Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Coal

Coal smuggling: পুলিসি অভিযানে বীরভূমে উদ্ধার মজুদ রাখা কয়লা, গ্রেফতার পাঁচ পাচারকারী

আবারও অবৈধভাবে কয়লা মজুদ রাখার অভিযোগ। সূত্রের খবর, রবিবার গভীর রাতে বীরভূমের লোকপুর থানার পুলিস বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে নাকড়াকোন্দা পঞ্চায়েত এলাকার ঝাড়খণ্ড সীমান্তবর্তী সগড়ভাঙ্গা জঙ্গলে বস্তা ভর্তি প্রায় ১১ টন মজুদ করা অবৈধ কয়লা উদ্ধার করে। পাশাপাশি পাঁচ কয়লা পাচারকারীকে গ্রেফতার করে পুলিস। আজ, সোমবার আজ ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, এদিন  গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে লোকপুর থানার পুলিস। অভিযুক্তদের নাম, বিজ্ঞান গোপ, গণেশ বাগদী, বিকাশ বাউরি, চন্ডী বাউরি ও রাজু ঘোষ। রাজু ভেলাডিহি গ্রামের বাসিন্দা। বাকিরা ঝাড়খণ্ড রাজ্যের মুড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, বীরভূম জেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে কয়লা পাচার। এই কয়লা পাচারের সঙ্গে জড়িয়েছে জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম। যদিও গোরু পাচার মামলায় গ্রেফতার হয়ে তিনি এখন তিহার জেলে। কিন্তু তাতেও যে কয়লা পাচারে লাগাম পরানো যায়নি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

7 days ago
Bankura: পরিত্যক্ত খাদানে নেমে মৃত্যু, কয়লা খাদানের নজরদারি নিয়ে প্রশ্ন

পরিত্যক্ত খাদান থেকে বেআইনি ভাবে কয়লা কাটার সময় ধস। মৃত্যু যুবকের। নাম কার্তিক বাউরি। বাঁকুড়ার বড়জোড়ার ঘটনা। শনিবার বাগুলি এলাকার পরিত্যক্ত নর্থ ব্লক খোলামুখ খনিতে কয়লা কাটতে নামেন বছর ৩৬-র যুবক কার্তিক বাউরি। সেই সময় আচমকাই ধস নামে।

সূত্রের খবর, এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা অনেক বাসিন্দা বিকল্প উপার্জনের জন্য বেছে নেন পরিত্যক্ত খনিকে। বেআইনি ভাবে কয়লা তোলেন। নিয়ম , খনি পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর সেটি ঘিরে দিতে হয়। প্রবেশ রুখতে পরিত্যক্ত খনির মুখে বসাতে হয় গাছ। রাখতে হয় নিরাপত্তার ব্যবস্থাও। এর মধ্যে কোনওটাই কি ছিল বড়জোড়ার কয়লা খনিতে?

একটা মৃত্যু অসংখ্য প্রশ্ন তোলে। সেই সব প্রশ্ন নিয়ে চলে রাজনৈতিক চাপানউতোর। কিন্তু যে প্রাণ ঝরে যায়, তা কি আর ফিরবে কোনওদিন? কোনওদিন কি হবে সমস্যার সমাধান।

4 weeks ago
Coal Scam: কয়লা পাচারকাণ্ডে তৎপর সিবিআই, রাজ্যের ১২ টি জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

এবারে কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) সুপার অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার রাজ্যের মোট ১২ টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই (CBI)। ভবানীপুর, আসানসোল, মালদা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। জানা গিয়েছে, লালা ওরফে অনুপ মাঝি ঘনিষ্ঠ কয়েকজনের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। ভবানীপুরে লালা ঘনিষ্ঠ স্নেহাশীষ তালুকদার ও দুর্গাপুরে সৌরভের ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। আবার কলকাতায় এক সিআইএসএফ কর্মী শ্যামল সিংহের বাড়িতেও হানা দিয়েছেন গোয়েন্দারা।

সিবিআই সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবারে যে যে ব্যক্তির বাড়িতে সিবিআই হানা দিয়েছে, তাঁরা প্রত্যেকেই কয়লা পাচার মামলায় সিবিআই-এর স্ক্যানারে ছিল। ফলে এদিন তাঁদের বাড়ি বাড়ি হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। লালা ওরফে অনুপ মাঝির সঙ্গে কোন সূত্রে ঘনিষ্ঠ এই ব্যক্তিরা, তা খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। লক্ষ্মীবারে অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ স্নেহাশীষ তালুকদারের ভবানীপুরের ৪৯এ গিরিশ মুখার্জী রোডের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিবিআই। অনুপ মাঝির হয়ে হ্যান্ডেলারের কাজ করত স্নেহাশিস তালুকদার, সিবিআই সূত্রে খবর।

আবার প্রাক্তন সিআইসিএফ অধিকর্তা শ্যামল সিংহের আসানসোল, মালদা, দুর্গাপুরের বাড়ির পাশাপাশি ভবানীপুরের বাড়িতেও সিবিআই হানা দিয়েছে। আজ সকাল আটটা নাগাদ আসানসোলের হিরাপুর থানার পুরোনো হাট এলাকায় শ্যামল সিংহের বাড়িতে সিবিআই হানা দেয়।  প্রাক্তন সিআইসিএফ বর্তমানে জমি ব্যবসায়ী শ্যামল সিংহ। আবার তাঁর কয়লার ব্যবসা আছে বলেও জানা গিয়েছে। ফলে তাঁর সঙ্গে লালার টাকার লেনদেন হত কিনা, কোন সূত্রে তাঁরা ঘনিষ্ঠ, এই সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মালদার বাড়ি থেকে কিছু নথিও সংগ্রহ করেছে গোয়েন্দা দল।

আবার লালা ঘনিষ্ঠ সৌরভের ভাড়া বাড়িতেও সিবিআই হানা দিয়েছে। দুর্গাপুরের ভিড়িঙ্গি আনন্দনগরের ভাড়া বাড়িতে ভাড়ায় আছে বলে জানা গিয়েছে। আজ সকাল ৭ টা নাগাদ সিবিআইয়ের পাঁচ সদস্যর টিম সৌরভের বাড়িতে তল্লাশিতে আসে। প্রায় পাঁচ ঘন্টা পর দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ সৌরভের বাড়ি থেকে বেড়িয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল। এক মহিলা আধিকারিকের নেতৃত্বে এই টিম আজ তল্লাশিতে আসে, কিছু মন্তব্য করতে চায়নি সিবিআই দল। সূত্রের খবর, বেশ কিছু নথি নিয়ে সৌরভের বাড়ি ছাড়ে সিবিআই দল।

5 months ago


Coal: কেষ্ট জেলে, পাচার চলছেই! দুবরাজপুরে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ কয়লা

পাচারের আগে বিপুল পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার হল দুবরাজপুরে। দুবরাজপুর থানার পুলিস শনিবার দু'জায়গায় অভিযান চালিয়ে ৪টে গরুর গাড়ি ও ১৪ টা মোটরবাইক আটক করে। আর সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮ টন ২৮ কুইন্টাল অবৈধ কয়লা।

জানা গিয়েছে, দুবরাজপুরের লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই ৪ টে গরুর গাড়ি ও ৫ টে মোটরবাইক আটক করে পুলিস। ৪টে গরু গাড়িতে মোট ৮ টন অবৈধ কয়লা পাচার হচ্ছিল। অন্যদিকে ৫ টা মোটরবাইকে ১০ কুইন্টাল অবৈধ কয়লা পাচার হচ্ছিল। পাশাপাশি, দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের কান্তোর মোড় থেকে ৯ টা মোটরবাইক আটক করে। এই মোটর বাইক গুলিতে প্রায় ১৮ কুইন্টাল অবৈধ কয়লা পাচার হচ্ছিল। পুলিসকে দেখেই গরুর গাড়ি ও মোটরবাইক ফেলে পালিয়ে যায় অবৈধ কয়লা পাচারকারীরা। খয়রাসোলের দিক থেকে এই অবৈধ কয়লা নিয়ে পাচার করছিল বলে পুলিসের প্রাথমিক অনুমান।

5 months ago
Moloy Ghatak: এবারে কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে মলয় ঘটকের ব্যাঙ্ক স্টেটমেন্ট

কয়লা পাচার (Coal Scam) কাণ্ডে নয়া মোড়। কয়লা পাচার কাণ্ডে এবারে ইডির পর সিবিআই। ফলে আরও বিপাকে রাজ্যের আইনমন্ত্রী। কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটকের ব্যাঙ্কের সমস্ত লেনদেনের বিষয়ে আরও খতিয়ে দেখার জন্য এক বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজারকে তলব করল সিবিআই। আগামী ১৩ ডিসেম্বর নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে।

সুপ্রিম নির্দেশে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা পাচার কাণ্ডে মলয়ের ব্যাঙ্ক ম্যানেজারকে ডাকা নিয়ে সরগরম হয়ে আছে রাজ্য রাজনীতি। কয়লা পাচারকাণ্ডে অস্বস্তি বাড়ল মলয় ঘটকের। সিবিআই সূত্রে খবর, আইনমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। মলয় ঘটক এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্কে অ্যাকাউন্টের আর্থিক লেনদেন দেখতে চান সিবিআই আধিকারিকরা। তাই মন্ত্রী সহ মোট ৫ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি তলব করেছে সিবিআই।

বিভিন্ন দুর্নীতি নিয়ে চলছে তদন্ত। তদন্তের গতি বাড়ানোর পরামর্শ হাইকোর্ট থেকে দেশের সর্বোচ্চ আদালতেও। নির্দেশের পর চূড়ান্ত তৎপর সিবিআইও। মলয় ঘটকের ব্যাঙ্কের তথ্য জানতে ব্যাঙ্ক ম্যানেজার তো আসবেন নিজাম প্যালেসে। তারপর কয়লা পাচার কাণ্ডে আসল দোষী বেরিয়ে আসবে তো? মুখোশ খুলবে তো দোষীদের? উত্তরের অপেক্ষাতেই রাজ্যবাসী।

5 months ago


Birbhum: মোষের গাড়িতে করে অবৈধ কয়লা পাচারের ছক, ঘটনায় গ্রেফতার এক পাচারকারী

আবারও পাচারের আগে অবৈধ কয়লাবোঝাই গাড়ি আটক করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিস। ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। শনিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয়। 

পুলিস জানিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিস। এরপর দুবরাজপুর থানার পুলিস লক্ষ্মীনারায়ণপুর-রামপুর রাস্তায় একটা ছোট হাতি গাড়ি ও তিনটে মোষের গাড়ি আটক করে। এরপর তল্লাশি চালিয়ে ছোট হাতি গাড়ি ও তিনটে মোষের গাড়ি থেকে প্রায় ১০ টন অবৈধ কয়লা উদ্ধার করে পুলিস। ঘটনাস্থল থেকে পাচারকারী সন্দেহে একজনকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিস। আর বাকি যারা ছিল তারা পুলিস দেখামাত্রই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। 

রাতের অন্ধকারে গাড়িতে করে অবৈধ কয়লা পাচার হচ্ছিল বলে অনুমান পুলিসের। যদিও পাচারের আগেই সমস্ত ছক বানচাল করে দেয় পুলিস। তবে এই পাচারের ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও বাকিদের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। পলাতক অভিযুক্তদের খোঁজের পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

5 months ago
Malay Ghatak: কয়লা কাণ্ডে আরও অস্বস্তিতে মলয় ঘটক! রক্ষাকবচের আবেদন ফেরাল দিল্লি হাইকোর্ট

কয়লা পাচার মামলায় (Coal Scam) অস্বস্তি বাড়ল আইনমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak)। তাঁর রক্ষাকবচের আবেদন ফেরাল দিল্লি হাইকোর্ট (Delhi High court)। এর আগে ১৩ বার তাঁকে সমন পাঠানো হলেও তিনি মাত্র দু'বার ইডির দফতরে হাজিরা দিয়েছেন। আদালত জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে বাংলার আইনমন্ত্রী মলয় ঘটকের। ১৩ বার তাঁকে সমন পাঠানো হলেও তিনি মাত্র দু'বার ইডির ডাকে সাড়া দিয়েছেন। কখনও নির্বাচন, আবার কখনও রাজ্যের প্রশাসনিক দায়িত্বের অছিলায় হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক। এই আবহে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা খারিজের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাংলার আইনমন্ত্রী। তবে তাঁর সেই আবেদনে সাড়া দেয়নি আদালত। মলয়ের লাগাতার গরহাজিরায় বিস্ময়প্রকাশ হাইকোর্টের।

আদালতের পর্যবেক্ষণ, এটা অবাক করে যে, মামলাকারীকে গত দু'বছরে ১৩ বার তলব করেছে ইডি। এর মধ্যে মাত্র দু'বারই তিনি হাজিরা দিয়েছেন। এরপরই বিচারপতি স্বর্ণকান্ত শর্মা রায় জানিয়ে দেন, মলয়ের আবেদনে কোনও সাড়া দেওয়া হবে না। এই পরিস্থিতিতে তাঁকে কোনও রক্ষাকবচও নয়। আদালত আরও জানিয়েছে যে, মলয়কে ইডির কলকাতার দফতরে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদের জন্য ন্যূনতম ২৪ ঘণ্টা আগে নোটিস দিতে হবে বাংলার আইনমন্ত্রীকে। নোটিসের কপি পাঠাতে হবে রাজ্যের পুলিস কমিশনার এবং মুখ্যসচিবকেও। সেই সঙ্গে তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে রাজ্যের পুলিস প্রশাসন। কয়লা পাচার মামলায় মলয় ঘটক যেভাবে বারবার ইডির হাজিরা এড়িয়েছেন, তা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তদন্তে সহযোগিতা না করে কেন তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন? আর কেনই বা রক্ষাকবচ পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন, উঠছে প্রশ্ন।

5 months ago
Birbhum: পুলিসের জালে কয়লা পাচারকারী, বাইক সহ ৩০ কুইন্টাল কয়লা উদ্ধার করেছে পুলিস

বাইকে করে কয়লা পাচারের আগেই পুলিসের জালে পাচারকারী। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে সালুঞ্চি-রেঙ্গুনি গ্রামে অভিযানে নামে পুলিস। পুলিস সূত্রে খবর, মোট ৬ টি মোটরবাইক করে অবৈধ কয়লা পাচার করছিল পাচারকারীরা। তল্লাশি অভিযান চালিয়ে ৬টি মোটর বাইক থেকে প্রায় ৩০ কুইন্টাল অবৈধভাবে পাচার হওয়া কয়লা উদ্ধার করেছে সদাইপুর থানার পুলিস পুলিস। 

যদিও পুলিস দেখা মাত্রই মোটর বাইক সহ অবৈধ কয়লা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ইতিমধ্য়ে তদন্ত শুরু করেছে সদাইপুর থানায় পুলিস। তবে কোথা থেকে অবৈধ কয়লা নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। 

7 months ago


ED: কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে তলব করল ইডি

পুজোর মুখে কয়লা পাচারকাণ্ডে সক্রিয় ইডি (ED)। কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার ইডির দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে তাকে। এর আগেও একাধিকবার লালাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ফের ডেকে পাঠানো হল তাঁকে।  বুধবার বেলা ১১টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে পাচারকাণ্ডের অন্যতম চক্রীকে।

উল্লেখ্য, ২০২০ সালে কয়লা পাচারকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। তারপর থেকে বেশ কয়েকবার তলব করা হয় অনুপ মাঝিকে। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে যান অনুপ মাঝি। তার জেরে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। তাঁর বিরুদ্ধে জারি হয় লুকআউট নোটিসও। তার মাঝেই সুপ্রিম কোর্টের থেকে রক্ষাকবচ পান লালা। যদিও তদন্তে তাঁকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। তারপরেই ২০২১-এ তদন্তকারীদের সামনে হাজিরা দিয়েছিলেন লালা। গত মে মাসেই কয়লা পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন বিকাশ মিশ্র। তাকে নিজেদের হেফাজতে পেয়ে টানা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা। সেই সময় নিজামে হাজিরা দেন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাও। বিকাশ ও লালাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

7 months ago
ED: কয়লা পাচারকাণ্ডে বড় তথ্য ইডির হাতে

কয়লা পাচারের (Coal Smuggling) তদন্তে নেমে বড়সড় 'তথ্য' উঠে এল ইডির (ED) হাতে। সূত্রের খবর, বাংলা থেকে প্রায় ২২ বার বিদেশ গিয়েছেন একাধিক প্রভাবশালী। তাও আবার এক বছরে ২২ বার। ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে এই প্রবণতা দেখা গিয়েছে। সরাসরি নাম না করলেও ইডি সূত্র জানিয়েছে, এই প্রভাবশালী তালিকায় এক সাংসদ, তাঁর হিসাবরক্ষক ও দু’জনের পরিবারের সদস্যেরা রয়েছেন। তিন বছরের মধ্যে কেন তাঁদের এত বার বিদেশে যেতে হয়েছে, কয়লা পাচারের কালো টাকা সাদা করার জন্যই ২২ বার বিদেশ ভ্রমণ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কলকাতার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে বিদেশে ভ্রমণের টিকিট কাটা হয়েছিল। সেই সংস্থায় অভিযান চালিয়ে বেশ কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির তদন্তে উঠে এসেছে যে, ২২ বারের মধ্যে ১৫ বারই দুবাই গিয়েছেন প্রভাবশালীরা। আর বাকি তো লন্ডন, তাইল্যাণ্ডও রয়েছে ওই তালিকায়। ইতিমধ্যেই সংস্থার মালিকদের ডেকে পাঠিয়েছে ইডি। তদন্তকারীদের দাবি, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। বিদেশে প্রভাবশালীদের নামে সংস্থা খোলার জন্য পাচারের টাকার বড় অংশ ব্যবহার করা হয়েছিল। পরে সেই টাকাই দেশে প্রভাবশালীদের ঘনিষ্ঠ কয়েক জনের নামে ও বেনামে তৈরি সংস্থায় পাঠানো হয়েছে বলে দাবি ইডির।

তৃণমূলের প্রাক্তন যুব নেতা বিনয় মিশ্রও ইডির আতশকাচের তলায় রয়েছে। ইডি সূত্রে দাবি, একসময় একাধিকবার বিদেশ গিয়েছিলেন তিনিও। শুধু তাই নয়, পাচারকারীদের সঙ্গে প্রভাবশালীদের যোগাযোগের মধ্যস্থতা করতেন বিনয়ই। কয়লা পাচারের মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির বয়ানে এমন তথ্যই উঠে এসেছে।

10 months ago


Modi: ২৩ হাজার কোটি টাকার দুর্নীতি! মোদীর তোপের মুখে তৃণমূল

রোজভ্যালি (Rose Vally), চাকরি দুর্নীতি, কয়লাকাণ্ড (Coal Scam) সহ একাধিক অভিযোগে সরাসরি তৃণমূল কংগ্রেসকে (TMC) কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকেই তিনি শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন।

সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম করে নরেন্দ্র মোদীর অভিযোগ, ২৩ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস। রোজ ভ্যালি, সারদা, নিয়োগ দুর্নীতি, কয়লা পাচারের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলতে পারবে না বলেও মন্তব্য তাঁর।

মঙ্গলবার মেরা বুথ, সবসে মজবুত কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত বুথ স্তরের নেতা ও কর্মীদের বার্তা দেওয়ার জন্যই ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত থেকে একের পর এক তোপ দাগেন তিনি। কোচবিহারে সোমবার মোদীকে তুলোধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবারও মোদীকে নন্দলাল বলে কটাক্ষ করেন তিনি।

10 months ago
Malay: কয়লাকাণ্ডে ফের মলয় ঘটককে তলব ইডির, তলব অনুপ মাঝিকে

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) ফের মলয় ঘটককে তলব (Summon) ইডির (ED)। দিল্লিতে ইডির সদর দফতরে ২৬ তারিখ হাজিরার নির্দেশ। এর আগে ২১ তারিখ আইনমন্ত্রীকে তলব করেছিল ইডি। মলয় ছাড়াও অনুপ মাঝিকে ২৬ জুন তলব করেছে ইডি। পঞ্চায়েত ভোটের কারণ দেখিয়ে হাজিরা এড়ান মলয়। ইডিকে চিঠি দিয়ে সময় চেয়েছিলেন মলয় ঘটক। কয়লাকাণ্ডে লেনদেনের তথ্য সামনে রেখে মলয়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে এর আগেও একাধিক বার মলয়কে তলব করেছে ইডি। তার বাড়িতে গিয়ে তল্লাশিও করেছেন সিবিআই আধিকারিকরা। ইডির একাধিক বার তলবেও দিল্লি যাননি মলয়। পঞ্চায়েত ভোটের জন্য তাঁকে বিশেষ দায়িত্ব দিয়েছে দল। সেই দায়িত্ব পালনের জন্য বর্তমানে জেলা সফরে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, আইনমন্ত্রী মলয় ঘটককে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে ইডির দফতরে। এর আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মলয় ঘটককে সময় দিয়ে ডাকতে হবে। সে ক্ষেত্রে ১৫ দিনের সময় দেওয়ার কথা জানায় দিল্লি হাইকোর্ট। ইডি সূত্রে খবর, আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে সময় চেয়ে মেল করা হয়েছিল। আইনমন্ত্রীর তরফে একটিও মেলের জবাব দেওয়া হয়নি।

রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক দিল্লি হাইকোর্ট থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মৌখিক আশ্বাসে সুরক্ষা কবচে ছিলেন। কিন্তু এখন তাঁর কাছে নেই আদালতের সুরক্ষাকবচও।

10 months ago
Coal: বেআইনি কয়লা খাদানে ধস, মৃত্যু তিন জনের, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

বেআইনি কয়লা (Coal) খাদানে ধস। মৃত্যু (Death) হয়েছে তিন জনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে ভোওরা কোলিয়ারি এলাকায় ধস নামে। জায়গাটি ধানবাদ শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে। ধসে বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা প্রশাসনের। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহু গ্রামবাসী বেআইনি খাদানে কয়লা উত্তোলনের কাজ করেন। তিনি বলেন, ধসের পর স্থানীয় মানুষ ভিতর থেকে ৩টি দেহ উদ্ধার করতে পেরেছে। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন। 

বেআইনি খাদান থেকে কয়লা উত্তোলন এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। অপরিকল্পিত খননের জেরে এলাকা যেমন অতিধসপ্রবণ হয়ে উঠছে, পাশাপাশি খোলামুখ খনি থেকে বেআইনি ভাবে কয়লা পাচারের কারণে এলাকায় অসামাজিক গতিবিধিও মাথাচাড়া দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন পদক্ষেপ নিলে এ সব বেআইনি কাজ মুহূর্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রশাসনেরই উদ্যোগের অভাব।

11 months ago


Malay: কয়লা পাচারকাণ্ডে অভিষেক পত্নীর পর মলয় ঘটককে তলব ইডির

একদিকে যখন কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) অভিষেকের স্ত্রী রুজিরাকে (Rujira Banerjee) তলব করেছে ইডি (ED)। ৮ই জুন কলকাতার ইডির দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। ইতিমধ্যে শাসক দলের অস্বস্তি বাড়িয়ে কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটককে তলব ইডির। ১৯শে জুন আইনমন্ত্রী মলয় ঘটককে সশরীরে হাজিরা নির্দেশ দিয়েছে ইডি। পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব নিয়ে হাইকোর্টের নির্দেশ ছিল হাতে সময় রেখে তাকে তলব করতে হবে। সেজন্যই উনিশে জুন রাজ্যের আইনমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এর পূর্বেও ২ বার আইন মন্ত্রীকে কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। যদিও তিনি হাজির হন নি।

11 months ago
Coal: ত্রিপলে ঢেকে বেআইনি কয়লা পাচারের চেষ্টা, ২২ টন কয়লা সহ গ্রেফতার ট্রাক চালক

ট্রাকে মাঝরাতে ত্রিপলের আড়ালে বেআইনি ভাবে কয়লা পাচার চলছে, এ অভিযোগ বারবার আসছিল দুবরাজপুর থানায় (Dubrajpur PS)। এবার গোপন সূত্রে খবর পেয়ে আগেভাগেই রাজ্য সড়কে ওৎ পেতে বসে ছিল পুলিস (Police)। বেআইনি কয়লা সহ ওই ট্রাকটিকে দেখে, দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারী আধিকারিকদের। ধরা পড়তেই পালাতে চেষ্টা করেন ওই ট্রাক চালক। যদিও তাঁকে আটক করে পুলিস।

শনিবার রাতে এই ঘটনায় একটি ট্রাক সহ একজনকে আটক করেছে বলে পুলিস সূত্রে খবর। অভিযুক্তকে রবিবার আদালতে তোলা হলে তাঁকে ৬ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয়। পুলিস আরও জানিয়েছে, ট্রাকটিতে প্রায় ২২ টন অবৈধ কয়লা পাচার করা হচ্ছিল। পুলিস সূত্রে আরও খবর, গোপন সূত্রে খবর পেয়ে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে ওই ট্রাকটিকে আটক করে পুলিস। ওই ট্রাকে তল্লাশি চালালে বিপুল পরিমাণ কয়লা উদ্ধার হয় বলে জানা গিয়েছে। গ্রেফতার হওয়া ওই চালককে জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি কয়লা কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা।

সম্প্রতি, ট্রাক্টরের ইটের নিচে অবৈধ কয়লা পাচার করতে গিয়ে দুবরাজপুর থানা পুলিসের হাতে ধরা পড়ে অবৈধ কয়লা সহ ট্রাক্টর। ওই ঘটনায় চারজন অবৈধ কয়লা পাচারকারীকে গ্রেফতার করে পুলিস। বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছে। ওই ট্র্যাক্টারে ইটের নিচে প্রায় ৩ টন অবৈধ কয়লা প্রচার করা হচ্ছিল। গোপন সূত্রে পুলিশ জানতে পেরে ওই ইট বোঝায় ট্রাক্টারটা ধরে ফেলে এবং ইট সরাতেই বেরিয়ে আসে অবৈধ কয়লা।

11 months ago