Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Christmas

Xmas: বড়দিনে নিরাপত্তার চাদরে মোড়া থাকবে কলকাতা, মোতায়েন ৩ হাজার পুলিস

সামনেই বড়দিনের উৎসব। আর ক্রিসমাস মানেই পার্কস্ট্রিট। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই রংবেরঙের আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট থেকে শুরু করে অ্যালেন পার্ক। প্রতিবছর বড়দিনে মানুষের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে থাকে পার্কস্ট্রিট, ভিক্টোরিয়া, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, চিড়িয়াখানা, ময়দান প্রভৃতি এলাকা। কার্যত জনজোয়ার নামে শহরের রাস্তায়। কেবল কলকাতাবাসী নন, উৎসবে সামিল হতে বাইরে থেকেও আসেন বহু পর্যটক। এই সময় শহরের আইনশৃঙ্খলা বজায় রাখাটা কার্যত কলকাতা পুলিসের কাছে চ্যালেঞ্জ। কড়া নিরাপত্তায় শহর মুড়ে ফেলার পরিকল্পনা নিয়েছে তারা।

২৪ ডিসেম্বর পার্ক স্ট্রিট-সহ শহরের বিভিন্ন চার্চের জন্য মোতায়েন থাকছে তিনজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। সঙ্গে ১০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এছাড়া সাব ইন্সপেক্টর, পুলিস সার্জেন্ট মিলিয়ে ২৩৯ জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর ৩০০ জন, হোমগার্ড ১৪৭২ জন থাকছে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে। রাস্তায় থাকবেন ১ জন মহিলা ইন্সপেক্টর, ৯ জন মহিলা সাব ইন্সপেক্টর, ২৪ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও ১৭৮ জন মহিলা কনস্টেবল। সব মিলিয়ে শুধুমাত্র ২৪ তারিখই রাস্তায় থাকবেন ২ হাজারের বেশি পুলিস।

২৫ ডিসেম্বর কলকাতা পুলিসের তরফে থাকছে ৯ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার, ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ৭৫ জন ইন্সপেক্টর, ৩০৪ জন সাব ইন্সপেক্টর ও পুলিস সার্জেন্ট। থাকছেন ২০৬৪ জন হোমগার্ড। এছাড়া ১ জন মহিলা ইন্সপেক্টর, ৯ জন সাবইন্সপেক্টর, ৩২ অ্যাসিস্ট্যান্ট সাব- ইনস্পেকটর ও ২৬১ জন মহিলা কনস্টেবল। ৩ হাজার জনের বেশি পুলিস থাকবে রাস্তায়। নজরদারি চালানো হবে এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, মল্লিকবাজার-সহ শহরের একাধিক জায়গায়। ৮টি জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে লালবাজারের তরফে।

5 months ago
Metro: বড়দিনে মাঝ রাত পর্যন্ত চলবে মেট্রো! বিশেষ সুবিধা যাত্রীদের জন্য

বড় দিন উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া হবে বলেই মেট্রো রেল সূত্রে খবর। বড় দিনে পার্ক স্ট্রিটে সব থেকে বেশি ভিড় হয়। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণের জন্যই সকাল থেকে মেট্রো পরিষেবা দেওয়া হবে বলেই মেট্রো রেল সূত্র খবর।

বড় দিন উপলক্ষে মেট্রো চালু থাকবে সকাল থেকেই। ২৫ তারিখ সকাল ৮ টা ৫৫ মিনিট  থেকে পরিষেবা শুরু হবে বলে মেট্রো রেল সূত্রে খবর। ৮ টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। তারপর সকাল ৯ টা থেকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে। অন্যদিকে ওই দিন রাতে শেষ পরিষেবা ১০ টা ৫৮ মিনিট দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। যা অন্যান্য দিনের থেকে বেশ কিছুটা সময় অতিরিক্ত। বড়দিন উপলক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে খুশি হবেন যাত্রীরা।

5 months ago
Cyclone: বড়দিনেও ‘বম্ব সাইক্লোন’-এ বিপর্যস্ত আমেরিকা, মৃত বেড়ে ৩৪

বড়দিনে (Christmas) ‘বম্ব সাইক্লোন’-র (Bomb Cyclone) দাপটে বিপর্যস্ত আমেরিকা (America)। দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে তুষার ঝড়। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। তাপমাত্রার পারদ রয়েছে মাইনাস ১১ থেকে মাইনাস ২৩ ডিগ্রির মধ্যে। তুষার ঝড়ের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু এলাকা। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে অন্তত ৩৪ জনের। রাস্তাঘাট বরফের চাদরে মুড়ে রয়েছে। কোথাও ৮ ফুট, কোথাও বা ১০ ফুট পুরু বরফের আস্তরণ।

উল্লেখ্য, সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্ক, বুফালো, পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলিনা ও কেন্টাগির এলাকার। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, এখানে ঘূর্ণিঝড় হ্যারিকেনের গতিতে আছড়ে পড়ে তুষারঝড় ‘বম্ব সাইক্লোন’। এর জেরে ভেঙে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। চলতি সপ্তাহ জুড়েই বইবে এই তুষারঝড়। ঘটনায় সতর্কতা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, বম্ব সাইক্লোনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। রাস্তাঘাটে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।

আবহাওয়াবিদদের আশঙ্কা, বম্ব ঘূর্ণিঝড়ে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বরফের স্তূপের কারণে বাসিন্দারা বাড়ির ভিতর আটকে পড়েছে।  লক্ষাধিক বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বর্তমানে এক লাখেরও বেশি মানুষ ব্ল্যাকআউট এবং বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হচ্ছে। বুফালোতে বড়দিনে ১৬% বাসিন্দাদের ঘরে বিদ্যুৎ ছিল না বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়কে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বছরের সবচেয়ে ব্যস্ত সময়ে লক্ষ লক্ষ আমেরিকান ঘর বন্দি। দুর্যোগের কারণে বন্ধ রাখা হয়েছে বুফালোর নিয়াগারা আন্তর্জাতিক বিমানবন্দর। বাতিল করা হয়েছে ২ হাজার ৩৬০টি উড়ান। সোমবার পর্যন্ত এখানে কোনও বিমান ওঠা-নামা করবে না বলে জানিয়েছে প্রশাসন।

one year ago


Christmas: বাঙালির বড়দিন, আড্ডা, পরিবার এবং পার্কস্ট্রিট-বো ব্যারাকে ঢুঁ মারা

প্রসূন গুপ্ত:  আমাদের বাঙালিদের কাছে বড়দিনটিও বন্ধু অথবা বান্ধবী কিংবা প্রেমিক প্রেমিকার বেরিয়ে হৈচৈ করার দিন। এটা বাস্তব যতই ১৪ ফেব্রুয়ারী সারা বিশ্ব প্রেমের দিন হিসাবে ধরুক না কেন, বাঙালির প্রেমের দিন সরস্বতী পুজো। অবশ্য প্রেমের প্রস্তাবনার দিনও বলা চলে। এই প্রেমটি জমে গেলে বেরিয়ে পড়া, কোথাও নিভৃতে থাকা অথবা অবশ্যই বড়দিনে পার্ক স্ট্রিট বা নিজ নিজ শহরের রেঁস্তোরায় রাতের ডিনার। এসব গল্পের শুরু ৭০ দশকে এবং আজও কিছু একটা করা।

ওয়ান ডে বা টি২০-র টিকিট পাওয়ার মতোই পাড়ায় বলার মতো বিষয় , আজ সন্ধ্যাটা কাটলো পার্ক স্ট্রিটে।|শুধু বন্ধুবান্ধব নয় পরিবার নিয়ে বড়দিনে বাইরে খাওয়ার রেওয়াজ চলছেই। দিল্লি মুম্বাই বা অন্য শহরে নির্দিষ্ট কোনও রাস্তায় যেতেই হবে এমন কোনও ব্যাপার নেই যা আছে কলকাতায়।

করোনা আবহে ২০২০-তে তো জমায়েত হওয়াই নিষিদ্ধ ছিল। ২১ও বাঁধার মধ্যেই ছিল বেশ কিছুটা। পুজোর সময়ে তাই দেখা গিয়েছিলো, বড়দিনে তো বটেই। কিন্তু ২০২২ যেন বাঁধন ছাড়া। দেদার ভিড় পুজোপার্বনে। ভিড় ক্রিসমাস থেকে ৩১ ডিসেম্বর। যদিও করোনার নতুন রূপ বিএফ-৭ চোখ রাঙাচ্ছে। তবু যতক্ষণ চরম বার্তা না আসছে বাঙালি টসকাবে না। কাজেই রবিবার রাতটি ছিল কলকাতার বাঙালির কাছে ফিরে পাওয়া বড়দিন। কপোত কপোতিরা অনেকেই বেরিয়েছে। তবে সকলেই যে পার্ক স্ট্রিট বা সাহেব পাড়ায় গিয়েছে এমন নয়।

অনেকেই নিজের মহল্লায় বা বন্ধুদের বাড়িতে বা নতুন জুটিরা বাড়িতেই সন্ধ্যা থেকে রাত কাটিয়েছে। বাঙালির আজ পয়সা কোথায়? একেবারে বড় চাকুরিজীবীদের কথা আলাদা অথবা ব্যবসায়ীদের বা পেশাদারীদের হয়তো বড়দিনে বড় খরচ করার সামর্থ আছে কিন্তু মধ্যবিত্ত বাঙালি যাবে কোথায় ? একেকটা রেঁস্তোরায় একেকজনের খরচ ১৫০০/- থেকে ১৮০০/- , সূরার দাম তো আলাদা। কোথায় পাবে এই খরচ | করোনা কেড়ে নিয়েছে সব। বিশ্বে বেকারত্ব বেড়েছে, সামগ্রিক অর্থনৈতিক সংকট, নিয়ে জানালেন ঋতম শতাব্দী জুটি। কাজেই বাড়িতে রান্না করে বা অপেক্ষাকৃত কম দামি হোটেলের খাবার আনিয়ে খাওয়া দাওয়া সারো। তাই রাস্তায় মহল্লায় কিংবা বাড়িতে সারতে হলো বড়দিন।

one year ago
Dhupguri: ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত ৩

বড়দিনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা! একেই বড়দিন তার ওপর রবিবার, ছুটির মেজাজে ছোট-বড় সকলেই। ক্রীসমাস (christmas) উপলক্ষ্যে ধূপগুড়ি (Dhupguri) সিনেমাহল পাড়া বৈরাতিগুরি হাই স্কুলের খেলার ময়দানে অনুষ্ঠিত হয়েছিল একটি ক্রিকেট ম্যাচ (cricket match)। আর সেই ম্যাচ ঘিরেই ধুন্ধুমার। ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ বাধে। ঘটনায় আহত (injured) হয় ৩জন।

স্থানীয় সূত্রে খবর, এই ময়দানে চলছে ধূপগুড়ি পুরসভার ১৬টি ওয়ার্ডের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট-ধূপগুড়ি মিউনিসিপ্যাল কাপ ২০২২ আয়োজন করেছিল ধূপগুড়ি নবজীবন ক্লাব। আর সেই খেলার ফাইনাল ছিল রবিবার। এদিন ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল ১৫ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ড। খেলা চলাকালীন মাঠে ছিল টানটান উত্তেজনা। দুই দলের দর্শকদের মধ্যেও ছিল টানটান উত্তেজনা। কিন্তু হঠাৎই তাল কাটে একটি ক্যাচ আউট দেওয়াকে কেন্দ্র করে। এক পক্ষের দাবি, ক্যাচ আউট হয়েছে। আরেক পক্ষের দাবি, ক্যাচ আউট হয়নি। দর্শকদের মধ্যে থেকেও আওয়াজ চলে আসে। আর এই তরজা থেকেই শুরু হয় হাতাহাতি। রীতিমতো একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়েন দর্শকরা। আয়োজক কমিটির পক্ষ থেকে দুই দলের সমর্থকদের আপ্রাণ শান্ত করার চেষ্টা করা হয়। শেষমেশ আয়োজক কমিটির সদস্যরাও মারপিটে জড়িয়ে পড়েন বলেই অভিযোগ।

পরিস্থিতি এতটাই ন্যাক্কারজনক পর্যায়ে যায় যে এক ১৬ বছরের বালকও ছাড় পায়নি। ঘটনায় আহত হন ৩জন। তাদের নাম সুধামা দাস, অমিত রায় ও সৌরভ সাহা। ঘটনার পরই তাদেরকে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। তবে এই ন্যাক্কারজনক ঘটনায় প্রশ্ন উঠছে ক্রীড়া মহলে। ধূপগুড়ির পরিস্থিতি আজও কী সেই অবস্থাতেই রয়েছে? খেলা হলেই মারপিট হয়? উত্তর অজানা। 

one year ago


Messi: স্বপরিবারে বড়দিন উপভোগ করছেন মেসি, দেখে নিন নেটমাধ্যমে ভাইরাল সেই ছবি

মেসির হাতে বিশ্বকাপ (World Cup 2022)। কোটি কোটি ভক্তের হৃদয়ের টাইমলাইনে চিরিকালীন হয়ে থাকবে নীল-সাদার বিশ্বকাপ জয়ের ছবি। আন্দাজ করাই গিয়েছিল বড়দিনের উৎসব এবার বেশ জমিয়ে হবে বুয়েনস এয়ার্সে। রোজারিওর মেসির (Lionel Messi) প্রাসাদে বড়দিনের (Christmas Day) আনন্দ উপভোগ করতে সপরিবারে ছুটে এসেছিলেন লুই সুয়ারেজ (Luis Suarez)। রোজারিওর রাজকুমারের পারিবারিক ছবিও ভাইরাল হতে সময় লাগেনি। ক্রিসমাস পোশাকে বড়দিন উপভোগ করছেন লিও। রয়েছেন তাঁর স্ত্রী আর তিন সন্তান।

মেসি সম্পর্কে বিশ্ব ফুটবলে চেনা তত্ত্ব, যত বড় ফুটবলার, তত বড় মানুষ। বিনয়ী, আদ্যন্ত ফ্যামিলি ম্যান। ছোটবেলার বান্ধবী আন্তনেলা রাকুজ্জকে পরবর্তীকালে বিয়ে করেছেন। ২০০৯ সালে প্রথম তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। লা লিগায় বার্সা-এসপানিওল ডার্বির পরে নিজেই ঘোষণা করেছিলেন ফুটবল রাজপুত্র। মেসি আর অন্তনেলার তিন সন্তান। থিয়াগো, মাতিও আর সিরো।


সুখের সংসারের ছবি কাতার বিশ্বকাপে দেখেছেন ভক্তেরা। শুধু তাই নয়। মায়ের ছবি নিজের হাতে ট্যাটু করে রেখেছেন মেসি। নিজের বন্ধু বৃত্ত সম্পর্কেও অত্যন্ত সচেতন লিও। উরুগুয়ের মেগাস্টার সুয়ারেজ অন্তরঙ্গ বন্ধু। সুয়ারেজের স্ত্রী সোফিয়া বালবি আবার মেসির স্ত্রীর ব্যবসার অংশীদার।। সেখানেও অটুট বন্ধুত্ব। সবমিলিয়ে মেসির পারিবারিক জীবনের গল্প কম আকর্ষণীয় নয়। বড়দিনে বেঁচে থাকুক পরিবারের গল্প। ঘরে ঘরে পূর্ণতা পাক ভালোবাসা।

one year ago
weather update: ফের উর্ধ্বমুখী তাপমাত্রা! বছরের শেষ সপ্তাহও কী গরমে কাটবে? কী বলছেন আবহবিদরা

বছর শেষে হাড়কাঁপানো ঠান্ডার বদলে এবার শীত (winter) প্রায় নেই বললেই চলে। ক্রীসমাস ইভ (Christmas Eve)-এর সন্ধ্যায় শীতপোশাকের দেখা ছিল না বললেই চলে। শনিবার দুপুর থেকেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা (temperature)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু (Tamil Nadu) উপকূলে বঙ্গোপসাগরের উপর একটি সিস্টেম রয়েছে এবং রবিবার একটি উচ্চচাপ বলয় তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আগামী তিন থেকে চারদিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ পুরো রাজ্যে রবিবার, সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে।

হাওয়া অফিস সূত্রে আরও খবর, ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে বছরের শেষে কিছুটা হলেও ফিরতে পারে শীতের আমেজ। তবে এদিকে, এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতায়। রাজ্যজুড়েই ঊর্ধ্বমুখী পারদ। বড়দিনে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার হবে আকাশ।

one year ago
weather update: বড়সড় 'ভোলবদল' শহরের তাপমাত্রার, গরমেই কি কাটাবে বড়দিন?

ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই জাঁকিয়ে শীতের আমেজে মেতে উঠবেন শহরবাসী, এমনই ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর (Meteorological Department)। বেশকিছুদিন শীতের আমেজ থাকলেও বড়দিনে (christmas) তা আর থাকবে না বলেই মনে করছেন আবহবিদরা। বড়দিনের আনন্দ মাটি হতে চলেছে। শুক্রবার দুপুরের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। গরমেই কাটবে এবারের বড়দিন এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিপরীত ঘূর্ণাবর্তের কারণেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছেন আবহবিদরা। একেই ফের করোনার বাড়বাড়ন্তে চিন্তার ভাঁজ আমজনতার কপালে, তার ওপরে শীত গায়েব হয়ে যাওয়ার খবরে হতাশ বাঙালী।

উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে। ২৫ তারিখের পর তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২৪ ডিসেম্বর শনিবার সকালের উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে ঘন কুয়াশা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। আচমকা হারিয়ে যাওয়া শীত ফেরায় খুশি উত্তরবঙ্গবাসী।

এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে জানানো হয়েছে, শুক্রবার বিকেল থেকেই তাপমাত্রা বাড়বে। তাই বড়দিনে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। দিন এবং রাত উভয়ের তাপমাত্রাই বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার থেকেই কুয়াশার দেখা মিলেছে আকাশে। শুক্রবার সকালেও কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। শুক্রবার কলকাতা শহরের তাপমাত্রা রয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। 

one year ago


weather update: বড়দিনের আগেই আবহাওয়ার চরম বদল, কী বলছেন আবহবিদরা

আর কিছুদিন পরই বড়দিনের (Christmas) উৎসবের মেতে উঠবেন রাজ্যবাসী। প্রায় ৬ থেকে ৭ মাস সহ্য করতে হয় প্যাঁচপ্যাঁচে গরম। তবে বছরের শেষ ও শুরুতে বাঙালীরা শীতের (winter) আমেজে মেতে উঠেন। কিন্তু সেই মাস তিনেকও যদি গরমে অনুভূতি হয় তাহলে বলুন তো কেমন লাগবে? রাজ্যের তাপমাত্রা আপাতত উর্দ্ধমুখী হতে চলেছে, এমনটাই জানিয়েছেন আবহবিদরা। আবহবিদরা জানিয়েছেন, এবছরের শীতে সেই কনকনে ভাব নেই, রোদ পোহানোর সেই বিষয়টি নেই। বড়দিনে এবার রীতিমতো ঘামতেও হতে পারে কলকাতাবাসীদের। পূর্বাভাস জানানো হয়েছে, বড়দিনে শহরের তাপমাত্রা ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে। আগামী পাঁচদিন  বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে, আগামী দুদিন ঘন কুয়াশার (fog) আচ্ছাদনে ঢাকা পড়তে চলেছে মালদহ (Maldah) ও দুই দিনাজপুর।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে, রবিবার ও সোমবার ১৯-২০ ডিগ্রিতে চড়তে পারে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা-সহ বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। তবে বেলা হলেই পরিষ্কার হবে আকাশ। সপ্তাহান্তের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে। আগামী ৫দিন মূলত পরিষ্কার থাকবে দুই বঙ্গের আকাশ, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার থেকেই হতে চলেছে এই হাওয়া বদল। মূলত, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকবে ওই দিন থেকে। ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন তিন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে।

one year ago