Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Injury

Bomb: লোকসভা নির্বাচনের আগে বোমাতঙ্ক চাকদহে, বোমা ফেটে জখম এক শ্রমিক

দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগেই বোমার শব্দে কেঁপে উঠল নদিয়ার চাকদহ। মঙ্গলবার সকালে চাকদহ থানার অন্তর্গত পাজির মোড় লালপুকুর এলাকায় বোমা ফেটে গুরুতর আহত হন এক শ্রমিক। জানা গিয়েছে, আহত ওই শ্রমিকের নাম শ্যামল সরকার (৪৫)। চুয়াডাঙ্গার বাসিন্দা। 

জানা গিয়েছে, এদিন চাকদহের পাজির মোড় লালপুরে একটি পুকুরের পাশে নির্মাণ কাজ করতে চার জন শ্রমিক আসেন। বাড়ির কলম করার জন্য় বেশ কিছুটা মাটি খনন করার পর হঠাৎ একটি হলুদ ড্রাম দেখতে পান ওই শ্রমিকেরা। এর মধ্যে শ্যামল সরকার নামের ওই শ্রমিকের কোদালের কোপ পরে বোমা মজুদ করে রাখা ওই ড্রামে। তারপরেই ড্রামে থাকা চার চারটি বোমা ফেটে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় গুরুতর আহত হন শ্যামল সরকার। 

এরপর বোমার শব্দে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আহত শ্যামল সরকারকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি তাঁকে স্থানান্তর করা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকদহ থানার পুলিস। নির্বাচনের আগে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। 

অন্য়দিকে খড়দহ পুরানী বাজার এলাকায় চলে বোমাবাজি। বোমার আঘাতে উড়েছে বাড়ির চাল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিস। লোকসভা নির্বাচনের আগে বোমাবাজির ঘটনায় প্রশ্নের মুখে পুলিস প্রসাশনের ভূমিকা। গোটা ঘটনার তদন্তে খড়দহ থানার পুলিস। 

2 months ago
Malda: মালদহে ফের শুটআউট, গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক এক যুবক

ফের রাজ্য়ে শুটআউট। গত সপ্তাহে মালদহে এক ব্য়বসায়ীকে লক্ষ্য করে চালানো হয় গুলি। তারপর আবার বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে গুলিবিদ্ধ হল এক যুবক। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলা এলাকায়। ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। বর্তমানে গুলিবিদ্ধ ওই যুবক মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

পুলিস সূত্রে খবর, আক্রান্ত ওই যুবকের নাম জাবেদ শেখ (২৭)। পেশায় একজন ফেরিওয়াল এবং কর্মসূত্রে বিহারে ফেরি করে। গত এক মাস আগে সে বাড়িতে আসে। প্রতিদিনের মতো গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশে শৌচকর্ম করতে গিয়েছিলেন তিনি। সেই সময় ভুট্টার ক্ষেতে কয়েকজনকে দেখা মাত্রই জাবেদ শেখ চিৎকার করলেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি গিয়ে লাগে জাবেদ শেখের কোমরে। গুলির আঘাতে ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে পড়ে ওই যুবক। 

খবর পেয়ে ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিস গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অন্য়দিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিস। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। 

4 months ago
Accident: ফুটবল খেলে বাড়ির ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত ২ ও আহত ১

ফুটবল খেলতে গিয়ে বাড়ি ফেরার পথে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় মৃত্য়ু হল দুই জনের এবং আহত এক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের ডাঙ্গরপাড়া এলাকায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আহত একজন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, মৃতদের নাম শুভজিৎ বাগদি (২৫) ও তারাপদ বাগদি (২৬)। তাঁদের দুজনের বাড়ি সোনামুখীর পাঁচাল এলাকার আড়লকোনা গ্রামে। জখম ওই যুবকের নাম মিলন বাগদি। বাড়ি বিষ্ণুপুরের কাঁকিলা গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে পাত্রসায়ের হাসিপুকুরে একটি ফুটবলের সেমি ফাইনাল খেলা ছিল। খেলা শেষ হবার পর শুভদীপ বাগদি, তারাপদ বাগদি ও মিলন বাগদি এই তিনজন একটি মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। এরপর রাত সাড়ে সাতটা নাগাদ পাত্রসায়ের বিষ্ণুপুরের রাস্তায় ডাঙ্গরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে বাইকে থাকা ওই তিনজনেই। 

এরপর তাঁদের তিনজনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শুভদীপ বাগদি ও তারাপদ বাগদিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

5 months ago


Trafficking: নিষিদ্ধ ফেনসিডাইল পাচারের সময় বিএসএফের গুলিতে জখম এক বাংলাদেশি

ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নিষিদ্ধ ফেনসিডাইল পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে জখম এক বাংলাদেশি। আহত ওই বাংলাদেশি পাচারকারীর নাম জহিরুল ইসলাম। বাড়ি বাংলাদেশর ঠাকুরগাঁও জেলার গেরওয়াডাঙ্গী এলাকায়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে গোয়ালপোখরের নরগাঁও বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কিছু বাংলাদেশি ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। তখন বিএসএফ জওয়ানরা ওই বাংলাদেশি পাচারকারীদের আটকানোর চেষ্টা করলে পাচারকারীরা উল্টে বিএসএফ জওয়ানদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। সেই সময় আত্মরক্ষা করতে গিয়ে বিএসএফ জওয়ানরা পাল্টা গুলি চালালে পাচারকারীদের মধ্যে এক বাংলাদেশি গুলিতে জখম হয়। 

পাশাপাশি পাচারকারীদের হামলায় এক বিএসএফ জওয়ানও আহত হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। জখম অবস্থায় ওই বাংলাদেশি পাচারকারীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। তবে কোথা থেকে নিষিদ্ধ ফেনসিডাইলগুলি আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ।   

5 months ago
Injury: লড়াইয়ের নাম ম্যাক্সওয়েল, পায়ে চোট নিয়েও অস্ট্রেলিয়াকে জেতাল ম্যাড-ম্যাক্স

চোট নিয়েও আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত দু'শতরান হাঁকালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল । কার্যত 'এক পায়ে' খেলে ২০১ রানের রেকর্ড গড়লেন ম্যাক্স। অসম্ভব মানসিক জেদ নিয়ে প্রায় হেরে যাওয়া একটা দলকে একাই জিতিয়ে দিলেন ম্যাক্স। আফগানিস্তানকে ৩ উইকেটে পরাস্ত করল অস্ট্রেলিয়া।

আফগান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে খেলতে নেমেছিলেন ম্যাক্স। কিন্তু সেঞ্চুরি করার আগেই তাঁর পেশিতে টান ধরে। ইনিংস বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ম্যাক্সের ব্যথাও। ম্যাসাজ, ব্যথা কমানোর ওষুধ কিছুতেই কাজ হয়নি।

কিন্তু থামানো যায়নি ম্যাক্সকে। আফগানদের বেঁধে দেওয়া রান তাড়া করে একাই দলকে জিতিয়ে দিলেন ম্যাক্স। তাঁর এই লড়াই উপভোগ করল গোটা বিশ্ব। ম্যাক্স দলকে জেতালেন তো বটেই একই সঙ্গে রেখে গেলেন ২২ গজে একলা লড়াই করার অনুপ্রেরণা।  

6 months ago


Mamata: সরকারি হাসপাতাল এসএসকেএমে ভুল চিকিৎসার অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর

স্পেন সফর শেষে মমতা বন্দোপাধ্যায়ের পায়ের চোটের কথা শোনা যায়। জানা গিয়েছিল, স্পেন থেকে পায়ে চোট পেয়ে ফিরে তিনি এসএসকেম হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এরপর কেটে গিয়েছে দীর্ঘদিন, ইডি-সিবিআই হানা থেকে দুর্গাপুজো সবই। পায়ের চোটের জন্য বাতিল করেছিলেন দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানও। দীর্ঘ ৫০ দিন পর পায়ের চোট সরিয়ে মঙ্গলবার নবান্ন ফেরেন তিনি। আজ অর্থাৎ বুধবার সাংবাদিক বৈঠকে তিনি এসএসকেএমের বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁর পায়ের ভুল চিকিৎসা নিয়ে।

বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘১০-১২ দিন আমার চিকিৎসা চলেছে। ভুল চিকিৎসার কারণে আমার পায়ের আঘাতে সেপটিক হয়ে গিয়েছিল। ১০-১২ দিন স্যালাইনের মতো আমার হাতে চ্যানেল করা ছিল, ওষুধ চলেছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। তার মধ্যেও প্রতিদিন আমার অফিস থেকে কাগজ গিয়েছে। কাজ করেছি। পুজো উদ্বোধন থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্ম সবই সামলেছি৷ পুজোর চারদিন ভোর ৫টা পর্যন্ত জেগে থেকে পাহারা দিয়েছি, যাতে কোনও ঘটনা না ঘটে।'

বুধবার কিছু সংবাদমাধ্যমকে নিয়ে ভুল খবর ছড়ানোর বার্তা দিতে গিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ৫৫ দিন নবান্নে না আসার খবর নিয়ে তিনি বলেন, 'এটা ভুল খবর।' সেই প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্য দিতে গিয়েই শরীর খারাপের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

6 months ago
Accident: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস, উত্তরকাশী দুর্ঘটনায় মৃত ৭ এবং আহত ২৭

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল একটি যাত্রী বোঝাই বাস (Bus)। ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের এবং গুরুতর জখম আরও ২৭ জন। রবিবার বিকেল ৪ টে নাগাদ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৫০ মিটার গভীর খাদে পড়েছে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি শুরু হয়েছিল উদ্ধারকাজ। আটকে থাকা সকলকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি চলছে মৃতদেহ শনাক্তকরণের কাজ। এই বাস দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছিল রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিস।

পুলিস সূত্রে খবর, গঙ্গোত্রী থেকে উত্তরকাশীর উদ্দেশ্যে গুজরাতের তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল বাসটি। মোট ৩৫ জন যাত্রী ছিল ওই বাসে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক ললিতা নেগি বলেছেন, ‘আমাদের দল উদ্ধারকাজে যোগ দিয়ে এখনও পর্যন্ত আহত ২৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।’ বর্তমানে আহত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

9 months ago
School: স্কুলের ছাদ ভেঙে গুরুতর আহত দুই খুদে পড়ুয়া, অভিযোগ স্কুল কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে

স্কুলের (School) ছাদের চাঙ্গর ভেঙ্গে গুরুতর জখম (Injury) হল দুই ছোট্ট স্কুল পড়ুয়া। তাদের মধ্য়ে একজন ছাত্র এবং ছাত্রী, বয়স আনুমানিক আট বছর। বুধবার সকালে খড়গপুর (Kharagpur) টাউন থানার অন্তর্গত ইন দা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে ওই দুই পড়ুয়া। এদিন স্কুলে বাংলা পরীক্ষা চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত ওই দুই পড়ুয়াকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় খড়্গপুরের মহকুমা হাসপাতালে। ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্কুল-পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। 

স্কুল শিক্ষক জানিয়েছেন, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছিল। তখন শ্রেণি শিক্ষকদের মাথায় ছাদ ভেঙে পড়েছিল। তারপরে ছয় জায়গায় অ্য়াপ্লিকেশন পর্যন্ত জমা দেওয়াৃ হয়েছে দ্রুত স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য়। পাঁচ থেকে ছয় বছর কেটে যাওয়ার পরেও স্কুলের অবস্থা কিছুই বদলায়নি। যার ফলে এদিনের এই দুর্ঘটনায় আহত দুই খুদে স্কুল পড়ুয়া।  অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে। 

স্থানীয় বা আহত শিশুর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এই ভাবেই চলছে স্কুলের ব্য়বস্থাপনা। বর্ষাকালে এই স্কুলে নালার জল ঢুকচে, চাঙর ভেঙে খসে পড়ে যাচ্ছে। অভিযোগ, বারংবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। 

9 months ago


Shoot: পারিবারিক অশান্তির জেরে গুলি! ঘটনায় আহত এক মহিলা, তদন্তে পুলিস

পারিবারিক বিবাদের জেরে গুলিবিদ্ধ (Shot) মহিলা। ঘটনায় গুরুতর জখম (Injury) হন ওই মহিলা। মঙ্গলবার সকালে কোচবিহার জেলার শীতলকুচির পাঠান টুলি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, আহত ওই মহিলার নাম রাশেদা বিবি। অভিযোগ, নিজেদের পরিবারের লোকই গুলি চালিয়েছে। গুলি চালানোর ঘটনায় ব্য়পক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীরা ওই আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে তড়িঘড়ি পার্শ্ববর্তী শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত মহিলার ছেলে জানিয়েছে, এক আত্মীয়ের চাষের জমিতে তাঁদের ছাগল ঢুকে গিয়েছিল। সেই কারণে প্রথমে ঝামেলা শুরু হয়। তারপর তাঁদের আত্মীয়দের মধ্য়ে একজন গুলি চালায় এবং সেই গুলি গিয়ে লাগে রাশেদা বিবির গায়ে। 

কিন্তু কিভাবে গুলি লাগলো আর ঠিক কি কারণে গুলি চালানো হয়েছিল, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে শীতলকুচি থানার পুলিস। পাশাপাশি এই গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিস প্রশাসন। 

9 months ago
Accident: বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক পুলিসকর্মী-সহ তিন জন, আহত একাধিক

বেপরোয়া অডি সংস্থার একটি গাড়ির ধাক্কায় এক পুলিসকর্মী-সহ তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতরভাবে জখম (Injury) প্রায় ছয়জন। শুক্রবার, রাত একটা নাগাদ খড়্গপুর (Kharagpur) ওড়িশা ট্রাঙ্ক রোডে গ্রামীণের বেনাপুর রেলগেটের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খড়্গপুর গ্রামীণ থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রামানন্দ দে (৪৫)। বাড়ি বাঁকুড়ার তালডাংড়ায়। এছাড়াও দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে অডি গাড়ির দু'জনের। একজনের নাম শেখ জাহাঙ্গীর খান (৩৫)। পেশায় তিনি ডেকোরেটর ব্যবসায়ী। তিনি খড়্গপুর শহরের পাঁচবেড়িয়ার বাসিন্দা। ঘটনায় মৃত আরও একজন ব্য়ক্তির নাম অভিষেক শ্রীবাস্তব। দুর্ঘটনার পর আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতির কারণে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেদিনীপুরে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ থাকার পরেই মৃত্য়ু হয় তার। জাহাঙ্গীর ও অভিষেকের সঙ্গী ওই গাড়ির সওয়ারি সুজিত রায়, প্রদীপ দাস ও চন্দনকুমার দাস ঘটনায় গুরুতর জখম হয়েছেন। আহত ও মৃতদের উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় ও পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতে খড়্গপুরের বেনাপুর রেলগেটের কাছে টহলরত পুলিসের ভ্যান থেকে নেমে ওড়িশা ট্রাঙ্ক রোডে দাঁড়িয়ে ছিলেন কর্তব্যরত রামানন্দ দে৷ পুলিসের গাড়িতে ছিলেন অন্যান্য পুলিসকর্মীরাও। ঠিক সেই সময় খড়্গপুর অভিমুখে থাকা একটি গাড়ি দ্রুতগতিতে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই পুলিস আধিকারিককে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ছিটকে গিয়ে পড়েন রামানন্দ। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন তিনি।

এরপর গাড়িটি রেলগেটের সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে বাঁ-দিকে থাকা একটি দোকানে ঢুকে যায়। এই ঘটনাস্থলে থাকা পুলিসকর্মীরা দ্রুত ছুটে গিয়ে পুলিস আধিকারিক রামানন্দকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তারপরে দুমড়ে-মুচড়ে যাওয়া ওই অডি গাড়ি থেকে জখমদের উদ্ধারকাজ শুরু হয়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের সহযোগিতায় গাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়। হাসাপাতালে প্রাথমিক চিকিৎসার পর রামানন্দ দে ও জাহাঙ্গীর খানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

পুলিস সূত্রে খবর, মকরামপুরের একটি ধাবায় খাওয়াদাওয়া করে ওই অডি গাড়িতে করে ফিরছিলেন জাহাঙ্গীর ও তাঁর সঙ্গীরা। পুলিসের অনুমান, মদ্য়প অবস্থায় গাড়ি চালানোর কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। আপাতত মৃতদেহগুলি খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে এই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিস প্রশাসন। 

9 months ago


Tamim: এখনও পিঠের চোট! বাংলাদেশের একদিনের দলের নেতৃত্ব থেকে ইস্তফা তামিমের

বাংলাদেশের একদিনের দলের নেতৃত্ব থেকে ইস্তফা দিলেন তামিম ইকবাল। পিঠের চোট এখনও ঠিক হয়নি। তাই আসন্ন এশিয়া কাপ থেকেও সরে দাঁড়িয়েছেন। আশা করা হচ্ছে, অবসর ভেঙে ফিরে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন।

লন্ডনে চিকিৎসকের পরামর্শ নেন তামিম। দেশে ফিরে বোর্ড সভাপতি ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সঙ্গে নেতৃত্ব ছাড়ার ইচ্ছেপ্রকাশ করেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন হঠাৎ করে সিরিজের মাঝপথে অবসর নেন তামিম ইকবাল। চোট নিয়ে এবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তামিম ইকবালের।

9 months ago
Russia: ফের রুশ ড্রোন হামলায় ইউক্রেনে মৃত ১ ও আহত চার

ফের রুশ (Russian) হামলায় (attack) জ্বলে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। বৃহস্পতিবার, রাতভর রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই রুশ ড্রোন হামলায় মৃত্যু (death) হয়েছে এক জনের এবং জখম (injury) চার জন। 

ইউক্রেন সেনার অভিযোগ, বহু দিন ধরে ইরানের তৈরি বিস্ফোরকবাহী ড্রোন শাহিদ ব্যবহার করছে রাশিয়া। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। কিয়েভের দাবি, বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন প্রান্তে আছড়ে পড়ে ইরানের তৈরি ড্রোন শাহিদ। প্রায় এক ডজন ড্রোন গুলি করে নামানো হয়েছে। সব মিলিয়ে দু’টি ক্ষেপণাস্ত্র ও ২০টি রুশ ড্রোন ধ্বংসের খবর পাওয়া গিয়েছে। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎস্ককো জানিয়েছেন, পোডিলস্কি অঞ্চলে একটি বাড়িতে আগুন ধরে যায়। ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে একটি মৃতদেহ। ২৩ বছরের এক যুবক ও ১৯ বছর বয়সি একটি তরুণী শার্পনেলে জখম হয়েছে। তাঁদেরকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর যুদ্ধ জারি রয়েছে পূর্ব ইউক্রেনের বাখমুটেও। দীর্ঘ লড়াইয়ের পরে বাখমুট রাশিয়ার দখলে চলে যায়। অবশেষে পরাজিত হলেও প্রকাশ্যে হার স্বীকার করেনি পারেনি কিয়েভ।

10 months ago
Accident: ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, ২ বাইক আরোহী ও ইঞ্জিন ভ্যান চালকসহ জখম ৪০

ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ (Clash)। ঘটনার জেরে জখম (Injury) অন্তত ৪০ জন। ঘটনাটি ঘটেছে গোঘাটের (Goghat) কামারপুকুর কঙ্কালি স্টোরের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিস। পরে ডাম্পারটি ধাক্কা মারে একটি মোটর বাইক ও ইঞ্জিন ভ্যানে।

জানা গিয়েছে, বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদার উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাস। তারপর কামারপুকুরে কঙ্কালি স্টোরের কাছে একটি ট্রলারকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এমনকি সেই সময় রাস্তার ধারে থাকা একটি বাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনার জেরে দুই বাইক আরোহী ও ইঞ্জিন ভ্যান চালক সহ বাসে থাকা প্রায় ৪০ জন জখম হয়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। জখমদের গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করার পাশাপাশি বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তবে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা বলে দাবি বাসে থাকা যাত্রীদের।

11 months ago


Attack: প্রকাশ্যে দিবালোকে এক যুবককে ধারালো অস্ত্রের কোপ, ঘটনার তদন্তে আশিঘর ফাঁড়ির পুলিস

ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এক যুবকের ওপর হামলা (Attack)। ঘটনায় গুরুতর জখম (Injury) হন ওই যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) লাগোয়া আশিঘর মোড় সংলগ্ন এলাকায়। এদিকে ঘটনার পর অভিযুক্ত ওই যুবক আশিঘর ফাঁড়িতে আত্মসমর্পণ করে বলে খবর। 

পুলিস সূত্রে খবর, এদিন সকালে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় স্বপন বর্মন নামে ওই যুবকের ওপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত নিরঞ্জন। ঘটনার জেরে সেখানেই লুটিয়ে পড়েন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় গুরুতর আহত ওই যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত স্বপন আশিঘর মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও এমনই এক ঘটনা ঘটেছিল এক মহিলার সঙ্গে। তারপর ফের একই ঘটনার সম্মুখীন হতে হল। কি কারণে বারংবার হামলা চালনো হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিস। ইতিমধ্য়ে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার অধীন আশিঘর ফাঁড়ির পুলিস।

11 months ago
Blast: মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম ২২! ঘটনাস্থলে মেয়র হাকিম

মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder Blast) আহত কমপক্ষে ২২ জন। অত্যাধিক বার্ন ইনজুরি (Burn Injury) নিয়ে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। মেয়র জানান, 'পুরসভার ১৩৫ নম্বর ওয়ার্ডে ইলেকট্রিক ওয়্যার থেকে আগুন লাগে। সেখান থেকে তড়িঘড়ি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। যারা আগুন নেভাতে গিয়েছিল তাঁরা অগ্নিদগ্ধ হয়েছে। মোট ২২ জন জখম হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।'

তিনি জানা,  চিকিৎসক জানিয়েছে, অধিকাংশকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে। এই দুর্ঘটনায় দু'জন শিশুও গুরুতর আহত। জানা গিয়েছে, এরপর তিনি এসএসকেএম হাসপাতালে যান জখমদের দেখতে।

one year ago