Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Cricket

Rishabh Pant: উত্তরাখণ্ড থেকে মুম্বই উড়িয়ে আনা হচ্ছে পন্থকে, কেন এই তড়িঘড়ি সিদ্ধান্ত?

মৃত্যুমুখ থেকে বেঁচেছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Panth Accident)। ৩০ ডিসেম্বর ভোরে দিল্লি থেকে উত্তরাখন্ডে (Delhi to Uttarakhand) নিজের বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে আগুন ধরে যায়। কোনওভাবে প্রাণে রক্ষা পান ঋষভ। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পন্থ। অসংখ্য অনুরাগী হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন তাঁদের প্রিয় ক্রিকেটারের শারীরিক অবস্থা কেমন তা জানতে।

কেউ কেউ দেখা করতে হাসপাতালের ভিতর প্রবেশ করছেন। এর ফলে যেমন বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটার, তেমনই তাঁর সংক্রমিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। পন্থের পরিবারের পক্ষ থেকে ভক্তদের অনুরোধ করা হলেও ভিড় কমার কোনও লক্ষণ নেই। সেকারণে পরিস্থিতি সামাল দিতে তাঁকে আইসিইউ থেকে প্রাইভেট স্যুইটে সরিয়ে নিয়ে যাওয়া হবে মুম্বই। এমনটাই দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা শ্যাম শর্মা জানান সংবাদমাধ্যমকে।

এ বিষয়ে শ্যাম জানিয়েছেন, 'সংক্রমণের আশঙ্কা থাকায় আমরা ঋষভ পন্থের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষকে বলে ওকে প্রাইভেট স্যুইটে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। ও এখন ভাল আছে। ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। বুধবারই মুম্বই নিয়ে যাওয়া হবে। বাকি চিকিৎসা হবে ওখানেই।'

এর ঠিক কিছুদিন আগে শ্যাম শর্মা জানিয়েছিলেন, “সংক্রমণের ভয়ে আমরা পন্থের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যাতে পন্থকে আলাদা কেবিনে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা করেছেন। ও এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।” কিন্তু চিকিৎসকরা বলছেন, নির্ধারিত সময়ের পরেও অনেকে পন্থকে দেখতে আসছেন।

এর ফলে তাঁর বিশ্রামে ব্যাঘাত ঘটছে। দুর্ঘটনার ফলে যে চোট পেয়েছে, তার ফলে শরীরের বিভিন্ন জায়গায় এখনও যন্ত্রণা। এরই মধ্যে ওকে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে। এর ফলে ওর শারীরিক শক্তিক্ষয় হচ্ছে যা দ্রুত সুস্থ হয়ে ওঠার পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঋষভের বিশ্রামের জন্যই স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য,সম্প্রতি পন্থকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও হাসপাতালে যান। এছাড়া প্রতিনিয়ত কেউ না কেউ পন্থকে দেখতে উপস্থিত হচ্ছেন।

one year ago
Rishabh: রুরকির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, দুমড়ে গিয়েছে অভিজাত গাড়ি

দিল্লি থেকে উত্তরাখণ্ডে (Delhi-Uttarakhand) নিজের বাড়ি ফেরার পথে রুরকির কাছে দুর্ঘটনার কবলে ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant injured)। ডিভাইডারে ধাক্কা মারে ঋষভ পন্থের বিএমডাবলু গাড়ি। ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটারের মাথায় গুরুতর চোট লেগেছে। গাড়িতে আগুনও ধরে গিয়ে দুমড়ে গিয়েছে বলে খবর।

আশঙ্কাজনক অবস্থায় মাথায় এবং পায়ে চোট নিয়ে চিকিৎসাধীন তিনি। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দেহরাদুনের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিসকে প্রাথমিক বয়ানে পন্থ জানান, গাড়ির স্টিয়ারিং সিটে বসে সম্ভবত চোখ লেগে যাওয়ায় এত বড় দুর্ঘটনা। বড় কিছু হয়েছে বুঝতে পেরে তিনি গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে বেড়িয়ে আসেন। উত্তরাখণ্ডের এক পুলিসকর্তা জানান, এই উপস্থিত বুদ্ধি না দেখালে আরও বড় বিপদ হতে পারতো ভারতীয় ক্রিকেটারের।

হাসপাতাল সূত্রে খবর, ভারতীয় এই ক্রিকেটারের এমআরআই করা হবে। সম্প্রতি বাংলাদেশ সফর থেকে দেশে ফিরে নিজের বাড়ি ফিরছিলেন পন্থ। সেই সময় শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই দুর্ঘটনা।


one year ago
Indian Cricket: ভারতীয় ক্রিকেটের নেতৃত্বে কে?

মাহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ভারতীয় ক্রিকেটের এক মাইলস্টোন। সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর নেতৃত্বে ভারত দ্বিতীয়বার যেমন ৫০ ওভারের বিশ্বকাপ পেয়েছে তেমন টি ২০ বিশ্বকাপও জয় করেছে। কাপ জয় করাটা বড় কথা নয়। তাঁর নেতৃত্ব ছাড়ার পর থেকে ভারত নিয়মিত নেতা পায় নি। বোর্ডের নানান পরীক্ষামূলক কান্ডকারখানাতে অস্থির অবস্থা ভারতীয় ক্রিকেট দলের। দিশেহারা বোর্ড।

সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ জুটি ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলো উপযুক্ত প্রশাসন পেয়েছে ভারত। কিন্তু আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারত কোনও ট্রফি জয় করতে পারছে না। সৌরভের প্রিয়পাত্র ছিলেন বিরাট কোহলি। কিন্তু রবি শাস্ত্রীর কাছের মানুষ হওয়ার পর একদিকে বিরাট যেমন বোর্ডের সুনজর থেকে সরে গেলো, তেমন রবি শাস্ত্রী চলে যাওয়ার আগেই কোহলি জানিয়ে দিলেন নেতৃত্বে তিনি আর নেই। ইদানিং টেস্ট কমেছে এবং টি ২০ বেড়েছে। এই দুই ধরণের খেলাতেই বিরাট নিজের ফর্ম হারিয়েছিলেন। ওয়ান ডেতেও রান পাচ্ছিলেন না। চরম সমালোচনা হয়েছিল। তিনিও নেতৃত্ব থেকে বেরিয়ে এলেন।

এরপর থেকেই দল গঠন থেকে নেতৃত্বে নিয়মিত নন কেউই। এই মুহূর্তে ভারতীয় দলে অন্তত ২৫ জন খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। নেতৃত্বে এসেছেন রোহিত শর্মা। কিন্তু রোহিত অধিকাংশ সময়ে অসুস্থ কারণ চোট। কখনও কে.রাহুল কখনও হার্দিক পান্ডিয়া কখনও অন্য কেউই করে যাচ্ছেন ক্যাপ্টেনের কাজ। হটকারী সিদ্ধান্ত হচ্ছে  বোর্ডের। সভাপতি ছাড়া কেউই ক্রিকেটার নন, যদিও একটি সিলেক্টর দল আছে। কিন্তু তাঁদেরও বাতিল করা হচ্ছে যখন তখন।

রবিবার বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট ম্যাচের সিরিজে ২-০ করে জিতলো ভারত। কিন্তু দেখা গেলো বাংলাদেশের মতো দুর্বল দলের বিরুদ্ধেও রাহুল ব্যর্থ। এবারে কোপ পড়তে পারে সৌরভের বন্ধু কোচ রাহুল দ্রাবিড়ের উপর। নেতৃত্ব যেতে পারে কে.রাহুলের। কিন্তু এতো পরিবর্তনেও কি ভারতের সুদিন আসবে?

one year ago


Dhupguri: ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত ৩

বড়দিনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা! একেই বড়দিন তার ওপর রবিবার, ছুটির মেজাজে ছোট-বড় সকলেই। ক্রীসমাস (christmas) উপলক্ষ্যে ধূপগুড়ি (Dhupguri) সিনেমাহল পাড়া বৈরাতিগুরি হাই স্কুলের খেলার ময়দানে অনুষ্ঠিত হয়েছিল একটি ক্রিকেট ম্যাচ (cricket match)। আর সেই ম্যাচ ঘিরেই ধুন্ধুমার। ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ বাধে। ঘটনায় আহত (injured) হয় ৩জন।

স্থানীয় সূত্রে খবর, এই ময়দানে চলছে ধূপগুড়ি পুরসভার ১৬টি ওয়ার্ডের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট-ধূপগুড়ি মিউনিসিপ্যাল কাপ ২০২২ আয়োজন করেছিল ধূপগুড়ি নবজীবন ক্লাব। আর সেই খেলার ফাইনাল ছিল রবিবার। এদিন ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল ১৫ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ড। খেলা চলাকালীন মাঠে ছিল টানটান উত্তেজনা। দুই দলের দর্শকদের মধ্যেও ছিল টানটান উত্তেজনা। কিন্তু হঠাৎই তাল কাটে একটি ক্যাচ আউট দেওয়াকে কেন্দ্র করে। এক পক্ষের দাবি, ক্যাচ আউট হয়েছে। আরেক পক্ষের দাবি, ক্যাচ আউট হয়নি। দর্শকদের মধ্যে থেকেও আওয়াজ চলে আসে। আর এই তরজা থেকেই শুরু হয় হাতাহাতি। রীতিমতো একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়েন দর্শকরা। আয়োজক কমিটির পক্ষ থেকে দুই দলের সমর্থকদের আপ্রাণ শান্ত করার চেষ্টা করা হয়। শেষমেশ আয়োজক কমিটির সদস্যরাও মারপিটে জড়িয়ে পড়েন বলেই অভিযোগ।

পরিস্থিতি এতটাই ন্যাক্কারজনক পর্যায়ে যায় যে এক ১৬ বছরের বালকও ছাড় পায়নি। ঘটনায় আহত হন ৩জন। তাদের নাম সুধামা দাস, অমিত রায় ও সৌরভ সাহা। ঘটনার পরই তাদেরকে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। তবে এই ন্যাক্কারজনক ঘটনায় প্রশ্ন উঠছে ক্রীড়া মহলে। ধূপগুড়ির পরিস্থিতি আজও কী সেই অবস্থাতেই রয়েছে? খেলা হলেই মারপিট হয়? উত্তর অজানা। 

one year ago
Cricket: মুখরক্ষা ভারতের! বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে টেস্ট জিতলো ভারত

জয় এলো, জ্বালা জুড়ালো। মিরপুরে বাংলাদেশকে (Bangladesh) ৩ উইকেটে হারিয়ে টেস্ট (Test Cricket) জিতলো ভারত (India)। একদিনের সিরিজ খোয়ানোর যন্ত্রণায় কিছুটা হলেও মলমের কাজ করবে মিরপুর (Mirpur)। বড়দিনে বড়ো জয়। ঠিক যেন হিচককের থ্রিলার। জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৪৫ রান। কিন্তু শনিবার শেষ বেলায় দারুণ কামব্যাক করেছিল বাংলাদেশ। গিল, বিরাট, রাহুল, পূজারা সবাই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন। রবিবার সুপার সানডে।

টেস্ট ক্রিকেট দেখালো, লাল বল আর সাদা পোশাকের আবেদন এখনও ফুরিয়ে যায়নি। প্রতিটা রানের জন্য লড়াই। রবিচন্দ্রন অশ্বিন নট আউট রইলেন ৪২ রানে। একটা বিশাল ছক্কা হাঁকিয়ে দেখালেন ব্যাট হাতেও অনেক আত্মবিশ্বাসী তিনি। ২৬ রানে অপরাজিত রইলেন শ্রেয়স আইয়ার। ৭ উইকেট পড়ে যাবার পর আশঙ্কা জেগেছিল, মিরপুর ভারতের শেষপুর হবে না তো? বল হাতে বাঁইবাঁই করে টার্ন করাচ্ছেন সাকিব আল হাসান।

মেহেদি হাসান যেন ২২ গজে গজল সম্রাট মেহেদি হাসানের মতো সম্মোহনের জাল বিছিয়ে দিচ্ছেন। ৬৩ রান খরোচকরে ৫ উইকেট তুলে নিয়েছেন মেহেদি। সাকিবের পকেটে ২ উইকেট। ঠিক তখনই রুখে দাঁড়ালেন আইয়ার অশ্বিন। ব্যাট তো নয়, খাপখোলা তলোয়ার। ম্যাচ জিতিয়ে বড়দিনে সান্তার মতো উপহার দিয়ে গেলেন টিম ইন্ডিয়াকে।

one year ago


Cricket: গাড়ি দুর্ঘটনায় আহত ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার, শুটিংয়ে বিপত্তি

শুটিং চলাকালীন গাড়ি দুর্ঘটনায় আহত অ্যান্ড্রু ফ্লিনটফ (Andrew Flintoff)। ইংল্যান্ডের প্রাক্তন এই অলরাউন্ডার (Former Cricketer) গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। লন্ডনের (London) এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার শুটিং করার সময় গাড়ি দুর্ঘটনায় (Car Accident) আহত হয়েছেন ফ্লিনটফ। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বিবিসি-র এক অনুষ্ঠানের শুটিং চলাকালীন এই দুর্ঘটনা।

জানা গিয়েছে, শুটিং স্পটে বরফ পড়েছিল। সেখানেই কোনওভাবে পিছলে যায় গাড়ি। বিবিসি-র তরফে খবর, 'সোমবার সকালে গাড়ি চালানোর সময় দুর্ঘটনা ঘটে ফ্লিনটফের। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা পৌঁছে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।” হাসপাতাল সূত্রে খবর, এখন সুস্থ প্রাক্তন ক্রিকেটার। বড় কোনও আঘাত লাগেনি তাঁর।

ব্রিটিশ অপর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সবরকম সুরক্ষা ব্যবস্থা নিয়েই ফ্লিনটফের শুটিং চলছিল। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আকাশপথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। শুটিং আপাতত বন্ধ। প্রাক্তন ক্রিকেটার পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তবেই শুটিং শুরু হবে।

ইংল্যান্ডের হয়ে ১১ বছরের ক্রিকেট কেরিয়ারে ৭৯টি টেস্ট, ১৪১টি ওডিআই এবং ৭টি টি-টোয়েন্টি খেলেন ফ্লিনটফ। ইংরেজ এই অলরাউন্ডার টেস্টে করেছেন পাঁচটি শতরান। ঝুলিতে ৩৮৪৫ রান। সেই সঙ্গে বল হাতে ২২৬টি উইকেটও নিয়েছেন তিনি। ওডিআইতে ফ্লিনটফের সংগ্রহ ৩৩৯৪ রান এবং ১৬৯টি উইকেট। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন ফ্লিনটফ। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।

one year ago
Cricket: নিয়মরক্ষার ম্যাচে দ্বিশতরান ঈশান কিষাণের! চতুর্থ ভারতীয় হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড বুকে নাম

আন্তর্জাতিক মঞ্চে (International Cricket) প্রথম শতরান ঈশান কিষাণের। রোহিত শর্মার জায়গায় খেলতে নেমে তিনি ১০০ করেই থামেননি পৌঁছে যান দ্বিশতরানে। ক্রিজে সেই সময় তাঁর সঙ্গী বিরাট কোহলি (Virat Kohli)। উলটো দিকে দাঁড়িয়ে তিনি দেখলেন তরুণ ওপেনারের ব্যাটে ভারতের বিরাট রানের ইনিংস। ২১০ রান করেন ঈশান (Ishan Kisan), গত ম্যাচে চোট পাওয়া রোহিত খেলতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে তাই সুযোগ পান ঈশান। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। ১২৬ বলে দ্বিশতরান ঈশানের। একদিনের ক্রিকেটে যা দ্রুততম দ্বিশতরান। তিনি ভেঙে দিলেন ক্রিস গেইলের (Chris Gayle) রেকর্ড।

সচিন তেণ্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মার পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন ঈশান। পড়শি দেশের মাটিতে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটাও ঈশানের। এর আগে বিশ্বের কোনও ব্যাটার একদিনের ক্রিকেটে বাংলাদেশে ২১০ রান করেননি।

ভারতের যখন মাত্র ১৫ রান, তখনই সাজঘরে ফেরেন ধাওয়ান। সেখান থেকে ২৯০ রানের জুটি গড়েন ঈশান-বিরাট। ১৩১ বলে ২১০ রানে করেন ঈশান। তাঁর ইনিংস সাজানো ২৪টি চার এবং ১০টি ছক্কায়। শুরু থেকেই আক্রমণাত্মক এই তরুণ ব্যাটার। বিরাটও যোগ্য অভিভাবকের মতো এই তরুণ তুর্কিকে সুযোগ দিয়ে যাচ্ছিলেন। এক দিকে ধরে রেখেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

সিরিজ়ের ফলাফলের দিক থেকে চট্টগ্রামের ম্যাচের কোনও গুরুত্ব নেই। কিন্তু সেই ম্যাচকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগে নির্বাচকদের খাতায় নিজের নামটা তুললেন ঈশান। এদিকে, দীর্ঘদিন বাদে জাতীয় দলে সুযোগ পাওয়া শিখর ধাওয়ান এদিন ব্যর্থ হয়েছেন। পরের সিরিজ়ে রোহিত ফিরলে তাঁর সঙ্গে যে তরুণ ঈশানকে দেখা যেতেই পারে। সেক্ষেত্রে সাজঘরে বসতে হতে পারে ধাওয়ানকে।

one year ago
T20: ধর্ষণে অভিযুক্ত শ্রীলঙ্কার ব্যাটার! বড় সিদ্ধান্তে সব ধরনের ক্রিকেট থেকে বরখাস্ত দানুস্কা

টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা (SriLanka)। তার মধ্যেই চাঞ্চল্যকর খবরে চিন্তিত শ্রীলঙ্কার ক্রিকেট টিম (Cricket)। শেষমেশ বড় পদক্ষেপ নিল শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি। ব্যাটার দানুস্কা গুনাথিলাকাকে (Danushka Gunathilaka) সব ধরনের ক্রিকেট থেকে বরখাস্ত করার কথা ঘোষণা করেছে। এমনকি কোনও খেলার জন্য তাঁকে বিবেচনা করা হবে না। তবে এত বড় সিদ্ধান্তের পিছনে কী কারণ?

অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ চলাকালীন ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার (Arrested) করা হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকাকে (Danushka Gunathilaka)। ২৯ বছর বয়সী এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সেই অভিযোগের ভিত্তিতে সিডনির হোটেল থেকে শ্রীলঙ্কার ব্যাটার-কে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় সিডনি সিটি পুলিস স্টেশনে। তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়া ছেড়েছে সিংহলি ক্রিকেট দল।

জানা গিয়েছে, একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ওই মহিলার সঙ্গে যোগাযোগ হয়েছিল দানুস্কার। গত ২ নভেম্বর দু'জনে সাক্ষাৎ করেন। তারপরই দানুস্কার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউ ওয়েলস পুলিস।

উল্লেখ্য, অভিযোগকারী ওই মহিলা জানিয়েছেন, ধর্ষণের ঘটনাটি ঘটেছে কিছু দিন আগেই। সেটি শ্রীলঙ্কা দল যে হোটেলে ছিল, সেখানে হয়নি। ঘটনাটি ঘটেছে একটি বাড়িতে। মহিলার অভিযোগ পেয়ে গুনাথিলাকাকে শনিবার ভোররাতে হোটেল থেকে গ্রেফতার করা হয়।

2 years ago


Cricket: বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কান ক্রিকেটার

ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা (SriLanka)। তার মধ্যেই চাঞ্চল্যকর খবর। অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ চলাকালীন ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার (Arrested) করা হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকাকে (Danushka Gunathilaka)। ২৯ বছর বয়সী এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।

সিডনির হোটেল থেকে শ্রীলঙ্কার ব্যাটার-কে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে সিডনি সিটি পুলিস স্টেশনে। একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ওই মহিলার সঙ্গে যোগাযোগ হয়েছিল দানুস্কার। গত ২ নভেম্বর দু'জনে সাক্ষাৎ করেন। তারপরই দানুস্কার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ।

ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। অভিযুক্ত ক্রিকেটারকে বাদ দিয়েই অস্ট্রেলিয়া ছেড়েছে শ্রীলঙ্কা দল। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউ ওয়েলস পুলিস।

উল্লেখ্য, অভিযোগকারী ওই মহিলা জানিয়েছেন, ধর্ষণের ঘটনাটি ঘটেছে কিছু দিন আগেই। সেটি শ্রীলঙ্কা দল যে হোটেলে ছিল, সেখানে হয়নি। ঘটনাটি ঘটেছে একটি বাড়িতে। মহিলার অভিযোগ পেয়ে গুণতিলাকাকে শনিবার ভোররাতে হোটেল থেকে গ্রেফতার করা হয়। তাঁকে আদালতে তোলা হবে।

2 years ago
HoneyTrap: ক্রিকেট খেলতে এসে হানিট্রাপের শিকার দিল্লির ক্রিকেটার, গ্রেফতার ৩

বাংলায় ক্রিকেট (Cricket) খেলতে এসে হানিট্রাপের (HoneyTrap) শিকার দিল্লির (Delhi) ক্রিকেটার। ক্রিকেটারের ঘনিষ্ট মুহূর্তের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) করে দেওয়ার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার (Arrest) করল বাগুইআটি থানার পুলিস। ধৃত তিনজনকে রবিবার বারাসাত আদালতে (Barasat Court) তোলা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের নাম শুভঙ্কর বিশ্বাস, রিশব চন্দ্র, শিবা সিংহ। তাদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা করবে বাগুইআটি থানার পুলিস ও বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা।

পুলিস সূত্রে খবর, চলতি মাসে দিল্লির বাসিন্দা এক ক্রিকেটার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, দিল্লির হয়ে ক্রিকেট খেলতে গত মাসের ২৯ তারিখ রাজ্যে এসে সল্টলেকের একটি অভিজাত হোটেলে ওঠেন। এরপর বাগুইআটির ৪৪ নং বাসস্ট্যান্ডে গেলে চার জন যুবক একটি জায়গায় নিয়ে যায় তাঁকে। এবং তাঁর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এছাড়া তাঁর কাছ থেকে অনলাইনে ষাট হাজার টাকা সহ সঙ্গে থাকা দামি মোবাইল ফোন ও গলার চেইন ছিনতাই করে পালিয়ে যায়। 

পুলিস সূত্রে আরও খবর, ওই ক্রিকেটারকে ধৃতরা একটি ডেটিং সাইটের মাধ্যমে বেশ কয়েকজন যুবতীর ছবি দেখিয়ে তারমধ্যে একজন যুবতীর সঙ্গে সময় কাটানোর নাম করে বাগুইআটি ৪৪ নং বাসস্ট্যান্ডে নিয়ে আসে। এরপরে ওই ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাগুইআটি জগতপুরে নিয়ে আসা হয়। এরপরে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ধৃতরা।

এই ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি ও সংলগ্ন অঞ্চল থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিস। শুধু ক্রিকেটার নয় এরা এর আগেও অনেক এইভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে পুলিস সূত্রে খবর।

2 years ago


Kohli: হ্যাপি বার্থ ডে বিরাট! কোহলির জন্মদিনে ভক্তদের আশা এই ফর্মেই থাকুক ভিকে

প্রসূন গুপ্ত: ভারতীয় ক্রিকেটের সুপার স্টারের সংখ্যা খুব বেশি নয়। প্রচুর রান করলেই সুপারস্টার হওয়া যায় না। দেখতে হয়ে যে জনতার মনে সেই খেলোয়াড় কতটা দাগ কেটেছেন। ভারতীয় ক্রিকেটের প্রথম সুপারস্টার সুনীল গাভাস্কার, দ্বিতীয় কপিলদেব, তৃতীয় সচিন তেন্ডুলকার এবং শেষ যিনি, তিনি আজকের নায়ক বিরাট কোহলি। ক্রিকেটে বিশ্বনাথ ভেঙ্গসরকার, বেদি, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি থেকে মহেন্দ্র সিং ধোনি; এঁদের অবদান বিশাল। এছাড়াও অনেকেই তাঁদের ক্রিকেট জীবনে ভারতের হয়ে সেরা সব ম্যাচ খেললেও এঁদের নিয়ে ক্রিকেট বিশ্ব মাতামাতি করেনি। যদিও ভারতীয় ক্রিকেটে এঁদের অস্বীকার করা অন্যায়। তবুও আলোচিত সেরা চারে, উপরের নামগুলো নিজেদের সময় বিশ্ব সেরা ছিলেন।

বিরাট ক্রিকেটে এসেছেন সচিনের খেলা ছাড়ার আগে পরে। সচিন খেলা ছেড়ে দেওয়ার পর হা হুতাশ উঠেছিল যে বিশ্বসেরা খেতাব আর বোধহয় আর ভারতে রইল না। কিন্তু দ্রুত কোহলি সচিনের জায়গাটা নিয়ে নিল, যদিও এখনও অনেক পথ বাকি। অবশ্য বিরাটের বয়স আজ ৩৪ পূর্ণ হল। বিরাটের খেলার মধ্যে, বিশেষ করে স্ট্রোক নেওয়ার ক্ষেত্রে কপিবুক গাভাস্করকে যেমন পাওয়া যায় তেমনই ফ্রন্টফুটে বা ব্যাকে গিয়ে অফ সাইড স্ট্রোক দেখলে সচিনকে মনে পরে। এযাবৎ বিরাট ১০২ টেস্টে ৮০৭৪ রান করেছেন, ৫০ ওভারের খেলায় ১২,৩৪৪ রান এবং টি-২০ তে ১১৩ ম্যাচে করেছেন ৩৯৩২। সচিনের মতো ১০০ সেঞ্চুরি না থাকলেও আরও দৃঢ়তার সঙ্গে খেললে তাঁর রেকর্ড ভেঙে দেবে বিরাটই, বলেছেন স্বয়ং সচিন তেন্ডুলকার।

গত তিন বছর ধরে রানের খরা চলছিল কোহলির। এত দীর্ঘ সময় এর আগে কারুর ব্যাড প্যাচ থাকে না। নেতৃত্ব হারালেন তবুও ফর্মে ফিরতে পারছিলেন না। সানি গাভাস্কর বারবার সতর্ক করেছিলেন। ইতিমধ্যে বিয়ে করেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মাকে, সন্তানও হয়েছে।  হয়তো এদর সাথে অনেকটাই জড়িয়ে পড়েছিলেন বিরাট। কিন্তু সুসময় এলো অবশেষে, এশিয়া কাপ যদি ট্রেলার হয়, তাহলে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ পুরো সিনেমা। হারা ম্যাচ যেভাবে জিতিয়েছেন বিরাট, তার তুলনা কোনও কিছুতেই হয় না। একার খেলাতেই কামাল করছে ভারত। সবার আশা ফাইনাল অবধি এই ফর্মেই যেন থাকে ভিকে।

2 years ago
Zaheer: পুড়ছে জাহির খানের রেস্তোরাঁ! পুনেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য

মঙ্গলবার সাতসকালে আগুনে বিপর্যস্ত পুনে (Pune Fire Incident)। মহারাষ্ট্রের (Maharashtra) এই জেলায় রয়েছে একাধিক বহুতল, হোটেল-সহ গুরুত্বপূর্ণ ইমারত। আর সেরকমই একটি হল লুল্লানগর এলাকার মার্বেল বিস্তা বিল্ডিং। এদিন সকালে ভয়াবহ আগুনের গ্রাসে পড়ল সেই হোটেল। তবে আরও উল্লেখযোগ্য বিষয় হল এই বিল্ডিংয়েরই এক তলায় রয়েছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা জাহির খানের (Zaheer Khan) রেস্তোরাঁ, আর আগুন লাগে এর উপরের তলায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা।

জানা গিয়েছে, জানলা কাঁচ দিয়ে আটকানো বলে ভিতর থেকে বাইরে বেরোতে পারছে না ধোঁয়া, ফলে বাড়ছে সমস্যা। কাঁচ ভেঙে তা বের করার চেষ্টা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের খবর না পাওয়া গেলেও যে সকল কর্মীরা রাতে সেখানে ঘুমোন তাঁরা কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য কিছু স্পষ্ট নয়। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড সেটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশের অন্যতম সেরা পেসার জাহির খান। ভারতের হয়ে ৯২টি টেস্ট, ২০০টি এক দিনের ম্যাচ এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই তারকা ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে আইপিএলের ময়দানও কাঁপিয়েছেন তিনি। এখন মুম্বই ইন্ডিয়ান্স টিমের মেন্টর হিসেবে যুক্ত রয়েছেন জাহির খান।

2 years ago
BCCI: লিঙ্গবৈষম্যের অবসান! পুরুষদের সমহারে ম্যাচ ফি এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলকেও

ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) ঐতিহাসিক মুহূর্ত। লিঙ্গবৈষম্য ধুয়েমুছে সাফ করলেন রজার বিনি, জয় শাহরা। বহুদিনের বঞ্চনা সরিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটে (indian womens cricket) আজ নতুন সূর্যোদয়। ম্যাচ ফি'র ক্ষেত্রে আর পুরুষ-মহিলা ভেদাভেদ করবে না বিসিসিআই (BCCI)। রীতিমতো ট্যুইট করে এই ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। জয়ের ট্যুইট থেকে জানা গিয়েছে বেতন ইকুইটি নীতি বাস্তবায়ন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

যে হারে এযাবৎকাল ম্যাচ ফি পেয়ে এসেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামিরা, একই হারে ম্যাচ ফি পাবেন হরমনপ্রীত, শেফালি বর্মা, স্মৃতি মন্দানারা। অর্থাৎ টেস্ট ম্যাচপিছু ১৫ লক্ষ টাকা, ওডিআইপিছু ৬ লক্ষ টাকা এবং টি-২০ বাবদ তিন লক্ষ টাকা। বোর্ডের এই সিদ্ধান্ত ট্যুইট করেছেন সচিব জয় শাহ।

এদিন ট্যুইটে জয় শাহ লেখেন, 'ভারতীয় ক্রিকেটে লিঙ্গবৈষম্য অবসানের ব্যাপারে বোর্ড অঙ্গীকারবদ্ধ ছিল। সেই প্রতিশ্রুতি পালন করতে পেরে আমরা খুশি।'

2 years ago


Asia Cup: ক্রিকেটে এশিয়া সেরা ভারতের মহিলা দল, হরমনপ্রীতরা হেলায় শ্রীলঙ্কাকে হারালেন

এশিয়া কাপে (Asia Cup) গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছে ভারতের পুরুষ ক্রিকেট দল। কিন্তু এশিয়া সেরা হয়ে দেশে ফিরছেন মহিলা ক্রিকেট দল (India Womens Cricket)। শনিবার ফাইনালে পড়শি শ্রীলঙ্কার (Srilanka) মহিলা দলকে ৮ উইকেটে হারালেন হরমনপ্রীত, স্মৃতি মন্দানারা। এদিন প্রথম ব্যাট করে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে করে ৬৫ রান। জবাবে ৮.৩ ওভারে সেই লক্ষে পৌঁছে যায় ভারতের মহিলারা। তাঁরা ২ উইকেট হারিয়ে করেন ৭১ রান।


এশিয়া কাপ ফাইনালে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। কিন্তু প্রথম থেকেই শ্রীলঙ্কার ইনিংসে ধস। সিলেটের ২২ গজে যে ব্যাট করা কঠিন হবে, তা টসের পরেই বলেন হরমনপ্রীত। কিন্তু এতটা কঠিন, সেটার পূর্বাভাস পায়নি। তাহলে হয়তো টসে জেতার সদ্ব্যবহার করতে পারতেন লঙ্কাবাহিনী।

শ্রীলঙ্কার মাত্র দু'জন দু’অঙ্কের রান করেছেন। এদিন ভারতের হয়ে রেণুকা সিং ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। স্নেহ রানা এবং রাজেশ্বরী গায়কোয়ার দুটি করে উইকেট পান।  জয়ের লক্ষে ৬৬ রান তাড়া করতে নেমে সমস্যায় পড়ে ভারতের ওপেনার ব্যাটাররা। ওপেনার শেফালি বর্মা ৫ রান করেই ফেরেন, রান পাননি জেমাইমা রডরিগেজও। তবে উইকেটের এক দিক ধরে রেখেছিলেন ফর্মে থাকা স্মৃতি মন্দানা। তিনি ২৫ বলে ৫১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।


শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে কাটিয়েছেন অধিনায়ক হরমনপ্রীতও। তিনি অপরাজিত থাকলেন ১৪ বলে ১১ রান করে। এদিকে, মোট সপ্তম বার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। আগের সাত বারের ছ’বারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। শুধু শেষ বার ২০১৮ সালের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যান ভারতীয় মহিলা ক্রিকেট দল।

2 years ago
BCCI: ৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে বড় আর্থিক ধাক্কার মুখে বিসিসিআই, নেপথ্যে কী?

বোর্ড (BCCI) সভাপতি বিতর্কের মধ্যেই আরও বড় দুসংবাদ বিসিসিআই কোষাগারে। বিপুল আর্থিক ক্ষতির সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত সরকার যদি পরের বছর বিশ্বকাপ (World Cup 2023) আয়োজনের সময় কর ছাড় না দেয়, তা হলে কমবেশি হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী এই সংস্থার। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা। ক্ষতির অঙ্ক জানিয়ে সব রাজ্য সংস্থাকে চিঠি পাঠিয়েছে বোর্ডের তরফে।

আইসিসির নিয়ম, কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করতে চাইলে সরকারের তরফে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। যদি কর ছাড় না পাওয়া গেলে, সেই অর্থ আয়োজক দেশের ক্রিকেট বোর্ডকে দিতে হয়। সেক্ষেত্রে, ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে যত টাকা কর দিতে হবে আইসিসিকে, সে টাকা বাদ যাবে আইসিসি থেকে পাওয়া বোর্ডের লভ্যাংশ থেকে।

ভারতের করের নিয়মে এ ধরনের ছাড়ের কোনও নিয়ম নেই। সে কারণে ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে বিসিসিআইয়ের কোষাগার থেকে বেরিয়েছিল ১৯৩ কোটি টাকা। সেই নিয়ে এখনও আইসিসির আদালতে মামলা চলছে। ক্ষতির পরিমাণ অনেক বাড়তে পারে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করতে গেলে।

2 years ago