Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Everest

Nepal: মাউন্ট এভারেস্টের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার, মৃত ৬

ফের নেপালে (Nepal) ভয়াবহ বিমান দুর্ঘটনা (Helicopter Crash)। এক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক হেলিকপ্টার দুর্ঘটনার খবর জানা গেল মঙ্গলবার। সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার অন্তত ৬ জন যাত্রী নিয়ে কপ্টারটি ভেঙে পড়েছে। যাত্রীদের মধ্যে পাঁচজন বিদেশি, তাঁরা মেক্সিকান বলে জানা গিয়েছে। মাউন্ট এভারেস্টের (Mount Everest) কাছে দুর্ঘটনাটি ঘটে।

কাঠমান্ডুর একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কপ্টারটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ মানাং থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ১৫ মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কপ্টারটির সঙ্গে। জানা গিয়েছে, হেলিকপ্টারটি সার্কে থেকে সোলুখুম্বুতে আসছিল। এরপর নেপালের সোলুখুম্বু জেলার লিখুপিকে গ্রামীণ এলাকা লামজুরায় সেটি ভেঙে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রথমে জানা গিয়েছিল, নেপালের এক কপ্টার মাঝ আকাশে উধাও হয়ে যায়। ১০ টা ১৫ মিনিটের দিকে হঠাৎ সেটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই কপ্টারটির সন্ধানে তল্লাশি শুরু হয়। বেলা গড়াতেই এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেই কপ্টারটির ধ্বংসাবশেষ লামজুরার চিহন্ডায় পাওয়া গিয়েছে বলে খবর। পাঁচ জন যাত্রী ও একজন ক্যাপ্টেন সহ ৬ জনেরই মৃত্যু হয়েছে ও তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিস সূত্রে খবর, প্রাথমিক অনুমান করা হয়েছে যে, পাহাড়ের গায়ে ধাক্কা খেয়েই কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় ও ভেঙে নীচে পড়ে যায়। আর এতেই ৬ জনের মৃত্যু হয়।

10 months ago
Everest: দু'টি পা হারিয়েও সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়লেন নেপালের হরি

দুটো পা-ই হারিয়েছেন ১৩ বছর আগে, তবুও পৃথিবীর উচ্চতম শৃঙ্গ জয়ের স্বপ্ন হারিয়ে যায়নি মন থেকে। ফলে কৃত্রিম পা ও নিজের অদম্য ইচ্ছাশক্তির উপরে ভর করেই নেপালের হরি বুধা মাগার (Hari Budha Magar) নামের এক ব্যক্তি জয় করলেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের (Mount Everest) চূড়া। জানা গিয়েছে, ৪৩ বছরের হরি বুধা মাগার ব্রিটিশ-গোর্খা বাহিনীর প্রাক্তন সেনা জওয়ান। তাঁর এই কীর্তির পর নেপাল (Nepal) সরকার জানিয়েছে, প্রতিবন্ধকতা নিয়েও শুক্রবার এভারেস্টের শৃঙ্গ জয় করে এক ইতিহাস সৃষ্টি করেছেন হরি বুধা মাগার। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এভারেস্টের চূড়া জয়ের মত বিরল ঘটনা এর আগে কখনও ঘটেনি।

View this post on Instagram

A post shared by Hari Budha Magar (@hari_budha_magar)

সূত্রের খবর, ২০১০ সালে আফগানিস্তান যুদ্ধে এক বিস্ফোরণের সময় তিনি তাঁর দুটো পা-ই হারিয়েছেন। তবে তাতে থেমে থাকেননি তিনি। তাঁর মনের মধ্যে বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয় করার অদম্য ইচ্ছা ছিল। কৃত্রিম পায়ের উপর ভর করেই তাঁর স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু এরপরেই বাধা হয়ে দাঁড়ায় নেপালের নিয়ম। সেদেশের নিয়ম ছিল, অন্ধ কিংবা দু'টিই কৃত্রিম পায়ের পর্বতারোহীরা এভারেস্ট অভিযান করতে পারবেন না। ফলে ২০১৮ সালে মাউন্ট এভারেস্ট অভিযানের পরিকল্পনা করেও পিছিয়ে আসতে হয় প্রাক্তন গোর্খা জওয়ানকে। কিন্তু সে বারও হাল ছাড়েনি তিনি। নেপাল সরকারের এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন হরি। তাঁর পক্ষেই রায় দেয় নেপালের শীর্ষ আদালত। এরপরই তিনি তাঁর স্বপ্ন বাস্তবে পরিণত করে এক নজির গড়লেন।

11 months ago
Piyali: এভারেস্ট, অন্নপূর্ণার পর মাউন্ট মাকালু জয় বাংলার কন্যা পিয়ালীর

বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (Mount Makalu) জয় করলেন পিয়ালি বসাক (Piyali Basak)। হুগলি চন্দননগরের মেয়েটি কয়েকমাস আগেও একবার চেষ্টা করেছিলেন ওই শৃঙ্গ অভিযানে। বাবার অসুস্থতার কারণে ফিরে এসেছিলেন। ফের তাঁর জেদ ও সংকল্প তাঁকে বড় সাফল্য এনে দিতে সহায়তা করেছে। এভারেস্ট ও লোৎসে জয়ের পরে এবার এই শৃঙ্গ জয় করে মুকুটে নয়া পালক যোগ করলেন এই অভিজ্ঞ পর্বতারোহী। ১৭ মে সকালেই পিয়ালি মাউন্ট মাকালুর শৃঙ্গ স্পর্শ করেছেন।

৯ ই মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যেই চন্দননগরের বাড়ি থেকে বেরিয়েছিলেন বঙ্গতনয়া। ১৭ এপ্রিল সোমবার গায়ে জ্বর নিয়েই অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ অভিযান করেছিলেন তিনি। কিন্তু পরে তিনি জানতে পারেন, বাবা অসুস্থ, পিয়ালি ফিরে আসেন বাড়িতে।

সব থেকে বড় বিষয় হল, পিয়ালির জেদ, একরোখা মনোভাব। ২৪ এপ্রিল বাড়ি ফিরে এসে তিনদিনের মধ্যেই তিনি রওনা হন মাকালুর উদ্দেশে। মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছিলেন। ফের আরও একটি আট হাজারি শৃঙ্গ জয় করে তিনি নজির গড়লেন। ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন তিনি। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট আরোহন করেছিলেন। তার ঠিক পরেই লোৎসে সামিট করেন। এবারও পিয়ালি প্রমাণ করলেন তিনি থেমে থাকার মেয়ে নন।

12 months ago


Everest: মাত্র ৬ বছর বয়সে এভারেস্ট বেস ক্যাম্পে চড়ে নজির গড়ল পুনের আরিষ্কা

এভারেস্টের (Everest) চূড়া ছোঁয়ার স্বপ্ন প্রায় সবারই থাকে। এবারে এই স্বপ্নের অনেকটা কাছে পৌঁছল এক ৬ বছরের খুদে। অবাক হচ্ছেন তো, তবে এটাই সত্যি। এই খুদের নাম আরিষ্কা লাদ্ধা (Arishka Laddha)। সে পুনেতে থাকে। আরিষ্কা ভারতের কনিষ্ঠতম এভারেস্ট বেস ক্যাম্প আরোহী হিসাবে রেকর্ড গড়ে তুলেছে। ১৭ হাজার ৫০০ ফুটেরও বেশি উচ্চতায় উঠে সে এই নজির গড়েছে। ফলে এই একরত্তি পুরো ভারতের জন্য এক অনুপ্রেরণা।

জানা গিয়েছে, এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতায় যাওয়ার পথে তার সঙ্গী ছিল তার মা ডিম্পল লাদ্ধা। ছোট্ট আরিষ্কা জানিয়েছেন, তার এই যাত্রা পথে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তাদের মাইনাস ৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে দিয়ে যেতে হয় এভারেস্টের বেস ক্যাম্পে। এরপর ঠান্ডা থেকে বাঁচতে তাদের ৭-৮ লেয়ারে জামা-কাপড় পরতে হয়েছিল। আরও জানা গিয়েছে, তাদের ১৭ হাজার ৫০০ ফুটে চড়তে প্রায় ১৫ দিন সময় লেগেছিল।

আবিষ্কার এই অভিজ্ঞতার ব্যাপারে তাকে জি়জ্ঞাসা করা হলে সে বলে,'আমি খুব খুশি। খুব ঠান্ডা ছিল সেখানে। আমি এভারেস্ট সামিট ছুঁতে চাই।' তার মা ডিম্পল জানিয়েছেন, তার মেয়ে ছোট থেকেই সাইকেলিং, ট্রেকিং,দৌড়নো ইত্যাদির সঙ্গে যুক্ত। এটা তাঁরই পরিকল্পনা ছিল তাঁর মেয়েকে এভারেস্ট বেস ক্যাম্পে নিয়ে যাওয়ার। আরিষ্কার বাবা কৌস্তভ বলেন, 'আরিষ্কা ভারতকে গর্বিত করেছে। আমি সবসময় তার পাশে আছি।'


12 months ago
Piyali: মাকালু-অন্নপূর্ণা কৃত্রিম অক্সিজেন ছাড়া জয় করতে চান এভারেস্টজয়ী পিয়ালী

মনি ভট্টাচার্য: পাহাড় যেমন সুন্দর তেমন মৃত্যুফাঁদও বটে, সবাই নিশ্চয় ভাবছেন, পাহাড়কে মৃত্যুফাঁদ কেন বলছি? এ পৃথিবীতে ৮ হাজারী পাহাড়ের সংখ্যা মোট ১৪টি। আর এই চূঁড়ায়  চড়তে গিয়ে জানি না কত মানুষের মৃত্যু হয় প্রতি বছর। কিছু আমরা খবর পাই, কিছু পাই না। এ পৃথিবীর ১৪টি ৮ হাজারী পাহাড়ের ৭টিই নেপালে (Nepal)। এবার সেই নেপালের দুটি অন্যতম শৃঙ্গ অভিযানে বেড়িয়েছেন বাঙালি পর্বতারোহী পিয়ালী (Piyali Basak) বসাক। পিয়ালী পৃথিবীর উচতম শৃঙ্গ এভারেস্ট (৮৮৪৮মি) বিনা অক্সিজেনে জয় করে পৃথিবীতে নজির গড়েছেন। তিনিই প্রথম বাঙালি যিনি কৃত্রিম অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয় করেছেন। পিয়ালী অবশ্য বলেন, 'এভারেস্ট অভিযানের শেষ ১০০ মিটারে অক্সিজেন প্রয়োজন হয়েছিল।' এবার তিনি নেপালের এই দুইটি আট হাজারী শৃঙ্গ, কৃত্রিম অক্সিজেন ছাড়া জয় করবেন, এমন লক্ষ্য নিয়ে রওনা হয়েছেন বলেই খবর। পিয়ালীর পরিবার সূত্রে খবর, এই মাস অর্থাৎ মার্চের ১৬ তারিখ তিনি রওনা দিয়েছেন।


তিনি নেপালের মাউন্ট মাকালু এবং নেপালের মাউন্ট অন্নপূর্ণা সামিট অভিযানে বেড়িয়ে পড়েছেন। নেপাল-তিব্বত বর্ডার রিজিয়নের পাহাড় হলো মাউন্ট মাকালু, যার উচ্চতা ৮৪৬৩ মিটার। মাকালু অভিযানকে কাঠিন্যের বিচারে ৪-ই গ্রেড করা হয়েছে (আল্পাইন গ্রেডিং লিঙ্ক)। এই অভিযান শুরু করার আগে পর্বতারোহীদের উপযুক্ত এবং শক্তিশালী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মাকালু বিশ্বের সবচেয়ে কঠিন পর্বতগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। মাকালু অভিযান কঠিন, কারণ পর্বতটি তার খাড়া পিচ এবং ছুরির ধারের শিলাগুলির জন্য কুখ্যাত।


নেপালের মাকালু শিখর বিশ্বের পঞ্চম সবচেয়ে বিপজ্জনক। একটি আন্তর্জাতিক রিসার্চ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখনও অবধি ২৩৪ জন আরোহীর মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে এই শিখরে পৌঁছতে। নাসার তথ্য অনুযায়ী, সাধারণত মাউন্ট মাকালুর সামিটের পথে, চতুর্থ শিবির থেকে মাউন্ট মাকালুর সামিট পর্যন্ত, প্রায় ৬০% পর্বতারোহী এই অংশে অক্সিজেন ব্যবহার করেন। এবার এই যাত্রা অক্সিজেন ছাড়াই চেষ্টা করবেন বলে জানিয়েছেন পিয়ালী। 

মাকালুর প্রসঙ্গে আমাদের প্রতিনিধিকে বুধবার পিয়ালী বলেন, 'মাকালু খুবই ভয়ানক শৃঙ্গ। মাউন্ট অন্নপূর্ণা থেকে নেমে তিনি মাউন্ট মাকালুর জন্য যাত্রা শুরু করবেন। সব ঠিক থাকলে এপ্রিলের ২৬ তারিখ থেকে মে মাসের ১৪ তারিখের মধ্যে তিনি মাকালু অভিযান সেরে ফেলবেন।'


এছাড়া তাঁর তালিকায় রয়েছে, পৃথিবীর দশম শৃঙ্গ ,উত্তর-মধ্য নেপালের মাউন্ট অন্নপূর্ণা (৮০৯১ মি)। অন্নপূর্ণা হিমালয়ের একটি অংশ যা অভিযানের দিক থেকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বতমালার মধ্যে রয়েছে। নাসার তথ্য অনুযায়ী, ৬০টিরও বেশি প্রাণহানি এবং মৃত্যুর হার ৩২%-সহ এই পর্বত ৮০০০ মিটারের উপরে যেকোনও পর্বতের চূড়ার অনুপাতে সর্বোচ্চ প্রাণঘাতী। পর্বতটি নেপালে গন্ডকী নদীর পূর্বদিকে ৫৫-কিলোমিটার (৩৪ মাইল) রিজ বরাবর অবস্থিত। যা বিশ্বের গভীরতম নদী গিরিগুলির মধ্যে একটি খোদাই করেছে।

এটি একটি উচ্চঝুঁকিপূর্ণ তুষারপাত-প্রবণ এলাকা যেখানে কিছুটা প্রযুক্তিগত অসুবিধাও রয়েছে। এই অভিযানে উচ্চতায় গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা হাটতে হবে দুর্গম পথে। কিছু দিন ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে।

সিএন ডিজিটালের তরফে পিয়ালীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি আমাদের জানান, 'এই অভিযানে খরচ প্রায় ৩১ লক্ষ টাকা, সেই টাকার মধ্যে ১৪ লক্ষ টাকা এখনও জোগাড় হয়েছে।' তিনি এদিন আরও জানান, 'প্রথমে তিনি মাউন্ট অন্নপূর্ণার জন্য যাত্রা শুরু করবেন, অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে তিনি অন্নপূর্ণা সামিটের উদ্দেশে ১২-ই এপ্রিল যাত্রা শুরু করবেন এবং এই যাত্রা শেষ করবেন বা শেষ করার চেষ্টা করবেন এপ্রিলের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যেই।' বুধবার তিনি সিএন ডিজিটালকে বলেন, 'অন্নপূর্ণার এই ১২ থেকে ১৫ দিনের যাত্রায় রোজ গড়ে ১০ থেকে ১২ কিমি হাটতে হবে।'


বুধবার পিয়ালীর পরিবার সূত্রে জানা যায়, পিয়ালীর বাবা তপন বসাক অসুস্থ হয়ে শয্যাশায়ী, তিনি ব্রেন স্ট্রোক আক্রান্ত। চন্দননগর, কুমারপাড়ার বাসিন্দা পিয়ালী। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে  স্নাতক হয়ে, বর্তমানে পেশায় কানাইলাল বিদ্যামন্দিরের শিক্ষক তিনি। পিয়ালী মাউন্ট এভারেস্ট (৮৮৪৯মি) ২০২২ সালের মে মাসে, মাউন্ট ধৌলাগিরি পর্বত (৮১৬৭ মি) ২০২১ সালের অক্টোবর মাসে, মাউন্ট মাসানলু পর্বত (৮১৬৩মি) ২০১৮-তে জয় করে রেকর্ড গড়েছেন। এভারেস্ট থেকে ফেরার পর অর্থসংকটে পড়েছিলেন পিয়ালী, সেসময় বেশ কিছু সংস্থা তার পাশে দাঁড়ান, ফলে পিয়ালী সেসময় উপকৃত হয় বলে জানিয়েছে তাঁর পরিবার। নেপাল রিজিয়নের এই দুটি পাহাড় চড়তে অনেক খরচ হবে বলে জানিয়েছে পরিবার। এই অভিযানে যাওয়ার আগেও অর্থ সংকটে পড়েন তিনি।

এবার বাঙালি এই পাহাড় অভিযাত্রীর পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী পিয়ালীকে ৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেন। মঙ্গলবার পিয়ালী, তার ফেসবুক ওয়ালে প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানিয়ে পোস্টও করেছেন। এবিষয়ে পিয়ালীর বোন তমালি বসাক বলেন, 'দিদির এই সাফল্যে আমার ভীষণ আনন্দই হচ্ছে।' যদিও পিয়ালী এদিন বলেন, '৩১ লক্ষের মধ্যে ১৪ লক্ষ টাকা জোগাড় হয়েছে। বাদবাকি টাকা কী ভাবে জোগাড় হবে সেটা এখনও জানি না।' এদিন তিনি বিভিন্ন সংস্থাকে তাঁর পাশে দাঁড়ানোর জন্য আর্জিও করেন।


চন্দননগরে পিয়ালী স্থানীয় চন্দননগর ব্যায়ামাগার নামক একটি ক্লাব, একটি ক্যারাটে ক্লাবের সঙ্গে যুক্ত, ওই ক্লাবের এক সদস্য দেবাশীষ মিত্র পিয়ালীর পরিবার বেশ ঘনিষ্ঠ। পিয়ালীর এই ৮ হাজারী অভিযান নিয়ে, ট্রেকার দেবাশীষ মিত্র বলেন, 'চন্দননগরবাসী হিসেবে আমরা চাই পিয়ালী সফল হোক, ওর মধ্যে একটা অদ্ভুত গুণ আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যতই উপরে যায় পিয়ালী, ওর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা সবার মত কমে না, একই থাকে। ও সফল হবেই।'

one year ago


Avalanche: উত্তরকাশী তুষারধসে মৃত এভারেস্টজয়ী সবিতা, উসকে দিলেন ছন্দা গায়েনের স্মৃতি

উত্তরাখণ্ডের উত্তরকাশী তুষারধসের (Uttar Kashi Avalanche) ঘটনায় মৃত এভারেস্টজয়ী পর্বতারোহী সবিতা কাঁসওয়াল (Sabita Kanswal)। দ্রৌপদী কা ডাণ্ডার সামনে হওয়া এই বিপর্যয়ে এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে সবিতার দেহ। উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের (নিম) (NIM) অধ্যক্ষ কর্নেল অমিত বিস্ট সবিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এই পর্বত আরোহণ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ছিলেন দুই সপ্তাহের ব্যবধানে মাউন্ট এভারেস্ট (MT Everest) এবং মাউন্ট মাকালু আরোহণ করা সবিতা। এই সাফল্য তাঁর ঝুলিতে জাতীয় রেকর্ড এনে দিয়েছিল।

সবিতার মৃত্যু মনে করিয়ে দিয়েছে অপর এক মাউন্ট এভারেস্টজয়ী পর্বতরোহী ছন্দা গায়েনকে। কাঞ্চনজঙ্ঘা আরোহণের পর ইয়াংপুং কাং শৃঙ্গ জয়ের পথে নিখোঁজ হয়ে যান ছন্দা গায়েন। এখনও পর্যন্ত তাঁর দেহ উদ্ধার হয়নি। মনে করা হয়েছিল তিনিও তুষার ঝড়ের কবলে পড়েছিলেন। এদিকে, ছন্দার ঝুলিতেও এভারেস্ট ও লোৎসে শৃঙ্গ জয়ের সাফল্য রয়েছে।

জানা গিয়েছে গাড়োয়াল হিমালয়ের দ্রৌপদী কা ডাণ্ডা শৃঙ্গ জয় করে ফেরার পথে প্রাকৃতিক বিপর্যয়ে মুখে পড়ে ৪১ জনের পর্বত আরোহীর দল। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকাহত সবিতার গ্রাম। ২০১৩ সালে নিম থেকেই পর্বত আরোহণের বেসিক এবং অ্যাডভান্স কোর্স করেন সবিতা। তারপর সেই প্রশিক্ষণ কেন্দ্রেই প্রশিক্ষক পদে যোগ দিয়েছিলেন তিনি।

2 years ago