে নিতেন তিনি। কত পরিমাণে কাটমানি নিতেন মন্ত্রী, সে বিষয়েও জানিয়েছে ইডি।

রেশন বণ্টন দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এই দুর্নীতির তদন্তে প্রায় নিত্যদিনই প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অরণ্য ভবনে তল্লাশি চালিয়ে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছিল। জানা গিয়েছে, বন দফতরে বসে কৃষকদের সঙ্গে ধান কেনার চুক্তি করেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রায় ১০০টি চুক্তিপত্রও পাওয়া গিয়েছিল। আর এবারে জানা গেল, ধান কেনাবেচায় মন্ত্রী বালু নিজে কমিশন নিতেন। প্রতি কুইন্টালে ২০ টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক। সমস্ত রাইস মিল মালিকদের এই কমিশন দিতে হত। এমনই বিস্ফোরক দাবি ইডির।

4 months ago
Shankar Adhya: 'উনি কোনওদিন আমাকে ১০০ টাকাও দেননি', বালুর সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার ডাকুর

রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় বালু-বাকিবুরের গ্রেফতারির পর উঠে এসেছে শঙ্কর আঢ্যর (Shankar Adhya) নাম। জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠির মাধ্যমেই উঠে আসে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বালু ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যর নাম। আর তারপরই ইডি গ্রেফতার করে তাঁকে। আর গ্রেফতার হতেই ভোলবদল 'ডাকু'র ওরফে শঙ্কর আঢ্যর। সোমবার সিজিও কমপ্লেক্স থেকে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার পথে দাবি শঙ্কর আঢ্যর দাবি, জ্যোতিপ্রিয় তাঁকে কখনও ১০০ টাকাও দেননি। অন্যদিকে, শঙ্করের 'আঢ্য ফরেক্স সংস্থা'র বিরুদ্ধে FEMA আইনে মামলা রুজু করেছে ইডি।

সোমবার ইডি রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আঢ্যকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসে। আর তখনই দুবাইয়ে টাকা পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে শঙ্কর আঢ্য বলেন, 'উনি আমাকে কোনওদিন কোনও টাকা দেননি এবং ওনার মেয়ে আমাকে কোনওদিন দেখেননি।' উল্টে তিনি প্রশ্ন তোলেন, জ্যোতিপ্রিয়র সঙ্গে ভাল সম্পর্ক থাকলে, তাঁকে কেন পুরসভা থেকে সরিয়ে দেওয়া হল? 'কেন ২০২২-এর পুরভোটে টিকিট দেওয়া হয়নি?' জ্যোতিপ্রিয় তাঁকে কোনও দিন ১০০ টাকাও দেননি বলে দাবি করেন শঙ্কর আঢ্য। উড়িয়ে দিয়েছেন টাকার লেনদেনের কথা।

আবার এদিন 'আঢ্য ফরেক্স' সংস্থার বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ 'FEMA' আইনে অর্থাৎ বিদেশি মুদ্রা লঙ্ঘনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ইডি সূত্রে দাবি, নগদে সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছিল ২৭০০ কোটি টাকা। সেই টাকা বিদেশি মুদ্রা মূলত ডলার এবং ইউরোতে পরিবর্তন করা হয়েছে। আইনের তোয়াক্কা না করে পাসপোর্ট ডিটেল বা ভ্রমণকারীর ডিটেল না উল্লেখ করে বিদেশি মুদ্রায় পরিবর্তন করা হয়েছে। FEMA আইন অনুযায়ী, বৈদেশিক মুদ্রা কনভার্ট করলে, পাসপোর্টের ডিটেল বা ভ্রমণকারীর ডিটেল জমা করতে হয়। এছাড়াও ইডি আধিকারিকদের সংস্থার কর্মীরা জানিয়েছেন, খাতায়-কলমে এই সংস্থার ডিরেক্টর শঙ্করের মা এবং ভাই। কিন্তু এই সংস্থা চালান শঙ্কর। আর এই বিপুল নগদ টাকার উৎসও জানাতে পারেননি শঙ্কর আঢ্য। ফলে মনে করা হচ্ছে, এই বিপুল টাকা রেশন দুর্নীতিরই টাকা। আর এই টাকাই বৈদেশিক মুদ্রায় কনভার্ট করে পাচার করা হয়েছে বিদেশে।

4 months ago


Jyotipriya Mallick: হাসপাতালে বসেই কি চিঠি লিখেছিলেন বালু? হস্তাক্ষর মিলিয়ে দেখবে ইডি

নিয়োগ দুর্নীতিতে এতদিন 'কালীঘাটের কাকু'র কন্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল ইডি। এবারে রেশন বণ্টন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষর নেওয়ার জন্য তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শনিবার ইডি দাবি করেছে, জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর মেয়ে প্রিয়দর্শিনীর মধ্যে চিঠির মাধ্যমে কথাবার্তা হয়েছে। ফলে সেই চিঠি প্রাক্তন খাদ্যমন্ত্রীর লেখা কিনা তা খতিয়ে দেখতেই তাঁর হস্তাক্ষর মিলিয়ে দেখা হবে।

ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে থাকাকালীন মেয়েকে চিঠি পাঠান। কিন্তু সেই চিঠি ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা। হাসপাতালে জ্যোতিপ্রিয়ের নিরাপত্তায় বহাল ছিলেন সিআরপিএফ জওয়ানেরা। তাঁদের মাধ্যমেই ইডির হাতে চিঠিটি এসেছে বলে দাবি। ইডি আরও দাবি করেছে, ওই চিঠিতে 'বিস্ফোরক' তথ্য রয়েছে। আর সেখানেই লেখা ছিল শঙ্কর আঢ্যের নামও। হাসপাতালে বসেই কি চিঠি লিখেছিলেন মন্ত্রী? বিদেশে টাকা পাচারের পরিকল্পনাও দিয়েছিলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই বালুর হস্তাক্ষর মিলিয়ে দেখতে চাইছে ইডি। তাই হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। খুব শীঘ্রই তাঁর হস্তাক্ষরের সঙ্গে চিঠিতে লেখা হস্তাক্ষর  মিলিয়ে দেখা হবে বলে ইডি সূত্রে খবর।

4 months ago
SSKM: আর কতদিন এসএসকেএম-এ 'কালীঘাটের কাকু' ও বালু, আজই জানাবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা!

রাজ্যের একাধিক দুর্নীতিতে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিরা মাসের পর মাস এসএসকেএম-এ কাটাচ্ছেন, 'সুস্থ' হওয়া সত্ত্বেও বেড দখল করে রাখছেন তাঁরা, এমনটাই অভিযোগ উঠছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টও এই নিয়ে প্রশ্ন তুলেছেন ও এসএসকেএম ডিরেক্টরকে রিপোর্ট পেশ করতে বলেছেন। এর পরই আজ অর্থাৎ শুক্রবার তৎপর মেডিক্যাল বোর্ডের সদস্যরা। জানা গিয়েছে, আজ মেডিক্যাল বোর্ডের সদস্যরা 'কালীঘাটের কাকু' সুজয় কৃষ্ণ ভদ্র এবং জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে যাবেন। তাঁদের  শারীরিক অবস্থা কেমন আছে, তা দেখতে যাবেন। ফলে আর কতদিন তাঁদের এসএসকেএম-এ রাখা হবে বা আজই তাঁদের জেলে পাঠানো হবে কিনা, তা সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জানা গিয়েছে, 'কালীঘাটের কাকু' সুজয় কৃষ্ণ ভদ্র সুস্থ রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালে ভর্তির সময় সিওপিডি ছিল, সুগার ছিল, বাইপাস সার্জারিও হয়েছিল। তবে এখন সুস্থই আছেন তিনি এমনটাই সূত্রের খবর। এছাড়াও জোকা ইএসআই হাসপাতালের তরফে তাঁকে ফিট সার্টিফিকেটও দেওয়া হয়। ফলে নতুন করে তাঁর আর কোনও সমস্যা নেই। তাহলে কেন হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদিকে রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকও এসএসকেএম-এই রয়েছেন। তিনিও স্থিতিশীল আছেন বলে জানা গিয়েছে। কিন্তু এখন হাসপাতালে কেন ভর্তি তাঁরা। এই নিয়েই উঠছে প্রশ্ন। ফলে জানা গিয়েছে, আর কতদিন হাসপাতালে রাখা হবে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এবং জ্যোতিপ্রিয় মল্লিক কে, নাকি ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে, আজই মেডিক্যাল বোর্ডের সদস্যরা জানিয়ে দিতে পারেন, এমনটাই খবর এসএসকেএম সূত্রে।

4 months ago
Calender: সরকারি ক্যালেন্ডারে রেশন দুর্নীতিকাণ্ডে জেল হেফাজতে থাকা মন্ত্রী বালু, শাসককে নিশানা বঙ্গ বিজেপির

রেশন দুর্নীতিকাণ্ডে জেল হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু নতুন বছরে সরকারি ক্যালেন্ডারে মন্ত্রী হিসেবে এখনও জ্বলজ্বল করছে তাঁর নাম। যা নিয়ে শুরু বিতর্ক। শাসককে নিশানা বঙ্গ বিজেপির।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪-র সরকারি ক্যালেন্ডার। সেখানে মিনিস্টার ইন চার্জের তালিকায় প্রথম দিকেই নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দফতরে বসেই সরকারি ধান, চাল, গম নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির র‍্যাকেট চালিয়েছেন জ্যোতিপ্রিয়। তাঁর নাম সরকারি ক্যালেন্ডারে থাকায়, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গ্রেফতারির পর থেকেই তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি তুলে সরব হয় বিরোধীরা। বিধানসভায় এই ইস্যুতে বিক্ষোভ করতে দেখা গিয়েছে বিজেপিকে। যদিও বনমন্ত্রী পদে বালুকেই বহাল রেখেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে সরকারি ক্যালেন্ডারে তার নাম থাকায় শাসক শিবিরকে নিশানা করেছে বিজেপি।

তিনি মন্ত্রী পদে রয়েছেন, দোষ প্রমাণ হয়নি তাই সরকারি নিয়ম মেনে যা হওয়ার হয়েছে, প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের। পার্থ চট্টোপাধ্যায় অপসারিত হলেও জ্যোতিপ্রিয় হননি এটাই তৃণমূল, রাজ্যের শাসক শিবিরকে কটাক্ষ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই তাকে মন্ত্রিসভা ও দল থেকে সরানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। যদিও জ্যোতিপ্রিয়র ক্ষেত্রে এখনও পর্যন্ত সেই ছবি ধরা পড়েনি। উল্টে বালুর প্রসঙ্গ তুলে বৃহস্পতিবারও কেন্দ্রকে নিশানা করেন মমতা। সব মিলিয়ে মমতার বালু প্রীতি নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে।

5 months ago


Jyotipriya: বনমন্ত্রী হয়ে ধান কেনাবেচা করতেন জ্যোতিপ্রিয়! ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত। অরণ্য অভিযানের পরই ইডির হাতে এসেছিল বহু চাঞ্চল্যকর তথ্য। আবারও বন দফতরের তল্লাশিতে নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডির হাতে। পাওয়া গেল চাষীদের সঙ্গে ধান কেনা বেচা নিয়ে ১০০টি চুক্তিপত্রের হদিশ।

গরিবের চাল চুরির অভিযোগে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিরুদ্ধে পাওয়া যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অগাধ সম্পত্তি। সেসব হদিশ অবশ্য অরণ্য ভবন তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই পেয়েছে ইডি। পাশাপাশি এবার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে। উঠে এল বালুর চুক্তিপত্রের তথ্য। জানা গেল, চাষীদের সাথে ধান কেনা বেচা নিয়ে ১০০টি চুক্তিপত্রের হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। এমনকি সূত্রের খবর, চাষীদের সঙ্গে ধান কেনাবেচা নিয়ে এই চুক্তি করেছিলেন খোদ জ্যোতিপ্রিয় মল্লিক।

এছাড়াও আগেই উদ্ধার হয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর থেকে ৮০০টি  পুরনো স্ট্যাম্প পেপার। পাশাপাশি পাওয়া গিয়েছে ১০ কোটি টাকার LIC ও FD পেপার। এই পেপারে বিপুল সম্পত্তির হদিশও পেয়েছে ইডি। তাছাড়া উদ্ধারের তালিকায় ছিল,   বালুর ২ টি বেনামী সম্পত্তি এবং  জ্যোতিপ্রিয়র  স্ত্রী, মেয়ে এবং নাতির নামে ফিক্স ডিপোজিটের নথি। আর তারপর পাওয়া গেল চাষীদের সঙ্গে ধান কেনাবেচা নিয়ে বালুর চুক্তির নথি।

বনমন্ত্রী ধান কেনা বেচা নিয়ে গরিব চাষীদের সঙ্গে করেছিলেন চুক্তি। গরিবের চাল চুরি করতে আর কত পথ তিনি অবলম্বন করেছিলেন, তা ধীরে ধীরে বেরিয়ে আসছে তদন্তকারী সংস্থার সূত্র ধরেই। এখন দেখার, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে ইডির এর পরের ধাপ কী হয়।

5 months ago
Jyotipriya: জ্যোতিপ্রিয়র অরণ্য ভবনে হানা দিতেই বেরিয়ে এল ৮০০ স্ট্যাম্প, ১০ কোটির ফিক্সড ডিপোজিট!

রেশন বণ্টন দুর্নীতির রহস্যের পর্দাফাঁস করতে মরিয়া কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। ফলে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অরণ্যভবনে হানা দেন ইডি আধিকারিকরা। আর সেখানে হানা দিতেই বেরিয়ে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য। একাধিক নথি, তথ্য দেখার পরই ইডি জানিয়েছে, রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে সরাসরি যোগ রয়েছে মন্ত্রী বালুর। উদ্ধার হয়েছে ১০ কোটি টাকার LIC ও FD পেপার।

মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিট নাগাদ অরণ্য ভবনে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হাজির হন ইডি আধিকারিকরা। ৮ তলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাস কামরায় তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপরই বেরিয়ে এল একের পর এক বিস্ফোরক তথ্য। জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরের পাওয়া গিয়েছে ৮০০টি পুরোনো স্ট্যাম্প পেপার, ১০ কোটি টাকার lic ও fd পেপার। মন্ত্রীর মেয়ে ও নাতির নামে রয়েছে FD। ধান কেনা-বেচাA করতেন প্রাক্তন মন্ত্রী। নিজের নামেই করতেন ধান কেনা বেচা। একাধিক নথি খতিয়ে দেখে ইডির আধিকারিকরা দেখতে পান জ্যোতিপ্রিয় মল্লিকের নামই রয়েছে ধান কেনা-বেচার নথিতে। এছাড়াও পাওয়া গিয়েছে ২টো বেনামি সম্পত্তি হদিশ।

গতকাল প্রায় দীর্ঘ ১১ঘন্টা পর তল্লাশি চালানোর পর ইডি অরণ্য ভবন থেকে রাত ১২টা ১৫ মিনিট নাগাদ বেরিয়ে যায়। বেরোনোর সময় তাঁদের হাতে বেশ কিছু নথিপত্র দেখা যায়। ফলে মন্ত্রীর অরণ্য ভবনে হানা দিয়েও বড়সড় সাফল্য পেয়েছে ইডি। পরবর্তীতে আর কী কী তথ্য বেরিয়ে আসে, সেটাই এখন দেখার।

5 months ago


Jyotipriya: 'বালুদার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, দার্জিলিং-এও গিয়েছিল স্ত্রী', বিস্ফোরক তৃণমূল কাউন্সিলরের স্বামী

রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রায় নিত্যদিনই তাঁর বিষয়ে একাধিক তথ্য প্রকাশ্যে আসছে। আর এবারে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক বিধাননগর পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়। স্ত্রী নন্দিনীর সঙ্গে বালুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের।

মঙ্গলবার সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ২০১৭ সাল থেকে। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রী দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন। তাঁর আরও দাবি, বিধাননগর পুরনিগমের কাউন্সিলর ভোটে টিকিট পাওয়ার পর নন্দিনী নিজের সঙ্গে যোগাযোগ করতে তাঁকে (স্বামীকে) বারণ করে দিয়েছিলেন। ২০২১ সালে ভোটে জেতার পরে নন্দিনী ফ্ল্যাট কিনে অন্যত্র চলে যায়। তবে সেই সময় তাঁর ফ্ল্যাট কেনার মত টাকা ছিল না বলেই তিনি মনে করেন। পাশাপাশি তিনি এও মনে করেন ওই ফ্ল্যাটটি জ্যোতিপ্রিয় মল্লিকই হয়তো তাঁর স্ত্রীকে কিনে দিয়েছিলেন। তিনি আরও জানিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই পাঁচ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাথী বন্দ্যোপাধ্যায়কে রাতারাতি সরিয়ে পুর ভোটে টিকিট দেওয়া হয়েছিল নন্দিনী ব্যানার্জি মৌলিককে।

জয়ব্রত বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে নন্দিনীর নতুন ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে নন্দিনী তাঁর সঙ্গে দেখা করেননি। পরের দিনই জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয় নন্দিনী ব্যানার্জীর পক্ষ থেকে। তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে দাবি করেছেন জয়ব্রত বন্দ্যোপাধ্যায়। আবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন নন্দিনীর স্বামী। এককথায় তাঁর এই পরিস্থিতির জন্য জ্যোতিপ্রিয়কেই তিনি দায়ী করছেন বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি সমগ্র পরিস্থিতির জন্য আত্মহত্যা করার প্রবণতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নন্দিনীর স্বামী জয়ব্রত। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদনও করতে দেখা গিয়েছে নন্দিনীর স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়কে।

5 months ago
Jyotipriya: সিসিটিভির নির্দেশ খারিজ হতেই জ্যোতিপ্রিয়কে দেখতে এসএসকেএম-এ হাজির কন্যা-দাদা

সিসিটিভি লাগানোর নির্দেশ খারিজ হতেই শনিবার সকালেই এসএসকেএম-এ হাজির জ্যোতিপ্রিয়র কন্যা ও দাদা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে রাখা হয়েছে তাঁকে। তাঁর কেবিনের ভিতরে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হলেও শুক্রবারই সেই নির্দেশকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এবারে সিসিটিভির বদলে কেবিনের বাইরে সিআরপিএফ-এর নিরাপত্তারক্ষী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর সিসিটিভি লাগানোর নির্দেশ খারিজ হতেই শনিবার সকালে এসএসকেএম-এ হাজির বালু কন্যা প্রিয়দর্শিনী ও দাদা দেবপ্রিয় মল্লিক।

আদালতের নির্দেশ মত, জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ আধিকারিকরা নিয়ে এলেন রেজিষ্টার। রেজিষ্টার নিয়ে কার্ডিওলজি বিভাগে ঢুকলেন দুজন সিআইএসএফ আধিকারিক। এর পরই সকাল ১০ টা নাগাদ এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে বাবাকে দেখতে এলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক ও দাদা দেবপ্রিয় মল্লিক। মিনিট দশেক কার্ডিওলজি ডিপার্টমেন্টে থেকে প্রবেশ করলেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে। কেন এসেছেন, কেমন দেখলেন, এসব প্রশ্ন করাতে কিছুটা বিরক্ত বোধ করলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। অন্যদিকে বালুর দাদাকে কিছু জিজ্ঞাসা করা হলে তিনি হাইকোর্টের নির্দেশ দেখতে বললেন সংবাদমাধ্যমকে। 

আবার কিছুটা বেলা গড়াতেই জ্যোতিপ্রিয়র কেবিনে প্রবেশ করলেন সিআরপিএফ জওয়ানের সঙ্গে ইডির আধিকারিকরা। কার্ডিওলজি ইমার্জেন্সিতে আরও ৬ জন সিআরপিএফ জওয়ান প্রবেশ করেন।

5 months ago
Ration Scam: 'সঠিকভাবে তদন্ত করুক পুলিস', রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিসের ডিজিকে চিঠি ইডির

এবারে রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) রাজ্য পুলিসের ডিজিকে চিঠি দিল ইডি, খবর সূত্রের। 'রেশন দুর্নীতি মামলায় সঠিকভাবে তদন্ত করুক রাজ্য পুলিস। জেলার বিভিন্ন প্রান্তে রেশন দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ। রেশন দুর্নীতি মামলায় বিস্তারিত তদন্ত প্রয়োজন।'  এ সমস্ত বিষয় জানিয়েই রাজ্য পুলিসের ডিজিকে চিঠি ইডির।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় সর্বপ্রথম রাজ্য পুলিসের তরফ থেকে তিনটি মামলা করা হয়েছিল। সেই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এই চিঠিতে। একই সঙ্গে বলা হয়েছে রাজ্য পুলিস রেশন বন্টন দুর্নীতি মামলায় যাতে আরও সক্রিয় হয় সেই অনুরোধও করা হয়েছে। জেলায় জেলায় রেশন বণ্টন দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগগুলিকে খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। তাই চিঠিতে ইডির আবেদন, পুলিস ভালো করে তদন্ত করুক। রেশন দুর্নীতিতে পুলিসেরও তদন্তের প্রয়োজন রয়েছে।

5 months ago


Ration Scam: রেশন বণ্টন দুর্নীতি মামলার চার্জশিটে নাম রয়েছে অভিষেকের! একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় প্রথমবার চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। চার্জশিটে নাম উঠে এসেছে বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসের নাম। জানা গিয়েছে, বাকিবুরের ১০১ টি সম্পত্তির বিষয়ে। এছাড়াও কীভাবে বিভিন্ন সংস্থাগুলোকে দুর্নীতির কাজে ব্যবহার করা হত, সে বিষয়ই প্রকাশ্যে এসেছে।

সূত্রের খবর রেশন দুর্নীতির টাকা লগ্নি হয়েছে এই সমস্ত সম্পত্তি কিনতে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, বারাসত, বাদুড়িয়াতে একের পর এক সম্পত্তি কেনেন বাকিবুর। সম্পত্তি কেনা হয়েছে নদিয়াতেও। জানা যাচ্ছে, এই সম্পত্তির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। পাশাপাশি ইডির চার্জশিটে উঠে এসেছে বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসের সরকারি চাকরি পাওয়ার প্রসঙ্গও। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে সরকারি চাকরি পেয়েছিলেন অভিষেক বিশ্বাস। চার্জশিটে ইডি দাবি করেছে  জ্যোতিপ্রিয়র হাত ধরেই তৈরি হয়েছে দুর্নীতির নকশা। বাকিবুরের শ্যালক অভিষেকের অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করা হয়েছে আর তার বিনিময়ে বন দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চার্জশিটে এমনই দাবি ইডির। সরজমিনে খতিয়ে দেখতে সিএন পৌঁছে যায় অভিষেক বিশ্বাসের বাড়ি। দেখা মেলে অভিষেকের মায়ের। তিনি জানান আপাতত এই বাড়িতে তিনি একাই থাকেন। তার ছেলে মাসখানেক হল এই বাড়িতে আসেনি। কথায় কথায় তিনি জানালেন বছর দুয়েক হল বন দফতরে কাজ পেয়েছেন অভিষেক। তবে তার আগে জামাইবাবু বাকিবুরের সঙ্গে খাদ্য দফতরে কাজে যেতেন অভিষেক।                         

রেশন বন্টন দুর্নীতি মামলায় দু'মাসের মাথায় চার্জশিট পেশ করল ইডি। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে এই চার্জশিট পেশ করে ইডি। ইডি সূত্রে খবর, চার্জশিটে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মিল ব্যবসায়ী বাকিবুর রহমানের নাম রয়েছে। ১৬৮ পাতার চার্জশিটে উল্লেখ রয়েছে  ১০ টি ভুয়ো সংস্থার নাম। তার মধ্যে ৫ টি জ্যোতিপ্রিয়র ও ৫ টি বাকিবুরের। এই সংস্থাগুলির মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ১০টি কোম্পানির মধ্যে ৩টি কোম্পানি খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকা সাদা করার জন্য। সেই কাজ মিটে যেতেই ওই কোম্পানিগুলিকে বন্ধ করে দেওয়া হয় বলেই আদালতে জানায় ইডি।

চার্জশিটে ইডি দেখিয়েছে ১০০ কোটি টাকারও বেশি টাকার দুর্নীতি হয়েছে। যার মধ্যে ৩৬ কোটি টাকার লাভবান হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরমধ্যে ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ১৪ কোটি টাকার খোঁজ চলছে। কেন্দ্রীয় গোয়েন্দারের অনুমান রেশন দুর্নীতিতে ১০০ কোটি টাকার বেশি দুর্নীতি অর্থাৎ কয়েক'শো কোটি টাকার দুর্নীতি হতে পারে। ২০১১ সালের আগে থেকেই এই রেশন বন্টন দুর্নীতির সম্ভাবনা বলেই মনে করছেন ইডির গোয়েন্দারা। চার্জশিটে বলা হয়েছে, ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নয় এই দুর্নীতি তাঁর আগেও চলত। ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুর্নীতি চলেছে বলেই মনে করছেন তাঁরা। চার্জশিটে ব্যবসায়ী বাকিবুর রহমান সম্পর্কে ছত্রে ছত্রে বিস্ফোরক তথ্যের উল্লেখ করেছেন ইডির গোয়েন্দারা। সূত্রের খবর, চার্জশিটে জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়ের নাম রয়েছে। জ্যোতিপ্রিয়র পরামর্শেই কাজ হত,জানিয়েছে বাকিবুর। জ্যোতিপ্রিয়র নির্দেশেই ঘনিষ্ঠদের যুক্ত করেছিল বাকিবুর। যার মধ্যে বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাস অন্যতম বলেই দাবি ইডির।

5 months ago
Ration Scam: রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ইডির, নাম রয়েছে বালু-বাকিবুরের!

রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) এই প্রথম চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ অর্থাৎ মঙ্গলবার রেশন বণ্টন দুর্নীতি মামলার প্রায় দু'মাসের মাথায় চার্জশিট পেশ করল ইডি। জানা গিয়েছে, চার্জশিটে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমানের। মোট ১৬৮ পাতার চার্জশিট পেশ করেছে ইডি।

সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার সকালেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিতে কলকাতার নগর দায়রা আদালতের উদ্দেশ্যে রওনা দেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় এটাই ইডির প্রথম চার্জশিট। ইডি সূত্রে খবর, এই চার্জশিটে নাম থাকতে পারে বাকিবুর রহমান ও জ্যোতিপ্রিয় মল্লিকের। আবার বাকিবুর রহমানের পাঁচটি সংস্থার কথাও উল্লেখ রয়েছে। এছাড়া জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থাগুলির কথা উল্লেখ করেছে ইডি। সবমিলিয়ে ৩০০০ পাতার নথি জমা দিয়েছে ইডি।

5 months ago