Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Drowing

Khardaha: ফের পুকুরে ঢুবে মৃত্যু হলো এক ছাত্রের, শোকের ছায়া পরিবারে

পাড়ার পুকুরে স্নান করতে গিয়ে ডুবে (Drowing) মৃত্যু (Death) হল দশম শ্রেণীর এক ছাত্রের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে খড়দহ (Khardaha) রহড়া থানার অন্তর্গত রহড়া বাজারের পাশে কোঅপারেটিভ কলোনি পুকুরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহড়া থানার বিশাল পুলিস (Police) বাহিনী। পুলিস পুকুরে প্রথমে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। তবে দেহ উদ্ধার না হওয়ায় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ডুবুরিদের পুকুরে নামানো হয়। তারপরেই উদ্ধার করা হয় দেহটি। পুলিস দেহটিকে ময়নাতদন্তের জন্য ডক্টর বিএন বোস মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনাকে ঘিরে শোকের ছায়া এলাকায়। 

পুলিস সূত্রে খবর, মৃত ওই ছাত্রর নাম পর্ণাঘ্য সাহা। বাড়ি খড়দহের রহড়া সাহাপাড়ায়। সে সেন্ট জেভিয়ার্স স্কুলের দশম শ্রেণীর ছাত্র। মৃতের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল পর্ণাঘ্য। তারপর সে ওই পুকুরে স্নান করতে যায়। মৃতের পরিবারের দাবি, ভালো সাঁতার জানতো না। তাই পুকুরে ঢুবে গিয়েছে। 

10 months ago
Murshidabad: জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের, শোকের ছায়া পরিবারে

জলে ডুবে মৃত্যু (Drowing Death) হল এক কিশোর লরি খালাসির। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার রায়না থানার বালির ঘাটে। খবর পেয়ে রায়না থানার পুলিস (Police) ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেন। ঘটনার খবর শোনার পরে কান্নায় ভেঙ্গে পড়েছে গোটা পরিবার। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, মৃত ওই কিশোরের নাম সাজিবুল শেখ (১৪)। সে মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গি থানার জড়তলার বাসিন্দা। স্নান করতে নেমেই ডুবে মৃত্যু হয় তার। 

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গবার দুপুরে সাড়ে বারোটা নাগাদ মা-বাবার সঙ্গে ফোন করে কথা বলে। তার ঠিক এক ঘণ্টার মধ্যেই এই ঘটনার কথা ফোন করে জানান লরির চালক। পরাবারের দাবি, গত এক সপ্তাহ আগেই বাড়ি থেকে খালাসির কাজে যায় সাজিবুল শেখ। এই প্রথম নয় গত দুই বছর ধরে লরির খলাসির কাজ করে চলেছে সে।

 জানা গিয়েছে, অভাবের সংসার চালানোর জন্য পড়াশোনা তেমন ভাবে করতে পারেনি। তাই লরির খালাসির কাজ শুরু করে, পরিবারকে আর্থিকভাবে কিছুটা সাহায্য করার জন্য। অবশেষে সেই স্বপ্নও শেষ হয়ে গেলো নিমেষে। ইতিমধ্যেই মৃতের বাবা রাকিবুল শেখ ছেলের দেহ বাড়িতে ফেরাতে রওনা দিয়েছে বর্ধমানের উদ্দেশ্যে।

11 months ago
Raninagar: ফের নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক যুবকের

ফের নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু (Drowing Death) হল এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানীনগর থানার অন্তর্গত কাতলামরি পাঠান পাড়াগ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিস (Police)। স্থানীয়দের তৎপরতায় ইতিমধ্যেই দেহটি উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম উজ্জ্বল শেখ। তিনি কাতলামারি পাঠান পাড়াগ্রাম এলাকার বাসিন্দা। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।  

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দিনের মতো সোমবারও ওই যুবক সহ তিন জনকে নদীতে স্নান করতে দেখা যায়। তবে স্নান করতে করতে হঠাৎ তাঁদের মধ্যে একজন ডুবে যায়। তারপরেই বাকি দুজন স্থানীয়দের খবর দেন এবং তারপরেই নদীতে খোঁজ চালানো হয় তাঁর। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।  

11 months ago


Baby: খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হল আড়াই বছরের শিশুর, শোকের ছায়া পরিবারে

খেলতে গিয়ে পুকুরে (Drowing) পড়ে মৃত্যু (Death) হল আড়াই বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটা (Gaighata) থানার অন্তর্গত বিষ্ণপুর সরদার পাড়ায়। সূত্রের খবর, জল থেকে দেহ উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের একমাত্র ছেলে ছোট্টো তনয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেবনাথ পরিবার তথা বিষ্ণপুর এলাকায়। সূত্রের খবর, মৃত ওই শিশুর নাম তনয় দেবনাথ। তার বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঘোজা হাসপুর এলাকায়।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে মা রেবা দেবনাথের সঙ্গে গাইঘাটা থানার বিষ্ণপুর সরদার পাড়ায় মামা বাড়িতে বেড়াতে এসেছিল ছোট্ট তনয়। পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার বিকেলে বাড়িতে একাই খেলছিল সে। খেলতে খেলতে কখন তনয় বাড়ির পাশের পুকুরের পাড়ে চলে যায় জানতে পারেনি পরিবারের সদস্যরা, এমনটাই দাবি। 

মৃত শিশুর পরিবারের দাবি, শিশুটিকে অনেকক্ষণ খুঁজে না পেয়ে পুকুরের জলে খোঁজাখুঁজি করেন তার মা ও এলাকার কয়েকজন। হঠাত্ জলের নিচে থেকেই তনয়কে খুঁজে পান তাঁরা। তারপরেই শিশুটিকে তড়িঘড়িত তাকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

11 months ago
Aram: ফের নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন জন কিশোর-কিশোরী

ফের নদীতে (River) স্নান করতে গিয়ে তলিয়ে (Drowing) গেল তিন জন কিশোর-কিশোরী। বুধবার আরামবাগের (Arambag) আমগ্রাম এলাকায় নদীতে স্নান করতে গিয়ে ঘটনাটি ঘটে। তবে একদিন পর অর্থাৎ বৃহস্পতিবারই নদী থেকে তাদের দেহ (Death) উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিস (Police) ও বিপর্যয় মোকাবিলা দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। পুলিস সূত্রে খবর, মৃত তিনজনের নাম সঞ্জিত মালিক, বর্ষা পণ্ডিত ও মানসি ধাড়া। মৃত সঞ্জিতের বাড়ি আমগ্রামে এবং বর্ষা পণ্ডিতের বাড়ি আরামবাগের বিরাটি গ্রামে, অন্যজন তথা মানসি ধাড়ার বাড়ি গোঘাটের কুলকিতে।  

স্থানীয় সূত্রে খবর, বুধবার আরামবাগের আমগ্রাম এলাকায় নদীতে স্নান করতে যায় পাঁচ জন। তখনই নদীতে স্রোত বেশি থাকায় তলিয়ে যায় তিন জন। বাকি দুই জন কোনও রকমে নদীর পাড়ে উঠে এসে খবর দেয় পরিবারকে। স্থানীয়দের দাবি, খবর পাওয়া মাত্রই পরিবারের লোকজন গিয়ে দু'জনকে উদ্ধার করে। কিন্তু আর একজন নিখোঁজ থাকায় তল্লাশির জন্য নদীতে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের নামানো হয়। তারপরই উদ্ধার হয় তার দেহ।

11 months ago


Drowing: পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু শ্যামনগর মিলনগড়ের ২ কিশোরের

শ্যামনগর (North 24 Parganas) মিলনগড়ে মর্মান্তিক ঘটনা। পুকুরে স্নান করতে নেমে ডুবে (Drowing) মৃত্যু (Death) হলো ২ কিশোরের। সোমবার ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের মিলনগড় এলাকায়। এই নিয়ে শোরগোল হতেই স্থানীয় এক যুবক পুকুর থেকে ওই দুই কিশোরকে উদ্ধার করেন। পরে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই দুই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জগদ্দল থানার পুলিস (Police)। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।  পুলিস সূত্রে খবর, মৃত ওই দুই কিশোরের নাম পিয়ুষ কুণ্ডু (৬), বিনায়ক সিং (৭)।

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই সোমবারও মিলনগড়ের ওই পুকুরে স্নান করতে যায় পার্শ্ববর্তী পাড়া থেকে বেশ কয়েকজন যুবক। মাঝে মাঝে তাঁদের সঙ্গে কিছু কিশোরকেও স্নান করতে দেখা যেত ওই পুকুরে। আর এই দেখে স্থানীয়রাও একাধিকবার পুকুরে স্নান করতে আসা যুবক, কিশোরদের ধমকও দিত। তবে সোমবার সকালে আচমকাই পুকুরে স্নান করতে নেমে ঢুবে যায় ওই দুই কিশোর।

11 months ago
Suti: ফের জলে ডুবে শিশুর মৃত্যু, শোকের ছায়া মুর্শিদাবাদের কাসিমনগর গ্রামে

ফের জলে ডুবে (Drowing) মৃত্যু (Death) হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি থানার অন্তর্গত কাসিমনগর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস (Police)। বুধবার পুলিস ওই শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম ইয়াকুব শেখ (৬)। 

পুলিস সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ঘটে এই ঘটনাটি। এদিন বিকেল বেলায় পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলা করছিল ওই শিশু। কিন্তু অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পুকুরে ডুবে যাওয়ার বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। তারপরেই পুলিসি তল্লাশিতে পুকুর থেকে উদ্ধার করা হয় ওই শিশুটির দেহ। 

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে খেলতে যায় ইয়াকুব। তারপরেই বিকেল ৫ টা নাগাদ এই ঘটনার খবর পাওয়া যায়। 

12 months ago
Murshidabad: পদ্মা নদীর জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির, শোকের ছায়া পরিবারে

পদ্মা নদীর জলে ডুবে (Drowing) মৃত্যু (Death) হল এক ব্যক্তির। নদীতে প্রতিমার কাঠামো তুলতে নেমে এই দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানীনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বামনাবাদ পদ্মা নদীতে (Padma River)। তবে তলিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেহ উদ্ধার হয়। মৃত্যুর খবর তাঁর বাড়িতে পৌঁছতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় রানীনগর থানার পুলিস প্রসাশন। পুলিস মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিস।  

জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম কিসু শেখ (৭২)। তিনি সাগরপাড়া থানার নবীনগ্রাম এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি অন্য এক জনের সঙ্গে বামনাবাদ পদ্মা নদীতে পুজোর কাঠামো তোলার জন্য ডুব দেন। জলে ঢুবে দেখছিল প্রতিমার কাঠামো নদীর কাদার মধ্যে আটকে আছে কিনা। তবে জলে স্রোত থাকার জন্যে সেই সময় জলে ডুব দিয়ে আর ওপরে উঠতে পারেননি তিনি। তখনই কিসু শেখের সঙ্গে থাকা ব্যক্তির সন্দেহ হয়। ওই ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করলে নদী উপকূলের মাঠে কাজ করা লোকজন তড়িঘড়ি নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এমনকি কিছুক্ষণ পরই কিসু শেখের নিথর দেহ উদ্ধার হয়।

12 months ago