Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

BabarAzam

Babar: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়লেন বাবর

সমাজমাধ্যমে পোস্ট করে সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়লেন বাবর। জানা গিয়েছে,  বিশ্বকাপে খারাপ ফলের পরেই নেতৃত্ব ছেড়ে দিলেন বাবর। জানা গিয়েছে, ভালো রাঙ্কিং থাকা সত্ত্বেও বিশ্বকাপে ভালো ফল না করায় নেতৃত্ব ছাড়লেন বিরাট। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটি বিভাগেই ব্যর্থ হয়েছেন বাবরেরা। দেশে ফিরেই তাই নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি।

সমাজমাধ্যমে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান বাবর। তিনি লেখেন, “তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব তাঁর সঙ্গে।”

6 months ago
pakistan: মেটেনি ভিসা সমস্যা, ভারতে খেলতে আসা নিয়ে চাপে বাবর, হাসানরা

এখনও মেটেনি ভিসা সমস্যা। ভারতে এসে খেলার ছাড়পত্র পায়নি পাকিস্তান দল। বাকি সব দেশ ছাড়পত্র পেলেও, পাকিস্তান পায়নি। তাই বেশ সংকটে বাবর আজমরা।

 পাকিস্তানের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে নামবেন বাবররা। ভারতে এসে হায়দরাবাদেই ওঠার কথা পাকিস্তানের। কিন্তু একটি ক্রিকেট ওয়েবসাইট সূত্রে খবর, ভিসা ক্লিয়ার হয়নি পাকিস্তান ক্রিকেট টিমের।

বাবরদের পরিকল্পনা ছিল, ভারতে আসার আগে দুবাই যাওয়ার। দুদিন কাটিয়ে ওখান থেকেই হায়দরাবাদে আসতেন। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় দুবাইয়ের পরিকল্পনাও আপাতত হচ্ছে না বাবর আজমদের। তবে পিসিবি আশাবাসী, ঠিক সময়েই প্রস্তুতি ম্যাচের আগে ভারতে আসার ছাড়পত্র পাবেন বাবররা।

8 months ago
Asia Cup: এশিয়া কাপের সুপার ফোরে রোহিতদের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার বাবরের

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২৬৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত।বোলিংয়ে তো নজর কেড়েছিল পাকিস্তান। ব্যাটিংয়ে নামলে কি ভারতকে টেক্কা দিতে পারত পাকিস্তান। রবিবার ফের ভারত-পাকিস্তান ম্য়াচ। বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর হুঙ্কার দিলেন পাক অধিনায়ক বাবর আজম।

লাহোরে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাকিস্তান। সাংবাদিক বৈঠকে বাবর আজম বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে মেজাজে খেলেছে, সেই আগুনে মেজাজ নিয়েই ভারতের বিরুদ্ধে নামতে চান তাঁরা। প্রত্যেক ম্যাচে টিম নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছে। তাই চাপমুক্ত হয়েই রোহিত ব্রিগেডের বিরুদ্ধে নামতে চায় পাকিস্তান।

প্রথম রাউন্ডের ম্যাচে শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রাউফের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি ভারতের টপ অর্ডার। ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে ভদ্রস্ত স্কোর করে ভারত। বাবর জানালেন, "বৃষ্টিতে ভারতের ব্যাটিংয়ে মনোসংযোগে ব্যাঘাত ঘটেছে, এমন নয়। বরং আমাদের বোলাররা আরও ভাল বল করেছিল। স্কোরবোর্ড দেখলেই তা বোঝা যায়। সেই খুনে মানসিকতা নিয়েই নামতে চাই।"

8 months ago


Babar Azam: এশিয়া কাপের শুরুতেই সেঞ্চুরি হুঙ্কার বাবরের, নেপালকে ২৩৮ রানে হারালো পাকিস্তান

এশিয়া কাপের শুরুতেই ধুমধাড়াক্কা ওপেনিং। মুলতানে প্রথম ম্যাচ খেলতে নেমে নেপালের বিরুদ্ধে বিস্ফোরক সেঞ্চুরি বাবর আজমের। ১৫১ রানের ইনিংস এল তাঁর ব্যাট থেকে। গড়লেন একাধিক রেকর্ড।

এশিয়া কাপের এবার অন্যতম ফেভারিট পাকিস্তান। তবে নেপালের বিরুদ্ধে প্রথমেই টপ অর্ডারের দুটি উইকেট হারিয়ে ফেলে টিম। এই পরিস্থিতি থেকে খেলা ধরেন অধিনায়ক বাবর আজম। ১৩১ বলে ১৫১ রান করেন তিনি। দ্রুততম ১৯তম ওয়ানডে সেঞ্চুরি করে ফেললেন তিনি। পেরিয়ে গেলেন হাসিম আমলা ও বিরাট কোহলিকে। সেঞ্চুরি করেন পাকিস্তানের ইফতিকার আহমেদ। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান তোলে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও ভেঙে পড়ল নেপালের ব্যাটিং লাইন আপ। ২১ ওভারে ৬ উইকেট হারিয়ে তাঁদের রান ৯০। ২ উইকেট তুলে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রাউফ। ১ উইকেট নাসিম শাহের। ১০৪ রানেই ২৩ ওভারে গুটিয়ে যায় নেপালের ইনিংস। ফলে ২৩৮ রানে নেপালকে হারাল পাকিস্তান।

9 months ago