Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ISRO

ISRO: ফের সাফল্য ইসরোর! সফলভাবে উৎক্ষেপণ করা হল পরবর্তী প্রজন্মের কৃত্রিম উপগ্রহ NVS-01

ফের ইসরোর (ISRO) মুকুটে নয়া পালক। আরও একবার সফলভাবে কৃত্রিম উপগ্রহ (Satellite) উৎক্ষেপণ করে মহাকাশ গবেষণায় এক সাফল্যের নজির গড়ল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। সোমবার সকালে শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল পরবর্তী প্রজন্মের NVS-01 অত্যাধুনিক স্যাটেলাইট। GSLV-F12 রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে। এটি ভারতের সবচেয়ে বড় রকেট। এই সাফল্যে স্বভাতবই খুশি ইসরোর বিজ্ঞানীরা।

সূত্রের খবর, উৎক্ষেপণের ২০ মিনিট পর রকেটটি সফলভাবে ২২৩২ কেজির কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করে। স্যাটেলাইট রিয়েল টাইম পজিশনিং ও সময় সংক্রান্ত তথ্য সরবরাহ করবে এই স্যাটেলাইটটি। এছাড়াও বিমান চলাচলের ক্ষেত্রে এই কৃত্রিম উপগ্রহ একাধিক কাজে সাহায্য করবে। গতিপথ নিয়ন্ত্রণ, দিকনির্দেশ, মিসাইলের গতিপথ, সময় নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজ সহজ হবে এই স্যাটেলাইটের ফলে। ২৯ মে, সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটের (GSLV-F12) সাহায্যে পরবর্তী প্রজন্মের নেভিগেশনাল স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হয়েছে। 

এই সফল উৎক্ষেপণের পর ইসরো থেকে বলা হয়েছে, 'আমাদের এখন আরও বড় বা বেশি ওজনের রকেট উৎক্ষেপণ করার সামর্থ্য রয়েছে।' চলতি বছর এনিয়ে ৫টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

11 months ago
ISRO: বিদেশি উপগ্রহকে মহাকশে পৌঁছে দিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল

বিদেশি উপগ্রহকে মহাকশে পৌঁছে দিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। রবিবার বেলা ২টো ১৯ মিনিটে সিঙ্গাপুরের (Singapore) দু’টি উপগ্রহ (টেলিয়স-২ এবং লুমেলাইট-৪) নিয়ে রওনা হয় রকেটটি। উপগ্রহ পৌঁছে দেওয়ার পরে রকেটের অংশ বায়ুমণ্ডলে এসে পুড়ে গিয়ে মহাকাশে ভাসতে থাকে। 

এবার বাহকের কাজ শেষের পরেই ৫৭তম পিএসএলভি-র একটি অংশ (পিএসএলভি অরবাইটাল এক্সপেরিমেন্টাল মডিউল-২ বা ‘পোয়েম-২’) অন্য কাজে লেগে পড়েছে। ইসরো (ISRO), ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স এবং দু’টি বেসরকারি সংস্থার সাতটি যন্ত্র নিয়ে মহাকাশ গবেষণার কাজ করছে পোয়েম-২। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান, পোয়েম-২ নিজস্ব সৌরবিদ্যুতের প্যানেল নিয়ে কাজ করবে। এই প্রথম বার কোনও রকেটের চূড়ান্ত পর্যায়ে এমনটা করা গেল। ইংরেজিতে ‘পোয়েম’ কথাটির আক্ষরিক অর্থ ধরে তিনি বলেন, ‘‘পোয়েম আরও কবিতা লিখবে।’’  

ইসরো জানিয়েছে, সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার জন্য উপগ্রহ চিত্রের প্রয়োজন মেটাবে টেলিয়স-২। আর লুমেলাইট-৪ জাহাজ চলাচলে সিঙ্গাপুর তথা অন্যান্য দেশেরও কাজে আসবে।

12 months ago
ISRO: ফের সফল উৎক্ষেপণ ইসরোর, ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি

ফের ইতিহাল সৃষ্টি ইসরোর (ISRO)। ওয়ান ইন্ডিয়া মিশন-২-এর (One India Mission-2) সবচেয়ে বড় রকেট সফলভাবে উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে ভারতের সবচেয়ে বড় রকেট LVM3 মহাকাশে উৎক্ষেপণ করা হল। রবিবার সকাল ৯ টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট পৃথিবীর লোয়ার অরবিটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ওয়ানওয়েব মিশনের দ্বিতীয় রকেট এটি ও এই নিয়ে দু'বার বাণিজ্যিক উৎক্ষেপণ করা হয়েছে এলভিএম-থ্রি রকেটের। এর আগে ২০২২ সালে অক্টোবর মাসে ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরোর রকেট। এবার ফের সফল উৎক্ষেপণ। ৪৩.৫ মিটার লম্বা ও ৬৪৩ টন ওজনবিশিষ্ট রকেটটি ৫হাজার ৮০৫ কেজি ওজনের উপগ্রহ নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে পাড়ি দিয়েছে।


উল্লেখ্য, ওয়ানওয়েব ইংল্যান্ডের একটি সংস্থা। যারা সরকারি এবং বাণিজ্যিক কাজে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে থাকে। ইংল্যান্ডের এই কোম্পানি পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল তৈরি করতে চলেছে। তাই ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি চুক্তি হয়। তাতে মোট ৭২টি উপগ্রহ পৃথিবীর কক্ষপথে নিয়ে যাওয়ার বরাত পায় নিউ স্পেস। সেই চুক্তি অনুযায়ীই রবিবারের উৎক্ষেপণ। ২০২২-এর ২৩ অক্টোবর প্রথম দফায় ওয়ানওয়েবের ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো। ফলে এই মিশনের নাম দেওয়া হয়েছে ওয়ানওয়েব ইন্ডিয়া মিশন ২।

one year ago