Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Firing

Murder:বাগনান জাতীয় সড়কে গুলি করে হত্যা ঝাড়খণ্ডের ইউটিউবারকে, গ্রেফতার স্বামী

বুধবার বাগনানে জাতীয় সড়কে (National Highway Howrah) গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের ইউটিউবার (Jharkhand You Tuber Murder) তথা অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ঈশা আলিয়া। এই ঘটনায় গ্রেফতার মৃতার স্বামী প্রকাশ কুমার। রিয়ার দাদার অভিযোগের ভিত্তিতে প্রকাশকে গ্রেফতার করেছে হাওড়া গ্রামীণ পুলিস। এই হত্যাকাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয়েছে বাগনান থানার হাতে। যদিও ঘটনার দিন অর্থাৎ বুধবার সাতসকালে মৃতার স্বামীর দাবি ছিল, ছিনতাইয়ে বাধা পেয়ে দুষ্কৃতীরা তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছিল। সেই সময় ভিন রাজ্যের এই দম্পতির শিশুকন্যাও সঙ্গে ছিল। কিন্তু পুলিসি (Howrah Police) জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে প্রকাশের বয়ানে।

তারপরেই রিয়ার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেফতার অভিনেত্রীর স্বামী। মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রিয়ার দাদা। তালিকায় প্রকাশ ছাড়াও নাম আছে তাঁর প্রথম পক্ষের স্ত্রী এবং দুই ভাইয়ের। অর্থাৎ রিয়া কুমারী হত্যাকাণ্ডে মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এঁদের প্রত্যেককেই ধীরে ধীরে তদন্তের আওতায় আনা হবে বলে সূত্রের খবর। তবে এদিন থানা থেকে তাঁকে আদালতে নিয়ে যাওয়ার পথে নিজের উপর থাকা খুনের অভিযোগ অস্বীকার করেন প্রকাশ।

এদিকে, প্রকাশের বিরুদ্ধে মূল অভিযোগ, শারীরিক এবং মানসিক নির্যাতন, মারধর এবং হুমকির। বুধবারই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে অভিনেত্রীর ময়না তদন্ত হয়েছে। সেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ঘুমন্ত অবস্থায় গুলি চালানো হয়েছে রিয়ার মাথায়। সম্ভবত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলেছে গুলি। বুধবার গাড়ির ফরেন্সিক পরীক্ষায় ভিতর থেকেই উদ্ধার হয়েছে গুলির খোল।

বৃহস্পতিবারও রিয়ার দেহের ফরনেসিক পরীক্ষা হবে। পাশাপাশি ফরেন্সিক দল খতিয়ে দেখবে ঘটনাস্থল। অর্থাৎ ঠিক যে জায়গায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যেহেতু এলাকার কোনও সিসিটিভি ফুটেজ নেই, তাই ফরেন্সিক রিপোর্ট এই হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করছে হাওড়া গ্রামীণ পুলিস।

one year ago
Howrah: ছিনতাইয়ে বাধা, জাতীয় সড়কে দুষ্কৃতীর গুলিতে ঝাড়খণ্ডের তরুণীর মৃত্যু! স্বামীর বয়ানে অসঙ্গতি

ঝাড়খণ্ড থেকে কলকাতা (Jharkhand to Kolkata) আসার পথে বাগনানে এক পরিবারকে ছিনতাইয়ের চেষ্টা। বাধা পেয়ে দুষ্কৃতীদের গুলি (Firing), মৃত এক মহিলা। যে গাড়িতে এই হামলা, সেই গাড়িতে চালকের আসনে ছিল মৃতার স্বামী প্রকাশ কুমার এবং এই দম্পতির সফরসঙ্গী ছিল তাঁদের শিশুকন্যাও। পুলিস সূত্রে খবর, আক্রান্ত পরিবার ঝাড়খণ্ড থেকে সড়কপথে কলকাতার দিকে আসার সময় বাগনান থানা (Bagnan Howrah) এলাকার মহিষারেখা সেতুর কাছে গাড়ি থামান প্রকাশ। তিনি শৌচকর্মের জন্য নামলে তিন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ছিনতাইয়ের চেষ্টা করে। এই অবস্থায় প্রকাশের স্ত্রী অর্থাৎ মৃতা মহিলা স্বামীকে বাঁচাতে এলে দুষ্কৃতীরা তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালায়।

এরপর প্রকাশ আহত স্ত্রী  এবং শিশুকন্যাকে নিয়ে প্রায় তিন কিলোমিটার গাড়ি চালিয়ে আসেন। কুলগাছিয়া পিরতলা এলাকায় তিনি রাস্তার ধারে কিছু লোক দেখতে পেয়ে সাহায্যের আবেদন করেন। তাঁরাই প্রকাশ ও তাঁর শিশুকন্যার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। খবর যায় রাজাপুর থানায়। গুলিবিদ্ধ ওই মহিলাকে  উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে রাজাপুর থানার পুলিসও হাসপাতালে এসে তদন্তভার নেয়। প্রকাশকে নিয়ে ঘটনাস্থলে যান সরেজমিন তদন্ত করতে। পুলিসের বক্তব্য, নির্জন এলাকায় এমন ঘটনা কী করে ঘটলো? পাশাপাশি এই ঘটনায় জাতীয় সড়কে পুলিস পেট্রলিংয়ের বিষয়টা প্রশ্নের মুখে পড়ল। তাহলে কি পুলিস পেট্রলিং যথাযথভাবে হয়নি। যার খেসারত দিতে হল ভিন রাজ্যের এই পরিবারকে।

এদিকে এই ঘটনার পর যাঁদের কাছে সাহায্যের জন্য যান প্রকাশ, তাঁদের মধ্যে একজন জানান, আমার দোকানের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালে আমি ভাবি কোনও গ্রাহক এসেছে। কিন্তু গাড়ির চালক এসে বলে একটু সাহায্য চাই, হাসপাতালে যেতে হবে। আমি দেখি মাথার ডানদিকে গুলিবিদ্ধ অবস্থায় মেয়েটা গাড়ির মধ্যে পড়ে রয়েছে। দেখে মৃতই মনে হয়েছে।। সেই অবস্থা দেখে বলি হাসপাতালে যাওয়া যাবে না, এটা খুনের ঘটনা, পুলিস ডাকতে হবে। স্থানীয়রা পুলিসকে খবর দিলে রাজাপুর থানা এসে মৃতদেহ নিয়ে চলে যায়। এই ঘটনা প্রসঙ্গে এসডিপিও জানান, যেভাবে তদন্ত হওয়া দরকার, সেভাবে তদন্ত চলছে। এখনও কাউকে আটক করা হয়নি। তবে তবে এই ঘটনায় মৃতার স্বামীকে সন্দেহের উর্দ্ধে রাখছে না পুলিস। স্বামীর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় এও সন্দেহ, এমনটাই জানা যাচ্ছে হাওড়া গ্রামীণ পুলিস সূত্রে। 

পাশাপাশি বুধবার ফরেন্সিক টিম গিয়ে গাড়ির বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করেছে, গাড়িটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মৃতা তরুণী ঝাড়খণ্ডের পরিচিত ইউ টিউবার। তাঁর স্বামী প্রকাশ কুমার ঝাড়খণ্ডের ইউটিউব চ্যানেলের পরিচালক।

one year ago
Murder: মা-স্ত্রীকে নগ্ন করে হাঁটানোর 'বদলা'! অভিযুক্তকে ১৫ বছর পর লখনউয়ে গুলি করে খুন

১৫ বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। অবশেষে আগুন নেভানোর সুযোগ পেয়ে গেলেন শামশের। এক ব্যক্তিকে শনিবার প্রকাশ্যে গুলি করে 'বদলা' নিলেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ে (Lucknow)। ঠিক ১৫ বছর আগে কি এমন ঘটেছিল, যার জেরে এই খুনোখুনি?

জানা গিয়েছে, শিব যাদব ওরফে শামশের ঠিকাদারের কাজ করতেন। আর অভিযুক্ত রামজীবন লোধি ছিলেন একজন ব্লক উন্নয়ন পর্ষদের সদস্য। তাঁদের মধ্যে কর্মসূত্রে শত্রুতা তৈরি হয়। ২০০৭-এ সেই শত্রুতা চরমে পৌঁছয়। চোখের সামনে মা এবং স্ত্রীকে নগ্ন করে রাস্তায় হাঁটিয়েছিলেন অভিযুক্ত। সেই 'অপমানের' বদলা নিতে ১৫ বছর পর খুন করার অভিযোগ উঠল শামশেরের বিরুদ্ধে।

লখনউয়ের অতিরিক্ত ডেপুটি পুলিস কমিশনার চিরঞ্জীব নাথ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০০৭-এ একটি জমিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝগড়ার সূত্রপাত। শামশেরকে  'কড়া জবাব' দিতে তাঁর চোখের সামনে তাঁর মা এবং স্ত্রীকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ ওঠে লোধির বিরুদ্ধে। ২৬ বছরের শামশেরের তখন নিরুপায় হয়ে দেখা ছাড়া অন্য কোনও উপায় ছিল না। সেই অপমানের বদলা নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন শামশের এবং পরিবার নিয়ে অন্যত্র চলে যান তিনি।

শামশের ছেলের বয়স ১৫ হওয়ার অপেক্ষা করছিলেন। ১৫ নভেম্বর শামশেরের ছেলে পনেরোতে পা দেয়। ফলে ১৫ বছরের বদলার অপেক্ষার অবসান হয়। লোধির যাবতীয় গতিবিধির উপর বেশ কয়েকমাস ধরেই নজর রেখেছিলেন তিনি। অবশেষে শনিবার সেই সুযোগ এসেই গেল। এলাকার চৌধরি মহল্লার কাছে লোধিকে একা পেয়ে যান শামশের। তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করেন শামশের। গুলি করার আগে লোধিকে ১৫ বছর আগের সেই ঘটনার কথা মনে করিয়ে দেন। লোধিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

one year ago


Rajasthan: গুলিতে নিহত সেনা অফিসার, পুলিস সহ ৩, নিখোঁজ অভিযুক্ত

রাজস্থানের (Rajasthan) ভরতপুর (Bharatpur) জেলায় গুলির (firing) ঘটনায় নিহত হয়েছেন তিন ভাই। গুরুতর আহত আরও তিনজন। প্রথমে মদ্যপান নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হয়। পরে সেই ঝগড়া কার্যত ভয়ংকর পরিস্থিতি তৈরি করে। অভিযোগ, একজন অভিযুক্ত অন্যজনের বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সদস্যদের ওপর গুলি চালায়।

নিহত গজেন্দ্র রাজস্থান আর্মড কনস্ট্যাবুলারি (আরএসি)-তে কর্মরত ছিলেন। এবং নিহত আর দুই জনের মধ্যে একজন পুলিস কনস্টেবল পদে ছিলেন। ঘটনাটি কুমহের থানা এলাকায় ঘটেছে।

পুলিস সূত্রে খবর, ওই এলাকায় লখন সিং নামে পরিচিত একজন ব্যক্তি তাঁর সহযোগীর সঙ্গে বিবাদের জেরে উত্তপ্ত হয়ে বন্ধুর পরিবারের উপর গুলি চালায়। ওই পরিবারের গজেন্দ্র,সমুন্দর ও ঈশ্বর ঘটনাস্থলেই মারা যান। এবং একজন মহিলা সহ আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে পুলিস একটি কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যায়। আহতদের স্বাস্থ্যের অবনতি হলে জয়পুরে রেফার করা হয়।

লখন সিং মৃত গজেন্দ্র সিং-এর ছেলে টনির সঙ্গে বন্ধুত্ব ছিল। কিন্তু পানীয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর চিত্রটাই বদলে যায়।

ভরতপুরের এসএসপি অনিল মীনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "ঘটনায় নিহত এবং অভিযুক্তের বাড়ি পাশাপাশি অবস্থিত। মৃত গজেন্দ্রের ছেলে টনি এবং অভিযুক্ত লখন সিং বন্ধু ছিলেন। কিন্তু গত ২৪ নভেম্বর মদ্যপান করার সময় উভয়ের মধ্যে ঝগড়া হয়।। পরে তা মিটেও যায়। কিন্তু চাপা রাগ রয়ে যায় লখনের। তাই সুযোগ বুঝে লখন টনির পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়, এতে তিনজন নিহত হয়।"

প্রাথমিক তথ্য অনুযায়ী, লখন সিং একজন ওয়ান্টেড অপরাধী এবং তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সিং এবং তাঁর পরিবারের সদস্যরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

এদিকে, ঘটনাটি আতঙ্কের সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।

one year ago
Firing: গুজরাতে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে চলল গুলি, নিহত আইআরবি-র ২ জওয়ান, আহত আরও ২

অপ্রীতিকর ঘটনা। গুজরাতে (Gujarat) আধাসামরিক বাহিনীর ক্যাম্পে চলল গুলি (firing)। নিজেদের মধ্যে বচসার জেরে এ ঘটনা বলে জানা গিয়েছে। সহকর্মীর ছোড়া গুলিতে ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি)-এর (Indian Reserve Batallion) দুইজন জওয়ান নিহত (Death) হয়েছেন। আহত আরও দুই।

পুলিস সূত্রে খবর, যখন গুলি চালানোর ঘটনা ঘটে, তখন জওয়ানরা কেউ কর্তব্যরত অবস্থায় ছিলেন না। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় গুলি চালান আইআরবি-র একজন কনস্টেবল। এই জওয়ানরা মণিপুরের একটি সিআরপিএফ ব্যাটালিয়নের।

গুজরাত পুলিস জানায়, অভিযুক্ত অন্য পুলিস কর্মীদের উপর 'তাঁর রাইফেল AK-47' দিয়ে গুলি চালায়। পোরবন্দরে আইআরবি জওয়ানদের মধ্যে সংঘর্ষের পর আহতদের জরুরি চিকিৎসার জন্য ভবসিংহজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে এই লড়াই তা জানা যায়নি। গুলিতে যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, থোইবা সিংহ এবং জিতেন্দ্র সিংহ। গুলিতে দুই জওয়ান আহত হয়েছেন। তাঁরা হলেন কনস্টেবল চোরাজিৎ এবং রোহিকানা। প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা। তাঁদের এক জনের পেটে এবং অন্য জনের পায়ে গুলি লেগেছে। প্রাথমিক ভাবে তাঁদের পোরবন্দর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয় জামনগরের একটি হাসপাতালে।

পোরবন্দরের কালেক্টর এবং জেলা নির্বাচন অফিসার এএম শর্মা বলেছেন, পরের মাসের গুজরাত বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁদের এখানে পাঠায়। পোরবন্দর জেলায় প্রথম দফায় ভোট হবে ১ ডিসেম্বর।

one year ago


Basirhat: তৃণমূল ছাত্রনেতাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিস কনস্টেবল, থমথমে শাকচূড়া বাজার

সোমবার রাত ১০টা নাগাদ বসিরহাটের (Basirhat Firing) শাকচূড়া বাজারে দুষ্কৃতীর ছোড়া গুলিতে আক্রান্ত এক পুলিস কনস্টেবল (Police Constable)। জানা গিয়েছে, গুলিবিদ্ধ কনস্টেবল প্রভাত সর্দার বসিরহাট থানার অনন্তপুর ফাঁড়ির প্রভাত সর্দার। তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন তাঁর সহকর্মীরা। অস্ত্রোপচার করে গুলিও বের করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, স্থানীয় সিরাজুল ইসলাম বেসে সোমবার রাতে বাজার এলাকার তাঁর কার্যালয়ে ঝামেলা এবং বচসায় জড়ান। সেই ঝামেলা মেটাতে যান অনন্তপুর ফাঁড়ির কর্তব্যরত পুলিসকর্মীরা ও উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বুলবুল।

অভিযোগ, তখনই ওই দলীয় কার্যালয়ে থাকা এক দুষ্কৃতী ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই ধেঁয়ে আসা গুলি দেখতে পেয়ে কনস্টেবল প্রভাত সর্দার, আশরাফুজ্জামান বুলবুলকে নিচে বসিয়ে দেয়। তখনই সেই গুলি এসে লাগে ওই পুলিসকর্মীর বাঁ কাঁধে। তারপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। শূন্যেও কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে ব্যাপক বচসা। অন্য পুলিস গিয়ে ওই পুলিসকর্মীকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। তারপর তাঁকে অবস্থার অবনতি হওয়ায় বারাসাতের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সুস্থ রয়েছেন প্রভাতবাবু।


অভিযোগ, সিরাজুল বেসের কার্যালয়ে মজুত আগ্নেয়াস্ত্র থেকেই এই গুলি চালনার ঘটনা। এই সিরাজুল আগে তৃণমূল করলেও এখন এলাকার আইএসএফ নেতৃত্বাধীন জোটের নেতা। ওর কার্যালয় থেকে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এলাকা উত্তপ্ত করে করতে এই ঘটনা। এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

এদিকে, যাকে উদ্দেশ্য করে প্রথমে গুলি চলে, সেই ছাত্র নেতা আশরাফুজ্জামান বুলবুলের দাবি, 'জোটের নেতা সিরাজুল বেসের অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভিতরে শুনতে পাই একটা বাচ্চাকে মারধর করা হচ্ছে। আমি গিয়ে জানতে চাই কেন মারধর করছেন? আমার ঢোকার সঙ্গে সঙ্গেই পুলিস এসে যায়। ওরা মেশিন নিয়ে রেডি ছিল, আমাকে দেখেই গুলি চালায়। সেই দেখে এক পুলিসকর্মী আমাকে বাঁচাতে গিয়ে নিজের গাঁয়ে গুলি লাগে।'

সূত্রের খবর, বসিরহাটের পুলিস গুলি-কাণ্ডে ৪১ জনকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পুলিসকে খুন করার চেষ্টার অভিযোগ ও অস্ত্র উদ্ধার মামলায় অভিযোগ রুজু করেছে বসিরহাট থানার পুলিস। তাঁদের থেকে তিনটি ধারালো অস্ত্র, দুটি বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত একচল্লিশ জনকে মঙ্গলবার বসিরহাট মহকুমা তোলা হয়েছিল।এই ঘটনার কথা স্বীকার করে নিয়ে পুলিস সুপার জানান, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত চলছে। আমাদের একজন কনস্টেবল আহত। 


এদিকে, তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতির অপসারণ চেয়ে পথে নামেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। পাশাপাশি অভিযুক্ত সিরাজুল বেসের শাস্তির দাবিতে পথে নামেন শাসক দলের কর্মী-সমর্থকরা। অপরদিকে, ধৃতদের 'বিনা দোষে' গ্রেফতার করা হয়েছে। এই অভিযোগ তুলে তাঁদের মুক্তির দাবিতে বসিরহাট থানার সামনে জড়ো হয়েছিলেন অভিযুক্তদের পরিবার। থানা ঘেরাওয়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হলে লাঠিচার্জ করে জমায়েত হটিয়েছে বসিরহাট জেলা পুলিস।

one year ago
Firing: ডায়মন্ড হারাবারে অভিষেকের সভাস্থলের ৩০০ মিটার দূরে গুলি, বিয়েবাড়িতে ঢুকে তাণ্ডব

ডায়মন্ড হারাবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার থেকে ৩০০ মিটার দূরে চললো গুলি (Firing)। কপাটহাট এলাকায় এক বিয়েবাড়িতে চলেছে গুলি। ঘটনায় স্বাভাবিক কারণেই চাঞ্চল্য ছড়িয়েছে কপাটহাটে (Diamond Harbour)। পুলিস সূত্রে জানা গিয়েছে, কপাটহাট মোড়ে একটি অনুষ্ঠান বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। সেই সময় এক মদ্যপ যুবক বিয়ে বাড়িতে ঢুকে শূন্যে গুলি চালায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিয়েবাড়ির অন্যরা।

গুলি চালিয়ে এলাকা থেকে চম্পট দেয় মদ্যপ যুবক। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করে উত্তেজনা স্বাভাবিক করা হয়েছে। এই ঘটনায় বাপ্পা গায়েন নামে একজনকে আটক করেছে পুলিস। স্থানীয়রা জানান, দু‌ই হা‌তে দু‌টি বন্দুক নি‌য়ে ঢো‌কে অভিযুক্ত। মদ্যপ অবস্থায় প্রশ্ন ক‌রে, তাঁর প‌রিবার‌কে কেন নিমন্ত্রণ করা হয়নি বিয়েতে। এরপরেই আচমকা শূন্যে গু‌লি ছু‌ড়ে পালায় সে।

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে পুলিসি ব্যস্ততার সুযোগ নিয়েই এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। কে এই বাপ্পা এবং কন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তদন্ত করে দেখছে পুলিস।

one year ago
Crime: রাজস্থানে শোরগোল! স্কুলের মধ্যেই সপ্তম শ্রেণির ছাত্রকে গুলি, অভিযুক্ত নবমের পড়ুয়া

আজকাল আগ্নেয়াস্ত্র (Gun) থাকা যেন কোনও ব্যাপারই নয়। ছোট থেকে বড় সকলের কাছেই এখন আগ্নেয়াস্ত্র। এমনকি স্কুল ছাত্রের (School Student) কাছেও। আর তার পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, তা শুক্রবারে রাজস্থানের (Rajasthan) ঢোলপুরের ঘটে যাওয়া ঘটনা থেকে স্পষ্ট।

স্কুলের মধ্যে চলল গুলি। আর এই ঘটনায় অভিযুক্ত নবম শ্রেণির এক ছাত্র। এই গুলি চলার ঘটনায় আহত সপ্তম শ্রেণির এক ছাত্র।  জানা গিয়েছে, অভিযুক্ত ওই কিশোর সপ্তম শ্রেণির ছাত্রকে লক্ষ্য করে গুলি চালায়। ঢোলপুর জেলার মৌরলি গ্রামের ওই সরকারি স্কুলের ঘটনায় রীতিমতো আতঙ্ক। আহত ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, স্কুলের মধ্যে বন্দুক এলো কোথা থেকে? একজন স্কুল ছাত্র বন্দুকটি পেল কীভাবে? এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

ইতিমধ্যে আহত ছাত্রের পরিবার, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কী নিয়ে ওই দুই ছাত্রের মধ্যে ঝামেলা তা জানার চেষ্টা করছে। ঝামেলার জেরে এত বড় দুর্ঘটনা? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিস।

2 years ago


Shootout: নৈহাটিতে ভরসন্ধ্যায় প্রকাশ্যে চলল গুলি, ফাটল বোমাও, মৃত ১, আহত ২

ফের শুটআউটের (shootout) ঘটনা। নরেন্দ্রপুরের পর এবার নৈহাটির (Naihati) শিবদাসপুর। শনিবার শিবদাসপুরে ভরসন্ধ্যায় চলে গুলি, ফাটে বোমা (bomb)। আহত (injured) হয় অন্তত তিনজন। আহতদের তড়িঘড়ি কল্যাণীর হাসপাতালে (hospital) পাঠানো হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তবে উত্তেজনা রবিবার আরও একধাপ বাড়ে। আহত জাকির হোসেনের মৃত্যু হয় চিকিৎসাধীন থাকাকালীনই। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

জানা যায়, ঘটনায় তিনটি গুলি লাগে জাকির হোসেন নামে এক ব্যক্তির। তবে রবিবার সকালে তাঁর এবং অন্য আরও একজন ইউসুফ আলি মণ্ডলের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর ছিল। তবে ব্লক সভাপতির দাবি, আহতরা তৃণমূল কর্মী। সকাল হলেও এলাকা এখনও থমথমে। পুলিসি টহল চলছে। পুলিস সূত্রে খবর, অভিযুক্তরা কেউ এখনও ধরা পড়েনি। আতঙ্কিত এলাকাবাসী। এদিকে, জমিজমা নিয়ে ঝামেলার জেড়েই হামলা বলে জানাচ্ছেন আক্রান্তের দাদা বাবলু মণ্ডল।

পরিবার সূত্রে খবর, জাকির হোসেন মণ্ডল আপাতত চিকিৎসাধীন কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের সিসিইউতে। শনিবার এ পজেটিভ চার বোতল রক্ত লেগেছিল তাঁর। এরপর ফের চার বোতল রক্তের প্রয়োজন বলে জানিয়েছিল চিকিৎসকরা। সেই রক্ত বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে অবশেষে পরিবারের লোকজনদের ছুটে যেতে হয় কলকাতায়। রবিবার সকালে সেই চার বোতল রক্ত বরফ দিয়ে আনা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে, এমনটাই জানালেন তার পুত্র বাকিবুল্লা মণ্ডল।

অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ চার ঘণ্টা হাসপাতালে ওটি চলার পর শরীর থেকে তিনটি গুলি বের করা হয়। রাত একটা কুড়ি নাগাদ হাসপাতালের সিসিইউতে দেওয়া হয় তৃণমূল কর্মী জাকির হোসেনকে।

2 years ago
Shootout: ভাটপাড়ায় এসিপি অফিসের সামনে তৃণমূল যুবনেতাকে লক্ষ্য করে চলেছে গুলি

আবারও জগদ্দলে (Jagaddal) চললো গুলি। তৃণমূল যুবনেতা রাজ পাণ্ডেকে লক্ষ্য করে চলে গুলি। বারবার এই এলাকাতে এমন শুটআউটের (shootout) ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে জগদ্দল থানার পিছনে এবং এসিপি অফিসের সামনে তিন শুকিয়া লাইনে কালীপুজোর (kali pujo) তদারকি করছিলেন যুবনেতা রাজ। অভিযোগ, সেই সময় তিনজন দুষ্কৃতী বাইকে করে চেপে ঘটনাস্থলে আসে। এরপর হঠাত্ই রাজের মাথায় বন্দুক ঠেকায়। সেই সময় যুবনেতা হাত দিয়ে বন্দুক সরিয়ে দিলে তাঁর হাতে গুলি লাগে। রাজের সঙ্গে থাকা অন্যান্য সঙ্গীরা ঘটনাস্থলে ছুটে আসতেই দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়, এমনটাই জানিয়েছে প্রতক্ষ্যদর্শীরা।

স্থানীয় সূত্রে খবর, প্রথমে রাজ পাণ্ডেকে উদ্ধার করে ভাটপাড়ার ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের স্থানান্তরিত করা হয়। তবে ঘটনার পর জগদ্দল থানার পিছনে এবং এসিপি অফিসের সামনে এই ধরনে দুঃসাহসিক ঘটনা ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

2 years ago


Thailand: তাইল্যান্ডের বেবি ডে কেয়ারে এলোপাথারি গুলি, নিহত ২২ শিশু-সহ অন্তত ৩৪

তাইল্যান্ডের (Thailanad Firing) এক বেবি ডে কেয়ারে এলোপাথাড়ি গুলি। শিশু-সহ নিহত কমপক্ষে ৩৪ জন। এই ঘটনার পর আত্মঘাতী হয়েছেন আততায়ী। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহতদের মধ্যে ২২ জন শিশু (Child Death)। পুলিসের এক মুখপাত্র জানান, তাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদশে এক ক্রেশে হামলা চালানো হয়েছে। হামলায় জখম হয়েছেন আরও অনেকে।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার তাইল্যান্ডের এক চাইল্ড ডে কেয়ার সেন্টারে গুলি চালান প্রাক্তন এক পুলিসকর্তা। পুলিস সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের কোপান বন্দুকবাজ। তবে কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়।

তাইল্যান্ডের নং বুয়া লম্ফু শহরে এই হামলা হয়েছে। বিবিসি সূত্রে দাবি, সম্প্রতি ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়। তার জেরেই এই হামলা কিনা, খতিয়ে দেখবে প্রশাসন। 

2 years ago
Patna: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চললো গুলি- দেদার পাথরবাজি

রবিবার স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পাটনা বিশ্ববিদ্যালয়ের (Patna University) তিন ছাত্র। এরপর বুলেটবিদ্ধ হয়েছেন তিন জনই। পুলিস জানিয়েছে, উভয়পক্ষ থেকেই কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে।  যদিও পড়ুয়ারা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁরা গুলি চালাননি।

ঘটনাটি ঘটেছে, পাটনা বিশ্ববিদ্যালয়ের অধীনে আম্বেদকর হস্টেলের পড়ুয়া এবং সুলতানগঞ্জ এলাকার স্থানীয়দের মধ্যে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়। দু'পক্ষই দুটি এফআইআর দায়ের করে।

স্থানীয় বাসিন্দা ও আম্বেদকর হস্টেলের ছাত্রদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপর ঝগড়া এমন পর্যায়ে পৌঁছয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ  বেঁধে যায়। এরপর পাথর ছোড়াছুঁড়ি শুরু হয়, তারপর গুলি।

ছাত্রাবাসের গুলিবিদ্ধ তিন পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাটনার এসএসপি মানবজিৎ সিং ধিলোন বলেছেন, ঘটনাস্থলে পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করছে। তিনি বলেন, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

2 years ago
Hooghly: হাসপাতালে গুলি চালনার ঘটনা, চুঁচুড়াজুড়ে তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার

শনিবার রাতে চুঁচুড়া থানার পুলিস (police) কোদালিয়া মনসাতলায় হানা দিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র (firearm)-সহ গুলি ও বিস্ফোরক (Explosive) উদ্ধার করেছে। ঘটনায় গ্রেফতার (arrest) করা হয়েছে ৮ জন দুষ্কৃতীকে। হুগলির (Hooghly) কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে ইমামবাড়া হাসপাতালে (hospital) গুলি করে প্রাণে মারার চেষ্টার পর নড়েচড়ে বসল চন্দননগর পুলিস। টোটন বিশ্বাসকে এসএসকেএম (SSKM) থেকে চুঁচুড়া আদালতে (court) নিয়ে যাওয়ার সময় টোটন বাহিনী প্রিজন ভ্যানের পিছু নেয়। ঘটনায় ইতিমধ্যেই ডানকুনিতে ৩৯ জনকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ধৃতদের মধ্যে রয়েছে টোটনের ভাই রূপচাঁদ। তাদের জেরা করে পুলিস আরও কিছু দুষ্কৃতীদের সন্ধান পায়। 

চুঁচুড়ার রবীন্দ্র নগর এলাকায় বাড়ি টোটনের। এক সময় সেই এলাকায় নিজের সাম্রাজ্য চালাত টোটন। তাঁর সঙ্গীরা গ্রেফতার হতেই গ্যাং-এর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। কোদালিয়াতেও আশ্রয় নেয় কয়েকজন। এই খবর পেতেই গতকাল রাতে মনসাতলায় সুকুমার মাঝি ওরফে সুকুর বাড়িতে হানা দিয়ে পুলিস আটজনকে গ্রেফতার করে। ২০টি আগ্নেয়াস্ত্র তার মধ্যে ৯ এমএম, পিস্তল পাইপ গান উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয় তিনটি ফাঁকা ম্যাগাজিন ও ২০৭ রাউন্ড কার্তুজ। ২ কেজি বিস্ফোরকও উদ্ধার করে পুলিস।

পুলিস সূত্রে খবর, হীরালাল পাশোয়ান (ওরফে হিরুয়া), সুজিত মণ্ডল, সোমনাথ সরদার (ওরফে জিতু), বিকাশ রাজভর, রবি পাশোয়ান(ওরফে রবিয়া), নীল পাশোয়ান, সুকুমার মাঝি ও সৌমিত্র কর্মকার (ওরফে ফাটা) মোট এই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের রবিবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে টোটনকে যখন চন্দননগর পুলিস গ্রেফতার করে, তখন তার কাছ থেকে কারাবাইনের মত আধুনিক অস্ত্র সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। তবে টোটনকে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বাবু পাল সহ পাঁচজনকে আগেই গ্রেফতার করে পুলিস।

2 years ago