
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম (Atif Aslam)। পাকিস্তানের গায়ক হওয়ার পাশাপাশি বলিউডেও একাধিক গান গেয়েছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই দু'দেশে তাঁর অনুরাগীর সংখ্যা অগুনতি। কিন্তু এনার মত গায়ককে এবারে মঞ্চে দাঁড়িয়ে হেনস্থার শিকার হতে হল। এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে গান গাইছেন আতিফ, সেসময়েই এক ভক্ত তাঁর মুখে ছুড়ে মারলেন টাকা। এই দেখেই গান থামিয়ে দেন আতিফ, এরপরই তিনি এমন কথা বললেন যা শুনে তাঁর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে তাঁর ভক্তদের।
এর আগেও একবার অরিজিৎ সিং-কে মঞ্চে হেনস্থার শিকার হতে হয়। এবারে আতিফকেও মঞ্চে পারফর্ম করাকালীন হেনস্থার শিকার হতে হল। আমেরিকায় এক কনসার্টে গাইতে গিয়ে আতিফের দিকে টাকা ছুড়ে মারেন এক শ্রোতা। তবে মেজাজ হারাননি আতিফ। গান থামিয়ে গলা নামিয়ে ওই অনুরাগীর উদ্দেশে বলেন, "বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না। এটা টাকার অসম্মান।"
"My friend, Donate this money, don't throw it at me, this is just disrespect to the money" How calmly he requested and gave a message to the jahil pakistanis who made this thing a culture. What a man he his, one and only undisputed pakistani star whom you should admire @itsaadee pic.twitter.com/KOSvUMvSha
— Faizi (@faizanriaz7_) October 24, 2023
কনসার্টে আসা দর্শকের এমন অভব্য আচরণে সচরাচর অনেক শিল্পীরাই মেজাজ হারিয়ে ফেলেন। কিন্তু আতিফ আসলাম যেভাবে সেই পরিস্থিতি সামলেছেন ও সেই শ্রোতাকে উপযুক্ত উত্তর দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মহা বিপাকে পড়লেন বলিউডের অভিনয় ও সঙ্গীত জগতের তারকারা। একটি বিয়েতে অতিথি হয়ে গিয়েছিলেন সানি লিওনি (Sunny Leone), আতিফ আসলামের (Atif Aslam) মতো ব্যক্তিত্বরা। সেই আমন্ত্রণ রক্ষা কাল হল। একেবারে ভারতের তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির (ED) নজরে পড়লেন তাঁরা। তারকারা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২০০ কোটি টাকা বাজেটের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। দুবাইতে বিলাসবহুল আয়োজনে বিয়ে করেছিলেন সৌরভ চন্দ্রকর।
এই সৌরভ চন্দ্রকর একেবারেই ভারতের সাধারণ শিল্পপতি নয়। তিনি অনলাইনে একটি বেটিং অ্যাপ চালাতেন। সেই অ্যাপের নাম 'মহাদেব বেটিং অ্যাপ'। ভোপাল-মুম্বই ও কলকাতায় তল্লাশি চালিয়ে এই বেটিং অ্যাপ থেকে আদায় করা ৪১৭ কোটি টাকার সম্পত্তি উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে ইডি। কিন্তু ইডি তাকে খুঁজছে তা জানতে পেরেই বিদেশে পালান সৌরভ চন্দ্রশেখর। এমনকি দুবাইতে বিয়েও সারেন সবার অলক্ষ্যে। তবে সেই বিয়েতে জাঁকজমকের কোনও কমতি ছিল না।
ভারতের এমনকি পাকিস্তানের নানা জনপ্রিয় তারকাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে। এই তালিকায় ছিলেন, সানি লিওনি, টাইগার শ্রফ, ভাগ্যশ্রী, কৃতি খরবান্দা, নুসরাত বারুচার মতো অভিনেতা-অভিনেত্রী। এছাড়াও কমেডি তারকাদের মধ্যে ক্রুষ্ণা অভিষেক, ভারতী সিং-কে আমন্ত্রণ জানানো হয়েছিল। সঙ্গীত জগৎ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান। জানা গিয়েছে, মোটা অংকের টাকার চুক্তির বিনিময়ে দুবাইতে গিয়েছিলেন এই তারকারা। তাই এই মুহূর্তে ইডির নজরে রয়েছেন এই তারকারা।
ভক্তদের একপ্রকার অবাক করে কন্যাসন্তানের জন্মের খবর দিলেন গায়ক আতিফ আসলাম (Atif Aslam)। কন্যাকে (baby Girl) পেয়ে উচ্ছ্বসিত তিনি। এই খুশির খবর ভাগ করে নিলেন সকল ভক্ত ও বন্ধুদের সঙ্গে। ইনস্টাগ্রামে সদ্যজাতর একটি ছবি শেয়ার করেছেন তিনি, যদিও ঢেকে রেখেছিলেন মেয়ের ছোট্ট চোখগুলি। পবিত্র রমজানের শুভেচ্ছাও জানিয়েছিলেন একইসঙ্গে। কন্যাসন্তানের জন্মের পর কেমন আছেন তাঁর স্ত্রী 'সারা' (Sarah) সেকথাও জানিয়েছেন। তাঁর পোস্টের কমেন্ট বক্স শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।
গায়ক এদিন ইনস্টাগ্রামে লেখেন, 'সব অপেক্ষা শেষ আমার হৃদয়ের নতুন রানী এসে গিয়েছে। বাচ্চা এবং সারা দুজনেই সুস্থ রয়েছে।' একইসঙ্গে গায়ক তাদের জন্য সকলকে প্রার্থনা করতে বলেছেন। গায়কের পোস্টে তাঁর বহু বন্ধু এবং ভক্তরা কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। আতিফের স্ত্রী 'সারা' শিক্ষাবিদ। ২০১৩ সালের ২৯ মার্চ বিয়ে করেন দু'জনে। আব্দুল আহাদ ও আরিয়ান আসলাম তাঁদের দুই ছেলে। একসময় ভারতে একের পর এক প্লে ব্যাক গেয়েছেন আতিফ। এখনও সেই গানগুলি শ্রোতাদের প্লে লিস্টে প্রিয় হয়ে রয়েছে।
গানের জগতকে যেমন ভাবে সাজিয়েছেন, তেমনভাবে সেজে উঠছে পরিবারও। স্ত্রী, দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তানকে নিয়ে এবার জমাটি সংসার করবেন গায়ক।