
শনিবার ইস্ট বেঙ্গল ক্লাবের (East Bengal Club) মাঠে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত সলমন খানের (Salman Khan) দা-বাং কনসার্ট (Da-Bangg)। সেখানে শুধুমাত্র সলমন খানই আসেননি। তাঁর সঙ্গে এসেছিলেন প্রভু দেবা, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা। প্রত্যেকেই নাচ-গানে মঞ্চ মাতিয়েছেন। কিন্তু শনিবারের অনুষ্ঠানে আরও এক চমক দিয়েছিলেন প্রভু দেবা। সবাইকে হিন্দি গানে নাচতে দেখা গেলেও সবাইকে চমকে দিয়ে বাংলা গান 'রঙ্গবতী' তে নেচে তাক লাগালেন প্রভু দেবা। আর এই দেখে হতবাক অভিনেত্রী দেবলীনা কুমার। কারণ যে গানে প্রভু দেবা নেচেছেন, সেই গানে দেবলীনাই রয়েছেন। প্রভু দেবার এই নাচ দেখে প্রায় সংজ্ঞাহীন তিনি।
'গোত্র' ছবির জনপ্রিয় সেই গান 'রঙ্গবতী রঙ্গবতী', তাতে নেচেছেন দেবলীনা কুমার ও ওম সাহানি। আর সেই গানেই নাচ করেছেন প্রভু দেবা। প্রভু দেবার সেই নাচের ভিডিও দেখে দেবলীনা ফেসবুকে লিখেছেন, 'নাচের দেবতা প্রভু দেবা আমার গানে নাচছে। আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব।' ফলে দেবলীনার এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, তিনি কত বড় ভক্ত প্রভু দেবার ও তাঁকে সেই গানে নাচতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
দেবলীনা কুমার (Devlina Kumar) টলিউড (Tollywood) জগতের জনপ্রিয় মুখ। রাজনীতিক পিতার সুকন্যা, অন্যদিকে মহানায়ক উত্তম কুমারের নাতবৌ। নৃত্যশিল্পী হিসেবেই তাঁর পরিচিতি, কিন্তু বর্তমানে অভিনয় জগতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। হামি, গোত্র, তীরন্দাজ শবর, মহালয়া এবং প্রাক্তনের মতো সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয় দেবলীনা। নিজেকে রীতিমত মেইনটেইন করে চলেন তিনি। শরীর চর্চায়-ডায়েটে এখন তাঁকে টোনড ফিগারে দেখা গেলেও আগে কিন্তু তিনি এমন ছিলেন না। তাই জন্যেই শুনতে হয়েছিল কুমন্তব্য।
দেবলীনার বয়স যখন কম ছিল, সেসময় বেশ ওজনদার ছিলেন তিনি। তাঁর দিকে ধেয়ে এসেছিল নানা মন্তব্য। দেবলীনাকে দেখেই অবধারিত 'বাবাহ, কী গোলগাল'-এর মতো মন্তব্য ছুটে এসেছিল। কেউ বলেছিলেন, 'বয়সের থেকে অনেক বড় লাগে', কেউ বলেছিলেন ,'এত মোটা নাচতে অসুবিধা হয় না?' কেউ আবার একধাপ এগিয়ে দেবলীনাকে, তাঁর বাবার স্ত্রী হিসেবে ধরে নিয়েছিলেন। সেই দিন পেরিয়ে দেবলীনা এখন ছিপছিপে চেহারায় এসেছেন। কিন্তু আজও সেই বাক্যবাণ ছুটে আসে তাঁর দিকে।
বর্তমানে ছিপছিপে চেহারায় দেবলীনাকে দেখে অনেকে বলেন, 'শাকচুন্নির মতো', কেউ বলেন 'লালিত্ব কমে গিয়েছে', কেউ আবার বলেন 'একটু কম ওয়ার্কআউট করো তো!' সমাজের এই নির্মম বাক্য এবং বিচারক মানসিকতা নিয়ে দেবলীনা সরব হয়েছেন। এত এত রকম কথা শুনে অভিনেত্রী বুঝেছেন,'যা ইচ্ছে হয় তাই কর।' নিজের এত কথা সামাজিক মাধ্যমে শেয়ার করার পিছনে আরও একটি কারণ রয়েছে।
মুক্তি পেয়েছে অরিত্র মুখার্জী পরিচালিত এবং ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা 'ফাটাফাটি'। এই সিনেমা সমাজের প্রতি এক বার্তা তুলে ধরতে চাইছে। সজোরে বলতে চাইছে 'যাঁরা মোটা, তাঁদের জীবন মোটামুটি নয় ফাটাফাটি'। এই বার্তায় সামিল হতে চেয়েছেন দেবলীনা। সমাজের প্রতি বার্তা দিয়েছেন, 'ফাটাফাটি' সিনেমার প্রচারও করেছেন একইসঙ্গে।
টলি পাড়ার অন্যতম চর্চিত দম্পতি, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমার (Devlina Kumar)। বিয়ে করে যৌথযাপনে রয়েছেন দু'জনে। কিন্তু কাজের আলাদা শিডিউলের জন্য চাইলেই সময় কাটাতে পারেন না একে অপরের সঙ্গে। এমনকি কাছের মানুষের জন্মদিন উদযাপন করতে পারেন না ছুটির অভাবে। সম্প্রতি গৌরব ও দেবলীনার সম্পর্কে এমনই মুহূর্ত তৈরী হল। কী করলেন দেবলীনা তখন? সামাজিক মাধ্যমে জানালেন সেকথা।
কয়েকদিন আগেই দেবলীনার মায়ের জন্মদিন ছিল। ঠিক ছিল মেয়ে জামাই একসঙ্গে উদযাপন করবেন তাঁর জন্মদিন। কিন্তু সে গুড়ে বালি। কারণ দেবলীনা ছুটি পেলেও গৌরব পেলেন না। তাই ৩ দিনের ছুটিতে গৌরবকে ফেলেই ডুয়ার্স থেকে ঘুরে এলেন দেবলীনা। শান্তির জায়গায় পুরো সময়টা বিশ্রাম করেছেন। মাঝে গরুমারা অভয়ারণ্যে সাফারিতে গিয়েছিলেন অভিনেত্রী।
দেবলীনা লিখেছেন, 'মায়ের জন্মদিন উপলক্ষ্যে দু'দিনের জন্য ঘুরে এলাম ডুয়ার্স থেকে। আমি শ্যুটিং থেকে ৩ দিনের ছুটি পেয়েছিলাম। বর পায়নি। তার শাশুড়িমা তাকে সবথেকে বেশি মিস করেছে।' একইসঙ্গে নেটিজেনদের উদ্দেশে দেবলীনা লিখেছেন, 'হাতে যদি সময় কম থাকে, বাজেট সীমিত থাকে, চট করে ঘুরে আসুন উত্তরবঙ্গ থেকে। আনন্দ পাবেন।'
অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar) বলিউড জগতের চেনা মুখ হয়ে উঠেছেন। হামি, গোয়েন্দা শবর, গোত্র-র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী হিসেবে নাম কামিয়েছেন, আবার বংশ পরিচয়ও পরিচিতি এনে দিয়েছে তাঁকে। দেবলীনার বাবা পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। অন্যদিকে মহানায়ক উত্তম কুমারের নাতবৌ তিনি। গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে সংসার করছেন দেবলীনা। কিন্তু জানেন কি তাঁর কাছে মিশর থেকেও বিয়ের (Marriage) প্রস্তাব (Proposal) এসেছিল।
সম্প্রতি জনপ্রিয় এক চ্যানেলের রিয়েলিটি শো-তে অংশ নিয়েছিলেন দেবলীনা কুমার। সেখানেই তাঁর জীবনের উদ্ভট বিবাহ প্রস্তাবের গল্প বলেছেন অভিনেত্রী। একবার মিশর বেড়াতে গিয়েছিলেন দেবলীনা। তাঁকে দেখেই বাড়ির বউ করবেন বলে ঠিক করেন সেখানকার এক স্থানীয় অভিজাত পরিবার। সেই পরিবারের ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাবও দিয়ে বসেছিলেন দেবলীনাকে। যৌতুক হিসেবে দেবলীনাকে ১০০ উট দেবেন বলে জানিয়েছিলেন। এমন মোটা অঙ্কের উপহারেও অবশ্য মন মজেনি অভিনেত্রীর।
রিয়েলিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে দেবলীনা কুমার বলেন,' মিশর গিয়েও বিয়ের প্রস্তাব পাব ভাবিনি। ওরা বলেছিল ১০০ উট পণ হিসেবে দেবেন। তার বদলে আমাকে বাড়ির বউ করতে চেয়েছিলেন তারা।' এই বলে দেবলীনা নিজেই হাসিতে গড়িয়ে পড়েন।