Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Habra

Habra: অক্সিজেন মাস্ক পরে ধূমপান করতে গিয়ে মুখ পুড়ল মহিলার, প্রশ্নের মুখে হাবড়া হাসপাতাল

অক্সিজেন মাস্ক পড়ে হাসপাতালের বেডে বসে ধূমপান। আগুনে মুখ পুড়ল মহিলার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে হাবড়া হাসপাতালে। সূত্রের খবর, বেডে বসে অক্সিজেন মাস্ক পরে ধূমপান করছিলেন তিনি। সেই সময় আগুনে মুখ পুড়ে যায় তাঁর। ঘটনাকে ঘিরে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। 

জানা গিয়েছে, ঠান্ডায় শ্বাসকষ্ট জনিত সমস্যায় নিয়ে হাবড়া হাসপাতালে ভর্তি ছিলেন হাবড়ার হাটথুবা ঘোষপাড়া এলাকার বাসিন্দা অরুণা অধিকারী। পরিবার সূত্রে জানা যায়, আহত অরুণা অধিকারীর ধূমপানের নেশা ছিল। তাই তিনি হাসপাতালে বেডে অক্সিজেন মাস্ক পড়া অবস্থায় বিড়ি ধরিয়েছিলেন। সেই বিড়ির আগুন লেগে নিমেশে পুড়ে যায় ওই মহিলার মুখ। পাশের বেডের রোগীরা আগুন দেখে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলে ছুটে আসেন কর্তব্যরত নার্সরা। এরপর আশঙ্কাজনক অবস্থায় সোমবার ওই মহিলাকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

হাসপাতাল বেডে বিড়ি বা দেশলাই পৌঁছলো কী করে বা একজন রোগী হাসপাতাল বেড়ে বসে ধূমপান করে কীভাবে? তাই হাবড়া হাসপাতালের বিরুদ্ধে উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। তবে এই ঘটনা নিয়ে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগীরা।

3 months ago
Habra: ড্রেন থেকে উদ্ধার সদ্য়োজাতের পচাগলা মৃতদেহ, তদন্তে হাবরা থানার পুলিস

ড্রেন থেকে উদ্ধার হল একটি সদ্য়োজাতের পচাগলা মৃতদেহ। সদ্যোজাতের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাবরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শ্রীনগড় এলাকায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে হাবরা থানার পুলিস গিয়ে ওই সদ্য়োজাতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় নিয়ে যায়। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সুনীল পাল নামের এক ব্য়ক্তি তাঁর বাড়ির পিছনের ড্রেনে কিছু একটা ভাসতে দেখে। এরপর তিনি একটু এগিয়ে দেখেন পচাগলা অবস্থায় একটি সদ্য়োজাত ভাসছে। তারপর তিনি খবর দেন পুলিসকে। পুলিসের অনুমান, উদ্ধার হওয়া সদ্য়োজাতের বয়স ৩ থেকে ৪ দিন হতে পারে। তবে সদ্য়োজাতের জন্মের সময় তার নাভিটা পর্যন্ত ভালোভাবে কাটা হয়নি। 

কে বা কারা, কি উদ্দেশ্য়ে এই সদ্য়োজাতকে এভাবে ফেলে দিয়ে গেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিস।


5 months ago
Habra: পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ কাপ সিরাপ, আটক গাড়ির চালক সহ দুই পাচারকারী

ফের বানচাল হল নিষিদ্ধ কাপ সিরাফ পাচারের পরিকল্পনা। বাংলাদেশে পাচারের আগে জালে উদ্ধার বিপুল পরিমাণের নিষিদ্ধ কাপ সিরাপ। আটক দুই পাচারকারী সহ একটি ছোটহাতি গাড়ি।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিস হাবরা গৌড়বঙ্গ রোডের জমিদার বাড়ি গেট এলাকায় হানা দেয়। সেখানেই একটি ছোট হাতি গাড়িতে করে নিষিদ্ধ কাপ সিরাপ বাংলাদেশের উদ্দেশ্য়ে পাচার হচ্ছিল। সেই সময় সন্দেহ হওয়ায় সেই গাড়িটিকে থামিয়ে পুলিস তল্লাশি চালাতেই থাকে। তারপর সেই গাড়ি থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণের কাপসিরাপ।

এরপর হাবড়া থানার পুলিসের পক্ষ থেকে কাপসিরাপ গুলোকে উদ্ধার করা হয়। গাড়ির চালক এবং খালাসিকে আটক করা হয়। ৯৬০ পিস কাপ সিরাপ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে হাবড়া থানার পুলিস। 

5 months ago


Habra: শ্মশান নিকর্টবর্তী জলাশয়ে উদ্ধার যুবকের মৃতদেহ, খুনের অভিযোগ মৃতের পরিবারের

শ্মশানের পাশের জলাশয় থেকে উদ্ধার হল এক যুবকের নিথর দেহ। মাথায় রয়েছে আঘাতের চিহ্ন। শনিবার ঘটনাটি ঘটেছে হাবরা থানার বানিপুর ইতনা নতুন কলোনি এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম কৃষ্ণপদ দাস (৩৩)। খবর পেয়ে ঘটনাস্থলে হাবড়া থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন কৃষ্ণপদ। অশোকনগর থেকে শিয়ালদহ গামী ৬:৪০ এর ট্রেন ধরার কথা ছিল। এরপরেই বাড়িতে খবর আসে যে হাবরা শ্মশানের পাশের একটি জলাশয় থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। এরপর স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 

মৃত যুবকের ভাইয়ের দাবি দাদা লটারি জিতেছিলেন। আর সেই টাকা তাঁর পকেটেই ছিল। কিন্তু পরে মানিব্যাগ এবং মোবাইল ফোন কিছুই পাওয়া যায়নি। তবে দাদার মাথায় আঘাতের চিহ্ন ছিল। ছেলেকে খুন করা হয়েছে বলে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মৃত যুবকের মা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস প্রশাসন। 

5 months ago
Habra: বি সি রায় হাসপাতালে ফের শিশু মৃত্য়ু, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বন্ধ নার্সিংহোম

ফের হাসপাতালে শিশু মৃত্যু। হাবরার নার্সিংহোমে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জন। জানা যায়, নভেম্বর মাসে হাবরার একটি নার্সিংহোমে ৭ জন শিশু সুস্থভাবে জন্মগ্রহণ করে বাড়ি যায়। তারপর বাড়ি যেতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে শিশুগুলি। এরপরেই শারীরিক অবস্থার অবনতি হলে ওই শিশুগুলিকে কলকাতার বি সি রায় শিশু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর সেখানেই মৃত্যু হয় ৩ শিশুর। এবং বাকি শিশুরা চিকিৎসাধীন অবস্থা থাকার পরেও মঙ্গলবার মৃত্যু হয় আরও একটি শিশুর। ঘটনার পরেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয়। 

কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল শিশুরা? কার গাফিলতিতে চলে গেল প্রাণগুলি? এইভাবে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নার্সিংহোমের মালিক। ঘটনার পরেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি দল নার্সিংহোমে গিয়ে তদন্ত করেছে। আপাতত নার্সিংহোম বন্ধ রাখার সিদ্ধান্তর কথাই জানালেন বারাসাতের এসডিও।

ইতিমধ্যে মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিস। তবে মৃত্যুর সঠিক কারণ কি আদৌ প্রকাশ্যে আসবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।

5 months ago


Habra: পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণীর তিন ছাত্রী, চারদিনেও মিলল না খোঁজ

বাড়ি থেকে পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণীর তিন ছাত্রী। চার দিন কেটে যাওয়ার পর মেলেনি তাদের খোঁজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া এলাকায়। নিখোঁজ ছাত্রীরা হল মাম গাইন (১৩), সিমরন প্রজাপতি (১৪) ও স্নেহা দেবনাথ (১৪)। প্রত্যেকেই হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।

জানা গিয়েছে, প্রত্যেকেই চলতি মাসের এক তারিখ স্কুলে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয়। তবে তারা কেউই সেই পরীক্ষা দেয়নি এবং আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায়। নিখোঁঁজ স্নেহার বাড়ি অশোকনগর থানা এলাকায়, মাম ও সিমরনের বাড়ি হাবড়ায়। ঘটনার পর পৃথকভাবে দুটি থানাতেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে। লিখিত অভিযোগের বিরুদ্ধে ঘটনার তদন্তে নেমেছে হাবড়া ও অশোকনগর থানার পুলিস। 

তবে এখনও পর্যন্ত নিখোঁজ ওই তিন ছাত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি। একমাত্র স্নেহার কাছেই একটি ফোন ছিল কিন্তু একবার ফোন করার পর সেটিও বন্ধ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

5 months ago
Habrah: দুধের সঙ্গে বিষ মিশিয়ে খুন বছর তিনেকের ননদকে, ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বৌদি

চাল পড়া খাওয়ানোর ভয় দেখিয়ে শিশু হত্যার কিনারা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাবড়ার বয়রাগাছি এলাকায়। অভিযোগ, শিশুটিকে তার বৌদি দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। তার জেরে মৃত্যু হয় ওই শিশুটির।

জানা গিয়েছে, মৃত শিশু মেয়েটির নাম সুমি সিং (৩)। জন্মের পরেই তার মায়ের মৃত্যু হয়। তারপর থেকে সে তার পিসি ও পিসেমশাইয়ের বাড়িতে থাকত। বৃহস্পতিবার সকালে শিশুটিকে বাড়িতে চা বিস্কুট খাইয়ে তার পিসির ছেলে রঞ্জিত সর্দার ও পরিবারের সদস্যরা মাঠে কাজে চলে যান। সেই সময় বাড়িতে শুধু রঞ্জিত সর্দারের স্ত্রী সাথী সর্দার ছিল। এরপর সে মাঠে গিয়ে সবাইকে জানায় সুমি অসুস্থ হয়ে পড়েছে। এরপর এলাকারবাসীরা সুমিকে দ্রুত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

এরপর শুক্রবার বিকেলে শিশুটির সঙ্গে থাকা তার বৌদি সাথী সর্দারকে পরিবারের সদস্যরা সন্দেহবশত কারণে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন এলাকার এক ব্যক্তি কুসংস্কারের খাতিরে কিছু চাল পড়া নিয়ে এসে বলে যে ওই শিশুটির ক্ষতি যে করেছে সে এই চাল খেলে রক্ত বমি উঠে মারা যাবে। তখন সাথী সেই চাল খেতে অস্বীকার করে এবং জানায় সে নিজে হাতে শিশুটিকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়েছেন। কারণ জানতে চাইলে সে জানান, শ্বশুরবাড়িতে তার থেকে বেশি ভালোবাসা ননদ (মানে ওই বছর তিনের শিশুটিকে) দেওয়া হচ্ছে। তাই সে এমন কাজ করেছেন। 

এরপর অভিযুক্ত সাথী সর্দারের কুকীর্তির কথা জানতে পেরে পুলিস তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। শনিবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে তাঁর স্বামী সহ এলাকার বাসিন্দারা কঠিন শাস্তির দাবি জানিয়েছে।

5 months ago
Habra: যাদবপুর, কসবার পর হাবরা, ফের ছাত্রের রহস্য মৃত্যু, আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন?

যাদবপুর, কসবার পর ফের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। কলেজের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাড়ি উত্তর ২৪ পরগনা হাবরায়। অথচ, মেধাবী ছাত্র স্বাগত বণিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল বাড়ি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার ক্ষিরাই স্টেশন লাগোয়া রেললাইন থেকে। একমাত্র ছেলের মৃত্যু নিয়ে ধোঁয়াশায় পরিবার। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? ঘটনার তদন্তে পুলিস। পড়ুয়ার নিথর দেহ বাড়ি ফিরতেই শোকস্তব্ধ গোটা এলাকা। প্রশ্ন উঠছে রাজ্যজুড়ে কবে বন্ধ হবে পড়ুয়াদের মৃত্যু মিছিল?

পরিবার সূত্রে খবর, ছোটোবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন বছর উনিশের স্বাগত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের পর শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজে স্ট্যাটিসটিকস-এ অনার্স নিয়ে ভর্তি হন স্বাগত। রবিবার, দুপুরে বাড়িতে স্বাগত জানান, প্রজেক্ট বাইন্ডিংয়ের কাজের জন্য সে শিয়ালদহ যাবেন। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও স্বাগত বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। মধ্যরাতে হাবরা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। অবশেষে, সোমবার রাত ৯টা নাগাদ পাঁশকুড়া রেল পুলিসের পক্ষ থেকে খবর আসে, মাল গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন স্বাগত। আত্মহত্য়া নয়, খুন করা হয়েছে, দাবি পরিবারের।

স্বাগতের দিদির অভিযোগ, আত্মহত্যা করার থাকলে ভিনরাজ্যে কেন যাবে? স্বাগতের মৃত্যুর পিছনে সহপাঠীদের হাত রয়েছে বলে দাবি করেন। স্বাগতের বন্ধুদের কথায়, কলেজে ভর্তি হওয়ার পর নিয়মিত পাঁচতারা রেঁস্তোরা, ক্লাবে যাতায়াত চলত স্বাগতের। এত টাকা পেত কোথা থেকে স্বাগত? ভেবেই অবাক পরিবার। পুলিসের কাছে অপরাধীদের দ্রুত চিনহিত করে শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সকলে।

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। এই নিয়ে রাজনৈতিক জলঘোলাও কম হয়নি। তারই মধ্যে, কসবা বোসপুকুরের একটি বেসরকারি স্কুলেও পড়ুয়ার রহস্যমৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে রাজ্যে ছাত্র নিরাপত্তা নিয়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ছাত্র মৃত্যু। কোনও খারাপ সঙ্গে মেলামেশার জন্যই কি এই পরিণতি স্বাগতর? নাকি বড় কোনও ষড়যন্ত্রের শিকার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র? ধোঁয়াশার জট কীভাবে খোলে সেদিকেই নজর।

8 months ago


Rail: শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল লাইনে ধস, বন্ধ আপ ট্রেন চলাচল

প্রবল বৃষ্টির জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় রেললাইনে ধস। যার জেরে বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার আপ লাইনে ট্রেন চলাচল। সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবার বেলা ১০ টার আপ ট্রেনের চালকের নজরে পড়ে, ওই শাখার সংহতি স্টেশনের কাছে ধসের বিষয়টি। সঙ্গে সঙ্গে তিনি স্টেশন মাস্টারকে বিষয়টি জানান। পূর্ব রেল কতৃপক্ষ সূত্রে খবর, ওই শাখায় আপলাইনে ধসের কারণে ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে।

জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে বনগাঁ-শিয়ালদহ শাখার মসলন্দপুর ও হাবরা স্টেশনের মাঝে ধস নামে। ইতিমধ্যে তা সারাইয়ের কাজ করা হচ্ছে বলে রেল কর্তৃপক্ষ সূত্রে খবর। পাশাপাশি ওই লাইনে আপ ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রেল সূত্রে খবর, খুব শীঘ্রই ধস সারাই সেরে ওই লাইনে ট্রেন চালানো হবে। পাশাপাশি ওই শাখায় ডাউন ট্রেন কিছুটা দেরিতে চলাচল করলেও কিছুটা স্বাভাবিক আছে। সপ্তাহের শেষে শিয়ালদহ-বনগাঁ শাখার এই বিপত্তিতে দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা।

8 months ago
Habra:যাদবপুর কলেজের পর এবার পড়ুয়াকে ব়্যাগিংয়ের অভিযোগ স্কুলেও

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ব়্যাগিংয়ের (Ragging) কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। এবার উত্তর ২৪ পরগনার হাবড়ার (Habra) একটি স্কুলে  ব়্যাগিংয়ের অভিযোগ উঠল। অভিযোগ, ক্লাস নাইনের একটি ছাত্রকে ব়্যাগিং করে উঁচু ক্লাসের পড়ুয়ারা। এবং নিজেকে বাঁচাতে পাঁচিল টপকে পালিয়ে যায় সে। পরে অবশ্য নৈশ প্রহরীরা উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগকারী ছাত্রের নাম সাব্বার হোসেন। 

জানা গিয়েছে, সাব্বার বাদুড়িয়া থানা এলাকার বাসিন্দা। সে বাণীপুর জহর নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করছে। স্কুলেরই হস্টেলে থাকত সে। তার অভিযোগ, স্কুলেরই কয়েকজন উঁচু ক্লাসের পড়ুয়া তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল। জ্যামিতির কাঁটা দিয়েও তার শরীরে আঘাত করা হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছিল যে পাঁচিল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

সে আরও জানিয়েছে, নীচু ক্লাসের পড়ুয়ারা খাবার দাবার নিয়ে গেলে তা খেয়ে নিত সিনিয়ররা। এমনকী জল এনে না দিলে মারধর করা হত বলেও অভিযোগ সাব্বারের। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

9 months ago


Ballot: ব্যালট চুরি নয়, হারের ভয়ে এবার ব্যালট খেয়ে ফেলল তৃণমূল প্রার্থী

এতদিন রাজ্য জুড়ে ব্যালটে ছাপ্পা, ব্যালট পুড়িয়ে দেওয়া, ব্যালট বাক্স নিয়ে ঝাঁপ মারার অভিযোগ উঠে এসেছে। এবার সেসঙ্গেই ব্যালট খেয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। সূত্রের খবর, ব্যালট গোনার কাজ চলছিল তখন, যখন প্রায় শেষ সময়। তখন দেখা যায় সিপিআইএম প্রার্থী ৪ ভোটে এগিয়ে গিয়েছে। সেই মুহূর্তে টেবিলে থাকা কিছু ব্যালট মুখে ঢুকিয়ে গিলে ফেলে তৃণমূল প্রার্থী মহাদেব মাটি, এমনই অভিযোগ সিপিএইএমের।

সূত্রের খবর, এদিন হাবরার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। সেসময় ৪ ভোটে এগিয়ে ছিলেন বাম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। সেসময় তৃণমূল প্রার্থী আচমকা ব্যালট গিলে ফেলে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

এ বিষয়ে মঙ্গলবার বাম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার বলেন,'এতদিন ব্যালট লুঠ করত, এবার হেরে গিয়ে ব্যালট খেয়ে নিল তৃণমূল। আমরা সংশ্লিট জায়গায় জানিয়েছি। প্রয়োজনে পুনর্নিবাচন করতে হবে।' এ বিষয়ে পাল্টা তৃণমূল প্রার্থী মহাদেব মাটি জানিয়েছেন, 'সব মিথ্যে অভিযোগ করছে সিপিআইএম। হেরে গিয়ে তো একটা অজুহাত দরকার। সেটাই করছে বামফ্রন্ট।'

10 months ago
Bomb: ফের রাতের অন্ধকারে উদ্ধার তাজা বোমা, তদন্তে হাবরা থানার পুলিস

ফের রাতের অন্ধকারে কলা বাগান থেকে উদ্ধার (Rescue) পাঁচটি তাজা বোমা (Bomb)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা (Habra) থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েতের নবপল্লী গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে আসে হাবরা থানার বিশাল পুলিস বাহিনী। জানা গিয়েছে, প্রাক্তন পঞ্চায়েত প্রধান কিরণ গোলদারের বাড়ির পাশ থেকে উদ্ধার হয় বোমা। 

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রাতের বেলা একটি মোটরসাইকেল করে এক যুবক এসে কলা বাগানের মধ্যে কিছু একটা রেখে চলে যায়। সন্দেহ হওয়ায় স্থানীয়রা ওই কলা বাগানের মধ্যে যান দেখতে। গিয়ে দেখতে পায় একটি ব্যাগের মধ্যে রয়েছে পাঁচটি তাজা বোমা। খবর দেওয়া হয় হাবরা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হাবরা থানার বিশাল পুলিস বাহিনী। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবরা থানায়। কে বা কারা রাতের অন্ধকারে বোমা রেখে গেল কলাবাগানের মধ্যে তা নিয়ে তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিস।

11 months ago
Habra: ফের সোনার দোকানে দুঃসাহসিক চুরি, ৮ থেকে ১০ লক্ষ টাকার গয়না উধাও

ফের সোনার (Gold Shop) দোকানে দুঃসাহসিক চুরির (Theft) ঘটনা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাবরা (Habra) থানার অন্তর্গত মছলন্দপুরের বিশ্বাসহাটি এলাকায়। ক্রেতা সেজে সোনার দোকানে ৮ থেকে ১০ লক্ষ টাকার গয়না চুরি করলো দুষ্কৃতিরা। আর সেই চুরির ঘটনাই ধরা পরল দোকানের সিসিটিভি (CCTV) ক্যামেরায়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিস (Police)। 

দোকানের এক কর্মচারী জানান, বৃহস্পতিবার দুপুরে দুই যুবক ক্রেতা সেজে দোকানের ভিতরে ঢুকে যায়। তখনই আরও দুই যুবককে বাইক নিয়ে রাস্তার কাছে আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কর্মচারীর দাবি, দোকানে সোনার জিনিসপত্র দেখার সময়ই সোনার চেইন ভর্তি একটি বাক্স হাতের কারসাজিতে নিয়ে পালিয়ে যায় ওই দুই যুবক। ওই বাক্সের মধ্যে প্রায় আটটি সোনার চেইন ছিল। বর্তমানে যার আনুমানিক বাজারমূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে জানান দোকানের ওই কর্মচারী। তিনি আরও দাবি করেন, ইতিমধ্যে দোকানের সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে পুলিসের হাতে। 

এই ঘটনায় দোকানের মালিক মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছেন। তাই দোকানের মালিক সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

11 months ago


Habra: চিকিৎসা করাতে যাওয়ার পথে ট্রেনের মধ্যেই অসুস্থ, হাবরা স্টেশনে মৃত্যু হল ব্যক্তির

চলন্ত ট্রেনে (Train) অসুস্থ হয়ে মৃত্যু (Death) হল এক ট্রেন যাত্রীর। মঙ্গলবার সকালে শিয়ালদহ-বনগাঁ শাখার বনগাঁ গামী ট্রেনে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই যাত্রী। ট্রেনের অন্যান্য যাত্রীরা তাঁকে অসুস্থ হয়ে পড়তে দেখে হাবরা (Habra) স্টেশনে নামিয়ে দিলে পরবর্তীতে হাবরা স্টেশনেই মৃত্যু হয় তাঁর। জিআরপিএসের (GRPS) পক্ষ থেকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে মৃত ব্যক্তির পরিবারকে। 

জিআরপিএস সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম তারক পাল (৪৯)। তিনি গোবরডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। তাঁর শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা করাতে মঙ্গলবার সকালে বারাসত হাসপাতালে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই ট্রেনের ভিতরে অতিরিক্ত ভিড়ে অসুস্থ হয়ে পড়েন।  ওই ব্যক্তি অসুস্থ দেখে অন্যান্য নিত্য যাত্রীরা তাঁকে ডাক্তার দেখানোর জন্য হাবড়া প্ল্যাটফর্মে নামিয়ে দেন। পরবর্তীতে প্লাটফর্মে থাকা মানুষজন ও জিআরপিএসের সহযোগিতায় হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিত্সকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। 

12 months ago
Auto: বেপরোয়া অটোচালক! গুরুতর আহত হলেন এক কলেজ ছাত্রী, ক্ষতবিক্ষত পা

বেপরোয়া অটোচালক। যার জেরে দুর্ঘটনায় (Accident) ক্ষতবিক্ষত (Scarred) এক ছাত্রীর (Student) পা। হাবরা (Habra) থেকে অটোতে করে অশোকনগরের দিকে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরেই দুর্ঘটনার শিকার ওই কলেজ ছাত্রী। আহত ওই ছাত্রীর নাম জয়ত্রী চন্দ্র। বাড়ি হাবরা হিজল পুকুর এলাকায়।

জানা গিয়েছে, হাবরা থেকে ওই ছাত্রী অটোতে করে অশোকনগরের দিকে আসছিলেন। সেই সময় নালন্দা মোড়ের কাছে অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। অটোর সামনের বাঁদিকে বসে ছিলেন ছাত্রী। ঘটনায় গুরুতর আহত হন ওই ছাত্রী। ক্ষতবিক্ষত হয়ে যায় তাঁর পা। ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে নিয়ে যায় হাবরা হাসপাতালে। 

আহত ছাত্রী জানিয়েছেন, অটোচালক খুব জোরে অটোটি চালাচ্ছিলেন। এমনকি অটো চালানোর সময় অটোচালক মোবাইল ফোনে কথাও বলছিলেন, সে সময় দুর্ঘটনা ঘটে। হাবরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি হাসপাতালে পাঠানো হয়। ছাত্রীর এক পা পুরো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে দুর্ঘটনায়।

12 months ago