Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Crime

ED: হাজার কোটির সাইবার প্রতারণার অভিযোগে শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি

ফের শহরে ইডি হানা। সাইবার প্রতারণা মামলায় একাধিক জায়গায় কেন্দ্রীয় এই এজেন্সি অভিযান চালাচ্ছে বলে খবর। এই মামলায় ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছে এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা কুণাল গুপ্তা। মামলায় চার্জশিটও পেশ করা হয়। এবার কুণাল গুপ্তার আরও কিছু সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা।

জানা গিয়েছে, হাজার কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি। বেনিয়াপুকুরের একটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, এই মামলায় কোনওরকম হাওয়ালা যোগ রয়েছি কি না, বা সাইবার প্রতারণায় কারা কারা লাভাবান হয়েছেন, সেই সমস্ত দিকগুলিও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি বুধবার সকালে বাগুইআটিতে গৌতম গুপ্তার বাড়িতেও যায়।

উল্লেখ্য, সোমবার গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের বোলপুরের কার্যালয়ে হানা দেয় ইডি। ওই কার্যালয়েই বসতেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, সে বিষয়ে নিচুপট্টির ওই অফিসে হানা দেয় ইডি। বোলপুরের বিএলআরও অফিসে যান আধিকারিকরা। সেখানে তাঁরা বিএলআরও-র সঙ্গে কথা বলেন।

2 months ago
Cyber crime: সাইবার ক্রাইমের নয়া ফাঁদ, প্রতারিত দুই ওষুধের দোকানের মালিক

কর্নেল পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ। আর সেই প্রতারণার শিকার হলেন হুগলি শ্রীরামপুরের দুজন ওষুধের দোকানের মালিক। জানা গিয়েছে, এক হ্যাকার কর্নেল পরিচয় দিয়ে ওষুধের দোকানের মালিককে বলেন তাদের সংস্থার জন্য ওষুধ লাগবে। কথা মত সেই সংস্থায় ওষুধ পাঠিয়ে দেন ওই ওষুধের দোকানের মালিক। কিন্তু ওষুধের দাম দুই হাজার নয়শো টাকা হওয়া সত্ত্বেও কুড়ি হাজার নয়শো টাকা বিল পেমেন্টের একটা ভুয়ো স্ক্রিনশট পাঠায় হ্যাকাররা। 

এরপর ওই ওষুধের দোকানের মালিককে ফোন বাকি টাকা ফেরত দিতে বলে। তার পর ওষুধের দামটা রেখে বাকি টাকা ওই সংস্থাকে ফেরত দেন ওষুধের দোকানের মালিক। তারপর ওষুধ দোকানের মালিক ব্যাঙ্ক-এর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে কোনও টাকাই তাঁর অ্যাকাউন্টে ঢোকেনি। অভিযোগ, বিল পেমেন্টের একটা ভুয়ো স্ক্রিনশট করে পাঠিয়েছিল প্রতারকরা। 

পাশাপাশি ওই এলাকার আরেকটা দোকানের মালিকের কুড়ি হাজার টাকা খোয়া যায়। অবশেষে ওই দুই ওষুধের দোকানের মালিক একত্র হয় শ্রীরামপুর থানায় অভিযোগ জানান। কিন্তু শ্রীরামপুর থানার সাইবার ক্রাইম দফতর থেকে তাঁদের জানানো হয় এরকম তো কতই ঘটে, এর  জন্য কী করা যেতে পারে? এখানে দশ-কুড়ি হাজার টাকার ব্যাপার, সাইবার প্রতারণার ফাঁদে পড়ে অনেকে দশ-বিশ লাখ টাকা হারিয়েছেন। এবার সাইবার প্রতারণার ফাঁদে পড়া অসহায় মানুষদের কাছে এর থেকে বড় পরিহাস কী হতে পারে?

3 months ago
Shabana Azmi: শাবানা আজমির পরিচয় দিয়ে প্রতারণা, পুলিসের দ্বারস্থ অভিনেত্রী

নতুন জটিলতায় জড়িয়ে পড়লেন অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। বিষয় বেশ গুরুতর। তাঁর নাম ভাঙিয়ে কেউ বা কারা প্রতারণা করতে চাইছেন। তবে একথা কানে আসতেই আর দেরি করেননি শাবানা। দ্রুত পুলিসে অভিযোগ করেন। তাঁর ঘনিষ্ঠ মহল এবং পরিচিতদের সতর্ক করতে সামাজিক মাধ্যমে এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছেন অভিনেত্রী। একইসঙ্গে তাঁর আইনজীবীরা নোটিস জারি করেছেন এই প্রসঙ্গে।

শাবানা তাঁর সামাজিক মাধ্যমে লেখেন, 'আমাদের অবগতিতে এসেছে আমাদের কিছু সহকর্মী এবং সহযোগী শাবানা আজমির নাম মেসেজ পাচ্ছেন। তারা সরাসরি দাবি করছেন অ্যাপ স্টোরে গিয়ে কিছু কিনতে। শাবনাজী নামের কোনও মেসেজ বা ফোন পেলে দয়া করে কোনও উত্তর দেবেন না বা কথা বলবেন না। এটি সাইবার ক্রাইমের ফাঁদ। আমরা পুলিসে অভিযোগ করেছি। এখনও পর্যন্ত যে দুটি নম্বর থেকে ফোন আসছে তা হল, +৬৬৯৮৭৫৭৭০৪১ এবং +৯৯৮৯১৭৮১১৬৭৫।'

শাবানা বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। সহ অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর চুম্বনের দৃশ্য নিয়ে কম আলোচনা হয়নি। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ঘুমেড়'-এ তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। আবারও নতুন ইনিংসের জন্য তৈরী হচ্ছেন অভিনেত্রী। এরই মাঝে উটকো ঝামেলা হয়ে দাঁড়াল এই সাইবার ক্রাইম।

8 months ago


Women: নারী সুরক্ষায় নয়া পদক্ষেপ ঘোষণা ছত্তীসগঢ়ে, স্বাধীনতা দিবসে বললেন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল

৭৭তম স্বাধীনতা দিবসে নারীদের (Women) প্রতি অন্যায় (Crime Against) রুখতে নয়া পদক্ষেপ নিলেন ছত্তীসগঢ় (Chhattisgarh) রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) ভূপেশ বঘেল। শিশু ও মহিলাদের উপর হওয়া অপরাধ রুখতেই তিনি এই নয়া পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি এই বিষয়ে একটি বক্তব্যও পেশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘‘ রাজ্যে মহিলাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করাকেই অগ্রাধিকার দিচ্ছে আমাদের সরকার। শিশুকন্যা এবং মহিলাদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা এবং অন্যান্য অপরাধে অভিযুক্তদের উপর সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’’ এমনকি সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ-সুবিধারও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী বঘেল।

যদিও ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (এনসিআরবি)-র সমীক্ষা অনুযায়ী, ২০১৮ সালে নারী নির্যাতনের ঘটনায় দেশের মধ্যে এই রাজ্য পঞ্চম স্থানে ছিল। তবে ২০২১ সালে সেই নিরিখে ছত্তীসগঢ় ১১তম স্থানে নেমেছে।

8 months ago
Govt Jobs: যৌন নির্যাতনে অভিযুক্তদের দেওয়া হবে না সরকারি চাকরি, ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

রাজ্যের মহিলাদের সুরক্ষার্থে এক কড়া পদক্ষেপ নিল রাজস্থান সরকার (Rajasthan Government)। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) ঘোষণা করেন, রাজ্যে যারা যৌন নির্যাতন, অশ্লীলতার মত অপরাধে অভিযুক্ত, তাদের সরকারি চাকরি (Government Jobs) থেকে বঞ্চিত রাখা হবে। অর্থাৎ যৌন নির্যাতনে অপরাধী, অভিযুক্তরা সরকারি চাকরি করতে পারবে না। এমনটাই মঙ্গলবার ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

গত কয়েক বছরে রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েই চলেছে। যৌন নিগ্রহ, যৌন নির্যাতন, হেনস্থা, অশ্লীল আচরণের মত ঘটনা বেড়েই চলেছে। ফলে অপরাধী বা অভিযুক্তদের 'শাস্তি' দিতে এমন সিদ্ধান্ত রাজস্থান সরকারের। তবে রাজনৈতিক মহলের মতে, রাজস্থানের পরিস্থিতি নিয়ে কংগ্রেসকে একাধিকবার কটাক্ষ করেছে বিজেপি। এরপরই আসন্ন ভোটের আগেই এমন পদক্ষেপ নিতে দেখা গেল।

অশোক গেহলট মঙ্গলবার টুইট করে লিখেছেন, 'রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন, যৌন নির্যাতন, হেনস্থা এইসব অপরাধে অভিযুক্তদের সরকারি চাকরি দেওয়া হবে না।' তিনি আরও জানিয়েছেন, এসব অপরাধীদের নথিও রাখা হবে থানায়। এমনকি রাজ্য সরকার ও পুলিসের তরফে যে তাদের চরিত্রের যে শংসাপত্র দেওয়া থাকবে, সেখানে অপরাধগুলোর বিষয় উল্লেখ থাকবে।

9 months ago


Fraud: অনলাইনে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণা, তারপর!

অনলাইনে (Online) কয়েক ঘন্টা কাজ করলে বিপুল পরিমান অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে প্রতারণার (Fraud) অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে। সংসারের কাজের ফাঁকে অনলাইনে কাজ করলেই রোজগারের বিশেষ সুযোগ সুবিধা। এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন এক দম্পতি। আর সেই ফাঁদে পা দিয়ে একটি অ্যাপের মাধ্যমে পার্ট-টাইম কাজও শুরু হয়। তবে রোজগারের জন্য় ওই দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ লক্ষের বেশি টাকা জমা দিতেই যোগাযোগ বন্ধ করে দেন তাঁরা। থাণে পুলিসের কাছে এমনই অভিযোগ করেছেন নবী মুম্বইয়ের এক বধূ। 

পুলিস সূত্রে খবর, ৪২ বছরের ওই বধূর সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন বলে এক দম্পতির বিরুদ্ধে অভিযোগ। ওই বধূর দাবি, একটি অ্যাপের মাধ্যমে পার্ট-টাইম কাজের সুযোগ দিয়েছিলেন তাঁরা। অনলাইনে হোটেলের রিভিউ করলেই মোটা অঙ্কের টাকা উপার্জনের সুযোগ রয়েছে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাতে রাজি হয়ে অনলাইনে কাজ শুরু করে দেন।

অভিযোগ, রোজগারের টাকা পেতে হলে তাঁদের অ্যাকাউন্টে প্রায় ১০ লক্ষ টাকা জমা রাখতে হবে বলে শর্ত দিয়েছিলেন ওই দম্পতি। সেই শর্ত মেনে ১৪ জুনের মধ্যে কাজ শেষ করে ওই দম্পতির অ্যাকাউন্টে ৯ লক্ষ ৭০ হাজার টাকা জমা দেন তিনি। তবে টাকা জমা দেওয়ার পর থেকেই সবরকম যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ওই দম্পতি। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করেছে পুলিস। গোটা ঘটনার তদন্তে নেমেছে পনবেল থানার পুলিস।

10 months ago
Haridebpur: বিবাহ বহির্ভূত সম্পর্ক না মেনে নেওয়ায় মেয়েকে খুনের চেষ্টা মা ও মায়ের প্রেমিকের

মেয়েকে খুনের (Crime) চেষ্টার অভিযোগ। অভিযোগ উঠেছে নাবালিকার মায়ের বিরুদ্ধ। হরিদেবপুর (Haridebpur) থানার অন্তর্গত মতিলাল গুপ্ত রোডের একটি ফ্ল্যাটের ঘটনা। সোমবার ভোর বেলায় আগুন লাগে ওই ফ্ল্যাটে। তখন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারা সম্ভব হয়। এই ঘটনার পরেই নাবালিকা মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে যায়। নাবালিকার অভিযোগ, তাঁর মায়ের সাথে একটি ব্যক্তির অবৈধ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা মেয়েটি মেনে নিচ্ছিল না। তার জন্যই বাড়ি থেকে মেয়েকে সরানোর জন্য প্ল্যান করেছিল তার মা ও তার মায়ের প্রেমিক। ফ্ল্যাটে আগুন লাগার ঘটনার পর নাবালিকা মায়ের ফোন হাতে পেয়ে মোবাইলের চ্যাট দেখে। তারপরেই সে থানায় (Police) যায়। 

ইতিমধ্যে হরিদেবপুর থানার পুলিস অভিযুক্ত মা সোনালী চন্দ ও প্রেমিক প্রসূন মান্না দুজনকেই গ্রেফতার করেছে। জানা গিয়েছে, নাবালিকার মায়ের প্রেমিক প্রসূন মান্না পেশায় বেঙ্গল পুলিসের একজন কনস্টেবল। পুলিসের প্রাথমিক অনুমান, ওই নাবালিকাকে সরিয়ে দিয়ে সোনালী চন্দ তাঁর প্রেমিককে বাড়িতে নিয়ে আসবে এমনটাই প্ল্যান করছিল।

12 months ago
Crime: শুধু তোমারই জন্য! প্রেমিকার মন রাখতে দুবাইয়ের কাজ ছেড়ে অপরাধ জগতে আইআইটি প্রাক্তনী

প্রেমিকার মন রাখতে চাকরি ছেড়ে অপরাধী (Crime) হয়েছেন এক যুবক। কিন্তু অবশেষে পুলিস (Police) গ্রেফতার করেছে আইআইটির ওই মেধাবী ছাত্রকে। তাঁর সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও তিন দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে পুলিস। জানা গিয়েছে, অভিযুক্তের নাম হেমন্ত কুমার রঘু। আইআইটি (IIT Student) মাদ্রাজ থেকে পাশ করে দুবাইতে চাকরি করতে চলে গিয়েছিলেন তিনি। এমনকি দীর্ঘদিন দুবাইতে চাকরিও করেন তিনি। অভিযোগ, ওই যুবক-সহ তিন জন পরিকল্পনা করে এক মহিলার কাছ থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। 

পুলিস সূত্রে খবর, দুবাইয়ে থাকাকালীন রঘু এক নাইটক্লাবের নৃত্যশিল্পীর প্রেমে পড়েছিলেন। সেই তরুণীকে রঘু নাইটক্লাবের কাজ ছেড়ে দিতে বললে সেই তরুণীও রঘুকে দুবাইয়ের চাকরি ছেড়ে বিহারে গ্রামের বাড়িতে যেতে বলেন। আর প্রেমিকার কথা শুনেই বিহারে চলে আসেন ওই যুবক। এমনকি প্রেমিকার জন্য হয়ে ওঠেন অপরাধী। 

ওই যুবক জানিয়েছেন, প্রেমিকাকে খুশি করার জন্য জমানো সব টাকা শেষ করে ফেলেছেন তিনি। তাই একাধিক অপরাধমূলক কাজ করেছেন বলেও স্বীকার করে নিয়েছেন তিনি। এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

12 months ago


Cyber: ভিডিও লিঙ্কে ক্লিক করতেই লাখ লাখ টাকা উধাও, পুলিসের দ্বারস্থ যুবক

অনলাইনে প্রতারণার (Cyber crime) শিকার মুম্বইয়ের (Mumbai) এক ব্যক্তি। খোয়ালেন ৮.২ লক্ষ টাকা। অভিযোগ, ইউটিউবে ভিডিয়ো লাইক এবং সাবস্ক্রাইব করতেই লাখ লাখ টাকা খোয়ান অভিযোগকারী। জানা গিয়েছে, অভিযোগকারীর নাম বিনোদ কুমার হরিজন। মুম্বইয়ের ভিখরোলির বাসিন্দা। ১৩ এপ্রিল তাঁর কাছে হোয়াটসঅ্যাপে (Whatsapp) একটি মেসেজ আসে। সেই মেসেজের ফাঁদে পা দিতেই প্রতারিত হন তিনি। 

হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ব্যক্তি জানান, তাঁর নাম ভটনগর। একটি সংস্থার এইচআর তিনি। সংস্থার নাম এমফাসিস। বিনোদকে ওই ব্যক্তি জানান, সংস্থা নতুন একটি প্রকল্প এনেছে। সেখানে কিছু ইউটিউব ভিডিয়োতে লাইক এবং সাবস্ক্রাইব করেই টাকা মিলবে। পুলিস সূত্রে খবর, বিনোদকে বলা হয়েছিল, একটি ভিডিয়ো লাইক এবং সাবস্ক্রাইব করলে ১,৩০০ থেকে ১,৫০০ টাকা দেওয়া হবে। দু-একটা ভিডিয়ো লাইক করার পরেই তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে খবর আসে। এ ভাবে ধাপে ধাপে মোট ৩,৫০০ টাকা ঢোকে বিনোদের অ্যাকাউন্টে। এর পর পূজা নামের এক মহিলা ফোন করেন বিনোদকে জানান, একটি নতুন প্রকল্পে ৫,০০০ টাকা বিনিয়োগ করা হলে ৬,৫০০ টাকা পাবেন গ্রাহক। এই প্রকল্পে ৮.২ লক্ষ টাকা বিনিয়োগ করেন বিনোদ। তার পর থেকেই ওই মহিলা নিজের ফোন বন্ধ করে দেন। ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিস।

12 months ago
Crime: চেনা যুবকের সঙ্গে সমাজমাধ্যমে বন্ধুত্ব!প্রতারকের পাল্লায় পড়ে দু'কোটি খোয়ালেন বৃদ্ধা

নেটমাধ্যমে(Social Media) অচেনা যুবকের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে দু'কোটি টাকা খোয়ালেন এক বৃদ্ধা। এই ঘটনাটি ঘটেছে গুরুগ্রাম এলাকায়। অভিযোগ, ভুয়ো (Fake) পরিচয় দিয়ে প্রতরণা করেছে ওই যুবক। থানায় গিয়ে অভিযোগ মামলা দায়ের করেন প্রতারিত বৃদ্ধা। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিস। বৃহস্পতিবার, এই প্রতারণার (Fraud) ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ঘটনার সূত্রপাত ২০২২ সালের ডিসেম্বর মাস। সমাজমাধ্যমে সেই সময় এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল ৬১ বছর বয়সের এক বৃদ্ধার। ওই যুবক একটি আন্তর্জাতিক বিমানসংস্থার পাইলট হিসাবে নিজের ভুয়ো পরিচয় দিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই তাঁদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। এমনকি ফোন নম্বরও অদলবদল করেন তাঁরা।

অভিযোগ, বন্ধুত্ব আরও গাঢ় হওয়ার পরেই ওই বৃদ্ধাকে আইফোন, গয়না, ঘড়ি, নগদ টাকার একটি ‘সারপ্রাইজ প্যাকেজ’ পাঠাবেন বলে জানান ওই যুবক। দুবাই থেকে উপহার সামগ্রীর পাঠানোর জন্য বৃদ্ধার কাছ থেকে ৪৫ হাজার টাকা চেয়েছিলেন অভিযুক্ত। যুবকের কথামতো টাকাও দেন বৃদ্ধা। এরপরই অচেনা এক ব্যক্তির কাছ থেকে ফোন আসে ওই বৃদ্ধার কাছে। বিমানবন্দরের আধিকারিক পরিচয় দিয়ে বৃদ্ধার কাছ থেকে জরিমানা হিসাবে ১ লক্ষ টাকা দাবি করেন তিনি। বৃদ্ধার পুরো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বিমানবন্দরের আধিকারিক পরিচয় দেওয়া ব্যক্তি। 

অভিযোগ, এরপর আরও অচেনা ব্যক্তিরা তাঁকে ফোন করে কোনও এক তদন্তকারী সংস্থার কর্তা হিসেবে পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে ধাপে ধাপে টাকা নেওয়া হয়েছে। বৃদ্ধার অভিযোগ পাওয়ার পরই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ডি ধারায় মামলা দায়ের করেছে পুলিস। 

one year ago


Cyber: সরকারি ভুয়ো ওয়েবসাইট থেকে বালি খাদানের ভুয়ো রশিদ বানিয়ে প্রতারণা

সরকারি ভুয়ো ওয়েবসাইট (Fake Website) তৈরি। সেখান থেকে বালি খাদানের ভুয়ো রশিদ বানিয়ে প্রতারণা। বীরভূমের (Birbhum) এই প্রতারণা চক্রের আরও এক পাণ্ডাকে গ্রেফতার (Arrested) করলো বিধাননগর (Bidhannagar) সাইবার ক্রাইম থানার পুলিস (Cyber Crime Police Station)। ধৃতের নাম অনুপ দাস, খড়গপুরের বাসিন্দা। জানা গিয়েছে, সরকারি ওয়েবসাইট জাল করে বালি খাদানের চালান তৈরি করে চালানো হতো এই অবৈধ ব্যবসা।

উল্লেখ্য, বীরভূমে হানা দিয়ে এমনই এক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। এর আগে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছিল। তারা এখন জেল হেফাজতে রয়েছে। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে অভিযুক্ত অনুপ দাসের নাম। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার খড়্গপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত অনুপ দাসকে গ্রেফতার করে পুলিস।

পুলিস সূত্রে খবর, এই অনুপ দাস সরকারি ওয়েবসাইট এবং ভুয়ো চালান তৈরি করেছিল। মূল অভিযুক্তর সঙ্গে বালি খাদানের মালিকদের মিডলম্যান হিসেবে কাজ করতো এই অনুপ। শনিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিস তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিস।

one year ago
Bank: ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে লক্ষ টাকার প্রতারণা, হালিশহরে ধৃত এক

বেসরকারি ব্যাংকের ব্যাক অফিসে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার (Frauad) অভিযোগে গ্রেফতার এক। লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ অভিযুক্তর বিরুদ্ধে। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। পুলিস সূত্রে খবর, চলতি বছরে ২২শে ফেব্রুয়ারি সল্টলেকের শান্তিনগর এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা দাস বিধান নগর সাইবার থানায় অভিযোগ করেন। 

তরুণীর অভিযোগ, তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে তাঁর জীবনপঞ্জী বা বায়োডাটা আপলোড করেছিলেন। ২৬শে ডিসেম্বর ২০২২-এ তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে এক ব্যক্তি নিজেকে অভিজিৎ সাহা পরিচয় দিয়ে বেসরকারি এক ব্যাংকের এইচআর হিসেবে দাবি করেন। 

জানানো হয়, প্রিয়াঙ্কা দাসের সিভি দেখে তাঁকে ব্যাংকের ব্যাক অফিস কাজের জন্য নির্বাচিত করা হয়েছে। তরুণীকে জানানো হয়, ইন্টারভিউয়ের জন্য তাঁকে একটি ফর্ম ফিলাপ করতে হবে। তার জন্য ২২০ টাকা জমা করতে হবে। তিনি সেই ফর্ম ফিলাপ করলে কিছুদিনের মধ্যে আরেকটি নাম্বার থেকে তাঁকে ফোন করে জানানো হয়, জয়েনিংয়ের জন্য ৪০ হাজার টাকা দিতে হবে। 

এভাবে বিভিন্নভাবে ফোন করে তাঁর থেকে মোট ১ লক্ষ ৮৩ হাজার ৮৯২ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এরপরই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন প্রিয়াঙ্কা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। জানা যায়, একটা চক্র এই বেসরকারি ব্যাংকের নাম করে প্রতারণা চক্র চালাচ্ছেন। বৃহস্পতিবার সূত্র মারফৎ খবর পেয়ে হালিশহরে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। সেখান থেকে সুজয় দে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। পুলিস সূত্রে খবর, বেসরকারি ব্যাংকের নাম করে ওই ব্যক্তি এই প্রতারণা চক্র চালাচ্ছিলেন। শুক্রবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

one year ago
Online: অনলাইন অ্যাপের মাধ্যমে টাকা বিনিয়োগ, আড়াই লক্ষ টাকা খোয়ালেন তরুণী, গ্রেফতার ৪

টেকনোলজি যত দ্রুত উন্নতি হচ্ছে, তত যেন প্রতারণার ঘটনা বাড়ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া (Social Media) সাইটে আজকাল দেখা যায় একটি বিজ্ঞাপন। যেখানে বলা হয়, ঘরে বসে মোবাইল অ্যাপের (Online App) মাধ্যমে বিনিয়োগ করে টাকা ডবল করুন। তেমনই এক অ্যাপের মাধ্যমে টাকা রোজগারের ফাঁদ (Cyber Crime) পেতে প্রায় ১ হাজার মহিলাকে ঠকিয়েছে প্রতারকরা। ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার (Arrested) করা হয়েছে ইতিমধ্যে। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লিতে (New Delhi)।  

জানা গিয়েছে, ওই প্রতারকরা মহিলাদের ওয়ার্ক ফর্ম হোমের মাধ্য়মেও টাকা উপার্জন করা সম্ভব বলে জানায়। এইরকম মিথ্য়ে আশ্বাসের ফাঁদে পড়ে ঠকেছেন প্রায় ১ হাজার মহিলা।  পুলিস সূত্রে খবর, ওই প্রতারণা চক্রের শিকার হওয়া এক তরুণী থানায় অভিযোগ দায়ের করেন। তরুণীর নাম পালক শ্রীবাস্তব। গুরুগ্রামের বাসিন্দা তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চার অভিযুক্তকে বুধবার গ্রেফতার করে গুরুগ্রাম থানার পুলিস। সাইবার প্রতারণাকাণ্ডে যুক্ত যুবকরা হল, সহলেশ কুমার, তুষার কোহলি, বিনোদকুমার ভাসিন এবং রামকুমার রামন।

পালক পুলিসকে জানান, মায়ের সঙ্গে তিনি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করেছিলেন। কিন্তু তাতে কোনও টাকাপয়সা ফেরত পাননি। বরং আড়াই লক্ষ টাকা খোয়া গিয়েছে তাঁর। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে? সবটাই তদন্ত করে দেখছে পুলিস। 

one year ago


Fake: ফের সেক্টর ফাইভের ভুয়ো কল সেন্টারে বিধাননগর পুলিসের হানা

ভুয়ো (Fake) আন্তঃদেশীয় কল সেন্টারের (Call Center) পর্দা ফাঁস। অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার (Arrest) করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।  গোপন সূত্রে  খবর পেয়ে ওই কল সেন্টারে হানা দেয় পুলিস। সূত্রের খবর, বিধাননগর সাইবার ক্রাইম থানায় খবর আসে, সল্টলেক সেক্টর ফাইভের বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়ো কল সেন্টার চলছে। খবর পেয়েই ওখানে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

পুলিস জানতে পারে বিদেশি নাগরিকদের কল করে, টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করছিল এই বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে সংস্থাটি। তারই পরীক্ষাতে মঙ্গলবার ওই ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে, সাত জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, ডেক্সটপ, হার্ডডিক্স, ডেবিট কার্ড, মোবাইল ফোন-সহ নগদ আনুমানিক ৫৫ হাজার টাকা। মঙ্গলবারই অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

one year ago
Fake: শহরে ফের ফেক কল সেন্টারের হদিশ, আটক দুই কর্তা-সহ মোট ১৬ জন

শহরে ফের ভুয়ো কল সেন্টারের (Call Center) হদিশ। সোমবার সল্টলেক (Salt Lake) সেক্টর ফাইভে, সাইবার ক্রাইম (Cyber Crime) থানা এলাকার ঘটনা। পুলিস সূত্রে খবর, ওই কল সেন্টারে তল্লাশি চালিয়ে ৫ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। সল্টলেকে ভুয়ো কল সেন্টার নতুন নয়। শহরজুড়ে বারবার টাকা লোপাট, লোনের নামে প্রতারণার অভিযোগ আসছিল। তদন্তে নেমে ভুয়ো কল সেন্টারের সূত্র পায় পুলিস। সেইমতো সোমবার ওই কল সেন্টারে হানা দেয় পুলিস, তল্লাশি চালিয়ে, উদ্ধার হয়েছে কম্পিউটার, স্মার্টফোন, প্রতারিতদের বহু নথি এবং ডেবিট কার্ড, এছাড়া কিপ্যাড মোবাইল-সহ বিভিন্ন নথি।

পুলিস জানিয়েছে, কিছু ব্যক্তি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের আড়ালে ফেক কল সেন্টারের ব্যাবসা চালাচ্ছিল। সেক্টর ফাইভের বহুতলে ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে, অফিস ভাড়া করে চলছিল এই প্রতারণা চক্র। কোম্পানির মোবাইলের টাওয়ার বসানো এবং লোন পাইয়ে দেওয়ার নাম করে আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষদের প্রতারণা করত এই সংস্থা। সোমবার তল্লাশি চালানোর পর, বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার, দুই ডিরেক্টর-সহ মোট ১৬ জন।

one year ago