
এখনও মেটেনি ভিসা সমস্যা। ভারতে এসে খেলার ছাড়পত্র পায়নি পাকিস্তান দল। বাকি সব দেশ ছাড়পত্র পেলেও, পাকিস্তান পায়নি। তাই বেশ সংকটে বাবর আজমরা।
পাকিস্তানের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে নামবেন বাবররা। ভারতে এসে হায়দরাবাদেই ওঠার কথা পাকিস্তানের। কিন্তু একটি ক্রিকেট ওয়েবসাইট সূত্রে খবর, ভিসা ক্লিয়ার হয়নি পাকিস্তান ক্রিকেট টিমের।
বাবরদের পরিকল্পনা ছিল, ভারতে আসার আগে দুবাই যাওয়ার। দুদিন কাটিয়ে ওখান থেকেই হায়দরাবাদে আসতেন। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় দুবাইয়ের পরিকল্পনাও আপাতত হচ্ছে না বাবর আজমদের। তবে পিসিবি আশাবাসী, ঠিক সময়েই প্রস্তুতি ম্যাচের আগে ভারতে আসার ছাড়পত্র পাবেন বাবররা।