Breaking News
BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট     

Citadel

Samantha: সিটাডেলের সেটে নিজের 'পরিবার' খুঁজে পেলেন সামান্থা, দিলেন পোস্ট

সুখে-দুঃখে যারা পাশে থাকেন, তাঁরাই পরিবার। অনেক সময় রক্তের যোগ থানা থাকলেও কেউ কেউ পরিবার হয়ে ওঠেন। এই ঘটনায় ঘটল সামান্থার সঙ্গে। অভিনেত্রী এতদিন শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের পরিচালনায় সিটাডেলের (Citadel) প্রথম পর্ব মুক্তি পেয়েছিল কয়েকমাস আগেই। আসল সিরিজে অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই সিরিজের ভারতীয় সংস্করণে দেখা যাবে সর্বভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu)।

ইতিমধ্যেই সেই সিরিজের ভারতীয় সংস্করণের কাজ গোটানো হয়ে গিয়েছে। তবে শ্যুটিং প্রোডাকশনের কাজ শেষে সামান্থা নিজের মানুষদের খুঁজে পেয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, 'সিটাডেল ভারতের কাজ সম্পন্ন হল। একটি বিরতি কোনও বড় ব্যাপার নয় যখন তুমি জানো এরপর কী আসতে চলেছে। আমি জানতাম না, এই পরিবার আমার প্রয়োজন ছিল। ধন্যবাদ আমাকে প্রতিটি যুদ্ধে লড়তে সাহায্য করার জন্য এবং কোনওদিনও হাল না ছাড়ার জন্য।' 

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ঘটনাবহুল সময় কাটিয়েছেন। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেন তিনি। মাইয়োসাইটিসের মতো বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। সিটাডেলের কাজ শেষ করে আরও একটি কাজ রয়েছে অভিনেত্রীর হাতে। সেই কাজটিও শেষ করে অভিনেত্রী বিরতি নেবেন এক বছরের। নিজের রোগের চিকিৎসা করিয়ে নাকি ফিরবেন শ্যুটিংয়ের ফ্লোরে।

5 months ago
Samantha: সিটাডেলে প্রিয়াঙ্কার মায়ের চরিত্রে সামান্থা! ভক্তদের আপত্তি

একদিনে বলিউড তথা হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) অন্যদিকে সর্বভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। দুজনেই দর্শকদের পছন্দের অভিনেত্রী। তবে এবার একইসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। তবে চরিত্র নিয়ে নেট দুনিয়ায় নাকি চাপা গুঞ্জন শুরু হয়েছে। ওটিটিতে গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ক্রাইম থ্রিলার 'সিটাডেল' (Citadel)। সেই সিরিজের ভারতীয় সংস্করণ নিয়েই জল্পনা শুরু হয়েছে।

রুশো ব্রাদার্সের সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণ আসছে, তা আগেই জানা গিয়েছিল। সিরিজে সামান্থা এবং বরুণ ধাওয়ানকে দেখতে পাওয়া যাবে, দর্শক তাও জানতেন। তবে তাঁরা কোন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা ছিল না। তবে এবার শোনা যাচ্ছে, সিটাডেল সিরিজে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্র নাদিয়ার মা হিসেবে দেখা যাবে সামান্থাকে। এই খবর শুনে সামান্থা ভক্তদের মন খারাপ।

তাঁরা বলছেন, 'সামান্থা প্রিয়াঙ্কার থেকে ৪ বছরের ছোট। তিনি কেন প্রিয়াঙ্কার মায়ের চরিত্র করবেন?' যদিও এর কোনও সদুত্তর পাওয়া যায়নি। কারণ সিটাডেলের প্রযোজনা সংস্থার তরফে এখনও চরিত্রের বিষয়ে খোলসা করে কিছু বলা হয়নি। তাই আপাতত সবটাই গুঞ্জন। তবে এতটুকু জানা গিয়েছে, সিটাডেলের ভারতীয় সংস্করণের প্রেক্ষাপট তৈরী হবে ৮০ বা ৯০ এর দশকের সময়কালের উপর। সিরিজ নিয়ে বিশদে জানতে অপেক্ষায় দর্শকেরা।

6 months ago
Citadel: প্রিয়াঙ্কার সিরিজ সিটাডেলের প্রচারে সামান্থা-বরুণ, ভারতেও কি নির্মাণ ?

প্রিয়াঙ্কা চোপড়ার স্পাই থ্রিলার সিটাডেলের (Citadel) প্রিমিয়ারে যোগ দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং বরুণ ধাওয়ান (Varun Dhawan)। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুসি সহ অনেকে। রুশো ব্রাদারের সিরিজ সিটাডেলের ভারতীয় সিরিজে অভিনয় করবেন বরুণ এবং সামান্থা। ভারতীয় সিটাডেলের নির্মাতা রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডিকে এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন।

লন্ডনে পৌঁছে বরুণ এবং সামান্থা দুজনেই ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। লন্ডনে প্রিমিয়ারে যোগ দেওয়ার আগে তাঁরা ক্যাফেতে কিছুটা সময় কাটিয়েছেন। উপস্থিত ছিলেন ভারতীয় সিটাডেলের নির্মাতারাও। ছবিতে বরুণ এবং সামান্থা দুজনেই ক্যাজুয়াল পোশাক পরেছিলেন। নীল ক্যাজুয়াল প্যান্টের সঙ্গে সামান্থা পরেছিলেন ডেনিম জ্যাকেট। অন্যদিকে বরুণকে দেখা গিয়েছিল হলুদ জ্যাকেটে।

View this post on Instagram

A post shared by prime video IN (@primevideoin)

প্রিমিয়ারে বরুণ এবং সামান্থা দুজনেই কালো পোশাক বেছে নিয়েছেন। বরুণ কালো প্যান্ট এবং কালো টিশার্টের উপরে কালো লেদার জ্যাকেট পরেছিলেন। প্রিমিয়ারে ঢোকার আগে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। অন্যদিকে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও কালো রঙের পোশাকে যথারীতি গ্ল্যামার ছড়াচ্ছিলেন। সামান্থা কালো ক্রপ টপের সঙ্গে কালো লং স্কার্টের আদলে একটি ছবি বেছে নিয়েছিলেন। দুজনে পোজ দিয়েছেন একে ওপরের সঙ্গে।

8 months ago


Priyanka: হলিউডেও প্রথম দিকে বৈষম্যের শিকার ছিলেন প্রিয়াঙ্কা, জানতেন?

আন্তর্জাতিক তারকা হিসাবে স্বীকৃতি পেয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। হলিউডে কাজ করছেন তিনি। ‘কোয়ান্টিকো’তে অভিষেক তারপর ‘বে-ওয়াচ’, ‘দা ম্যাট্রিক্স রিজ়ারেকশন্‌স’-এর মতো ছবিতে কাজ। এবার কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের সিরিজ ‘সিটাডেল’-এ দেশি গার্ল। বহু ভাষার এই সিরিজ়ের মুখ্য চরিত্রে প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। আগামী এপ্রিলেই ওটিটি মুক্তি এই সিরিজের। মার্ভেল স্টুডিওর সঙ্গে কাজ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে প্রিয়ঙ্কা চোপড়াকে। প্রথম দিকে হলিউডে এসে বৈষম্যের সম্মুখীনও হয়েছেন তিনি, অকপট দাবি দেশী গার্লের। 

গোটা বিশ্বে ভারতীয় অভিনেত্রী বলেই পরিচিত প্রিয়ঙ্কা। জিতেছেন দু-দুটি জাতীয় পুরস্কার। তাও ভারতীয় অভিনেত্রী বলে তিনি নাকি একটি বিশেষ অঞ্চলের দর্শকের কাছেই গ্রহণযোগ্য। হলিউডে প্রথম দিকে এই ভাবনার শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কাকে। তবে অনেক পরিশ্রম করে, একাধিক অডিশন দিয়ে প্রযোজক ও পরিচালকদের ভরসা অর্জন করেছেন তিনি। তবেই এই সাফল্য, এমনটাই জানান পিগি চোপস। 

9 months ago