Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

EDRaid

ED: হাজার কোটির সাইবার প্রতারণার অভিযোগে শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি

ফের শহরে ইডি হানা। সাইবার প্রতারণা মামলায় একাধিক জায়গায় কেন্দ্রীয় এই এজেন্সি অভিযান চালাচ্ছে বলে খবর। এই মামলায় ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছে এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা কুণাল গুপ্তা। মামলায় চার্জশিটও পেশ করা হয়। এবার কুণাল গুপ্তার আরও কিছু সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা।

জানা গিয়েছে, হাজার কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি। বেনিয়াপুকুরের একটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, এই মামলায় কোনওরকম হাওয়ালা যোগ রয়েছি কি না, বা সাইবার প্রতারণায় কারা কারা লাভাবান হয়েছেন, সেই সমস্ত দিকগুলিও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি বুধবার সকালে বাগুইআটিতে গৌতম গুপ্তার বাড়িতেও যায়।

উল্লেখ্য, সোমবার গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের বোলপুরের কার্যালয়ে হানা দেয় ইডি। ওই কার্যালয়েই বসতেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, সে বিষয়ে নিচুপট্টির ওই অফিসে হানা দেয় ইডি। বোলপুরের বিএলআরও অফিসে যান আধিকারিকরা। সেখানে তাঁরা বিএলআরও-র সঙ্গে কথা বলেন।

2 months ago
ED: একযোগে ৩ জায়গায় ইডির অভিযান, ২ টি জুটমিল এবং মালিকের বাড়িতেও ইডি

মঙ্গলবার সকাল থেকেই একাধিক তল্লাশি অভিযানে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ডেল্টা জুটমিল প্রাইভেট লিমিটেড এবং ওড়িশা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ভুয়ো ডিরেক্টর পদের নিয়োগের তল্লাশিতেই মঙ্গলবার ইডির তল্লাশি অভিযান। ইডির অভিযান চলল জুটমিলের মালিকের বাড়িতেও। এছাড়াও ইডি সূত্রে খবর, এর আগে এখানকার অবসরপ্রাপ্ত শ্রমিকদের প্রায় ২১ কোটি টাকা পিএফ দেওয়া হয়নি বলে একটি জনস্বার্থ মামলার তদন্তের ভিত্তিতেই মঙ্গলবারের এই তল্লাশি অভিযান।

এছাড়াও এদিন ইডির অভিযান চলল জুটমিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালা বাড়ি ২/১ ব্রাইট স্ট্রিট, বালিগঞ্জেও। সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকেই চলে ইডির অভিযান এবং জিজ্ঞাসাবাদ পর্ব।

প্রসঙ্গত, হাওড়া ডেল্টা জুট মিলে দীর্ঘদিন ধরে পিএফ এর টাকা না পাওয়ার কারণে এসএফআইও-এর পক্ষ থেকে জনস্বার্থে একটি মামলা করা হয়। সেই মামলার তদন্তভার গিয়ে পড়ে ইডির উপর। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল কোম্পানির  পাঁচজন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সংস্থার আয় ব্যয় কার্যপ্রণালী সম্পর্কে জানতে হবে। মঙ্গলবার সেই তদন্তে নেমেই চলল ইডির জিজ্ঞাসাবাদ। এখন ইডির তদন্তে এই জট কবে কাটবে  এবং অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া পিএফ তাঁরা আদৌ পাবেন কি না সে উত্তর সময়ই বলবে।

2 months ago
ED Raid: প্রসন্নর অফিসে ইডির রাতভর তল্লাশি, ৫০০ দলিল ও ১০০-র বেশি এটিএম কার্ড উদ্ধার

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর হয়ে উঠেছে ইডি। বৃহস্পতিবার সকালে কলকাতার একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ইডি স্ক্য়ানারে এদিন ছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্নকুমার রায়। সূত্র মারফত খবর, তাঁর অফিসে রাতভর তল্লাশি চালিয়ে এক ট্রাঙ্ক ও ২ ট্রলি ব্যাগ ভর্তি নথি উদ্ধার করল ইডি।

ইডি সূত্রে আরও খবর, প্রসন্ন রায়ের অফিস থেকে ৫০০ টা দলিল উদ্ধার হয়েছে। ১০০ টারও বেশি এটিএম কার্ড উদ্ধার হয়েছে। প্যান কার্ড পাওয়া গিয়েছে ৭০টার মতো। এছাড়া গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে ইডি। উল্লেখ্য বিষয়, যে দলিলগুলো উদ্ধার হয়েছে, তা প্রসন্ন রায়ের অফিসে বেতনভুক কর্মীদের নামে রয়েছে। যাঁরা মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করেন, তাঁদের নামই বাড়ির দলিল তৈরি করেছিলেন প্রসন্ন রায়। সেই সমস্ত কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা। 

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২০২২ সালের অগাস্ট মাসে পরিবহন ব্যবসায়ী প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২০২৩-এর নভেম্বরে সুপ্রিম কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পান প্রসন্ন। জামিনের ৩ মাস পরেই ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির স্ক্যানারে এই প্রসন্ন রায়। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রসন্নর একাধিক ফ্ল্যাট ছাড়াও নিউটাউনের অফিস সহ মোট ৭ জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা।

3 months ago


ED raid: ইডি হানার খবর পেতেই তাপস-সুজিতের বাড়ি ঘিরে ফেলল পুলিস, ভিতরে ঢুকতে নিষেধাজ্ঞা

'ইডির রং-ডায়াল। উনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারে না। উনার থেকে কিছু পাওয়া যাবে না।' তাপস রায়ের উপর এতটাই আত্মবিশ্বাস রয়েছে প্রতিবেশী এক ব্যক্তির। শুক্রবার সাতসকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সকাল সাড়ে ৬ টা থেকে তল্লাশি চালানো শুরু হয়েছে তাঁদের বাড়িতে। শাসক দলের দুই হেভিওয়েট নেতার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশির খবর পেতেই পুলিস অফিসাররা পৌঁছে গিয়েছেন তাঁদের বাড়িতে। সুজিত বসুর বাড়িতে বিধাননগর কমিশনারেটের অফিসার ও তাপস রায়ের বাড়িতে কলকাতা পুলিসের আধিকারিকদের দেখা যায়।

বরানগর পুরসভায় এর আগেও অভিযানে এসেছে ইডি। চেয়ারম্যান অপর্ণা মৌলিককে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করে জমা নিয়েছে নথিও। এবার জানা যাচ্ছে, বরানগর পুরসভার সেসব নথি খতিয়ে দেখে তাতে তাপস রায়ের যোগ পেয়েছে ইডি। শুধু তাই না, অয়ন শীলের যে সংস্থার হাত ধরে পুর নিয়োগ দুর্নীতিতে একাধিক বেআইনি নিয়োগ হয়েছে, তাতেও তাপস রায়ের যোগ পেয়েছে ইডি, এমনটাই খবর। আর তাই এবার সরাসরি তাপস রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে হাজির ইডি। প্রিন্টার নিয়েও ঢুকতে দেখা যায় ইডির আধিকারিকদের।

ইডির আধিকারিকদের সঙ্গে রয়েছে নিরাপত্তা বাহিনী। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কলকাতা পুলিসের তরফ থেকেও চোখে পড়ল সক্রিয়তা। তাপস রায়ের বাড়ির সামনে পুলিসের এসিপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে মোতায়েন পুলিসবাহিনী। অবাঞ্চিত কোনও মানুষ বা তাপস রায়ের অনুগামীকে তাঁর বাড়ির সামনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, শুক্রবার ভোরে রাজ্যের দমকল মন্ত্রীর লেকটাউনের দুটি বাড়িতে ও তাপস রায়ের বাড়িতে ইডির হানার পাশাপাশি উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকেরা। এদিন ভোর সাড়ে ছটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পাঁচ ইডি অধিকারিকের একটি দল সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছয়। ইডি আধিকারিকদের পৌঁছনোর খবর পেয়ে প্রাক্তন পুর প্রধানের বাড়ির সামনে আসে দমদম থানার আধিকারিকেরা। যদিও তারা বাড়িতে প্রবেশ করতে পারেনি, রাস্তা থেকেই তাদের ফিরে যেতে হয়।

4 months ago
ED Raid: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির হানা, ১০-১২ টি জায়গায় চলছে তল্লাশি অভিযান

বুধবার সাত সকালে ফের ইডির (Enforcement Directorate) হানা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ও পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ গোটা নদিয়া জেলা জুড়ে চলছে ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান। এদিন ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে এই অভিযান। মোট ১০ থেকে ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

নিয়োগ দুর্নীতির টাকা যে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে তা আগেই আভাস পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই মতই শুরু হয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ নদীয়ার ফকির তলার হরি সাহা নামক এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর একটি টেক্সটাইলের কারখানা এবং একটি গম মিল রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে গম চালের বস্তা গুলি।ওই গম কল থেকে একটি ডাইরি পাওয়া গিয়েছে। সেটিও তারা এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছে।

ইডির স্ক্যানারে রয়েছে জিকে এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডে। এই কারখানাটির মালিক সুব্রত ঘোষ। তাঁর বাড়ি কলকাতার সল্টলেকে। সুব্রত ঘোষের শ্বশুরবাড়ি রয়েছে ফুলিয়াতে। সুব্রত ঘোষ ববি হাকিমের ঘনিষ্ঠ বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। এদিন শান্তিপুরের বাইপাস ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে জিকে এগ্রো ফুড লিমিটেডের রয়েছে রাইস মিল, পেট্রোল পাম্প সহ বেশ কয়েকটি ব্যবসা। সকাল থেকে সেখানে শুরু হয়েছে ইডি তল্লাশি। এর আগেও বিগত দিনে একবার ইডি তল্লাশি করেছিল এই রাইস মিলে। আজ আবার নতুন করে তল্লাশি শুরু হয়েছে। পুর দুর্নীতির টাকায় রাইস মিল তৈরি হয়েছে বলে অনুমান ইডির। এর আগেও যেমন গুরু পাচারের টাকা বীরভূমের অনুব্রতর একাধিক রাইস মিলে বিনিয়োগ করা হত। তেমনই পুর দুর্নীতির টাকা রাইস মিলে বিনিয়োগ আছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।

এছাড়াও নদিয়া জেলার হরিণঘাটার সাত শিমুলিয়ায় মর্ডান রাইস মিলে সকাল ৭:৩০টায় এসে পৌঁছয় ইডির আধিকারিকরা। এই রাইস মিলের বর্তমান মালিক বাকিবুর রহমান, বিনয় পাত্র, শহিদুল রহমান মন্ডল, শরিফুল মন্ডল। সূত্রের খবর, এই বাকিবুর রহমান নদিয়া-বর্ধমান সহ একাধিক জেলায় রাইস মিলের মালিক তিনি। একধারে ব্যবসায়ী অন্যদিকে প্রাক্তন এক মন্ত্রীর অতি ঘনিষ্ঠ এই বাকিবুর রহমান। এই বাকিবুরের উত্থানের পিছনে কি রয়েছে নিয়োগ দুর্নীতির কালো টাকা? তারই খোঁজে এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছেছে তাঁর রাইস মিলে। এই উত্থানের পিছনে কি রয়েছে  প্রাক্তন এক মন্ত্রীর হাত, সেটাও খতিয়ে দেখছে ইডি।

সূত্রের খবর অনুযায়ী, আজ ভোর পাঁচটার সময় নদীয়া জেলার কৃষ্ণনগরের জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া এলাকার বিশ্বজিৎ প্রামানিক বাড়িতেও ইডি হানা দেয়। জানা যায় কেন্দ্রের রেশন দুর্নীতি কাণ্ডে তার নাম জড়িয়ে ছিল।

7 months ago


Raid: বন্দুকের নলে সম্পত্তি দখল? শান্তনুর গেস্ট হাউসের তালা ভেঙে তল্লাশি ইডির

কেন্দ্রীয় বাহিনীর (ED RAID) ঘেরাটোপে বলাগড়ে শান্তনুর গেস্ট হাউসের তালা ভেঙে ঢুকলো ইডি, শান্তনুর বিপুল পরিমানে সম্পত্তির হদিশ। শান্তনুর বিরুদ্ধে বহু মানুষের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল পূর্বেই, এরপর দল থেকে বহিস্কার হওয়ার পর সামনে আসে কাটমানি না দেওয়ায় মারধরের অভিযোগ। জানা গিয়েছে, বালির মোড় সংলগ্ন এলাকায় শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দোপাধ্যায়ের নামে কয়েক বছর আগে ৩০ লক্ষ টাকায় কেনা হয় দোতলা একটি বাড়ি।

ইতিমধ্যেই শান্তনুর উপর থেকে হাত সরিয়েছে তৃণমূল (TMC), গ্রেফতারির দিন কয়েকের মাথায় দল থেকে বহিস্কার হয়েছেন তিনি। দল থেকে বহিস্কৃত হয়ে যাওয়ার পর সামনে এলো আরও ভয়ানক তথ্য, সিএন-কে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয়দের অভিযোগ, বন্দুকের নল দেখিয়ে বহু জমি ও বাড়ি দখল করে নিজের নামে করেও নিয়েছিলেন তিনি। চলতি মাসের ১১ তারিখই তাঁর বিলাসবহুল গেস্ট হাউসের খোঁজ মিলেছে বলাগড়ে। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ শান্তনুর গ্রেফতারির তিনদিন পর তিন জন দুষ্কৃতী বাইক করে শান্তনুর বলাগড়ের বাড়িতে আসে, এবং তাঁরা ওখানে আধ ঘন্টা কাটায় , স্থানীয়দের আরও অভিযোগ যে দুষ্কৃতীরা ওই বাড়ি থেকে শান্তনুর অনেক তথ্য ও নথি পাচার করেছে ,এছাড়া ব্যান্ডেলে সন্ধান মেলে শান্তনুর স্ত্রীয়ের নামে পেল্লায় বাড়ির। শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতেই একের পর এক তাঁর বিপুল সম্পত্তির হদিশ মিলছে। নামে-বেনামে একাধিক বাড়ি, ধাবা, রেস্টুরেন্ট, হোম স্টে, বাগান বাড়ি, ফ্ল্যাটের  সন্ধান মিলছে। ধীরে ধীরে সব সম্পত্তিতে অভিযান চালাবে ইডি, এমনটাই নাকি সূত্রের খবর।

শনিবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ইডি, বলাগড়-সহ ব্যান্ডেলে তার স্ত্রীর বাড়িতে তালা ভেঙে ঢোকে ইডি, সকাল থেকেই একযোগে অভিযান চলছে ইডির। ইতিমধ্যে শান্তনুর চুঁচুড়ার ফ্ল্যাটে হানা ইডির। এছাড়া একইসঙ্গে হুগলির বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ইডি।

one year ago
Cash: এবার বালিগঞ্জে কোটি টাকার হদিশ! কয়লা-কাণ্ডের অভিযানে নেমে সাফল্য ইডির

খাস কলকাতায় ফের নগদ টাকা উদ্ধার (Cash Recover)। ইডি অভিযানে (ED Raid) বালিগঞ্জের এক সংস্থা থেকে উদ্ধার হয়েছে এক কোটি টাকারও বেশি। বুধবার সন্ধ্যায় এই নগদ গুণতে আনা হয়েছিল টাকা গোনার মেশিন। জানা গিয়েছে, সন্ধ্যা পেরিয়ে গেলেও চলেছে টাকা গোনার কাজ। এমনকি এই অভিযানে কেন্দ্রীয় সংস্থার উচ্চপদস্থ কর্তারা নেতৃত্ব দেন। অভিযোগ, কয়লা-কাণ্ডের (Coal Case) কালো টাকা ঘুরে এই সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছে। একাধিক জায়গায় বিনিয়োগ হয়েছে সেই অর্থ।

জানা গিয়েছে, ইডির ১২-১৩ জন কর্তারা মনজিত সিং জিততার খোঁজে আসেন তদন্তকারী অফিসাররা। মনোজিতকে না পেয়ে বিক্রম শিখারিয়া নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে ইডি। কোথাও টাকা লুকনো রয়েছে কিনা সেই খোঁজেও কেন্দ্রীয় সংস্থা।  পাশাপাশি সংস্থার অ্যাকাউন্ট সংক্রান্ত নথি খতিয়ে দেখছেন কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘেঁটে এই বেসরকারি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। খোঁজ মিলেছে এমন আরও একাধিক সংস্থার।

one year ago
ED: ঝাড়খণ্ড যোগে কলকাতা-সল্টলেকজুড়ে ইডির ম্যারাথন তল্লাশি! ফ্ল্যাট সিল, গাড়িতে চোখ

ঝাড়খণ্ড (Jharkhand Link) যোগে শুক্রবার সকাল থেকে কলকাতার (Kolkata Raid) একাধিক জায়গায় ইডি তল্লাশি। শহর কলকাতার নোনাপুকুর ট্রাম ডিপো, সল্টলেক এবং যোধপুর পার্ক-সহ একাধিক জায়গায় সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় সংস্থা (ED)। ভারতীয় সেনার জমি দখল এবং অবৈধ কয়লা খনি (Coal Block) বন্টন-কাণ্ডে সে রাজ্যের একাধিক ব্যবসায়ীর জড়িত থাকার সূত্র পেয়েছে ইডি। ইডির সন্দেহের তালিকায় রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। হেমন্ত সোরেনের রাজ্যে অবৈধভাবে সেনা জমি দখলের অভিযোগ ইডির কাছে করা হয়েছিল। পাশাপাশি কোল ব্লক বন্টন-কাণ্ডের তদন্ত ইতিমধ্যেই করছে কেন্দ্রীয় এই সংস্থা। এই দুই কাণ্ডে বিপুল অর্থ বিনিয়োগ এবং নয়ছয়ের অভিযোগও ওঠে। এই জোড়া অভিযোগ খতিয়ে দেখতেই কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা।

এদিন সল্টলেকে ব্যবসায়ী অমিত আগারওয়ালের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এই অমিত আগরওয়াল হেমন্ত সোরেন ঘনিষ্ঠ ব্যবসায়ী। ইতিমধ্যে বেআইনি কোল ব্লক বন্টন-কাণ্ডে সোরেনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। পঙ্কজ মিশ্র নামে এক বিধায়ককে সম্প্রতি গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তে ইডি জানতে পেরেছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হয়ে বেআইনি কোল-ব্লকে নাকি টাকা খাটাতেন অমিত আগরওয়াল।


সেই সূত্র সংক্রান্ত নথি খুঁজতেই ইডির এই তল্লাশি। সকাল প্রায় পৌনে ৭টা থেকে চলছে এই তল্লাশি অভিযান। অমিতের গাড়ি খুলেও তল্লাশি চালায় ইডি। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গড়িয়াহাট রোডের যোধপুর পার্ক এলাকার একটি ফ্ল্যাটেও তল্লাশি করেন ইডি আধিকারিকরা। সঞ্জয় ঘোষ নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হয়েছে এই অভিযান। যদিও সেই ফ্ল্যাট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন ইডি আধিকারিকরা। তারপর সিল করে দেওয়া হয় ফ্ল্যাটটি। স্থানীয় সূত্রে খবর, পেশায় ব্যবসায়ী সঞ্জয় ঘোষ তিনি এই মুহূর্তে দেশের বাইরে, তবে ঠিক কীসের ব্যবসা করেন সঞ্জয়বাবু, তা স্পষ্টভাবে জানে না কেউ।

এমনকি নোনাপুকুরের এক বেসরকারি সংস্থায় হানা দেয় ইডি। ইডির আধিকারিকদের সঙ্গে ছিল দু'জন সাক্ষী। এই সংস্থার ডিরেক্টর বিষ্ণু আগরওয়ালের বিরুদ্ধে মূল অভিযোগ। এই ব্যক্তি ঝাড়খণ্ডে থাকেন, কিন্তু সেনা জমি দখল মামলার তদন্তে এই সংস্থা থেকে কোনও নথি পাওয়া যায় কিনা, খতিয়ে দেখেন তদন্তকারীরা।

2 years ago


ED: নিয়োগ দুর্নীতিতে মানিক যোগ!দিনভর শহরের ৬ জায়গায় ইডি হানা, ফ্ল্যাট সিল

মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) গ্রেফতারির দিন কয়েকের মাথায় কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় ইডির (ED Raid) ধারাবাহিক অভিযান। শনিবার সকাল থেকেই মহিষবাথান, কলেজ স্কোয়ার, রাজাবাজার, মুচিপাড়া, বারাসাত,কৈখালিতে একযোগে ইডির তল্লাশি। মহিষবাথানে মিনার্ভা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির অফিসে তালা ভেঙে ইডির তল্লাশি। জানা গিয়েছে, প্রাক্তন পর্ষদ সভাপতি ঘনিষ্ঠ তাপস মণ্ডল ও চন্দন মাইতি এই ট্রেনিং ইনস্টিটিউট চালাতেন। মাঝে মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের (primary Board) অপসারিত সভাপতিকে দেখা গিয়েছে আসতে। স্থানীয় সূত্রে এমনটাই খবর।


মহিষবাথানের ওই অফিসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে চাবি না মেলায় তালা ভাঙার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংস্থা। সেই মোতাবেক চাবিওয়ালা ডেকে হাতুড়ি দিয়ে ভাঙা হয় তালা। সূত্রের খবর, এই অফিস থেকে প্রাইমারি বোর্ডের একাধিক কাজ করা হতো। এখন প্রশ্ন উঠছে, একটি বেসরকারি সংস্থার অফিসে কীভাবে সরকারি কাজ চালানো হতো? এমনকি একাধিক কোর্সের সার্টিফিকেট দেওয়া হতো এই অফিস থেকেই। প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে ইডি।


স্থানীয়দের দাবি, একাধিক ব্যক্তির আনাগোনা ছিল এই অফিসে। প্রায় ২ মাস ধরে বন্ধ এই অফিস। তবে যে বাড়ির নিচে এই ইনস্টিটিউট সেই বাড়ির মালিককেও জিজ্ঞসাবাদ করেছে ইডি। অফিসে লাগানো সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে কারা কারা আসতেন এবং ঠিক কী কাজ হতো বোঝার চেষ্টা করছে কেন্দ্রীয় সংস্থা।

এই অফিসের একাধিক আলমারি, লকার কম্পিউটার খতিয়ে দেখে প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করছে ইডি। এদিকে, রাজাবাজার এলাকায় ৩০২ নম্বর এপিসি রোডের আইডিয়াল হাইটস নামে এক আবাসনে সকালেই হানা দিয়েছিল ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে এই কমপ্লেক্সে একটি ফ্ল্যাটের সঙ্গে মানিক ভট্টাচার্যের যোগ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই যোগসূত্রেই এদিন ইডি অধিকারিকরা ওই কমপ্লেক্সে আসেন। প্রায় দু'ঘন্টা নির্দিষ্ট ফ্ল্যাটে তল্লাশি চালান তাঁরা। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। জানা গিয়েছে, বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা ৩০২ এপিসি রোডের আইডিয়াল হাইটস ব্লক বি-তে নথিভুক্ত। যার সিটি অফিস ১৮ নম্বর কার্তিক বোস ট্রিটে।


পাশাপাশি কলেজ স্কোয়ার এলাকার ১৮ নম্বর কার্তিক বোস ট্রিটের বিভাস অধিকারীর নামে কেনা সেই ফ্ল্যাটেও ইডি হানা। স্থানীয়রা বলছেন ছয় থেকে সাত বছর আগে এই ফ্ল্যাট কেনেন বিভাসবাবু। কিন্তু গত তিন মাস এই ফ্ল্যাটে আসছেন না তিনি। কিন্তু যখন তিনি এই ফ্ল্যাটে আসতেন, তাঁর পরিবারকে সঙ্গে দেখা যেত না। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একাধিক বয়সী ব্যক্তিদের আনাগোনা ছিল এই ফ্ল্যাটে। স্থানীয়দের আরও চাঞ্চল্যকর অভিযোগ, সম্ভবত এই ফ্ল্যাটেই বিভাস চৌধুরী বেআইনি কার্যকলাপ করতেন। ফ্ল্যাটের বাইরে একটি নেমপ্লেট টাঙানো থাকলেও আগে বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের একটি নেমপ্লেট লাগানো ছিল। পরে সেই নেমপ্লেট বিভাসবাবু খোলেন।

স্থানীয়দের দাবি, 'ফ্ল্যাটের ভেতরে সন্দেহজনক গতিবিধি ছিল। স্থানীয় থানাকে ছয় বছর আগে অভিযোগও জানিয়েছিলেন ফ্ল্যাটের বাসিন্দারা কিন্তু অভিযোগ করেও কোন লাভ হয়নি। এখানেই শেষ নয়, বিভাসবাবু নাকি নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন সঙ্গে থাকতো বন্দুকধারী নিরাপত্তারক্ষী।' 

পাশাপাশি মুচিপাড়া থানার গোপালমল্লিক লেনে সকাল সাড়ে আটটা নাগাদ এক চিকিৎসকের বাড়িতে ইডি হানা। কেন্দ্রীয় সংস্থার ৪-৬ সদস্যের এক দল ওই বাড়িতে গিয়ে এক ছাপাখানায় অভিযান চালায়। জানা গিয়েছে, চিকিৎসকের বাড়ির নিচে সেই ছাপাখানা খুলে প্রিন্টিংয়ের কাজ চলতো। শুধু শহর কলকাতা নয় শহরতলির কৈখালী মন্ডলগাঁথি মসজিদ গলিতে ইডি রেড করেছে। এখানেও প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মানিক যোগ পেয়েছেন তদন্তকারীরা।

অপরদিকে, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ জনৈক তাপস মণ্ডলের বারাসাতের বাড়িতে ইডি হানা। রাজ্যের একাধিক জায়গায় বিএড কলেজ চালাতেন তাপস মণ্ডল। সূত্রের খবর এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাপস মণ্ডলের যোগাযোগ রয়েছে। মানিক ভট্টাচার্যের মহিষবাথানের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটও বকলমে চালাতেন এই তাপস মণ্ডল।

2 years ago
Raid:১৮৪ কোটির ব্যাঙ্ক প্রতারণা, টালিগঞ্জের ঝুনঝুনওয়ালা হাউসে ৮ ঘণ্টার সিবিআই তল্লাশি

টলিগঞ্জের এক বাড়িতে সিবিআইয়ের হানা, ব্যাঙ্ক প্রতারণার যোগসূত্র পেয়ে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ১৮৪.৪৩ কোটি টাকার লোন নিয়েছিলেন আশিস ঝুনঝুনওয়ালা। সেই টাকা বিভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, যে কোম্পানির নামে তারা এই লোন নিয়েছিলেন, সেই কোম্পানির ডিরেক্টরদের নাম পেতেই ঝুনঝুনওয়ালার বাড়িতে এই হানা।

মূলত ২০১৭ সালের মামলার প্রেক্ষিতে এই তদন্ত। সংস্থার নাম রামস্বরূপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঝুনঝুনওয়ালা বাড়িতে ১৫ সদস্যের এক দল তাঁর এনএসসি রোডের বাড়িতে যায়। এই বাড়ির এক সদস্যের নাম রেওয়া ঝুনঝুনওয়ালা। তিনি বলেন যে 'আমি ব্রেনের পেশেন্ট, ওষুধ খাই,আমি ব্যবসার বিষয় কিছু জানি না। ১৫ বছর ধরে আমি অসুস্থ।'

এদিকে, দীর্ঘ প্রায় ৮ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর ঝুনঝুনওয়ালার বাড়ি থেকে বেরোয় সিবিআই। কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে সিল করে নিয়ে যান তাঁরা। ইতিমধ্যে ২০২১-র নভেম্বরে গ্রেফতার করা হয় আশিস ঝুনঝুনওয়ালাকে। তাঁকে ইডি গ্রেপ্তার করে। পাশাপাশি একই সম্পত্তি দেখিয়ে ,বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে অর্থ তছরুপের অভিযোগ রয়েছে।

ঠিক কী কারণে এই তল্লাশি--

# এই রামস্বরূপ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর কারা। অর্থাৎ কারা এই আর্থিক তছরূপের টাকায় লাভবান? 

# ১০ থেকে ১৫ জন সিবিআই অফিসার তল্লাশি চালায় রানীকুঠির ঝুনঝুনওয়ালা হাউসে

2 years ago