Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Canning

Canning: ক্য়ানিংয়ে কুকুর আতঙ্ক! কামড়ে জখম ৪, আতঙ্কিত এলাকাবাসী

ক্য়ানিংয়ে কুকুরের কামড়ে আহত পথ চলতি চারজন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। বর্তমানে ওই আহত চারজন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন কৃষ্ণপদ বৈদ্য, প্রশান্ত কুমার মণ্ডল, সোমনাথ নাইয়া ও বসন্ত মণ্ডল। এই ঘটনার থেকে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

জানা গিয়েছে, সোমবার রাতে আচমকা একটি কুকুর হানা দেয় পথ চলতি ও দোকানে দাঁড়িয়ে থাকা এমনকি বাড়ির ভিতরে থাকা মানুষজনদের উপর। একসঙ্গে চারজনকে কামড়ে দেয় ওই কুকুরটি। আহত একজন জানিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকা একটি কুকুর ছুটে এসে কামড়ে দেয়। অনুমান করা হচ্ছে ওই কুকুর রাস্তার কুকুর কিংবা পাগলা কুকুর নয়। কোনো বাড়ির পোষ্য় হতে পারে। কারণ ওই কুকুরটির গলায় একটি শিকল দেখতে পাওয়া যায়। কুকুরটি কামড় দিয়ে সঙ্গে সঙ্গে একটি বাড়িতে ঢুকে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় ওই চারজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

3 months ago
Canning: ডাকাতির ছক বানচাল! ক্যানিং থানার পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন দুষ্কৃতি

কালীপুজোর আগেই বড় সাফল্য় পেল ক্যানিং থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ তিনজন দুষ্কৃতিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিস। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র সহ তিন রাউন্ড গুলি। এখনও পর্যন্ত ধৃতদের পরিচয় পাওয়া যায় নি বলে পুলিস সূত্রে খবর। শনিবার ধৃতদের আলিপুর আদালতে পাঠানোর পর সাত দিনের পুলিসি হেফাজতের দাবি জানানো হবে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিস ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ এলাকায় অভিযানে নামে। এরপর তল্লাশি অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ তিনজন দুষ্কৃতিকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

প্রাথমিক তদন্ত করে পুলিসের দাবি, এলাকায় দুষ্কৃতিমূলক কাজ করার জন্য জড়ো হয়েছিল ওই তিন দুষ্কৃতী। কিন্তু ডাকাতির আগেই সমস্ত ছক বানচাল করে দিল পুলিস। তবে এই ঘটনার পিছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করছে ক্যানিং থানার পুলিস।

6 months ago
Canning: হাসপাতালের বাইরে উদ্ধার দুই সদ্যোজাতের মৃতদেহ, ঘটনায় উত্তেজিত ক্যানিং

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হল দুই সদ্যোজাতের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিস গিয়ে ওই সদ্য়োজাতের মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

পুলিস সূত্রে খবর, বুধবার রাতে মেনোকা সর্দার নামে এক মহিলা ওই দুই সন্তানের জন্ম দেন। দুজন শিশুই কন্য়া সন্তান ছিল। ওই দুই সদ্য়োজাতই মৃত অবস্থায় জন্মানোয় মেনোকার শাশুড়ি মুক্ত সর্দার মৃতশিশু দুটিকে হাসপাতালের বাইরে ফেলে দেন। এরপর এদিন সকালে হাসপাতলের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে পড়ে সদ্য়োজাত মৃত শিশু দুটি রাস্তার ধারে পড়ে রয়েছে। তারপর খবর দেওয়া হয় পুলিসকে। 

তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠে আসে নানা প্রশ্ন। প্রসবের পর কিভাবে মা তাঁর সন্তানকে রাস্তাতে ফেলে দিল এবং হাসপাতাল থেকেই কি করে সদ্যোজাত মৃতদেহ দুটি বাইরে আনা হল? ইতিমধ্য়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিস।

6 months ago


Child: শিশু পাচারের অভিযোগে গ্রেফতার এক মহিলা পাচারকারী

শিশু পাচারচক্রের অভিযোগে গ্রেফতার এক মহিলা। সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিস। পুলিস সূত্রে খবর,  অভিযুক্ত ওই মহিলার নাম শাহিনা পারভীন। ক্যানিং থানার তালদি এলাকার বাসিন্দা।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত এক বছর আগে কাশমিরা খাতুন সহ একটি তিন বছরের শিশু নিখোঁজ হয়ে যায়। তারপর কিডন্যাপের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে ক্যানিং থানা পুলিস। এরপর গতকাল অর্থাৎ সোমবার পুলিস গোপন সূত্রে খবর পায় যে ওই মহিলা আরও একটি মেয়েকে পাচার করার উদ্দেশ্যে ক্যানিংয়ে ট্রেন ধরার জন্য স্টেশনের কাছাকাছি নিয়ে আসে। এরপর অভিযানে নেমে ওই মহিলাকে হাতেনাতে ধরে ক্যানিং থানার পুলিস। এবং উদ্ধার করা হয় পাচারের উদ্দেশ্য নিয়ে আসা ওই মেয়েটিকে।

মঙ্গলবার অভিযুক্ত পাচারকারী ওই মহিলাকে গ্রেফতার করে আলিপুর আদালতে তোলে ক্যানিং থানা পুলিস। পাশাপাশি ১০ দিনের জন্য় পুলিসি হেফাজত চেয়ে আদালতে তোলা হয়েছে বলে এমনটাই জানিয়েছে পুলিস। আর এই শিশু পাচারচক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিস প্রশাসন।

6 months ago
Canning: হোটলের ঘর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ, চাঞ্চল্য ক্যানিংয়ে

হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম রাজেশ মণ্ডল। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত কেওড়াখালি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্য়পক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পাশাপাশি পুলিস এই ঘটনার তদন্ত শুরু করে মৃতদেহের গলায় একটি সরু দাগ   দেখে পেয়েছে। তবে কি খুন না আত্মহত্যা ইতিমধ্য়ে সে বিষয়েই শুরু হয়েছে তদন্ত। হোটেলের ঘর থেকে দুজনের খাবার ও একটি ঠাণ্ডা পানীয়ের বোতল উদ্ধার করেছে পুলিস। 

 জানা গিয়েছে, মৃত ওই যুবক মাঝে মধ্য়েই এক মহিলাকে নিয়ে হোটেলে সময় কাটাতে আসত। বুধবার সেই মহিলার সঙ্গে ওই যুবক সুন্দরবন টুরিস্ট লজ নামে ওই হোটেলে এসেছিলেন। কিন্তু মহিলা বেশ কিছুক্ষন আগেই ঘর থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ রাজেশের কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্মীরা ঘর খুলে দেখেন ঘরের ভিতরে রাজেশ গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষনে মৃত্যু হয়েছে রাজেশের। এই বিষয়ে ক্যানিং থানায় খবর দিলে পুলিস এসে তদন্ত শুরু করেছে। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিস।

7 months ago


Arrest: 'হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয়,' চাঞ্চল্যকর পোস্টারের তদন্তে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

এ যেন ৯০ বা সমসাময়িক বাংলা সিনেমা। একটি সুপারি কিলারের দল। যাদের হাফ মার্ডারের এক রেট, ফুল মার্ডারের অন্য রেট। তৎকালীন বাংলা সিনেমা না হলেও এমন বাস্তব ঘটনার সাক্ষী ক্যানিং। সূত্রের খবর, খুনের অর্ডার নেওয়া হয় বলে ভিজিটিং কার্ড ও পোস্টার ছাপিয়ে শুরু করেছিলেন নিজের অপকর্ম। কিন্তু পুলিসের কানে খবর যেতেই আগ্নেয়াস্ত্র সহ পুলিসের হাতে গ্রেফতার হয় ওই অভিযুক্ত। পুলিস  জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম মোরসালিম মোল্লা। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে একটি অদ্ভুত পোস্টার দেখতে পায় স্থানীয়রা। ওই পোস্টারে খুনের অর্ডার নেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় ক্যানিং থানার পুলিসের কাছে। এরপর তদন্তে নেমে পুলিস মোরসালিম মোল্লা নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রেই খবর, ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে ২০২২ সালের ০৭ জুলাই গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামের তৃণমূল নেতা স্বপন মাঝি সহ তিনজনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। সেই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত রফিকুল সর্দারকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে জেরা করে জানা যায়, অভিযুক্ত অর্থাৎ রফিকুল যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল, সেটি সরবরাহ করেছিল মোরসেলিম মোল্লা। এরপর ওই আগ্নেয়াস্ত্রটি পরে পুলিস মোরসেলিম মোল্লার কাছ থেকে উদ্ধার করে। পুলিশ মোরসেলিমকে বেলগাছি থেকে একটি অটো সহ গ্রেফতার করে। এরপর ওই ঘটনা থেকে জামিনে মুক্তি পেয়ে বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে ছিল সে। 

কিন্তু সম্প্রতি ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে ওই সন্দেহজনক পোস্টারের পর রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, ওই ভিজিটিং কার্ডে ও পোস্টারে লেখা আছে হাফ মার্ডার ৫০ হাজার ও ফুল মার্ডার ১ লক্ষ। পুলিশের দাবি, ধৃত মোরসেলিম কোথা থেকে এই ভিজিটিং কার্ড করল এবং কোথায় কোথায় এই কার্ড বিলি করলো তার তদন্ত চলছে, এছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করেও দেখা হচ্ছে। তবে এই গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে ধৃত মোরসেলিমের পরিবার। তাঁদের দাবি, চক্রান্ত করে মোরসেলিমকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

8 months ago
Canning: পর্যাপ্ত পণ মেলেনি, বিয়ের পাঁচ বছর বাদে স্ত্রীকে গুলি করে খুন করল স্বামী!

স্ত্রীকে গুলি (Shot) করে খুনের অভিযোগে গ্রেফতার (Arrest) স্বামী। বুধবার, ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দক্ষিণ ডেভিসাবাদ গ্রামে। পুলিস সূত্রে খবর, নিহতের নাম ছেলিমা সর্দার (৩১) ও অভিযুক্তের নাম বাবুরালি সর্দার। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। 

পুলিস ও স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে প্রেম করে বিয়ে করেছিল ছেলিমা ও বাবুরালি। কিন্তু বিয়ের পর থেকেই পণের টাকা-পয়সা নিয়ে ছেলিমাকে মারধর করত বাবুরালি। নগদ টাকা, মোটর ভ্যান সহ বহু দাবি পূরণ করলেও কোনভাবেই অত্যাচার কমেনি ছেলিমার উপর। অবশেষে সাংসারিক বিবাদের জেরেই স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। মাথার পিছনে গুলি করা হয়েছে বলে দাবি পুলিসের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলিমার। 

পুলিসের প্রাথমিক অনুমান সাংসারিক বিবাদের জেরেই এই ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে ক্য়ানিং থানার পুলিস প্রশাসন। 

9 months ago
Canning: গলায় ধারালো অস্ত্রের কোপ, গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ক্যানিংয়ে

গলায় ধারালো অস্ত্রের কোপ। এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ (Death body) উদ্ধার ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং (Canning) থানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের থুমকাটি উত্তর মিঠাখালি গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্যানিং থানার পুলিস (Police) আধিকারিকরা। পুলিস দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিস। পরিবারের দাবি, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

পুলিস সূত্রে খবর, মৃত ওই গৃহবধূর নাম অঞ্জলি নস্কর (৪০)। তিনি থুমকাটি উত্তর মিঠাখালি গ্রামের বাসিন্দা। মৃতার ছেলে বলেন, 'বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মা। বারবার আত্মহত্যা করতে রেল লাইনের দিকে ছুটে যেতেন। তবে তখন কেউ কেউ আত্মহত্যা করার থেকে ফিরিয়ে নিয়ে আসতেন মাকে। তবে মঙ্গলবার ভোরে বাবা শৌচালয়ে যাওয়ায়, সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের গলায় বটি দিয়ে আঘাত করেন,' এমনটাই জানাচ্ছেন মৃতার ছেলে। তিনি আরও দাবি করেন, আজ অর্থাৎ মঙ্গলবারই মৃতাকে মেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল।

10 months ago


Canning: ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাসন্তীতে তৃণমূল কর্মীকে শুটআউট

পঞ্চায়েত ভোট শেষ। কিন্তু ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এই জেলার বাসন্ততী আরও এক তৃণমূল কংগ্রেস কর্মীর উপরব হামলায় ঘটনায় অভিযুক্ত আরএসপি। দুটি হামলাতেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্যানিংয়ের ঘটনায় প্রাণ হারিয়েছেন নান্টু গাজি। তাঁর কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গাজী পাড়ার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি নান্টু গাজী শুক্রবার বিকালে সাতমুখী বাজারে গিয়েছিলেন। রাত নটার সময় বাড়িতে ফিরছিলেন। অভিযোগ সেই সময় তেঁতুলতলা এলাকায় ১০থেকে ১২ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কোপায়। পাশাপাশি সাহিনা গাজী নামে এক মহিলাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ।
রাতের অন্ধকারের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো আরএসপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম হয়েছেন তৃণমূল কর্মী সামিম সরদার। তাঁর বাম হাতের বাহুতে গুলি লেগেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত গরাণবোস এলাকায়।

10 months ago
Canning: বেআইনি মাদক বিক্রির প্রতিবাদ করতেই স্থানীয়দের মারধর! তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ে

বেআইনি মাদক (Drug) বিক্রির প্রতিবাদ করয় স্থানীয়দের মারধরের (Beaten) অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের বয়েরসিং গ্রামে। ক্যানিং থানার পুলিস (Police) খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসাপাতালে নিয়ে যায়। ইতিমধ্যে এই ঘটনায় এলাকাবাসীরা অভিযোগ দায়ের করেছেন ক্যানিং থানায়। এই ঘটনার তদন্ত শুরু করছে ক্যানিং থানার পুলিস। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেশ কিছু মানুষ অবৈধভাবে মাদক বিক্রি করে চলেছে। সেই মাদক কারবারি বন্ধ করায় প্রতিবাদ করেছিলেন এক স্থানীয়। তারপরেই অবৈধ মাদক বিক্রেতারা ওই ব্যক্তিকে মারধর করে। এমনকি মহিলাদেরও মরধর করে ওই মাদক বিক্রেতারা। শুধু তাই নয়, এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রথমে তাঁদের বেধড়ক মারধর করে তারপরে নখ দিয়ে তাঁদের শরীরেও আঘাত করে, এমনটাই অভিযোগ স্থানীয়দের।

10 months ago


Canning: ক্যানিংয়ে গিয়ে বাধাপ্রাপ্ত বিরোধী প্রার্থীদের সঙ্গে কথা রাজ্যপালের

যাওয়ার কথা ছিল চেন্নাই (Chennai)। কিন্তু পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময় অশান্তির অভিযোগ পেয়ে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning) গেলেন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। এদিন দুপুরে রাজভবন থেকে জানানো হয়েছিল, তিনি ক্যানিং যাচ্ছেন। সেইমতো এদিন বিকেল নাগাদ ঘটনাস্থলে গিয়ে হাজির হন তিনি। ইতিমধ্যেই সেখানার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। বৈঠক করেছেন পুলিস কর্তাদের সঙ্গে। ক্যানিংয়ের আম জনতার সঙ্গেও কথা বলেছেন তিনি। শনিবার ক্যানিংয়ে আইসেফ সিপিআইএম কংগ্রেস বিজেপির প্রার্থীর সঙ্গে কথা বলেন তিনি। যারা তৃণমূলের সন্ত্রাসের জন্য মনোনয়ন জমা দিতে পারেনি। এরপরে সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন 'রাজনীতিতে পেশি শক্তির ব্যবহার হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার।'

রাজ্যের পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন রাজভবনে কার্যত নালিশ জানাতে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মূলত তাঁর থেকে ক্যানিং সম্পর্কে খোঁজ নেন রাজ্যপাল। তারপরেই সফর বাতিলের সিদ্ধান্ত নেন। রাজভবন থেকে বেরিয়ে সুকান্তও দাবি করেন, পঞ্চায়েত ভোটে হিংসা বন্ধে রাজ্যপাল বদ্ধপরিকর। এর আগে ভাঙড়ে গিয়ে হিংসা বন্ধের বার্তা দিয়েছিলেন সিভি আনন্দ বোস।

উল্লেখ্য গত বুধবার মনোনয়ন জমা ঘিরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে  উত্তপ্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। ঘটনায় সুনীল হালদার নামের এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

11 months ago
Canning: ভাঙড়ের পর এবার ক্যানিং, সমস্ত কর্মসূচি বাতিল করে ক্যানিং পরিদর্শনে রাজ্যপাল

ভাঙড়ের (Bhangar) পর এবার ক্যানিং (Canning) পরিদর্শনে রাজ্যপাল (Governer) সিভি আনন্দ বোস (CV Anand Bose)। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশকে কেন্দ্র করে ভাঙড়ের মতো সংবাদ শিরোনামে এসেছিল ক্যানিং-ও। গতকাল অর্থাৎ শুক্রবার ভাঙড় পরিদর্শনে যান রাজ্যপাল। এবার ওই আবহেই শনিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গিয়েছেন রাজ্যপাল বোস। রাজভবন সূত্রে খবর, শনিবারই তাঁর রাজ্যের বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু সমস্ত কর্মসূচি বাতিল করে ক্যানিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। বাসন্তী হাইওয়েতে তৃণমূলের দু’পক্ষের মধ্যে বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ উঠেছে। তার জেরে সুনীল হালদার নামে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন বলে ক্যানিংয়ের জোড়াফুল শিবিরের একটি অংশের তরফে দাবি করা হয়। তবে পুলিস জানায়, দু’জন গুলিবিদ্ধ হয়েছেন সংঘর্ষে। ক্যানিংয়ের এসডিপিও-সহ কয়েক জন পুলিস কর্মীও ওই সংঘর্ষে জখম হন। এর প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ করা হয়। ক্যানিং তৃণমূলের একটি সূত্রে জানা যায়, এলাকার ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিবাদের জেরে বুধবার ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই আবহে ক্যানিং শহরে সিপিএমের একটা অফিসেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

উল্লেখ্য যে, শুক্রবার রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানকার বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখেন তিনি। তার পর যান ভাঙড় ১ এবং ২ নম্বর ব্লক অফিসে। সেখানে কথা বলেন আধিকারিকদের সঙ্গে। তার আগে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি। ভাঙড়ে দাঁড়িয়েই হিংসার বিরুদ্ধে বার্তা দিয়ে রাজ্যপাল বলেন, 'গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। সাংবিধানিক ভাবে হিংসাকে নির্মূল করতে হবে। হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।'

11 months ago
Canning: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত ভাঙড়, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মীও

মনোনয়ন (Nomination) পর্ব ঘিরে ভাঙ্গড়ের পাশাপাশি উত্তপ্ত ছিল ক্যানিংও (Canning)। গতকাল অর্থাৎ মঙ্গলবার নমিনেশন সে জমা দিতে গেলে মারধর করা হয় বিজেপি (BJP) ও সিপিএম (CPIM) কর্মীদের। কিন্তু বুধবার দেখা গেল অন্য চিত্র। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। বাসন্তী হাইওয়েতে তৃণমূলের দু’পক্ষের মধ্যে বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ উঠেছে। তার জেরে সুনীল হালদার নামে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে সূত্রের খবর। এর প্রতিবাদে শুরু হয় বাসন্তী হাইওয়ে অবরোধ। তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, এলাকার ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিবাদের জেরে বুধবার ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই আবহে ক্যানিং শহরে সিপিএমের একটা অফিসেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

ক্যানিং ব্লকের তৃণমূলের সভাপতি শৈবাল লাহিড়ির অভিযোগ, বুধবার তাঁর অনুগামীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে তাঁদের ক্যানিং বাসস্ট্যান্ড চত্বরে আটকে দেয় দুষ্কৃতীরা। আরও অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের অনুগামীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছেন। ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায় বহু মানুষ জমায়েত করেছেন বলেও অভিযোগ। এই আবহে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় তৃণমূলের দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। শুরু হয় দু’দলের মধ্যে ইটবৃষ্টি। তাদের মধ্যে বোমাবাজি হয় বলে অভিযোগ। গুলিও চলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার প্রতিবাদে ক্যানিংয়ের হাসপাতাল মোড়ে অনুগামীদের নিয়ে অবরোধ শুরু করেন শৈবাল। তাঁর হুঁশিয়ারি, পরেশরামের অনুগামীদের জমায়েত না সরালে অবরোধ চলবে। অবরোধের জেরে ওই রাস্তায় বড়ালি থেকে ঘটকপুকুর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

শৈবালের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পরেশরাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। তার জেরে পিছু হটে দু’পক্ষ। তবে এলাকার পরিস্থিতি থমথমে।

মঙ্গলবার ক্যানিংয়ে বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। বুধবার ক্যানিং শহরে সিপিএমের একটি পার্টি অফিসের ভিতরে ঢুকে দলীয় কর্মী-সমর্থকদের আক্রমণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীদের মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে। যদিও সিপিএমের তোলা সেই অভিযোগ মানতে নারাজ শাসকদল।

11 months ago


Canning: পঞ্চায়েত ভোটের আগেই দু'ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

পঞ্চায়েত ভোটের আগেই দু'ব্যাগ ভর্তি তাজা বোমা (Bomb) উদ্ধার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ (Canning) ঘুটিয়াশরিফ থানার অন্তর্গত সুভাষ পল্লী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল এসে বোমাগুলি উদ্ধার করে পুলিস (Police)। এমনকি এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির পুলিস। যদিও ওই অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দলের কর্মীরা।   

এই ঘটনায় বিরোধী দলের কর্মীদের অভিযোগ , কালার হাওলাদার নামের একজন নির্দোষ ব্যক্তিকে আটক করেছে পুলিস। কিন্তু ওই ব্যক্তিকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে পুলিস। ভোটে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল কালার হাওলাদারের। সেই কারণেই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি বিরোধীদের। তাঁদের আরও দাবি, এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ রয়েছে। সেই কারণে মাদার তৃণমূলের কর্মীরা কালাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য পুলিসের সঙ্গে হাত মিলিয়েছেন। যদিও শাসক দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে চাননি তৃণমূল কর্মীরা।

উল্লেখ্য, ইতিমধ্যেই ঘোষণা হয়েছে পঞ্চায়েত ভোটের তারিখ। আর তার মধ্যে দু'ব্যাগ তাজা বোমা উদ্ধার। তাই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর বেশ তুঙ্গে। 

11 months ago
Canning: চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যু, উত্তেজনা ছড়াল ক্যানিং মহকুমা হাসপাতালে

এক রোগীর (Patient) মৃত্যুকে (Death) কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যানিং (Canning) মহকুমা হাসপাতালে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে ঘটে এই ঘটনাটি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ (Demonstration) দেখান রোগীর পরিজনরা। ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। ভাঙচুরের চেষ্টাও চলে হাসপাতালে। ঘটনার খবর পেয়ে দ্রুত ক্যানিং থানার পুলিস (Police) ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। 

পুলিস ও স্থানীয় সূত্রে খবর, ক্যানিং থানার দুমকি এলাকার বাসিন্দা অনিমা বিশ্বাস বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এদিন দুপুরে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্মও দেন তিনি। অপারেশানের পর তিনি সুস্থই ছিলেন বলে পরিবারের দাবি। কিন্তু বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ অনিমার মৃত্যু হয় বলে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয় পরিবারকে। 

এরপরেই মৃতার পরিবার পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন। সুস্থ রোগী কীভাবে মারা গেল সেই প্রশ্ন তুলে তাঁরা হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখান। চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা। উত্তেজিত হয়ে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদেরকে মারধর করে হাসপাতালের ভিতরে ঢোকার চেষ্টাও করেন। এমনকি সামান্য ভাঙচুরও হয় হাসপাতালে। 

পরে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিস এসে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতির সামাল দেয়। মৃতদেহ রাতেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। অন্যদিকে সদ্যজাত শিশুটির চিকিৎসা চলছে মাতৃমায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিস। 

12 months ago