Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

DelhiMetro

Modi: জন্মদিনে একাধিক কর্মসূচিতে ব্যস্ত মোদী, উদ্বোধন করলেন কনভেনশন সেন্টার 'যশোভূমি'

আজ ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। তবে এদিনও তিনি নেননি কোনও ছুটি। বরং তাঁর জন্মদিনেও একাধিক প্রকল্প উৎসর্গ করেছেন দেশবাসীদের জন্য। ৭৩ তম জন্মদিনে প্রধানমন্ত্রী একগুচ্ছ কর্মসূচিতে দিনভর ব্যস্ত থাকছেন। এদিন মোদী উদ্বোধন করেন দিল্লির দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টার। রবিবার সকাল ১১ টা নাগাদ নয়াদিল্লির দ্বারকায় ভারতকে তিনি উৎসর্গ করলেন ভারতের আন্তর্জাতিক সম্মেলন এবং এক্সপো সেন্টারের প্রথম ধাপ, 'যশোভূমি' (YashoBhoomi)।

সূত্রের খবর, কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারটি প্রায় ৫৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। যশোভূমি নামে এই কনভেনশন সেন্টারটি বিশ্বের সবচেয়ে বড় কনভেনশন সেন্টার বলে দাবি করা হচ্ছে। এই কনভেনশন সেন্টারে থাকছে, একাধিক প্রদর্শনী হল এবং অন্যান্য সুবিধা। ১১০০০-এরও বেশি প্রতিনিধিদের বসার জায়গা সহ, ১৫টি কনভেনশন রুম, গ্র্যান্ড বলরুম এবং ১৩ টি মিটিং রুম রয়েছে এতে।

এদিন শুধুমাত্র যশোভূমি নয়, দ্বারকা সেক্টর ২১ থেকে একটি নতুন মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লির এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইন সম্প্রসারিত হয়ে তা যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর সেই মেট্রো লাইন ধরেই আজ সফর করেন মোদী। দ্বারকা সেক্টর ২১ থেকে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ মেট্রো স্টেশন পর্যন্ত যান মোদী। এই মেট্রো লাইনের উদ্বোধনের পরই এদিন তিনি কনভেনশন সেন্টার উদ্বোধন করেন।

8 months ago
Narendra Modi: সংস্কৃতে গান গেয়ে মোদীকে অভিনব উপায়ে 'বার্থডে উইশ' করলেন তরুণী, ভিডিও ভাইরাল

১৭ সেপ্টেম্বর, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৩ তম জন্মদিন (Birthday)। গোটা দেশজুড়েই তাঁর অনুরাগীরা প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উদযাপন করছেন। এছাড়াও তাঁকে পাঠানো হচ্ছে গুচ্ছ গুচ্ছ শুভেচ্ছাবার্তা। এবারে এক অভিনব উপায়ে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এক তরুণী। দিল্লি মেট্রোতে মহিলারা গান গেয়ে প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। আবার এক তরুণী মোদীর পাশে বসে সংস্কৃত ভাষায় গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা দিলেন। সংস্কৃত ভাষায় শুভেচ্ছা জানানোর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।

রবিবার নিজের জন্মদিনের সকালে দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের নয়া অংশের উদ্বোধন করেন মোদী। দ্বারকা সেক্টর ২১ থেকে নয়া মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত উদ্বোধন করেন। তারপর নয়াদিল্লিতে 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার' উদ্বোধনের জন্য মেট্রো ধরেন। আর তখনই মেট্রোতে যাত্রীদের পাশে বসে কথা বলেন। বাচ্চাদের সঙ্গে হাসি-মজা করেন। যাত্রীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। 'হ্যাপি বার্থডে' বলেন ও মোদীর সঙ্গে সেলফিও তোলেন।

তারই মধ্যে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলের নজর কেড়ে নেন ওই তরুণী। মোদী যেখানে বসেছিলেন, সেটার ঠিক পাশে বসেই ওই তরুণী হাসিমুখে মোদীকে বলেন, 'আজ আপনার জন্মদিন। আপনাকে সংস্কৃত ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই।' তরুণীর মুখে সংস্কৃত ভাষায় গানের মাধ্যমে শুভেচ্ছা বার্তা শুনে প্রধানমন্ত্রীর মুখেও হাসি দেখা যায়।

8 months ago
Metro: সুরাপ্রেমীদের জন্য সুখবর, এবারে মেট্রোতেও নিয়ে যাওয়া যাবে মদের বোতল!

দিল্লির সুরাপ্রেমীদের জন্য সুখবর। এবার থেকে দিল্লির মেট্রোতে (Delhi Metro) মদের বোতল (Alcohol Bottle) নিয়ে যেতে পারবে যাত্রীরা। শুক্রবার এমনটাই জানানো হয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে। এবারে এক নয়া বিজ্ঞপ্তি জারি করল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন শুক্রবার এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে দিল্লি মেট্রোতে দুটি সিল করা মদের বোতল নিয়ে যাওয়া যাবে। তবে মেট্রোর মধ্যে মদ খাওয়া বা অভব্য কোনও আচরণ করা একেবারেই নিষিদ্ধ। আর এই নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এতদিন পর্যন্ত এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ছাড়া দিল্লি মেট্রো লাইনে অ্য়ালকোহল নিষিদ্ধ ছিল। কিন্তু এবারে সেই নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হল। শুক্রবার ডিএমআরসি-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 'সিআইএসএফ ও ডিএমআরসি-এর আধিকারিকদের সমন্বয়ে গঠিত একটি কমিটি তালিকাটি পর্যালোচনা করেছে এবং সংশোধিত তালিকা অনুসারে, বিমানবন্দর এক্সপ্রেস লাইনের বিধানগুলির সঙ্গে সমানভাবে দিল্লি মেট্রোতে ব্যক্তি প্রতি দুটি সিল করা মদের বোতল বহন করার অনুমতি দেওয়া হয়েছে।'

তবে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মদের বোতল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও মেট্রোর ভিতরে মদ সেবন নিষিদ্ধ। কোনওরকমের অভব্য আচরণ দেখা গেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

10 months ago


Metro: ফের চর্চায় 'দিল্লি মেট্রো', দুই শক্তিমানের লড়াইয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, দেখুন

ফের চর্চায় দিল্লি মেট্রো (Delhi Metro)। প্রায়শই কিছু না কিছু ঘটেই চলেছে রাজধানীর মেট্রোয়। কখনও পোশাক নিয়ে বিতর্ক, কখনও যুগলের চুম্বন, কখনও আবার বসার জায়গা নিয়ে দুই যাত্রীর মধ্যে চুলোচুলি, এই সব কিছু নিয়েই দিল্লির বুক চিড়ে যাত্রী বহন করে চলেছে দিল্লি মেট্রো। এবার মেট্রোর মধ্যে দুই ব্যক্তির মারপিটের ভিডিও প্রকাশ্যে (Viral Video) এসেছে। যদিও সেই ভিডিওর (Social Media) সত্যতা যাচাই করেনি সি এন পোর্টাল।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, দুই ব্যক্তির মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে মারপিটে পৌঁছয়। দুজনেই একে অপরকে চড়-কিল-ঘুষি  মারতে থাকে। বাকি মেট্রো যাত্রীরা তাঁদের সামাল দেওয়ার চেষ্টা করলেও বিশেষ কিছু লাভ হয়নি। তবে স্টেশন চলে আসায় মারপিট থামিয়ে তাঁদের মধ্যে হঠাৎই এক জন মেট্রো থেকে নেমে যান।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে বিবৃতি জারি করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। এই প্রসঙ্গে, ডিএমআরসির জনসংযোগ আধিকারিক অনুজ দয়াল বলেন, ‘‘আমরা অনুরোধ করছি যাতে মেট্রোতে ভ্রমণ করার সময় যাত্রীরা সঠিক আচরণ করেন। কোনও যাত্রীর আপত্তিকর আচরণ লক্ষ করলে অন্যরা যেন অবিলম্বে ডিএমআরসির হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। মেট্রোর নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যেই যাত্রীদের অভব্য আচরণ বন্ধ করতে নজরদারি বাড়িয়েছে।’’

ভাইরাল হতেই ভিডিওটিতে একাধিক মন্তব্য করেন নেটাগরিকরা। কেউ কেউ মজার ছলে বলে বসেন, দুই শক্তিমানের লড়াই চলছে।

10 months ago
Delhi Metro: ফের খবরের শিরোনামে দিল্লি মেট্রো! এবারে যুগলের চুম্বনের ভিডিও ভাইরাল

খবরে বারবার উঠে আসে দিল্লি মেট্রোর (Delhi Metro) নাম। দিল্লি মেট্রোতে যেন একের পর এক  কাণ্ড ঘটেই চলেছে, শেষ হওয়ার যেন নামই নেয় না। এর আগে একাধিক ঘটনা ঘটেছে দিল্লি মেট্রোতে। কখনও স্বল্পবসনায় দেখা গিয়েছে মহিলাকে, কখনও কাউকে রিলস বানাতে দেখা গিয়েছে, আবার কখনও দেখা গিয়েছে হস্তমৈথুন করতে। আর এবারে প্রকাশ্যে এল এক যুগলের চুম্বনের (Kissing) ছবি। আর এই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের ক্ষোভে পড়েছে দিল্লি মেট্রো। এসবের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হয় না, এই নিয়েই ক্ষোভপ্রকাশ করেছে নেটদুনিয়া।

সম্প্রতি এক যুগলকে দিল্লি মেট্রোর অন্দরে চুম্বন করতে দেখা গিয়েছে। আর এই সেই ঘটনার ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আবার তা দেখে প্রতিক্রিয়াও দিয়েছেন দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু রেল কর্তৃপক্ষের এই বক্তব্য মেনে নিতে পারেনি নেটিজেনরা। এই ভাইরাল ছবি দেখে দিল্লি মেট্রোর তরফে বলা হয়েছে, 'এই ধরনের অসুবিধার জন্য দুঃখিত। হুডা সিটি সেন্টার স্টেশনে খোঁজ চালানো হয়েছে। কিন্তু এ রকম কোনও যাত্রীর খোঁজ মেলেনি।'

তবে দিল্লি মেট্রোর এমন প্রতিক্রিয়ায় হতাশ নেটিজেনরা। নেটিজেনদের একাংশ মনে করছেন, রেল কর্তৃপক্ষ নজরদারি না করলে এরকম ঘটনা কখনই বন্ধ হবে না।

11 months ago


Metro: ফের খবরের শিরোনামে দিল্লি মেট্রো! চলন্ত মেট্রোতে যুগলের চুম্বনের ভিডিও ভাইরাল

ফের দিল্লি মেট্রো (Delhi Metro) নিয়ে হইহই পড়ে গিয়েছে সারা দেশে। স্বল্পবসনায় তরুণী, হস্তমৈথুনের ইত্যাদি ঘটনার পর এবারে ফের ভাইরাল এক ছেলে-মেয়ের চুম্বন করার ভিডিও। বারবার দিল্লি মেট্রোতে এমন ঘটনা ঘটায় এর আগে অভিযোগ জানানো হলেও এমন ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। ফলে এবারে দিল্লি মেট্রোযাত্রীদেরও ক্ষোভ বাড়তে শুরু করেছে। এই কাপলের ভিডিও ভাইরাল হতেই সারা দেশে ফের সমালোচনা শুরু। বিতর্কের মুখে পড়েছে  দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।

বিগত কয়েকমাস ধরেই দিল্লি মেট্রো খবরের শিরোনামে। কখনও ভিডিওতে দেখা গিয়েছে উদ্ভট জামা-কাপড় মেট্রোতে চড়তে, কখনও দেখা গিয়েছে মেট্রোতেই নাচ করতে বা রিলস বানাতে। এবারে যুগলের চুম্বনের ভিডিও সমাজমাধ্যমে শেয়ার হতেই এই নিয়ে বিতর্ক তুঙ্গে। ভিডিওতে দেখা গিয়েছে, মেট্রোতে নিচে বসে ওই ছেলে-মেয়ে, ছেলে বসে আছে আর কোলে মাথা দিয়ে শুয়ে আছে মেয়েটি। এবারে আশেপাশের মানুষদের দেখে, তাঁদের তোয়াক্কা না করেই একে অপরকে চুম্বন করতে ব্যস্ত। আর এই দৃশ্যই কেই একজন ক্যামেরাবন্দি করেছেন, আর সোশ্যাল মিডিয়ায় দিতেই তা ঝড়ের গতিতে ভাইরাল। নেটিজেনরা এখন দিল্লি মেট্রোকে কেউ 'ওয়ো' বলে ও আবার কেউ 'পর্ন হাব' বলে উল্লেখ করছেন।

একাধিকবার এই ঘটনার বিরুদ্ধে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের কাছে অভিযোগ করা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এবারে জনতা ক্ষোভপ্রকাশ করেছে ও এইসব বিরুদ্ধে খুব শীঘ্রই পদক্ষেপ নিতে বলেছে।

12 months ago
Delhi: ডেনিম স্কার্ট পরে দিল্লি মেট্রোতে যাত্রা দুই ছেলের! মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

যত কাণ্ড দিল্লি (Delhi) মেট্রোতে! প্রায় কয়েকদিন ধরেই দিল্লি মেট্রো (Metro) এখন খবরের শিরোনামে। কারণ দিল্লির কিছু মানুষ রয়েছেন, যাঁরা এমন এমন কাণ্ড ঘটিয়েছে, যাক জন্য খবরের শিরোনামে মেট্রো। কিছুদিন আগেই দিল্লির এক মেয়েকে স্বল্পবসনায় দেখা গিয়েছিল। যা সমাজমাধ্যমে ভাইরাল হতেই চারিদিকে হইহই পড়ে গিয়েছিল। এবারে দিল্লির দুজন ছেলেকে দেখা গেল স্কার্ট-এ। তাঁদের এই অদ্ভূত বেশ মেট্রো যাত্রী থেকে শুরু করে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

View this post on Instagram

A post shared by Sameer Khan (@sameerthatsit)

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুজন ছেলে দিল্লি মেট্রো প্ল্যাটফর্মে মেয়েদের পোশাক ডেনিম স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন। আর তাঁদের এই কাণ্ড দেখে মেট্রোযাত্রীরা হতবাক। তাঁদের এক অন্যরকম দৃষ্টিতে দেখছেন তাঁরা। তবে এতে ছেলে দুটোর কোনও ভ্রূক্ষেপ নেই। কারণ তাঁরা এসবকে যেন পাত্তাই দেন না। নিজের দুনিয়াতেই ব্যস্ত তাঁরা।

এর আগেও দিল্লি মেট্রোতে ছেলে-মেয়েদের পোশাক নিয়ে নানা কাণ্ড ঘটেছে। এবারে নতুন কিছু নয়। তবে এতদিন বিশেষত মেয়েদের দেখা গিয়েছিল উদ্ভট জামা-কাপড় পরতে। এবারে ছেলেরাও আর পিছিয়ে থাকলেন না। তবে এই ছেলেদের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ কেউ যেমন হাসি-ঠাট্টায় মেতেছেন, আবার কেউ কেউ তাঁদের 'স্টাইলিশ' বলেছেন।

12 months ago
Viral: এ যেন উরফি ২.০! তরুণীকে স্বল্পবসনায় দেখে হতবাক নেটদুনিয়া

এতদিন আমরা উরফিকেই (Urfi Javed) খবরের শিরোনামে থাকতে দেখেছি তাঁর উদ্ভট পোশাকের জন্য। তবে এবারে দিল্লিতে দেখা গেল আরও এক তরুণীকে, যিনি হার মানাবেন উরফিকেও। এককথায় এই তরুণী উরফির থেকে এক ডিগ্রি উপরেই। তাঁর পোশাক দেখে চক্ষু চড়কগাছ মেট্রো যাত্রী থেকে নেটিজেনদের। কেউ কেউ বলেছেন, 'যাক, দিল্লিও এ বার নিজস্ব উরফি পেল।'

রবিবার ছুটির দিনে এক ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলেছে, যেখানে দেখা গিয়েছে, কোলে ব্যাগ নিয়ে সিটে বসে দিল্লি মেট্রোয় চেপে সফর করছিলেন তিনি। কিন্তু উঠে দাঁড়াতেই বাকি যাত্রীরা হতবাক! সবারই প্রশ্ন, এ কেমন পোশাক? শুধুমাত্র অন্তর্বাস পরেই উঠে পরেছে মেট্রোয়! কোমরেও একফালি কাপড় মাত্র, তাও আবার পাশ দিয়ে চেরা। তরুণীর কাণ্ড দেখে চারিদিক থেকে মন্তব্য আসতে শুরু করে, কিন্তু অন্যদিকে তরুণীর নেই কোনও ভ্রুক্ষেপ। কোনও ইতস্তত বোধ না করেই আপন মনে নিজের গন্তব্যে নেমে পড়লেন।

তরুণীর এমন বেশের একটি ভিডিও করেছেন কোনও এক মেট্রো যাত্রী। আর তা নেটদুনিয়ায় শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল। ধেয়ে এসেছে একের পর এক মন্তব্য। অনেকেই বলেছেন, এই তরুণী তো উরফিকেও ছাপিয়ে গিয়েছে পোশাকের দিক দিয়ে।

 

উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। অভিনয় করেন ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’, ‘চন্দ্র নন্দিনী’, মতো একাধিক ধারাবাহিকে। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। আর এরপরেই তাঁকে নিয়ে যেন চারিদিকে চলছে তুমুল চর্চা, সমালোচনা। তবে এবারে সামনে এল 'গরীবের উরফি'।

one year ago