Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Indore

Mamata: 'ক্ষমতা না থাকলে কোথায় থাকবেন! সেলে না কোলে,' ইন্ডোর থেকে বিজেপিকে নিশানা মমতার

আগামী দিনে আপনারা ক্ষমতায় না থাকলে কোথায় থাকবেন সেলে না কোলে, নেতাজি ইন্ডোরের সভা থেকে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে এভাবেই আক্রমণ মুখ্যমন্ত্রীর। রাজ্যের এক মন্ত্রী-সহ তাঁর দলের একাধিক বিধায়ক দুর্নীতির দায়ে জেলে। সেই প্রসঙ্গ টেনে দলের কর্মী-সমর্থকদের সামনে তৃণমূল সুপ্রিমোর গলায় পার্থ-কেষ্ট-বালুর নাম। আত্মপক্ষ সমর্থনে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করেন মুখ্যমন্ত্রী।

নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে নাম না করে মোদী সরকার-সহ বিজেপিকে এভাবেই কটাক্ষের সুরে বিঁধেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, আজকে খুব হাসছেন। আমাদের পার্থ জেলে, কেষ্ট জেলে, অনেকেই জেলে। মানিক জেলে, বালু জেলে, এটাই চলবে। আপনারা যখন চেয়ারে থাকবেন না, তখন কোথায় থাকবেন সেলে না কোলে, সুর চড়িয়ে প্রশ্ন তাঁর। আমাদের সবাই চোর, তৃণমূলকে চোর না বললে সিবিআই তাদের গিয়ে রেইড করবে, ইডি তাদের গিয়ে রেইড করবে, আক্রমণ তৃণমূল সুপ্রিমোর।

চব্বিশের ভোটের মাস চারেক আগে নেতাজি ইন্ডোরে আয়োজিত তৃণমূলের বিশেষ অধিবেশনে আগামী দিনে দলের রণকৌশল বৃহস্পতিবার খানিকটা স্পষ্ট করে দেন সুপ্রিমো। এই অধিবেশনে ঘুরিয়ে ফিরিয়ে বিজেপি-সহ মোদী সরকারকে আক্রমণ করেন তিনি। রাজ্য রাজনীতিতে দুর্নীতি দায়ে নানাভাবে সমালোচিত বাংলার শাসক দল। সেই সমালোচনার জবাবে আত্মপক্ষ সমর্থনে নামেন তৃণমূল নেত্রী। তাঁর মুখে বিবেকানন্দের 'Right To Make Blunders' উক্তি। মমতা বলেন, ৫০টা কাজ করলে একটা ভুল হতেই পারে। কখনও কখনও ভুল হয়ে যায়। বাংলার অপর এক বিরোধী দলে সিপিএম-কে টেনে মুখ্যমন্ত্রীর আক্রমণ, সবচেয়ে বেশি টাকা খায় সিপিএম। আর ওরাই দুর্নীতি দুর্নীতি করে চিত্কার করে। সিপিএম পকেটমার, বড় পকেটমার, এভাবেই সরব ছিলেন তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, বিজেপি-বিরোধী জাতীয় জোটে তৃণমূলর অন্যতম শরিক সিপিএম। যদিও সেই জোটের কোঅর্ডিনেশন কমিটিতে নেই কোনও সিপিএম-এর কোনও প্রতিনিধি। এবার কি তাহলে দুর্নীতি প্রশ্নে আত্মপক্ষ সমর্থনে জোট শরিককেও দুষতে পিছুপা হলেন না তৃণমূল সুপ্রিমো, উঠছে এই প্রশ্ন। যদিও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, আত্মবিলাপ করছেন কি মুখ্যমন্ত্রী। তৃণমূলের বর্তমান মুখপাত্র এবং সাধারণ সম্পাদকই প্রথমে তৃণমূলকে চোর বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী বলে দাগিয়েছিলেন, আক্রমণ সিপিএম নেতার।

6 months ago
Vote: ভোট দিলেই ফ্রিতে পাওয়া যাবে পোহা ও জিলিপি!

সকাল সকাল ভোট দিলেই পাওয়া যাবে পোহা ও জিলিপি! এমনটাই ঘোষণা করা হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। অবাক হচ্ছেন তো, তবে এটাই সত্যি। চলতি বছরের ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন (Assembly Election 2023)। সবকটি আসনে সেদিনই নির্বাচন হবে। ফলে সেদিন সকাল ৯টার মধ্যে যে ভোট দিয়ে আসবেন তাঁকেই সকালের জলখাবারে দেওয়া হবে পোহা ও জিলিপি। তবে আশ্চর্যের এটাই যে, এই ঘোষণা কোনও রাজনৈতিক দল থেকে করা হয়নি। এই উদ্যোগ নিয়েছে এক ফুড হাব '৫৬ দোকান।'

ইন্দোরের বিখ্যাত ফুড হাব '৫৬ দোকান।' এই ফুড হাবের তরফেই ঘোষণা করা হয় যে, ১৭ নভেম্বর যাঁরা সকাল ৯টার মধ্যে ভোট দিয়ে আসতে পারবে, তাঁদের ৫৬ দোকানে গেলেই ফ্রিতে পোহা ও জিলিপি খেতে দেওয়া হবে। জানা গিয়েছে,  ভোট দিতে উৎসাহ দেওয়া জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

'৫৬ দোকান ট্রেডার্স অ্যাসোসিয়েশনেটর প্রেসিডেন্ট গুঞ্জন শর্মা বলেন, "স্বচ্ছতার দিক থেকে ইন্দোর দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। আমরা চাই, ভোটদানের ক্ষেত্রেও আমাদের শহর শীর্ষে থাকুক। সেজন্যই যাঁরা ভোট দেবে তাঁদের বিনামূল্যে পোহা ও জিলিপি দেওয়া হবে।" আরও জানানো হয়েছে, ১৭ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত এই অফার থাকবে। যাঁরা আঙুলের ভোটের কালি দেখাতে পারবে, তাঁদেরই এই জলখাবার ফ্রিতে দেওয়া হবে। ৯টার পর যাঁরা আসবেন, তাঁদের খাবারেও ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে।


7 months ago
India: ৪০০ রানের টার্গেট, শ্রেয়স-গিলের জোড়া সেঞ্চুরিতে পাহাড় সমান রান ভারতের

ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জোড়া সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ১১ মাস পরে সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। সেঞ্চুরি করেই সিন অ্যাবটের ডেলিভারিতে ১০৫ রানে ফেরেন তিনি। এদিকে সেঞ্চুরি করে ফেললেন শুভমান গিলও। ভারতের রান ৫ উইকেটে ৩৭৫। পাশাপাশি শ্রেয়সের ও গিলের উইকেট হারানোর পর অধিনায়ক কে এল রাহুল ও সূর্য কুমার যাদবও হাফ সেঞ্চুরি করেন।

এদিন ইন্দোরে একাধিক পরিবর্তন করে ভারত, অস্ট্রেলিয়া দুই দলই। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়। নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। ছিলেন না মিচেল মার্শও। ভারতীয় দলে দুই তারকা পেসার বুমরা ও সিরাজকেও বিশ্রামে পাঠানো হয়। রুতুরাজ গাইকোয়াড় শুরুতে আউট হলেও অধিনায়ক কে এল রাহুলের উদ্বেগ কমালেন দুই ব্যাটসম্যান। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া।

টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে একটা উইকেট গেলেও হাল ধরে গিল ও শ্রেয়স।দুজনেরই জোড়া সেঞ্চুরিতে রীতিমত কুপোকাত অস্ট্রেলিয়ার বোলাররা। গিল ৯৭ বলে ১০৪ এবং আইয়ার ৯০ বলে ১০৫ রান করে আউট হলে ম্যাচে আরও গতি আসে। এরপরে কিষান, রাহুল, ও যাদবের ঝড়ো ইনিংসের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ভারত ৩৯৯ রান করে। এছাড়া সিন ও গ্রীন দুজনেই বলের ধারাবাহিকতা হারিয়ে ফেলে। অস্ট্রেলিয়াকে এখন জিততে হলে ৫০ ওভারে ৪০০ রান করতে হবে।

8 months ago


Dog: পোষ্য কুকুরদের মধ্যে ঝগড়া গড়াল মালিকদের মধ্যে, গুলিবিদ্ধ ২, আহত ৬

পোষ্য কুকুরদের (Dog) ঝগড়া ছড়াল মালিকদের মধ্যে। বিবাদ এতটাই চরম পর্যায়ে পৌঁছয় গুলি চালানো শুরু করলেন এক ব্যক্তি। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ২ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জন। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে মূল অভিযুক্তকে।

জানা গিয়েছে, অভিযুক্ত রাজপাল রাজাওয়াত তাঁর পোষ্য কুকুরকে নিযে হাঁটতে বেরিয়েছিলেন। তখনই তাঁর এক প্রতিবেশীও তাঁর পোষ্যকে নিয়ে বেরিয়েছিলেন। হঠাৎ দুই পোষ্য কুকুরের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যেও তর্কাতর্কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে লোকজন জড়ো হয়ে যায়। অভিযোগ এরপর, রাজপাল রাজাওয়াতের ককুরটিকে আঘাত করেছিলেন অপর ব্যক্তি। বচসা আরও তুঙ্গে ওঠে। রাজপাল ঘরে ঢুকে নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

ঘটনাস্থলেই গুলি লেগে দুই যুবকের মৃত্যু হয়। পুলিশ এসে আটক করে রাজপালকে। জানা গিয়েছে, নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেন তিনি। রাজপালের বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গুলি চালানোর ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

9 months ago
Indore: পুতুল-চকোলেটের বায়না করতেই মেয়েকে খুন বাবার! গ্রেফতার 'মাদকাসক্ত' বাবা

চকোলেট, পুতুলের বায়না করতেই প্রাণ গেল এক ৮ বছরের নাবালিকার (Minor Girl)। জানা গিয়েছে, এই নাবালিকা তার বাবার কাছে চকোলেট ও পুতুলের জন্য বায়না করছিল। আর এরপরেই বিরক্ত হয়ে মেয়েকে গত শনিবার খুন করে 'মাদকাসক্ত' বাবা বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (MadhyaPradesh) ইন্দোরে (Indore)। যদিও পরে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নেয়। নিজের মেয়েকে খুন করার অভিযোগে তাকে সোমবার গ্রেফতারও করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, প্রায়ই নাবালিকা চকোলেটের জন্য বায়না করত। কিন্তু তার রোজ এই বায়না নিতে পারেনি তার বাবা। তাই বিরক্ত হয়ে মাদকের নেশায় মেয়েকে খুন করেছে বলে খবর। পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্ত নিজেই তার মেয়েকে খুন করার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, একটি নির্মীয়মান বহুতলে নিয়ে গিয়ে পাথর ও টাইলস দিয়ে মাথায় একাধিকবার মেরে মেয়েকে খুন করেছে। আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিল সে, কিন্তু তার মেয়ে চকোলেট, পুতুল ও জামার জন্য বায়না করেই চলেছিল। ফলে সে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্যই তার মেয়েকে খুন করে বলে জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি।

আরও জানা গিয়েছে, মৃত নাবালিকার মা কয়েকবছর আগেই তাদের ছেড়ে চলে যায়। তারপর থেকে তার বাবার সঙ্গে থাকত ছোট্ট মেয়েটি। আরও জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ভোটার কার্ড পাওয়া গিয়েছে। তবে রেশন কার্ড মেলেনি বলে ইন্দোর পুলিসের এক আধিকারিক জানিয়েছেন।

11 months ago


MadhyaPradesh: পরীক্ষায় পাশ করতে না পেরে নাবালিকা বানাল অপহরণ হওয়ার 'মিথ্যা' গল্প!

অবাক করা ঘটনা! এক ১৭ বছরের নাবালিকা অপহরণ হওয়ার 'মিথ্যা' খবর দিয়েছে তার বাড়িতে। তবে কী এমন ঘটনা ঘটলো, যার জন্য তাকে অপহরণ (Kidnap) হওয়ার ভুয়ো খবর দিতে হলো? ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনীর। জানা গিয়েছে, ১৭ বছরের নাবালিকা বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরে তার বাবাকে খবর দিয়েছে, তাকে নাকি অপহরণ করা হয়েছে। ইতিমধ্যেই তার বাবা-মা পুলিসে অভিযোগ দায়ের করে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু, তার এমন অদ্ভুত কাণ্ডের পিছনে কী কারণ, তা জানা গেলে আকাশ থেকে পড়েন প্রত্যেকে।

পুলিস তাকে খুঁজতে শুরু করলে তারপরই বেরিয়ে আসে আসল সত্য। জানা গিয়েছে, নাবালিকা ইন্দোরে থাকে ও সেখানকার এক কলেজে বিএ কোর্সে পড়ে। সেই কলেজের বার্ষিক পরীক্ষায় পাশ করতে পারেনি সে। ফলে এই অপহরণ হওয়ার মিথ্যা খবর বানিয়েছে সে। সূত্রের খবর, নাবালিকা তার বাবাকে এক অচেনা নম্বর থেকে ফোন করে অপহরণ হওয়ার খবর দিতেই তিনি ইন্দোর বানগঙ্গা পুলিস স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন। তিনি পুলিসকে জানান যে, তাঁর মেয়ে শুক্রবার যখন কলেজ থেকে ফিরছিল তখনই তাকে অপহরণ করা হয়।

কিন্ত এরপরই পুলিস তাকে খুঁজতে শুরু করলে আসল ঘটনা সামনে আসে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই নাবালিকার মিথ্যা কথা ধরা পড়ে যায়। দেখা যায়, তার কথামতো কিছুই ঘটেনি। বরং তাকে উজ্জ্বয়িনীর এক রেস্তরোঁর সামনে বসে থাকতে দেখা যায়। পরে শনিবার তাকে পুলিস ইন্দোরে ফিরিয়ে নিয়ে আসে। এরপরই তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় ইন্দোর থেকে উজ্জ্বয়িনী যাওয়ার বাস টিকিট ও রেস্তরোঁর বিল। এরপরেই পুরো ঘটনাটি বুঝতে পারে ইন্দোর পুলিস। তারপর তাকে ভালোমতো বুঝিয়ে তার বাবা-মায়ের কাছে তাকে তুলে দেওয়া হয়।

12 months ago
Indore: ইন্দোর মন্দির দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫, আর্থিক সাহায্যের ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

রামনবমীর দিন ইন্দোরে (Indore) ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ঘটনা। ৫০ ফুট কুয়োর নীচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। মৃতের মধ্যে শিশু ও নারীরা রয়েছেন বলে সূত্রের খবর। ২০ ঘণ্টা পার হয়ে গিয়েছে ঘটনার, এখনও উদ্ধারকার্য চলছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ মধ্যপ্রদেশের ইন্দোরের বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে (Beleshwar Mahadev Jhulelal temple) কুয়োর উপরের ছাদ ভেঙে ঘটেছিল এই দুর্ঘটনা।

ইন্দোর ডিভিশনের কমিশনার পবন শর্মা জানিয়েছেন, ৩৫ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এই ১৮ জনের মধ্যে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন ও ২ জন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে এখনও অবধি একজন নিখোঁজ। মোট ১৪০ জন উদ্ধারকার্যে নেমেছেন, তার মধ্যে ৭৫ জন রয়েছেন সেনা জওয়ান। ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পর সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধারকাজে নামে।

এই ঘটনার পরই শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ট্যুইটে লিখেছেন, 'নিহতদের পরিবারকে সমবেদনা জানাই ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে লিখেছেন, 'ইন্দোরের এই ঘটনায় আমি খুবই দুঃখিত। আমি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের সঙ্গে কথা বলেছি।'

ইন্দোরের মন্দিরের দুর্ঘটনাকাণ্ডে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এছাড়াও নিহতের পরিবারদের ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান।


one year ago
Indore: মন্দিরে পুজো দিতে গিয়ে ৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গেলেন ৩০ পুণ্যার্থী, মৃত ৪

৫০ ফুট নীচে কুয়োর মধ্যে পড়ে যায় প্রায় ৩০ জন পুণ্যার্থী। ঘটনার জেরে মৃত্যু হয় ৪ জন পুণ্যার্থীর। বালেশ্বর (Baleshwar Temple) মন্দিরে পুজো দিতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে। মূলত মন্দির চত্বরে থাকা একটি কুয়োর ছাদ ভেঙেই ঘটে এই বিপত্তি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিস উপস্থিত হয়েছে। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই ঘটে এই ঘটনা। রামনবমী উপলক্ষে বালেশ্বর মহাদেব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অসংখ্য মানুষ। ফলে একসঙ্গে প্রচুর পুণ্যার্থী কুয়োর দুর্বল ছাদের উপর উঠে পড়েছিলেন। ভার সহ্য করতে না পেরে ৩০ জন পুণ্যার্থীকে নিয়ে হুড়মুড়িয়ে ৫০ ফুট নীচে আছড়ে পড়ে ওই ছাদটি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরের যজ্ঞ দেখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। মন্দিরের ভিতরে একটি কুয়ো রয়েছে। সেই কুয়োর মুখে কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কিন্তু তা অত্যন্ত পুরনো এবং দুর্বল হয়ে পড়ায় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, কংক্রিটের চাঙড়ের নীচে বেশ কিছু লোক চাপা পড়েছেন।

পুলিস সূত্রে খবর, ইতিমধ্যেই ২ শিশু-সহ মোট ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালেও পাঠানো হয়েছে। তবে বাকিদের উদ্ধারের জন্য ডাকা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তবে এই ঘটনায় দুঃখপ্রকাশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, উদ্ধারের শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েক জনকে উদ্ধারও করা হয়েছে। বাকিদেরও দ্রুত নিরাপদে বার করে আনা হবে।

one year ago


Test: ইন্দোরের ঘূর্ণি উইকেটে ভারতই ঘুরপাকে, দ্বিতীয় দিনে ভরসা কি জাদেজার স্পিন?

আগের দুই টেষ্টের মতোই তৃতীয় টেস্টেও ইন্দোরে ঘূর্ণি পিচ করেছিল ভারত।  আগের দুই টেস্টে ভারতের কাছে দুরমুশ হয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দিল্লির টেষ্টের পরেই কামিন্স দেশে ফিরে যান মায়ের অসুস্থতার জন্য। অনেকেই বলেছেন, অসুস্থ হওয়াটা নাকি বাহানামাত্র, আসলে ভারতে এসে সবকটি টেস্ট হেরে হোয়াইটওয়াশ হওয়ার দায়ভার নিতে চায়নি কামিন্স। অবশ্য তা একদিকে অস্ট্রেলিয়ার পক্ষে ভালোই হয়েছে, নেতৃত্বে ফিরেছেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ।

স্মিথকে কোনও একটি দোষের জন্য শাস্তিস্বরূপ নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। এটা বাস্তব স্মিথ কিন্তু যেমন ভালো ব্যাটার তেমনই ভালো অধিনায়ক। কামিন্স ফিরে আসাতে ভালোই হল স্মিথের পক্ষে। ভারতের উইকেট সম্বন্ধে ভালো ধারণা রয়েছে তাঁর। আইপিএলে অধিনায়কও হয়েছেন। ভারতের পিচ বা উইকেট নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে যে, এ কোন ধরণের উইকেট যেখানে ব্যাট ধরতেই পারছেন না।

দুই দলের খেলোয়াড়রা। আইসিসি-তে অভিযোগ দেওয়ার কোথাও হয়েছে।  ভারতের বক্তব্য এবিষয়ে পরিষ্কার যে, অস্ট্রেলিয়ায় গেলে গ্রিন টপ উইকেট দেওয়া হয় যেখানে গোলার মতো ফাস্ট বোলাররা বল করে, সেখানে ভারতে উইকেট স্পিনারের উপযুক্ত হবে এটাই তো স্বাভাবিক। যদিও ভারতে বিশ্বসেরা ফাস্ট বোলার রয়েছে। কিন্তু ওই বল খেলে অভ্যস্ত অজিরা, কাজেই তাদের বিপাকে ফেলার উপায় স্পিনিং ট্র্যাক।

বুধবার ইন্দোরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দল মাত্র ১০৯ রানে সবাই আউট হয়ে যায়। বেশি রান করেন বিরাট কোহলি মাত্র ২২। অস্ট্রেলিয়া এবার ভারতে ৪ জন স্পিনার নিয়ে এসেছিল। ম্যাথু কুনেমান ৫ উইকেট, নাথান লায়ন পান ৩ উইকেট এবং টড মার্কি একটি। এরপর ব্যাট করতে নেমে কিন্তু এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ভারতের রানকে টপকে যায়।

কিন্তু তারপরেই ভয়ঙ্কর হয়ে ওঠেন জাদেজা। তিনি পরপর ৩ উইকেট এবং সর্বোপরি ৪ উইকেট দখল করেন। আপাতত অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৫৪। সেরা ব্যাটাররা সবাই আউট। কিন্তু কোনওভাবে যদি প্রথম ইনিংসে ১০০ বা তার বেশি রানের লিড নিতে পারে অজিরা তবে ভারত চাপে পড়বে। কাল এই টেস্টের দ্বিতীয় দিন।


one year ago
Airport: বিদ্যুতের কাজ চলাকালীন ইনদৌর এয়ারপোর্ট চত্বরে শিশুর কঙ্কাল উদ্ধার!

বিমানবন্দর (Airport) চত্বর থেকে উদ্ধার শিশুর কঙ্কাল (Child Skeleton)। সোমবার রাতে ইনদৌরের দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনায় চাঞ্চল্য। কী করে সেখানে ওই কঙ্কাল এল? তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে আসে এয়ারোড্রোম থানার পুলিস।

পুলিস সূত্রে খবর, বিমানবন্দরের পিছনের এলাকায় রাতে বিদ্যুতের কাজ চলছিল। সেসময় এক কর্মী সেই স্থানে একটি কঙ্কাল দেখতে পান। সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এক আধিকারিক থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিস।

জিজ্ঞাসাবাদ করায় পুলিস জানতে পারে, বৃষ্টির জল বের করে দেওয়ার জন্য যে গর্ত তৈরি করা হয়েছিল, তার পাশে কঙ্কালটি পড়ে থাকতে দেখা যায়। সাধারণভাবে দেখে মনে হচ্ছে কঙ্কালটি একটি শিশুর। শিশুটির বয়স এক বছরের কাছাকাছি হতে পারে। এরপর কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না। উল্লেখ্য, জানা গিয়েছে, যে এলাকায় কাজ হচ্ছিল সেখানে পূর্বে ঝোপঝাড় ছিল। ফলে সেখানে কীভাবে শিশুর কঙ্কালটি এল তা তদন্ত করে দেখছে পুলিস।

one year ago


Beaten: সপত্নী চিকিৎসককে রাস্তায় ফেলে বেদম মার! সাহায্য দূরে থাক, দাঁড়িয়ে দেখল ইন্দোর

মানুষ কতটা অমানবিক তার জলজ্যান্ত উদাহরণ এই ঘটনা। রাস্তায় রয়েছে লোকজনের আনাগোনা। সকলেই দেখছেন একজন ব্যক্তি এক বৃদ্ধ ডাক্তার ও তাঁর শিক্ষিকা স্ত্রীকে রাস্তায় ফেলে মারধর করছেন। কিন্তু কেউ একবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেননি। তাঁদের বাঁচাতেও একজন মানুষও এগিয়ে আসেননি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। অভিযোগ ওঠে এক জমি-বাড়ির দালালের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার সিসিটিভি (CCTV Footage) ফুটেজ ভাইরাল (Viral) হয়েছে সমাজমাধ্যমে।

পুলিস সূত্রে খবর, ওই ডাক্তার এবং তাঁর স্ত্রী গাড়ি করে যাচ্ছিলেন। সেসময় ধর্মেন্দ্র কুশওয়া নামে এক জমি ও বাড়ির দালালের গাড়িতে হালকা ঘেঁষা লাগে। কিন্তু তাতে কোনওরকম ক্ষতি হয়নি। গাড়িতে লাগার কারণে রেগে যান ধর্মেন্দ্র। গাড়ি দাঁড় করিয়ে চিকিৎসককে গাড়ি থেকে নামতে বলেন। এরপর কথা কাটাকাটি হতেই  চিকিৎসককে লাথি মারেন। রাস্তায় পড়ে যান বৃদ্ধ ডাক্তার। তখন স্ত্রী গাড়ি থেকে বেরিয়ে আসেন স্বামীকে বাঁচাতে। ধর্মেন্দ্র তাঁর গায়েও হাত তোলেন বলে অভিযোগ।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায়। পুলিস তদন্ত শুরু করেছে ঘটনার। ইন্দোর পুলিস জানিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক ওই অভিযুক্ত দালাল। অভিযোগকারী দম্পতির আরও অভিযোগ, তাঁদের যখন ও ভাবে মারধর করা হচ্ছে, তখন রাস্তায় লোকজনের আনাগোনা ছিল। কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি।

one year ago