Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

CleaningDrive

Bomb: স্কুল পরিষ্কার করতে গিয়ে তাজ্জব! মুর্শিদাবাদের স্কুলে উদ্ধার সকেট বোমা

স্কুলে সকেট বোমা উদ্ধার (Bomb recover in School)! মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগ থানার অন্তর্গত ডাঙাপাড়ার হাসানপুর রাজেশ্বরী উচ্চবিদ্যালয়ের ঘটনা। এখনও পর্যন্ত ২টি সকেট বোমা উদ্ধার করেছে বোম স্কোয়াড থেকে। ঘটনাস্থলে লালবাগ থানার পুলিস। ঘটনার জেরে আতঙ্কে ছাত্রছাত্রী-সহ শিক্ষক-শিক্ষিকা।   

স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কুন্তল চৌধুরী জানান, 'আগামি কয়েক দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবস। সেই কারণে স্কুল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কিছু শ্রমিক কাজ করে। স্কুলের বাগান পরিষ্কার করতে গিয়ে একটি সকেট বোমা দেখে তাঁরা। এই অবস্থাতে ভয় পেয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাকে জানায় তাঁরা। পরে শিক্ষক-শিক্ষিকারা স্কুলের পরিচালন কমিটিকে ডাকে।' 

এমনকি স্কুল বন্ধ করে প্রশাসনকেও খবর দেয় তাঁরা। ঘটনাস্থলে লালবাগ থানার পুলিস এসে জায়গাটিকে ব্যারিকেড করে দেয়। পুলিস তদন্তে নেমে স্কুলের ছাদেও একটি বোমা পড়ে থাকতে দেখে। পরবর্তীতেই বোম স্কোয়াড এসে ওই দুটি বোমা উদ্ধার করে নিয়ে যায়। তবে রাতের অন্ধকারে কে বোমা রেখেছে, কী উদ্দেশে রেখেছে তা জানি না। তিনি আরও জানান, 'এটা স্কুল কোনও রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তাও কেন এমন ঘটনা ঘটল তার তদন্ত করছে পুলিস।'   

বিজেপি নেতা লাল্টু দাস জানায়,'স্কুলের পরিচালন কমিটি এখন রাজনীতিকরণ হয়ে গিয়েছে। যার জেরে গোষ্ঠীদ্বন্দ্ব। ফলে স্কুলের গেটে কোনও সিকিওরিটি নেই। তাই স্কুলেও বোমের স্তূপ তৈরি হয়েছে।' মুর্শিদাবাদ জেলা সার্বিকভাবে বোমের কারখানা হয়ে উঠেছে। তাই যেখানে সেখানে বোম উদ্ধার হচ্ছে। স্কুলের কোনও নিরাপত্তা নেয়। এমনকি তিনি আরও জানান, 'প্রতিষ্ঠা দিবসের দিন কাটমানির টাকা ভাগাভাগি করা হবে বলেই এই বোমা রাখা হয়েছে।' স্কুলের মধ্যে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। তবে স্কুলের মধ্যে বোমা উদ্ধারে ঘটনায় বাচ্চাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এক অভিভাবক।

one year ago