Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AssamPolice

Child: 'বাল্যবিবাহে মদতে কড়া ব্যবস্থা'!অসমে পুলিসি ধরপাকড়, ধৃত আড়াই হাজারের বেশি

উদ্বেগজনকভাবে বাল্যবিবাহ বাড়ছিল অসমে (Assam)। বাল্যবিবাহ বন্ধ (Prohibition of Child Marriage Act) করার লক্ষ্যে অনেক প্রচার হলেও কার্যক্ষেত্রে তা ব্যর্থ হয়েছে। তারপরেই অসমের সরকার বাল্যবিবাহ বন্ধ করার জন্য রাজ্যজুড়ে বড় ধরনের অভিযানে নামার সিদ্ধান্ত নেয়। রাজ্যের ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাল্যবিবাহ বন্ধ করতে অভিযান শুরু হবে। কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। সেই মতো নির্দেশও দেন পুলিসকে, শুরু হয় ধরপাকড়। রিপোর্ট বলছে, এখন পর্যন্ত ২,৭৬৩ জনকে গ্রেফতার করেছে অসম পুলিস। আর বাল্যবিবাহের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মোট ৪,১৩৫টি।

অসম পুলিস সূত্রে খবর, নাবালিকার বিয়ের অভিযোগে ২১৬ জন গ্রেফতার হয়েছেন খোজালেতে, নগাঁওতে ১৮৪ জন, ধুবরিতে ১৮৩ জন, বাকসায় ১৫৮ জন, বরপেটায় ১৪৬ জন, বিশ্বনাথে ১৪০ জন, মোরিগাঁওতে ১২৮ জন, বঙ্গাইগাঁওতে ১২১ জন, হাইলাকান্দিতে ১১৮ জন, কোকরাঝাড়ে ১০৮ জন, করিমগঞ্জে ১০৭ জন, কামরূপে ১০২ জন গ্রেফতার হয়েছেন।

অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। কেউ বাল্যবিবাহ করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে কোনও জেলা বা জাতি দেখা হবে না। বাল্যবিবাহ বন্ধ করতে POCSO এবং বাল্যবিবাহ বন্ধ আইন অনুসারে মামলা দায়ের করা হবে।”

মন্ত্রিসভায় বলা হয়েছিল, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা করতে এই পদক্ষেপ। সেই কারণেই ১৪ বছরের কম বয়সি মেয়ের বিয়ে হলে পকসো আইনে ব্যবস্থা নেওয়া হবে। আর ১৪-১৮ বছরের মধ্যে মেয়েদের বিয়ে করলে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

one year ago