Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Borewell

MP: প্রায় তিনদিন পর কুয়ো থেকে উদ্ধার করা হল আড়াই বছরের শিশুটিকে, তবে শেষ রক্ষা হল না

অবশেষে ৩০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হল আড়াই বছরের শিশুটিকে (Minor girl)। কিন্তু তাকে শেষপর্যন্ত বাঁচানো গেল না। গত মঙ্গলবার দুপুরের দিকে মধ্যপ্রদেশের (MadhyaPradesh) সেহোর জেলার মুঙ্গাভালি গ্রামে এক চাষের ক্ষেতের বোরওয়েলে পড়ে যায় খুদেটি। তারপর থেকেই শুরু হয়েছে উদ্ধারকার্য। কিন্তু প্রায় তিনদিন হতে চললেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। অবশেষে ৪৬ ঘণ্টা পর তার দেহ উদ্ধার করা হয় কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরের দিকে মুঙ্গাভালি গ্রামের এক চাষের ক্ষেতে খেলছিল আড়াই বছরের শিশুটি। হঠাৎ পাশে থাকা বোরওয়েলে পড়ে যায় সে। সেহোর জেলার কালেক্টর জানিয়েছিলেন, শিশুটি প্রথমে ৩০০ ফুট বোরওয়েলের ২০ ফুটে আটকে যায়, এরপর আরও নীচে ৫০ ফুট গভীরে চলে যায় সে। এই ঘটনার পরই নাবালিকাকে উদ্ধার করতে পুলিস, দমকল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এমনকি সেনাও নামানো হয়েছে। তারপরেও সুরাহা না হওয়ায় আজ নামানো হয় রোবট বাহিনী। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। 

এরপর আজ ৫৪ ঘণ্টা পর তাকে গর্ত থেকে বের করা হয়। তাকে ১০০ ফুট গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। সেহোর জেলার জেলাশাসক বলেন, 'আমরা অনেক চেষ্টা করেও মেয়েটিকে বাঁচাতে পারিনি। দুই চিকিৎসকের একটি দলের ময়নাতদন্তে জানা যায়, তার দেহ পচতে শুরু করেছে। মৃত্যুর কারণ ছিল শ্বাসরোধ।'

11 months ago
MadhyaPradesh: ৪০ ঘণ্টা পার! এবারে বোরওয়েল থেকে আড়াই বছরের খুদের উদ্ধারে নামানো হবে রোবট

পেরিয়ে গিয়েছে ৪০ ঘণ্টা। এখনও ৩০০ ফুট গভীর বোরওয়েল (Borewell) থেকে উদ্ধার করা যায়নি আড়াই বছরের শিশুটিকে (Minor)। মঙ্গলবার দুপুরের দিকে মধ্যপ্রদেশের (MadhyaPradesh) সেহোর জেলার মুগাভালি গ্রামে এক চাষের ক্ষেতের বোরওয়েলে পড়ে যায় খুদেটি। তারপর থেকেই শুরু হয়েছে উদ্ধারকার্য। কিন্তু প্রায় দু'দিন হতে চললেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। জানা গিয়েছে, প্রথমে শিশুটি ২০ ফুট গভীরে আটকে ছিল, কিন্তু পরে সে পিছলে ৫০ ফুট গভীরে চলে যায়। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সেরাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। এবারে তিনি জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করতে সাহায্য নেওয়া হবে রোবটের (Robot)।

জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরের দিকে মুগাভালি গ্রামের এক চাষের ক্ষেতে খেলছিল আড়াই বছরের শিশুটি। হঠাৎ পাশে থাকা বোরওয়েলে পড়ে যায় সে। সেহোর জেলার কালেক্টর জানিয়েছেন, শিশুটি প্রথমে ৩০০ ফুট বোরওয়েলের ২০ ফুটে আটকে যায়, এরপর আরও নীচে ৫০ ফুট গভীরে চলে যায় সে। এই ঘটনার পরই সেখানে উপস্থিত হয়েছে সেনা জওয়ান, এনডিআরএফ ও এসডিআরএফ।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নিজের জেলা এটি। ফলে এই বিষয়ে তিনি ওয়াকিবহাল। ফলে এই ঘটনার পরই শিশুটিকে নিরাপদে বের করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি। তাঁর তরফে ঘোষণা করা হয়েছে, উদ্ধারকার্যে রাজ্যের থেকে সমস্ত সহায়তা করা হবে।

11 months ago