
ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নিষিদ্ধ ফেনসিডাইল পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে জখম এক বাংলাদেশি। আহত ওই বাংলাদেশি পাচারকারীর নাম জহিরুল ইসলাম। বাড়ি বাংলাদেশর ঠাকুরগাঁও জেলার গেরওয়াডাঙ্গী এলাকায়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে গোয়ালপোখরের নরগাঁও বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কিছু বাংলাদেশি ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। তখন বিএসএফ জওয়ানরা ওই বাংলাদেশি পাচারকারীদের আটকানোর চেষ্টা করলে পাচারকারীরা উল্টে বিএসএফ জওয়ানদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। সেই সময় আত্মরক্ষা করতে গিয়ে বিএসএফ জওয়ানরা পাল্টা গুলি চালালে পাচারকারীদের মধ্যে এক বাংলাদেশি গুলিতে জখম হয়।
পাশাপাশি পাচারকারীদের হামলায় এক বিএসএফ জওয়ানও আহত হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। জখম অবস্থায় ওই বাংলাদেশি পাচারকারীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। তবে কোথা থেকে নিষিদ্ধ ফেনসিডাইলগুলি আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ।
বাংলাদেশে ভূমিকম্প। শনিবার সকাল ৯ টা ৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের একাধিক এলাকা। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা। ভূমিকম্পের উৎসের গভীরতা মাটি থেকে ৫৫ কিমি নীচে। সাতসকালে এমন ভূমিকম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পড়েছে মানুষের মধ্য়ে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতে খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সহ কলকাতাতেও অনুভূত হয়েছে ভূমিকম্প। এছাড়াও রাজ্য়ে একাধিক জায়গায় অনুভূত হয়েছে মৃদু কম্পন। অন্য়দিকে মৃদু কাঁপুনি উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও।
বাংলাদেশের সংসদ নির্বাচনে লড়াই করবেন শাকিব আল হাসান। বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের হয়ে লড়াই করবেন শাকিব। নিজের ঘরের আসন মাগুরা-১ থেকে নির্বাচনে লড়বেন শাকিব। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন।
গত ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে আঙুলে চোট পান শাকিব। কবে জাতীয় দলে ফিরবেন, তা এখনও অনিশ্চিত। মঙ্গলবার থেকে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শুরু। ওয়ানডে থেকে নেতৃত্ব ছাড়লেও বাংলাদেশের টি-টোয়েন্টি টিমের অধিনায়ক শাকিবই। ২৭ ডিসেম্বর থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি -টোয়েন্টি সিরিজ। ওই সময় নির্বাচনের প্রচারও জোরকদমে চলবে। তাই শাকিব কি করবেন, তা নিয়ে ধন্দ সব মহলেই।
এর আগে বাংলাদেশের অধিনায়ক মাশরাফে মোর্তাজা নির্বাচনে লড়াই করে সাংসদ হয়েছিলেন। সেই পথেই এগোলেন শাকিব। এবারও টিকিট পেয়েছেন মোর্তাজা। পাশাপাশি জনপ্রিয় অভিনেতা ফিরদৌসকেও প্রার্থী করা হয়েছে।
ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের পরাজয়ের পর থেকেই উল্লাসে ফেটে পড়েছিলেন প্রতিবেশী দেশ বাংলাদেশের অসংখ্য মানুষ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রিকেটারদের বিরুদ্ধেও স্যোশাল মিডিয়ায় অকথ্য ভাষার প্রয়োগ করে ভিডিও বানিয়েছেন বাংলাদেশিরা। ইতিমধ্যেই সে ভিডিও ভাইরাল। আর এতেই ক্ষুব্ধ ভারতের সাধারণ মানুষ। এবারে এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশি নাগরিকদের হোটেল বুকিং-এ নিষেধাজ্ঞা জারি করল রায়গঞ্জের দুটি হোটেল। এই সিদ্ধান্তে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম ক্রিকেট। এই খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে জাতির ভাবাবেগ। দক্ষিণ এশিয়ার দুটি দেশ, ভারত ও বাংলাদেশে ক্রিকেট ঘিরে উন্মাদনা সবসময়ই তুঙ্গে। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় হলেও ক্রিকেট খেলাকে ঘিরে সম্পর্কটা অনেকটা অহিনকুলের মতই। সম্প্রতি শেষ হওয়া বিশ্ব ক্রিকেটের ফাইনালে অষ্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে কাপ জেতার স্বপ্ন অধরাই থেকে যায় ভারতের। এই পরাজয়ে স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরী হয়েছে দেশজুড়ে। আর এরই মধ্যে অনেকটা কাটা ঘায়ে নুনের ছিটার মতই বাংলাদেশের নাগরিকদের একাংশের বিজয় উল্লাসে ব্যাপক চটেছেন ভারতীয়রা। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধেও কটুক্তি করেন তাঁরা। যদিও এই ঘটনার প্রতিবাদ জানিয়ছেন বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের একাংশ। তবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের একাংশের ভারত বিদ্বেষী মনোভাবের কারণে ক্ষুব্ধ ভারতীয় জনগণ। ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের দুটি হোটেলে বাংলাদেশি নাগরিকদের জন্য বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
যদিও হোটেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহরজুড়ে। অনেকেই বলেছেন বিশ্বকাপে হারের পর বাংলাদেশিদের একাংশের ভারত বিরোধী মনোভাব নিন্দনীয়। এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তবে বাংলাদেশের অনেক মানুষ এই ভারত বিরোধী মনোভাবের পক্ষে নন। তাই সমস্ত বাংলাদেশির জন্য হোটেল বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
বাংলাদেশেও এবার তৃণমূল। আগামী বছরের সাত জানুয়ারি হবে দেশের সাধারণ নির্বাচন। তার আগে সামনে এল নতুন এই রাজনৈতিক দল। যার নাম তৃণমূল বিএনপি। যেখানে যোগ দিয়েছেন শাসক-বিরোধী উভয়পক্ষের নেতা, কর্মীরা।
২০১৫ সালে প্রথমবার খালেদা জিয়ার বিএনপি ভেঙে বাইরে চলে আসেন সমশের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকার। দেশের সাধারণ নির্বাচনের আগে তাঁদের এই দলকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
এই সপ্তাহ থেকে ভোটে মনোনয়ন পাওয়ার জন্য ইচ্ছুকদের আবেদন গ্রহণ শুরু করেছে তৃণমূল বিএনপি। ইতিমধ্যেই আওয়ামী লিগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রাক্তন সাংসদ নতুন দলে যোগ দিয়েছেন। এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে বেশ কিছু অরাজনৈতিক সংগঠনও।
কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজন বাংলাদেশি পর্যটকের। ভয়ংকর অগ্নিকাণ্ডে তাঁরা যে হাউজ বোটে ছিলেন, সেটি-সহ মোট পাঁচটি হাউজ বোট ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের একটি হাউস বোটে আগুন লাগে। সেখান থেকে দ্রুত আশপাশের আরও ৪টি হাউজ বোটে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে পাঁচটি হাউজবোট। আগুনের মধ্যে আটকে পড়ে ঝলসে মারা যান ওই বাংলাদেশী পর্যটকরা। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার৷ প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
কাশ্মীরের অন্যতম আকর্ষণ ডাল লেকের হাউজ বোটে থাকা। ভূস্বর্গের আনন্দ নিতে কাঁটাতার পেরিয়ে ভারতে এসেছিলেন বাংলাদেশি পর্যটকরা৷ তাঁদের কেড়ে নিল মর্মান্তিক দুর্ঘটনা।
মার্শ পাওয়ারে ধ্বংস বাংলাদেশ। পুণায় বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের ৩০৭ রান তাড়া করতে নেমে একাই ১৭৭ রানে অপরাজিত মিচেল মার্শ। ১৩২ বলের এই ইনিংস সাজানো ১৭টি চার ও ৯টি ওভার বাউন্ডারিতে। মূলত তাঁর ব্যাটেই এই ম্যাচ আট উইকেটে জিতল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ৬৩ এবং ডেভিড ওয়ার্নারের অবদান ৫৩ রান।
এদিন প্রথমে ব্যাট করে সম্মিলীত চেষ্টায় ৩০৬ রান তোলে শাকিবহীন বাংলাদেশ। এদিন বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। বাংলাদেশের বোর্ডে উজ্জ্বল থাকে তৌহিদ হৃদয়ের ৭৪ রানের ইনিংস। অজিদের হয়ে দুটি করে উইকেট অ্যাডাম জাম্পা এবং শন অ্যাবোটের।
১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ খেলতে পুণে থেকে কলকাতায় আসবেন প্যাট কামিন্সরা। আইপিএলে ইডেনে খেলে থাকেন কামিন্স
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে দুই শিশু সহ ৬ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানরা । পুলিস সূত্রে জানা গিয়েছে, পৃথক দুই সীমান্ত তারালি ও বিথারী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় আটক করা হয় তাঁদের।
পুলিস আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর তাঁদেরকে স্বরূপনগর থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হলেন আন্না দে, বাড়ি চট্টগ্রাম জেলায়। তাঁর সঙ্গে আরও দু'জন শিশু সন্তান ছিল। বাংলাদেশের রাজবাড়ী এলাকার আরেক বাসিন্দা শিহাবউদ্দিন খান, সাতক্ষীরা জেলার বাসিন্দা আলামিন গাজী ও সাইফুল্লাহ্ মোল্লাও অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য পুলিসের জালে ধরা পড়লেন। ধৃত বাংলাদেশিদের বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিস।
দিল্লিতে দূষণ পরিস্থিতি ভয়াবহ। অবস্থা এতটাই খারাপ যে, আদৌ বিশ্বকাপের শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ হবে কি না তাই নিয়েই সংশয় তৈরি হয়েছে। ম্যাচ আয়োজনের বিষয়ে বিখ্যা পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়ায় পরামর্শ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
মঙ্গলবার পর্যন্ত দিল্লির দূষণ পরিস্থিতি মারাত্মক অবস্থায় থাকার সম্ভাবনা৷ আদৌ ম্যাচ করা যাবে কিনা, মঙ্গলবার সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি ও আম্পায়াররা৷ স্টেডিয়ামের আশেপাশে জল ছিটিয়ে এবং ড্রেসিংরুমে এয়ার পিউরিফায়ার বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
আইসিসি জানিয়েছে, বিশিষ্ট চিকিৎসক গুলেরিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটার ও সাপের্ট স্টাফদের রাখা হয়েছে। স্টেডিয়াম সংলগ্ন এলাকার বাতাসের গুণমাণ পরীক্ষা করা হচ্ছে।
কলকাতা থেকে ছাড়ে মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশগামী এই ট্রেন লক্ষ করে পরপর দুবার ছোড়া হল বোমা। বুধবার দুপুর ১২টা নাগাদ পাবনা জেলা ছাড়ার পরেই ঈশ্বরডি জাংশনের কাছে একটি পেট্রোল বোমা ছোড়া হয় ট্রেনটিকে লক্ষ করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ট্রেনের পাশেই বিকট শব্দে হয় বিস্ফোরণ। তবু ভাগ্যের জোরে বেঁচে যান যাত্রীরা। তবে ট্রেনের একটি জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনের গায়ে আক্রমণের চিহ্ন, এবং বিস্ফোরণের প্রমাণ পাওয়া গিয়েছে।
যদিও, এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি। কলকাতা থেকে ঢাকামুখী মৈত্রী এক্সপ্রেস যথাসময়েই গন্তব্যে পৌঁছেছে। জানা গিয়েছে, দু’টি পেট্রোল বোমা ছোড়া হয়েছিল ট্রেন লক্ষ করে। এতে ট্রেনের একটি জানলা ক্ষতিগ্রস্ত হলেও এর বেশি কোনও ক্ষতি হয়নি। যাত্রীরা সুরক্ষিত আছেন। ভারত-বাংলাদেশ দ্বৈত সম্পর্কে কোনওরকম প্রভাব ফেলার জন্যই এই আক্রমণ কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।
ইডেনে শাপমুক্তি। টানা চার ম্যাচ হারের পর অবশেষে কলকাতায় বিশ্বকাপের ম্যাচে জয়ে ফিরল পাকিস্তান। মঙ্গলবার বাংলাদেশকে তারা হারাল সাত উইকেটে প্রথম ব্যাট করে ২০৪ রান করে বাংলাদেশ। জবাবে ৩২.৩ ওভারে ইডেনে খেলা শেষ করল পাকিস্তান। ৭৪ বলে ৮১ রান ফখর জামানের। ৬৯ বলে ৬৮ রান আবদুল্লা শাফিকের। এই হারের ফলে বিশ্বকাপ থেকে এবারের মতো বিদায় নিল বাংলাদেশ।
এর আগে কলকাতায় তিন উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংকে একাই ধসিয়ে দেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের শুরুতে বাংলাদেশকে ঝটকা দেন তিনি। এদিন ইডেনের পিচে পেসের সঙ্গে স্পিন আক্রমণ শুরু করেছিলেন বাবর। আফ্রিদি ছাড়াও ম্যাচে তিন উইকেট মহম্মদ ওয়াসিমের।
তবে প্রথমবার ইডেনে খেলতে নেমে ব্যাটে রান পেলেন না পাক অধিনায়ক। মাত্র ৯ রান করেই আউট হলেন তিনি। সাত ম্যাচে পাকিস্তানের ছয় পয়েন্ট। আফগানিস্তানকে সরিয়ে আবার তারা পাঁচ নম্বরে উঠে এল। ক্ষীণ হলেও নকআউটে ওঠার স্বপ্ন রয়েছে মিকি আর্থারের দলের কাছে।
মঙ্গলবার বিশ্বকাপের মাঠে জানকবুল লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান। তার আগেই পাক দলের বড় ধাক্কা। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, তার মাত্র কয়েক ঘণ্টা আগেই পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্য নির্বাচক ইনজামাম উল হক।
সূত্রের খবর, ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’নামের এক কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন ইনজামাম। সেই কোম্পানির মালিক পাক ক্রিকেট বোর্ডের এজেন্ট। তালহা রেহমানির হাত ধরেই পাক বোর্ডের হয়ে খেলছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। প্রশ্ন উঠছিল, ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে রেহমানির। এই বিতর্কের মাঝেই ইস্তফা দিলেন ইনজামাম উল হক।
বাংলাদেশের যশোর জেলার মনিরামপুর উপজেলায় হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে দিল্লিতে মানববন্ধন হয়েছে। আজ অর্থাৎ সোমবার দুপুরে দিল্লি শহরের সম্রাট মাহীর ভোজ গুজার চক পোটলায় এই মানববন্ধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। হিন্দু ইউনিটি অফ সাউফ এশিয়ার ব্যানারে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তারা বাংলাদেশের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার ছেলের বিরুদ্ধে হিন্দুদের হত্যা করে দেশ ছাড়া করার অভিযোগ তোলেন। এ বিষয়ে ভারতের রাজধানী দিল্লিতেই তাঁরা আওয়াজ তোলেন। পাশাপাশি ওই মন্ত্রীর বিরুদ্ধে টাকা ভাগাভাগি নিয়ে হিন্দু যুব নেতা হত্যা সহ সরকারি জমি নিজের নামে লিখে নেওয়ার মত গুরুতর অভিযোগও করেন। এছাড়া ওই মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তাঁরা। এছাড়া ওই সংগঠন সূত্রেই খবর, তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নিকট স্বপন ভট্টাচার্য্যকে মনোনয়ন না দেওয়ারও অনুরোধ জানান।
কলকাতায় কমলা ঝড়। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে এসে বিশ্ব রেকর্ড গড়লেন ডাচরা। এই প্রথম কোনও বিশ্বকাপে দুটি টেস্ট খেলিয়ে দেশকে তাঁরা হারিয়ে দিলেন। প্রথমে দক্ষিণ আফ্রিকা, আর শনিবার বাংলাদেশকে হারিয়ে চমক দিল নেদারল্যান্ডস। এদিন ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪২ রানে শেষ বাংলাদেশের ইনিংস। ৮৭ রানে হার শাকিবদের। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা পল ম্যাকরিন।
এবার শুরু থেকেই ডামাডোল বাংলাদেশ দলে। এরমধ্যে কলকাতা ম্যাচের আগে মামুদউল্লার অবসরের সিদ্ধান্ত হঠাৎ করে চাপে ফেলে দিয়েছে বাংলাদেশকে। যে চাপ তারা কলকাতায় ধরে রাখতে পারল না। ডাচদের ২২৯ রানে আটকে দিয়েও নিজেরা বিশ্বকাপে বেকায়দায় শাকিবরা। ৭০ রানের মধ্যে ৬ উইকেট হারানোর পরেই ইডেনে ম্যাচ বেরিয়ে যায় টাইগারদের হাত থেকে।
এরআগে প্রথম ব্যাট করে অধিনায়ক স্কট এডওয়ার্ডের ৬৮ রানের সৌজন্য ইডেনে ২২৯ রান তোলে নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পান চার বোলার। তাতেও অবশ্য শেষ রক্ষা হল না বাংলাদেশের।
প্রসুন গুপ্ত: ওপার বাংলার উপর এপার বাংলার একটা দুর্বলতা আছেই। দুটোই বাঙালিদের বাসস্থান কাজেই দুর্বলতা স্বাভাবিক। আজকের দিনে ওপার বাংলার উদ্বাস্তুদের অধিকাংশই প্রয়াত। সুতরাং দেশ ভাগের যন্ত্রনা আজকে আর দুই বাংলার কাউকে ভাবায় না। এছাড়া ঢাকায় ক্রিকেট হলে ভারতীয় দল একটা সমর্থন পেয়ে থাকে এবং এ দেশে ভারতের সঙ্গে খেলা না থাকলে অন্তত ইডেনে বাংলাদেশকে সমর্থন করে এ পারের বাঙালিরা। সব থেকে বড় কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট দুর্বলতা আছে, তেমনই মমতাও ভালোবাসেন হাসিনাকে বা বাংলাদেশকে।
খেলায় যাই হোক না কেন, এ বছর বাংলাদেশে দুর্গাপূজা বেড়েছে প্রায় দেড় গুন্। হাসিনা নিজে বহু দুর্গাপূজোর উদ্বোধন করেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে তিনি উপস্থিত থেকে পূজো কমিটির কাজের খোঁজখবর নেন এবং চা পান করেন। বাংলাদেশে ফের সাধারণ নির্বাচন আসছে। ও দেশের ১১ শতাংশ হিন্দু ভোটের সিংহভাগ পেয়ে থাকেন হাসিনা বা তাঁর দল আওয়ামী লীগ।
শনিবার কোজাগরী লক্ষীপূজোর দিনেই ইডেনে খেলা বিশ্বকাপের। নেদারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের। যদিও দুটি দলই বিদায়ের পথে কিন্তু তবুও বিশ্বকাপ বলে কথা। প্রশ্ন উঠেছে, কলকাতাবাসী কোন দেশকে সমর্থন করবে ? বিগত দিনে দেখা গিয়েছে ফুটবল বা ক্রিকেটে ভারত না খেললে বাঙালিরা দুর্বল দলকে সমর্থন করে থাকে। ১৯৮৭ র বিশ্বকাপে লীগের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়ের খেলায় কলকাতাবাসী সমর্থন করেছিল জিম্বাবুয়েকে যদিও জয় পেয়েছিলো জেফ ক্রয়ের নিউজিল্যান্ড। কিন্তু এবারে তো নেদারল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল দল কাজেই যুক্তিতে বঙ্গবাসী হয়তো তাদেরই সমর্থন করতে পারতো কিন্তু করবে না। মাঠে শনিবার অসংখ্য দর্শক হয়তো হবে না কিন্তু কয়েক হাজার তো যাবেই। তারা নিশ্চিত সমর্থন করবে মাঠে বাংলা কথা বলা বাংলাদেশকে। শত হলেও বাঙ্গালী বলে কথা।