Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Incident

SSKM: রাতের অগ্নিকাণ্ডের পর স্বাভাবিক ছন্দে এসএসকেএম, কারণ খুঁজতে ৫ সদস্যের তদন্ত কমিটি

বৃহস্পতিবার রাতে আচমকাই ভয়াবহ আগুন লাগে এসএসকেএমে (SSKM)। জানা যায়, বুধবার রাতে সিটি স্ক্যান বিভাগের একাংশে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েই আতঙ্ক (panic) ছড়ায় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে। এমনকি জরুরি বিভাগের (emergency department) কাছেও আগুন লেগে যায়। ঘটনার পরই উত্তেজনা ছড়িয়েছিল হাসপাতালে (hospital)। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর দায় কার, রোগী সুরক্ষা কোথায়? এই একাধিক প্রশ্ন এখন উঠতে শুরু করেছে।

হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই সুপার পীযুষ কুমার রায়-এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনিক আধিকারিক এবং রেডিওলজি বিভাগের চিকিৎসক মিলিয়ে মোট ৫ সদস্যের কমিটি। কেন হল এমন পরিস্থিতি তা মূলত খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বলে মনে হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের। পাশাপাশি বৃহস্পতিবারই ৬ সদস্যের একটি ফরেন্সিক টিম হাসপাতালে এসে হাজির হয়। ঘটনাস্থলে কলকাতা গোয়েন্দা বিভাগের ২ জনের একটি টিমও উপস্থিত রয়েছে। একইসঙ্গে এমার্জেন্সি বিভাগের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হয়।

প্রসঙ্গত, বুধবার রাতে আগুনকাণ্ডের জেরে খানিকটা হলেও ব্যাহত হয়েছিল পরিষেবা। রাতভর চেষ্টার পর আগুন এখন নিয়ন্ত্রণে। অন্যদিকে, যে অংশে ইউএসজি রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার জন্য রোগী পরিবারের লোকজন দাঁড়ায় তাঁদেরকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোজকার মতো শুক্রবারও নমুনা সংগ্রহ করা হচ্ছে রোগীদের কাছ থেকে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে এসএসকেএম। 

2 years ago
Ranaghat: প্রেম প্রস্তাবে 'না', হাঁসখালিতে ফাঁকা ঘরে ঢুকে তরুণীকে খুনে অভিযুক্ত তরুণ

হাঁসখালিতে (Haskhali Incident) এবার প্রেমের প্রস্তাব (Love Affair) ফেরানোয় এক তরুণীকে খুনের অভিযোগ। মৃতার পরিবারের কাঠগড়ায় স্থানীয় এক তরুণ দীপজিৎ সরকার। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস (Ranaghat Police) ঘটনার তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, বাবা-মা বাইরে আছে, এই খবর পেয়ে একা তরুণীকে ঘরে পেয়ে এই কাণ্ড ঘটিয়েছে দীপজিৎ।। এমনটাই অভিযোগ মৃত তরুণীর পরিবারের।

মৃতার মা-কে নাকি ঘটনার আগে ফোন করে অভিযুক্ত জানতে চায় তাঁরা কোথায়? বাড়িতে নেই, মেয়ে একা বাড়িতে; এই খবর নিশ্চিত হতেই ওই তরুণীকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে মৃতার এক আত্মীয় জানান, রবিবার বিকেলে মেয়ের মাকে ফোন করে বিপ্রজিৎ। যখন জানে তাঁরা বাজারে আছে, তখনই বাড়ি ঢুকে যায়। পৌনে পাঁচটা-সাড়ে ৫টার মধ্যে এই ঘটনা ঘটিয়েছে। তরুণীর পরিবারের একজন ছেলেটিকে বাড়িতে ঢুকতে দেখে। সে সময় সেভাবে পাত্তা দেয়নি। ১৫-২০ মিনিট পর বেড়িয়ে মেয়েটির দুই তুতো দাদাকে ডেকে বলে মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে।

2 years ago
Nadia: আগুন লাগিয়ে একবাড়ি মানুষকে খুনের চেষ্টার অভিযোগ, শান্তিপুরে আতঙ্ক

মাঝরাতে ঘুমন্ত অবস্থাতেই গোটা পরিবারকে পুড়িয়ে খুনের (murder) চেষ্টার অভিযোগ। হাড় হিম করা এই ঘটনা নদিয়ার (Nadia) শান্তিপুরের ফুলিয়া বেলঘরিয়া এলাকার। স্থানীয় সূত্রে খবর, ঘড়ির কাটায় তখন ২টো, এমন সময় হঠাত্ই চিত্কার চেঁচামেচি। স্থানীরা গিয়ে দেখতে পান, ওই এলাকারই এক বাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন। তড়িঘড়ি জল ও বালি দেওয়ায় কিছুটা রেহাই পায় গোটা পরিবার। ঘরের একাধিক জিনিস জ্বলে গিয়েছে। কোনওরকম প্রাণে বেঁচেছে গোটা পরিবার। 

পরিবারের সদস্যরা জানান, রবিবার খাওয়া দাওয়া করে সকলেই ঘুমিয়ে পড়েছিলেন। অভিযোগ, সেই সময় কে বা কারা এসে তাঁদের বাড়িরর চারপাশে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এরপর আগুন লেগেছে বুঝতে পেরেই বাকি সদস্যদের ডাকেন ওই বাড়ির এক বৃদ্ধা সদস্য। তড়িঘড়ি বাকিরা ঘুম থেকে উঠে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যদিও কে এই কাজ করেছে তা জানা যায়নি।

পরিবারের সদস্যরা আরও জানান, তাঁদের সঙ্গে এলাকার কারও কোনও অশান্তি ঝামেলা নেই। তবুও কেন এই শত্রুতা জানেন না। ঘটনার পর এখনও পুলিসে খবর দেওয়া হয়নি বলে পরিবার জানিয়েছে। তবে কে বা কারা এই ভয়াবহ কাণ্ড ঘটালো? প্রশ্ন থাকেই যাচ্ছে। 

2 years ago


Malbazar: মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে হোমগার্ডের 'অস্থায়ী চাকরি' ফেরালেন বিসর্জন-কাণ্ডে মৃতার ভাই

মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরি ফিরিয়ে দিলেন মালবাজারের (Malbazar) হড়পা বানে নিহতের ভাই। ইতিমধ্যেই সেই মর্মে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) চিঠি পাঠিয়েছেন সুদীপ পোদ্দার নামে ওই যুবক। গত ৫ই অক্টোবর ঠাকুর বিসর্জনের দিন মালনদীতে হড়পা বান বিপর্যয়ে দুই শিশু সহ ৮ জনের মৃত্যু (death) হয়। তার মধ্যে একজন ছিলেন সুস্মিতা পোদ্দার। সুদীপ তাঁরই ভাই।  অক্টোবরে উত্তরবঙ্গ সফর চলাকালীন মালবাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৃতদের বাড়িতে গিয়ে দেখা করেন তিনি। সমবেদনা জানানোর পাশাপাশি কী প্রয়োজন সেই কথাও জানতে চান। এরপরের দিন অর্থাত্ ১৮ই অক্টোবর প্রশাসনিক বৈঠক করে মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

সেই মোতাবেক ইতিমধ্যেই কয়েকজন সেই কাজে নিযুক্তও হয়েছেন। একইসঙ্গে মৃত সুস্মিতা পোদ্দারের ভাই, সুদীপ পোদ্দারকে পুলিসের হোমগার্ডে চাকুরির জন্য মনোনীত করা হয়। কিন্তু তাঁর হাতে পুলিস সুপার, হোমগার্ডের তরফে ইস্যু করা যে এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হয় তাতে উল্লেখ রয়েছে "ভলেন্টিয়ার ইন নেচার" এবং তা সম্পূর্নরুপে অস্থায়ী বলে দাবি সুদীপের। পাশাপাশি সুদীপের দাবি, ওই কাগজে উল্লেখ রয়েছে "এজ এন্ড হোয়েন নিডেড"। অর্থাৎ প্রয়োজন পড়লে তবেই কাজে ডাক পাবেন। এরপরই চাকরি না নেওয়ার সিদ্ধান্ত নেন সুদীপ।

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে সুদীপ জানিয়ে দিয়েছেন অস্থায়ী হোমগার্ডের চাকরি নিতে অরাজি তিনি। পাশাপাশি, তিনি চিঠিতে এও আবেদনে জানিয়েছেন, তাঁর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মালবাজার শহরে কোনও সরকারি দফতরে স্থায়ী চাকরির সুযোগ দেওয়া হলে তিনি করতে রাজি রয়েছেন। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠির প্রতিলিপি, জলপাইগুড়ি জেলাশাসক, জেলা পুলিস সুপার, পুলিস সুপার (হোমগার্ড), মালবাজারের মহকুমাশাসক, মালবাজার মহকুমা পুলিস আধিকারিকেও পাঠিয়েছেন। তাঁর এমন সিদ্ধান্তে চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে সুদীপের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব। বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদের বক্তব্য, মৃত্যুর কোনও ভর্তুকি হয়না। তারপরও যদি মৃতদের পরিবারের পাশে দাড়াতে চান মুখ্যমন্ত্রী, তাহলে যোগ্যতা অনুযায়ী স্থায়ী সরকারি চাকরি দেওয়া হোক। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। যুব তৃণমূলের জেলা সম্পাদক সৈকত চ্যাটার্জীর দাবি, কেউ ভুল বুঝিয়ে থাকতে পারে ওই পরিবারকে। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে কথা বললেই সমস্যা মিটে যাবে বলে জানিয়েছেন তিনি।

2 years ago
Mathura: দমকলের এনওসি ছাড়াই চলছে হোটেল! আগুন লেগে মৃত দুই কর্মী, নিরাপদে উদ্ধার ৭০

বৃহস্পতিবার ভোররাতে উত্তর প্রদেশের (Uttar Pradesh) মথুরা (Mathura) জেলার বৃন্দাবনে একটি হোটেলে আগুন (fire) লাগে। আর তাতে দু'জন নিহত (Death) হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত এবং আগ্রার হাসপাতালে চিকিৎসাধীন।

হোটেলের উপরের তলায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই কর্মচারী আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেলের দ্বিতীয় তলা থেকে প্রায় ৭০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মথুরার চিফ ফায়ার অফিসার প্রমোদ শর্মা বলেন, "অগ্নিকাণ্ডে দু'জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়।"

ডাঃ ভূদেব সিং, সিএমওর মতে, শ্বাসকষ্ট এবং শরীর পুড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতদের নাম উমেশ (৩০) এবং বিরি সিং (৪০)। দুজনেই হোটেল বৃন্দাবন গার্ডেনের কর্মচারী। হোটেলে অগ্নি নির্বাপক কোনও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। হোটেলটির ফায়ার ডিপার্টমেন্টের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নেই। ফায়ার ডিপার্টমেন্ট, সূত্র অনুসারে, এই বিষয়ে হোটেলকে একটি নোটিশ দিয়েছে।

2 years ago


Modi: মোরবি দুর্ঘটনাস্থল পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা

মোরবি সেতু-কাণ্ডে (Morbi Incident) দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। মঙ্গলবার দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারী দল এনডিআরএফ এবং সেনাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। পরে হাসপাতালে গিয়ে সেতু দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন। ঘটনার পর দু'দিন কাটলেও এখনও অনেকে নিখোঁজ। তাই মৃতের সংখ্যা ১৩৫ ছুঁলেও সেটা বাড়তে পারে। এমনটাই আশঙ্কা করছে জেলা প্রশাসন। এদিকে, শুধু দুর্ঘটনাস্থল পরিদর্শন নয়, গান্ধীনগর রাজভবনে পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার বৈঠক করেন মোদী।


এই বৈঠকে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি-সহ মুখ্য সচিব এবং গুজরাত পুলিসের ডিজি। এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বুধবার রাজ্যজুড়ে শোক দিবস পালন করবে গুজরাত সরকার।

এদিকে, এই ঘটনায় শোকবার্তা পাঠিয়েছে আন্তর্জাতিক মহল। বিবৃতি দিয়েছেন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনা বিদেশ মন্ত্রক। ভারত সরকারের বেদনার সঙ্গে সহমর্মী নেপাল, শ্রীলঙ্কা, ইজরায়েলের মতো দেশগুলোও।

2 years ago
Bridge: মোরবি ব্রিজ-কাণ্ডে মর্মাহত আন্তর্জাতিক মহল, ইউএস, রাশিয়া, চিনের শোক প্রকাশ

ঝুলন্ত সেতু (Morbi Bridge Mishap) ভেঙে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে গুজরাতে (Gujarat)। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এখনও বহু মানুষ নিখোঁজ, এই শোকের আবহে সেতু বিপর্যয়ের দুঃখপ্রকাশ আন্তর্জাতিক মহলের (International Diaspora)। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন আমেরিকা (USA), রাশিয়া, ইজরায়েলের রাষ্ট্র প্রধানরা।

রবিবার সন্ধ্যায় মাছু নদীর সেতু বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে সময় সেতুটি ভেঙে পড়ে, সে সময় সেখানে শতাধিক মানুষের ভিড় ছিল। পুলিসকে প্রথম থেকেই এই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। সংস্কারের পর ২৬ অক্টোবর এই ঝুলন্ত সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় সেতু সংস্কারকারী সংস্থার কর্মী-সহ ৯ জন গ্রেফতার হয়েছে।

পাশাপাশি সেতু বিরর্যয়ের ঘটনায় রীতিমতো বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বাইডেন লেখেন, 'ভারতের পাশে রয়েছি আমরা। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আমেরিকা ও ভারতের মধ্যে নিবিড় বন্ধন রয়েছে। এই কঠিন সময়ে আমরা ভারতীয়দের সঙ্গে রয়েছি।' আমেরিকার মতোই সেতু দুর্ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে স্বাভাবিক মিত্র রাশিয়াও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিখেছেন, 'গুজরাতে সেতু বিপর্যয়ের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।' দুঃখপ্রকাশ করে বার্তা দিয়েছেন ই‌জ়রায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। এই ঘটনায় গভীর ভাবে মর্মাহত বলে মন্তব্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের।

শোকপ্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, সৌদি আরবের বিদেশ মন্ত্রক ও চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রও।

2 years ago
Delhi: জুতো তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! মৃত ২, দগ্ধ বহু, নেভানোর কাজ চলছে জোরকদমে

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire) রাজধানী দিল্লিতে (Delhi)। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিল্লির নারেলা এলাকার এক কারখানায় (factory)। হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সূত্রের খবর, আগুন লাগার ঘটনায় এখনও অবধি দু'জনের মৃত্যুর (Death) খবর পাওয়া গিয়েছে। খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। এই ঘটনায় আহত বহু। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো কাজ চলছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।

একটি জুতো তৈরির কারখানায়, কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, এখনও বহু লোক আটকে, জোরকদমে চলছে উদ্ধারকাজ। পুলিশ জানিয়েছে, তিনজনকে উদ্ধার করা হয়েছে, যাদের উদ্ধার করা হয়েছে তাঁদের অবস্থা গুরুতর বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। কী  থেকে আগুন লাগল তা তদন্ত করে দেখবে পুলিস।

2 years ago


Bantala: কালীপুজোর দুপুরে বানতলার চর্ম নগরীতে বিধ্বংসী আগুন, প্রচুর সম্পত্তিহানি আশঙ্কা

বানতলা চর্মনগরীতে (Leather Complex) আগুন। কালীপুজোর দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন (Fire Brigade)। চর্মনগরীর এক তলার একটি গুদামে আগুন, সূত্রের খবর, ভিতরে ১০ জন আটকে পড়েছিলেন। তবে তাঁদের উদ্ধার করা হয়েছে। চর্মনগরীতে অগ্নিকাণ্ডের (Fire Incident) ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিন্তু প্রাণহানি নেই বলে নিশ্চিত করেছে দমকল।

জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে সেটি একটি চামড়ার ব্যাগ তৈরির কারখানা। তার নীচের তলায় রাসায়নিক পদার্থ থাকে। সেই দাহ্য বস্তু থেকেই কোনওভাবে আগুন ছড়িয়েছে। আগুন লাগায় চার দিক ধোঁয়ায় ঢেকে যায়, খবর পেয়ে ঘটনাস্থলে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।

এক তলার গুদামে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতেও। পরপর ৪টি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। গুদামের ভিতর দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে। দমকলমন্ত্রী জানিয়েছেন, ঝিরঝিরে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে। যেহেতু একটি চামড়ার কারখানা, তাই সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল।

2 years ago
Incident: 'হোম গার্ডের চাকরির জন্য মুখ্যমন্ত্রীকে আবদার', সংবর্ধনা পেয়ে আপ্লুত মহম্মদ মানিক

উত্তরবঙ্গে মাল নদী (Mal Incident) দুর্ঘটনায় সাহসিকতার পরিচয় দেওয়া মানিক-সহ ৭ জনকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। এই সাত জনই প্রাণের তোয়াক্কা না করে দশমীর (dashami Mishap) সন্ধ্যায় হড়পা বানের (Flash Floods) মধ্যেই নদীতে ঝাঁপ দিয়ে একাধিক প্রাণ বাঁচিয়েছেন। তাঁদের হাতে সাহসিকতার শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে।


এদিন মুখ্যমন্ত্রী সাহসী এই ৭ জনকে চাকরির প্রস্তাবও দেন। এই প্রসঙ্গে মাল দুর্ঘটনার পর সবচেয়ে বেশি প্রশংসিত হওয়া মহম্মদ মানিক জানান, আমি খুব আপ্লুত। মুখ্যমন্ত্রী আমার নাম ধরে ডাকবেন ভাবতেই পারিনি। উনাকে কাছ থেকে দেখতে পাবো ভাবতেই পারিনি। আগামি দিনেই সামাজিক কর্মে এগিয়ে যাবো। উনি চাকরির ব্যাপারে বলেছেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেছি যদি হোমগার্ডের চাকরি আমাকে দেওয়া যায়।

এ প্রসঙ্গে উল্লেখ্য, এদিন সরকারির চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে মাল-কাণ্ডে নিহতদের পরিবারের একজন করে সদস্যদের হাতে। মঞ্চে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রীর এই বিষয়টা তদারকি করেন।

2 years ago


Entally: ফের গুলি চালানোর ঘটনা শহর কলকাতায়, গুরুতর জখম মূক ও বধির প্রৌঢ়

ফের গুলি রাতের কলকাতাতে (Kolkata), গুলিবিদ্ধ এক প্রতিবন্ধী প্রৌঢ়। ঘটনাটি এন্টালি (Entally) থানার পটারি রোডের। জানা যায়, মঙ্গলবার রাত পৌনে এগারোটা নাগাদ পটারি রোডের ভাইয়ের বাড়ি থেকে রাতের খাবার খেয়ে দাদার দোকানে ঘুমাতে যাচ্ছিলেন মূক ও বধির বছর ৬৩ এর রতন কুমার সাধুখাঁ। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গলির মধ্যেই হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের পেটে গুলি লেগেছে। গুলি লাগার পর ওই বৃদ্ধ দৌড়ে নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। তাঁর আত্মীয়রা এন্টালি থানার পুলিসকে খবর দিলে এন্টালি থানার পুলিস এবং তাঁর আত্মীয়-প্রতিবেশীরা তাঁকে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

আত্মীয়দের প্রাথমিক অনুমান, সম্ভবত অন্য কাউকে গুলি করতে গিয়েই প্রতিবন্ধী এই বৃদ্ধকে গুলি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীপক দাস নামে এক তৃণমূল কর্মী যখন বাইক নিয়ে যাচ্ছিলেন তখন স্থানীয় বাসিন্দা তাপস নস্কর তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সেগুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ঐ বৃদ্ধের পেটে গিয়ে লাগে। দীপক দাস এবং তাপস নস্কর দুজনেই তৃণমূল কংগ্রেস কর্মী এবং ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

ঘটনার পর থেকেই এন্টালি থানার বিরাট পুলিস বাহিনী এলাকায় রয়েছে। আসেন ডিসি (ESD) প্রিয়ব্রত রায়। 

ইতিমধ্যেই পুলিস তদন্ত শুরু করেছে। কী কারণে এই গুলি চলার ঘটনা খতিয়ে দেখচ্ছে পুলিস। এদিকে হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রতন বাবু।

2 years ago
Bhopal: পথচারীদের কানের কাছে ভেঁপু বাজিয়ে মজা! দু'জনকে পাকড়াও করে 'শিক্ষা' দিল পুলিস

উৎসব (Festival) আবহে পথে বেরোলেই ভুভুজেলা বা ভেঁপুর (Toy Trumpet) শব্দে প্রাণ ওষ্ঠাগত। এমন অভিযোগ অনেক করেন। দুর্গাপুজো বা কালীপুজোয় ঠাকুর দেখতে বেড়িয়ে এই অভিজ্ঞতার শিকার হামেশাই হয়। কিন্তু ভোপালে  (Bhopal Incident) যা ঘটল, তা কল্পনাতীত। পথচলতি মানুষের কানের সামনে ইচ্ছাকৃত ভাবে ভেঁপু বাজিয়ে ঝালাপালা করছিলেন কয়েকজন যুবক। তাঁদের এই অভব্যতায় সহ নাগরিকরা বিরক্ত হলেও, বেশ মজাই লুটছিলেন ওরা। কেউ কেউ এগিয়ে এসে প্রতিবাদ করলেও তাঁদের ডোন্ট কেয়ার।

বিভিন্নভাবে ওই দুই যুবকের কীর্তি পুলিসের কানে যায়। তাঁদের ধরতে ফাঁদ পাতে পুলিস। সেই ফাঁদে পা দিতেই অভিযুক্তদের মধ্যে দু’জনকে বমাল ধরে পুলিস। কানের কাছে ভেঁপু বাজালে কতটা অস্বস্তি! সেই দু'জনকে টের পাওয়ালো এবার ভোপাল পুলিস।

দু’জনকে একে অপরের কানের কাছে যতটা জোরে সম্ভব ভেঁপু বাজাতে বলে পুলিস। তার পর এই ধরনের কাজ আর না করার প্রতিশ্রুতি দেয় ওরা দু'জন। এমনকি শিক্ষা দিতে ওই দু'জনকে রাস্তার মধ্যে উঠবস করায় পুলিস। এই ঘটনায় সংবাদ সংস্থা এএনআইকে এক পুলিসকর্তা বলেছে, 'এই ধরনের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যাঁরা করবেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

2 years ago
Sodepur: পুলিসের জিপে আটক দুই টোটো চালককে ছিনিয়ে নেওয়ায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

অভিযুক্তদের আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিসের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ কাউন্সিলরের (TMC Councillor) বিরুদ্ধে। পানিহাটি পুরসভার (Panihati Incident) ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পুলিস নিরাপত্তা তুলে নিয়ে, গ্রেফতারি পরোয়ানা জারি খড়দহ থানার। জানা গিয়েছে, দুর্গাপুজোর কেনাকাটার ভিড় ছিল সোদপুর স্টেশন রোড মার্কেটে। মানুষের ভিড় সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিস ও খড়দহ থানার। সেই সময় সোদপুর ব্রিজে ওঠার মুখে টোটো চালকরা (Toto-Police scuffle) ট্রাফিক নিয়ম মানছিলেন না। এই নিয়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার টোটো চালকদের সঠিক ট্রাফিক রীতি মানতে বলেন।

সেই নির্দেশ ঘিরে শুরু হয় বচসা, টোটো চালকদের সঙ্গে সিভিক পুলিসের গণ্ডগোল বাঁধে। এমনকি কর্তব্যরত সিভিক পুলিসকে মারধরের অভিযোগ ওঠে টোটো চালকদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিস। অভিযুক্ত দুই টোটো চালককে আটক করে খড়দহ থানায় নিয়ে যাওয়ার সময় সোদপুর ট্রাফিক মোড়ে পুলিসের জিপ থেকে অভিযুক্তদের নামিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোবিন্দ দাসের বিরুদ্ধে। পরবর্তী সময়ে খড়দহ থানার পুলিশ গিয়ে ওই দুই অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করে। এদিকে, অভিযুক্তদের পুলিসের গাড়ি থেকে নামানোর ঘটনায় কাউন্সিলর গোবিন্দ দাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর কমিশনারেট।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। পাশাপাশি এ ঘটনায় নিন্দা জানান পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তিনি বলেন, 'পুলিস-প্রশাসন তাঁদের কাজ করবে। অন্যায় ভাবে পুলিশের কাজে বাধা দিলে কাউকে রেয়াত করা হবে না। পাশাপাশি শাসকদলের কাউন্সিলরের এই ঘটনার সমালোচনায় সরব বিজেপিও। 

2 years ago


Jharkhand: বন্ধুত্বের প্রস্তাবে 'না', ঘরে পেট্রোল ঢেলে ঘুমন্ত তরুণীকে পুড়িয়ে মারল যুবক

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে খুন (Murder)। এমন খবর হামেশাই কম-বেশি শোনা যায়। কিন্তু বন্ধুত্বের প্রস্তাব (friendship proposal) প্রত্যাখ্যান করায় একেবারে পুড়িয়ে মারার ঘটনা কার্যত বিরল। এমনটাই ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা গ্রামে। ইতিমধ্যে গ্রেফতার (Arrested) করা হয়েছে অভিযুক্ত যুবককে। স্থানীয়রা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জানা গিয়েছে, ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে। তার ঠিক দিন দশেক আগে অচেনা একটি নম্বর থেকে মৃতার কাছে ফোন আসে। এবং তাঁকে বন্ধুত্ব করার জন্য জোর করতে থাকেন অভিযুক্ত যুবক। তিনি বন্ধুত্ব করতে রাজি না হলে খুনের হুমকিও দেওয়া হয়। ঘটনার আগের দিন অর্থাৎ গত সোমবার আবার ফোন আসে। ভয় পেয়ে বাবাকে সব কথা খুলে বলেন তরুণী। বাবা তাঁকে আশ্বস্ত করে বলেন এ বিষয়ে সকাল হলেই কোনও ব্যবস্থা নেবেন। এরপর সকলে ঘুমিয়ে পড়েন।

ওই তরুণী মৃত্যুশয্যায় বলেন, মঙ্গলবার ভোরে শরীরে হঠাৎ জ্বালা শুরু হলে ঘুম ভেঙে যায়। তখন তিনি দেখতে পান ওই যুবক বাড়ির জানলা দিয়ে তাঁর ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আর তিনি চিৎকার শুরু করতেই অভিযুক্ত পালায়। ততক্ষণে তাঁর সারা গায়ে আগুন ধরে যায়। তাঁর বাবা-মা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে তারাই হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, ওই তরুণীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে দুমকার মেডিক্যাল কলেজে প্রথমে ভর্তি করানো হয়। পরে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। রবিবার রাতে মৃত্যু হয় তরুণীর। এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করছে পুলিস। ইতিমধ্যে অভিযুক্তের নামে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে।

2 years ago
Punjab: পার্টিতে মাদক সেবন, মৃত্যু যুবকের, দেহ লুকোতে গিয়ে পুলিসের জালে এক বন্ধু

একটাই তো জীবন! সেই কারণে একজীবনে সব উপভোগ করার পিছনে ছুটছেন সকলে। আর জীবন উপভোগ করতে যাওয়াটাই কাল হল যুবকের। জন্মদিনের (Birthday Celebration) দিনই মৃত্যুর (Death)কোলে ঢলে পড়ল। জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল পার্টির (Birthday Party)। আর বন্ধুদের নিয়ে অতিরিক্ত মাত্রায় মাদক (drug) সেবন করায় মৃত্যু হল ওই যুবকের। ভয়ে বন্ধু দেহ লোপাট করতে গিয়ে পুলিসের জালে ধরা পড়লেন। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) গুরদাসপুরে।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে মৃত্যু হয় ওই যুবকের। জন্মদিনের পার্টি করতে বন্ধুদের সঙ্গে বাইরে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ মৃত্যু হয় তাঁর।  সেসময় সঙ্গে ছিলেন এক বন্ধু। সে কী করবে ভেবে না পেয়ে দেহ লুকোতে গিয়ে পুলিসের নজরে পড়েন। সঙ্গে সঙ্গে মৃত যুবকের ওই বন্ধুকে গ্রেফতার করা হয়।

এরপর ওই যুবকের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁড়া পার্টিতে মাদক সেবন করেছিলেন। যুবকের কয়েক জন বন্ধু ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

2 years ago