Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

HighRise

Dehradun: বহুতলের আগুনে সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৪ শিশু! ঝলসে গেলেন একাধিক

ভয়াবহ অগ্নিকান্ড (Fire)। একটি বহুতলে আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Blast) মৃত্যু (Death) চার শিশুর। এমনকি আগুনে ঝলসে গেলেন বেশ কয়েক জন। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) দেহরাদুনে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে দমকল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন দমকলকর্মীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারগুলির বিস্ফোরণ ঘটেছে, এমনটাই অনুমান। জানা গিয়েছে, মৃত এই চার শিশুর নাম  সোনম, ঋদ্ধি, মিষ্টি এবং সেজল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। সুরত রাম জোশী নামে এক ব্যক্তির বাড়িতেই ঘটেছে এই ঘটনা। তাঁর বাড়িতে মোট ছটি পরিবার ভাড়ায় থাকতেন। এমনকি বাড়ির নিচে একটি আসবাপত্রের দোকান ও একটি রেশন দোকান রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতলের একটি ঘরে আগুন লাগে। পরে সেই আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তারপরই বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণ হয়। দমকল সূত্রে খবর, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাঁচানো যায়নি চার শিশুকে। ওই চার শিশু ছাড়া আরও কয়েক জন আগুনে ঝলসে গিয়েছেন। মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই দাবি দমকলবাহিনীর।

one year ago
Fire: রাতের আগুনে হায়দরাবাদের বহুতলে মৃত ছয়, আবাসিকদের আটকে থাকার শঙ্কা

হায়দাবাদের একটি বহুতল কমপ্লেক্সে আগুন(Fire) লাগায় মৃত্যু (Death) দুই মহিলা-সহ ছয় জনের। বৃহস্পতিবার রাতে এক বহুতলের পাঁচতলায় আগুন লাগে। আগুন লাগার খবরে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। পুলিস সূ্ত্রে খবর, বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত জনকে উদ্ধার করা হয়। দুই মহিলা-সহ আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

দমকল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরবেলা পর্যন্ত কাজ চালিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন এসে কাজ শুরু করে। সূ্ত্রের খবর, কাজ চলাকালীন বেশকিছু জন ওই বহুতলে আটকে পড়েছে বলে খবর ছড়ায়। ফলে মৃতের সংখ্যা বাড়তে পাড়ে।প্রাথমিক তদন্তের পর পুলিস জানায় পাঁচতলা থেকেই আগুন লাগে তারপর তা ছড়িয়ে পড়ে।

one year ago