Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Assam

Child: বাল্যবিবাহ রুখতে কড়া অসম সরকার, রাজ্যব্যাপী অভিযানে ধৃত ১৮০০! কী হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বাল্যবিবাহ (Child Marriage) রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে অসম সরকার (Assam Government)। ১৪ বছরের কম বয়সি মেয়েকে বিয়ে করলেই যৌন হয়রানি এবং পকসো আইনে মামলা করা হবে, হুঁশিয়ারি দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Chief Minister Himanta Biswa Sarma)। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই রাজ্যজুড়ে বাল্যবিবাহ প্রতিরোধ অভিযান শুরু করে পুলিস (Police)। আর তাতে ১৮০০ জনকে ইতিমধ্যে গ্রেফতার (Arrest) করেছে প্রশাসন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পনেরো দিনেরও কম সময়ে রাজ্যজুড়ে ৪ হাজারেরও বেশি বাল্যবিবাহের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শুক্রবার থেকেই ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যজুড়ে ১৮০০ জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। পাশাপাশি তদন্ত জারি রয়েছে।

মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে একটি টুইটও করেন। তিনি লিখেছেন, বাল্যবিবাহ আইন ভাঙার অভিযোগে রাজ্যজুড়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এর বিরুদ্ধে তদন্ত চলছে। ইতিমধ্যে ১৮০০ জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা কোনও রকম ছাড় পাবে না। এটি ক্ষমার অযোগ্য অপরাধ বলে জানান তিনি।

উল্লেখ্যভ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা করা। সেই কারণেই ১৪ বছরের কম বয়সি মেয়ের বিয়ে হলে পকসো আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। পাশাপাশি ১৪-১৮ বছরের মধ্যে মেয়েদের বিয়ে করলে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছিল।

one year ago
Fake Note: ১০ লক্ষের জাল নোট-সহ খাস কলকাতায় ধৃত দুই, অভিযুক্তরা অসমের বাসিন্দা

কলকাতা পুলিসের STF-র হাতে জাল নোট-সহ গ্রেপ্তার ২। সোমবার দুপুরে ময়দান থানা সংলগ্ন মেয়ো রোড ও ডাফরিন রোডের ক্রশিং থেকে গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ লাখ টাকা(fake note)। জানা গিয়েছে ধৃতদের নাম আব্দুল রেজ্জাক খান ও সাহার আলি।

জানা গিয়েছে, সোমবার দুপুর ১টা নাগাদ ময়দান থানা সংলগ্ন মেয়ো রোড ও ডাফরিন রোডের ক্রশিং থেকে অসমের দুই কুখ্যাত জাল নোট পাচারকারীকে আটক করে কলকাতা পুলিসের STF। ১০ লাখ টাকা উদ্ধার করা হয়, যার প্রত্যেকটি ৫০০ টাকার নোট। অভিযুক্ত আব্দুল রেজ্জাক খান(৪০) ও সাহার আলি(৪৩) আসামের বারপেতা জেলার বাসিন্দা। সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় তাদের। অভিযুক্তদের মঙ্গলবার সকালে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়েছে বলে পুলিস সূত্রের খবর।

one year ago
Assam: লোকালয়ে চিতাবাঘের হানা, ৩ বনকর্মীসহ আহত অন্তত ১৩ জন

প্রায়শই লোকালয়ে হাতির হানার কথা শোনা যায়। এবার চিতাবাঘের হানায় ৩ বনকর্মীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে অসমের জোড়হাট জেলার চেনিজানে অবস্থিত রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের (ICFRE) আশেপাশে। জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎই সকলের উপর আক্রমণ করতে শুরু করে।

জোরহাটের পুলিস সুপার (এসপি) মোহন লাল মীনা বলেছেন, “চিতাবাঘের আক্রমণে মোট ১৩ জন, তিনজন বন বিভাগের কর্মী এবং ১০ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। আহত সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর নয়। বন বিভাগের আধিকারিকরা এলাকায় উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পুলিস সুপার আরও জানান, জোড়হাটের রেনফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রায় ২০০ বিঘা বনভূমি রয়েছে। চিতাবাঘটি সেখান থেকে বেরিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। আক্রমণের পর এক লাফে চিতাবাঘটি জঙ্গলে চলে যায়। এখনও তার খোঁজ চালাচ্ছেন বনকর্মীরা।

one year ago


Congress: বর্ষীয়ান কংগ্রেস নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল

অসমের (Assam) বর্ষীয়ান কংগ্রেস নেতার (Senior Congress leader) ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল অসমে। মঙ্গলবার শ্মশানের অফিসে ঝুলন্ত (Hanging body) অবস্থায় রাজুপ্রসাদ শর্মাকে (Raju Prasad Sarma) উদ্ধার করে পুলিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। অফিস থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন।

পুলিসের প্রাথমিক অনুমান, কংগ্রেস নেতা আত্মঘাতী হয়েছেন। এক পুলিস কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় সব দিক তদন্ত করে দেখা হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজুপ্রসাদ অবিবাহিত ও খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি প্রায়শই শ্মশানে যেতেন এবং সেখানে ধ্যান করতেন।

উল্লেখ্য, ময়নাতদন্তের পর তাঁর দেহ কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হয়। কংগ্রেস নেতার শেষ ইচ্ছা ছিল, তাঁর দেহ মৃত্যুর পর গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতে তুলে দেওয়া হোক। সেইমতো তাঁর শেষ ইচ্ছে পূরণ করা হয়। তাঁকে শ্রদ্ধা জানান সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে কংগ্রেসে নানা দায়িত্ব সামলেছেন রাজুপ্রসাদ। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

one year ago
Smuggling: ফের উত্তেজনা অসম-মেঘালয় সীমান্ত! কাঠ পাচারে বাধা, গুলি বিনিময়ে মৃত ৬

কাঠ পাচারে বাধা, পরিণাম মৃত্যু (Death)! ঘটনায় একজন বনরক্ষী-সহ ছয়জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে অসম-মেঘালয় সীমান্তে (Assam-Meghalaya border)। অভিযোগ, গোপন সূত্রে খবর পেয়ে কাঠ পাচার রুখতে একটি ট্রাক আটকায় পুলিস (Police)। তখনই পুলিস-পাচারকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে  মারা যান বনরক্ষী-সহ ছয়জন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাতটি জেলায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে মেঘালয় সরকার। ইতিমধ্যে ট্রাক চালক, হ্যান্ডম্যান এবং আরেক জনকে আটক করেছে পুলিস। বনরক্ষীরা ঘটনার বিষয়ে জিরিকেন্ডিং থানাকে অবহিত করে এবং শক্তিবৃদ্ধির জন্য বলে।

জানা গিয়েছে, ভোর ৩টের দিকে এই সংঘর্ষ শুরু হয়। ট্রাকটিকে পশ্চিম কার্বি আংলং জেলার মইকরাং-এর মেঘালয় সীমান্তে অসম বন বিভাগের কর্মীরা আটক করেন। প্রথমে পালানোর চেষ্টা করে ট্রাকটি। তখনই পরিস্থিতি বেগতিক বুঝে বনরক্ষীরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং একটি টায়ার পাংচার করে। সূত্রের খবর, পুলিস নিজেদের আত্মরক্ষার্থে গুলি চালায়। আর তাতে নিহত হন ছয় জন।

উল্লেখ্য, মৃত বনরক্ষীর নাম বিদ্যা সিং লেহেতে এবং অপর এক বনরক্ষী, অভিমন্যু এই ঘটনায় আহত হয়েছেন। পুলিস অফিসার বলেন, "এ ঘটনায় একজন ফরেস্ট গার্ড এবং খাসি সম্প্রদায়ের তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।"

one year ago


Martyr: বাংলা ভাষা আন্দোলনের প্রথম নারী শহিদ কমলা ভট্টাচার্য (শেষ পর্ব)

সৌমেন সুর: ১৯৬১ সালের ১৯ মে বাংলা ভাষার অমর্যাদা সহ্য করতে না পেরে শিলচর শহরে যারা প্রতিবাদ মুখর হয়ে দাঁড়িয়ে শহিদের মৃত্যুবরণ করে ছিলেন, সেই ১১টি তাজা প্রাণের কথা আমরা ভুলে গিয়েছি। কী এক অজ্ঞাত কারণে ভারতবর্ষে বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলনের প্রথম শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের কেন এত অনীহা!

দ্বিতীয় পর্বের পর থেকে...

আর্তনাদ করে কমলা মাটিতে লুটিয়ে পড়ে। ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়ে, কমলার মাথায় গুলি লেগেছে। হাসপাতালে ওকে স্থানান্তরিত করা হয়। পাগলের মতো কমলার মা ছুটে আসেন হাসপাতালে। মৃত কমলাকে দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সুপ্রভাসিনী দেবী। সেজদি প্রতিভা দেবীর অবস্থা একই। কাছাড় জেলার ডিসি এসেছিলেন পরিবারটিকে আর্থিক সাহায্য করার জন্য। কিন্তু কমলার পরিবার ফিরিয়ে দেন প্রস্তাব। ভট্টাচার্য পরিবারের বড়দি সরকারি সাহায্যের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হয়নি।

যাই হোক বাংলা ভাষার মূল স্রোতের কাণ্ডারিরা, পৃথিবীর মাতৃভাষা রক্ষার আন্দোলনের প্রথম নারী শহিদ কমলার আত্মত্যাগের যথোচিত সম্মান দেননি। আশা করবো পশ্চিমবাংলা মে মাসকে বাংলা ভাষার মাস বলে চিহ্নিত করবে। নয়তো কলকাতার কোনও রাজপথের নাম ফলকে জ্বলজ্বল করবে পৃথিবীর মাতৃভাষা আন্দোলনের প্রথম নারী শহিদ কমলা ভট্টাচার্য। অবশ্য সবটাই ভাবনা। তবে এই আন্দোলনের ইতিহাস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।     

2 years ago
Martyr: বাংলা ভাষা আন্দোলনের প্রথম নারী শহিদ কমলা ভট্টাচার্য (দ্বিতীয় পর্ব)

সৌমেন সুর: ১৯৬১ সালের ১৯ মে বাংলা ভাষার অমর্যাদা সহ্য করতে না পেরে শিলচর শহরে যারা প্রতিবাদ মুখর হয়ে দাঁড়িয়ে শহিদের মৃত্যুবরণ করে ছিলেন, সেই ১১টি তাজা প্রাণের কথা আমরা ভুলে গিয়েছি। কী এক অজ্ঞাত কারণে ভারতবর্ষে বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলনের প্রথম শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের কেন এত অনীহা! 

দেশভাগের শিকার হয়ে কমলার পরিবার চলে আসে শিলচর। অভাবের সংসারে, খুব কষ্ট করে সংসার চলতে থাকে। একমাত্র সেজদি প্রতিভা দেবী একটি স্কুলের শিক্ষিকা। সংসার একমাত্র তাঁর আয়ের উপর দাঁড়িয়ে। কমলার দাদারা, সেভাবে কেউ কিছু করে না। বাবা রামরমন ভট্টাচার্য অনেক আগেই মারা যান। কমলার মা সুপ্রভাসিনী দেবী অক্লান্ত পরিশ্রম করেন সংসারের জন্য। এদিকে কমলার স্বপ্ন সে গ্র্যাজুয়েট হতে চায়। সেজদি বোনের এই আকাঙ্ক্ষা জেনে ভগবানের কাছে প্রার্থনা করেন, সংসারকে ধরে রাখতে সে যেন কখনও হেরে না যায়। 

কমলার ম্যাট্রিক পরীক্ষার শেষ দিনে ওদের বাড়িতে ২০-২২ জন মেয়ে আসে। তাঁরা কমলাকে নিয়ে যেতে চায় ভাষা আন্দোলনের শরিক হওয়ার জন্য। বাড়িতে ঘোরতর আপত্তি, কিন্তু মেয়েরা বোঝায়, 'কিচ্ছু হবে না মাসিমা। কমলাকে ঠিক সময়ে আমরা বাড়ি পৌঁছে দেব। স্টেশনে একটা পিকেটিং আছে আর আমরা রেল অবরোধ করবো। বিকেল ৩টে লাস্ট ট্রেন। ওটা আটকাতে পারলে সব স্তব্ধ।'

ইতিমধ্যে কমলা তৈরি হয়ে কাছে আসেন। আজ ওর সঙ্গী হয়েছেন ওর ছোট বোন মঙ্গলা। বাড়ির সবাই এক অজানা আতঙ্কে কমলাকে বিদায় জানায়। যথারীতি শান্তিভাবে পিকেটিং আন্দোলন কমপ্লিট হয়। হলে কী হবে! হলে কী হবে অনেক আগেই গোটা এলাকা অসম রাইফেলস ঘিরে রাখে। শুরু হয় লাঠিচার্জ-গুলি বর্ষণ। ছত্রভঙ্গ হয়ে যায় দল। যে যেদিকে পারে পালাতে থাকে। কমলা উদ্ভ্রান্ত হয়ে মঙ্গলাকে খুঁজতে মরিয়া। অনেকে আহত হয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে। এমন সময় কমলার মাথায় একটা গুলি এসে লাগে। (চলবে)  তথ্যঋণ: আশিস গঙ্গোপাধ্যায়

2 years ago
CBI:সিবিআইয়ের হাতে ধৃত ভুয়ো সিবিআই কর্তা সম্রাট, স্পেশাল ২৬-র ছায়া ইছাপুরে

ভুয়ো সরকারি আধিকারিক, পুলিসের পর এবার মিলল ভুয়ো সিবিআই(CBI) অফিসারের খোঁজ। সিবিআইয়ের হাতেই গ্রেফতার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ইছাপুর এলাকার বাসিন্দা ভুয়ো 'সিবিআই অফিসার' সম্রাট রায়। তিনি নিজেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সিবিআইয়ের ছয় সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল অভিযানে নামে। বাংলা-সহ অসমে (Assam) সিবিআই অফিসার পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছেন সম্রাট, বলে অভিযোগ। পরবর্তীতে অসমে সিবিআই দফতরে অভিযোগ জানান এক ব্যক্তি। তারই ভিত্তিতে তদন্তে নেমে ইছাপুর (ichhapur) থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। একাধিক ব্যক্তিকে প্রতারণার অভিযোগ রয়েছে এই সম্রাট রায়ের বিরুদ্ধে।

তবে শুধুমাত্র সিবিআই আধিকারিক হিসেবেই নাম ভাঁড়ানো নয়, সেই সঙ্গে ট্রাভেল এজেন্সির ব্যবসাও চালাতেন অভিযুক্ত। যেকোনও যাত্রীদেরকে ভিআইপি কোটায় ট্রেনে এবং প্লেনে টিকিট কেটে দিতেন ভুয়ো আধিকারিক সেজেই। সেক্ষেত্রে ব্যবহার করতেন সিবিআইয়ের নকল রাবার স্ট্যাম্প। এমনকি নিজে বানিয়ে ফেলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নকল পরিচয়পত্রও। ইছাপুরে তাঁর সেই অফিসে হানা দিয়ে একাধিক নকল নথি ও প্লে স্লিপ বাজেয়াপ্ত করেছে আসল সিবিআই।

জানা গিয়েছে, ধৃত সম্রাট রায়ের বাবা চাকরি করেন ভারতীয় রেলওয়েতে, থাকেন অসমে। আর সেই সূত্রেই সম্রাটের অসমে যাতায়াত লেগেই থাকত। এদিকে সম্রাটকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে আরও একাধিক চঞ্চলকর তথ্য। এই চক্রের সঙ্গে শুধুমাত্র তিনিই নয়, যুক্ত রয়েছেন আরও দুই ব্যক্তি। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

2 years ago


Twitter: হারিয়ে যাওয়া ডেথ সার্টিফিকেট খুঁজতে সংবাদপত্রে বিজ্ঞাপন মৃত ব্যক্তির! তারপর...

মানুষের বার্থ সার্টিফিকেট হারায়, অ্যাডমিট কার্ড হারায়, পরিচয়পত্র হারায়। কিন্তু কোন মানুষ নিজের ডেথ সার্টিফিকেট হারায়? শুধু হারায় না, সেই নিখোঁজের সন্ধানে বিজ্ঞাপন দেয় সংবাদ মাধ্যমে! হ্যাঁ এমন কীর্তি গড়েছেন অসমের এক ব্যক্তি। আর তাঁর সেই অদ্ভুত বিজ্ঞাপন দেখে জোর চর্চা নেট দুনিয়ায়। হাসির রোল ট্যুইতার-সহ ফেসবুকে।

কী সেই বিজ্ঞাপন? আইপিএএস আধিকারিক রুপিন শর্মা সেই বিজ্ঞাপনের ছবি ট্যুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন ইটস হ্যাপেন অনলি ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতেই এসব ঘটে। সেই বিজ্ঞাপনে রঞ্জিতকুমার চক্রবর্তী নামে এক বিজ্ঞাপনদাতা লিখেছেন, ‘গত ০৭/০৯/২২ তারিখে লামডিং বাজারে আমার মৃত্যুর শংসাপত্র হারিয়ে ফেলেছি। সময় সকাল ১০টা নাগাদ, যার রেজিস্ট্রেশন নম্বর:৯৩/১৮ এবং এসএল নং: ০০৬৮১৩২। নিচে বাবার নাম সুধাংশু বিমল চক্রবর্তী, শিমূলতলা, পোস্ট অফিস/থানা লামডিং, জেলা হোজাই আসাম।

এই বিজ্ঞাপন নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই নানারকম মজার মজার মন্তব্যও উঠে এসেছে। একজন লেখেন, 'বিজ্ঞাপনদাতা কি স্বর্গ থেকে বিজ্ঞাপনটি লিখেছেন?’ একজন লেখেন, 'সার্টিফিকেট যদি খুঁজে পাই, তাহলে কোন ঠিকানায় পাঠাব, স্বর্গ না নরক?' একজন রসিকতার সুরে লিখেছেন 'অদ-ভূত'। একজনের মন্তব্য, 'যে ছেপেছে সে-ও মহান, যে ছাপানোর জন্য বিজ্ঞাপন দিয়েছেন সে-ও মহান।' তবে একাংশ আবার এই বিজ্ঞাপনে অপরাধ প্রবণতাও দেখেছেন। যদিও বেশিরভাগ নেটিজেনের দাবি,'নিছকই নজর কাড়ার জন্য এ ধরনের বিজ্ঞাপন।' সে যা-ই হোক না কেন, এই অদ্ভুত বিজ্ঞাপন কিন্তু নেটিজেনদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।

2 years ago
Assam: চাকরি পরীক্ষায় নকল রুখতে অসমের একাধিক জেলায় বন্ধ নেট পরিষেবা, কড়া নির্দেশিকা সরকারের

শিক্ষা, ধর্ম এবং স্বাধীনতার মতো ইন্টারনেট পরিষেবাও (Internet Service) মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) নিয়ে একটি আবেদনের শুনানির সময় বছর খানেক আগে এমনই মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে সম্প্রতি উলটো চিত্র ধরা পড়ল অসমে (Assam)। প্রায় ৪ ঘণ্টা বন্ধ (Close Internet)রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। কারণ হিসেবে বলা হয়েছে, পরীক্ষায় নকল রুখতে এহেন উদ্যোগ।

জানা গিয়েছে, অসমে বিভিন্ন বিভাগে ২৭,০০০টি সরকারি পদপূরণের পরীক্ষা। সেই পরীক্ষায় রাজ্য সরকার প্রার্থীদের নকল করা রুখতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে। প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন। সরকার আগেই ঘোষণা করেছিল, যে সমস্ত জেলায় পরীক্ষার কেন্দ্র পড়েছে, সেখানে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং ১৪৪ ধারাও জারি হয়েছে।

নিয়মের অংশ হিসাবে, পরীক্ষার্থীদের পাশাপাশি পরিদর্শকদের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট বহন করতে নিষেধ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ইনচার্জকে পরীক্ষা কেন্দ্রের ভিডিওগ্রাফ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের বলেছিলেন, পরীক্ষা পরিচালনার সময় কোনও ঝামেলা বা অশান্তি যেন না হয়।

2 years ago


Assam: অসমে বুনো হাতির তাণ্ডব, শিশু সহ মৃত ৩

অসম-মেঘালয় সীমান্তে (Assam-Meghalaya border) অসমের গোয়ালপাড়া (Goalpara) জেলায় বুনো হাতির আক্রমণে (Wild Elephant Attack) এক শিশু সহ তিনজনের মৃত্যু (Death) হয়েছে। সোমবার ভোররাতে ওই সীমানায় লখিপুরের কাছে কুরাং গ্রামে এই ঘটনাটি ঘটে।

বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বুনো হাতির একটি দল খাবারের সন্ধানে মেঘালয়ের নিকটবর্তী পাহাড়ি এলাকা থেকে এসেছিল এবং লোকজনকে আক্রমণ করে। লখিপুরের ফরেস্ট রেঞ্জ অফিসার ধ্রুব দত্ত জানিয়েছেন, "হাতির আক্রমণে একটি শিশু সহ তিনজন নিহত হয়েছে।"

স্থানীয়রা জানিয়েছেন, বন্য হাতিরা প্রায়ই এলাকায় ঘরবাড়ির ক্ষতি করে। নষ্ট করে দেয় তাঁদের ফসল।

গত মাসে একটি বুনো হাতি গুয়াহাটির আমচিং জোরাবত এলাকায় এক যুবককে আক্রমণ করেছিল। এবং গত মে মাসে, অসমের গোয়ালপাড়া জেলায় লখিপুর ফরেস্ট রেঞ্জের অন্তর্গত শালবাড়ি আংটিহারা গ্রামে বন্য হাতির দ্বারা পদদলিত হয়ে দুই নারীসহ এক পরিবারের তিনজন নিহত হয়।

2 years ago
Assam: এক লক্ষ কম গুরুত্বপূর্ণ মামলা প্রত্যাহার করে নিচ্ছে সরকার

দিনে দিনে মামলার (Cases) পাহাড় জমছে। সরকারি হিসাবেই দেখা যাচ্ছে, এই মুহূর্তে নিষ্পত্তি না হওয়া মামলার (Pending Cases) সংখ্যা চার লক্ষ। তাই মামলার বোঝা কমিয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্রুত বিচার পাইয়ে দিতে অত্যন্ত উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল অসম সরকার (Assam Govt)। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswasharma) সোমবার গুয়াহাটিতে স্বাধীনতা দিবস উদযাপনের এক অনুষ্ঠানে ঘোষণা করেন, তাঁর সরকার এক লাখ কম গুরুত্বপূর্ণ কেস (Minor Cases) প্রত্যাহার করে নেবে। যার মধ্যে অধিকাংশই সামাজিক মাধ্যমে নানারকম আপত্তিকর পোস্ট সংক্রান্ত। এর ফলে বিচার ব্যবস্থার ওপর চাপ অনেকটাই কমবে বলে তিনি মনে করেন। একইসঙ্গে খুন (Murder), ধর্ষণের (Rape) মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাগুলিতে আরও বেশি নজর দেওয়ার সুযোগ আসবে।     

স্বাধীনতার জন্য যে আত্মত্যাগ, সেকথা অনেকেই হয়তো ভালোভাবে জানে না। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অনেক কাহিনীই অজানা। তাঁদেরকে সেসব জানানোর পাশাপাশি স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ করতে তিনি এক পরিকল্পনার কথাও এদিন ঘোষণা করেন। বলেন, রাজ্য সরকার এক হাজার তরুণকে পাঠাবে আন্দামানের সেলুলার জেলে। এটি শিক্ষামূলক ট্যুর হিসাবেই গণ্য করা হবে। সরকারি পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন ট্যুইট করেও। শিক্ষাক্ষেত্রে তাঁর সরকার যে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, তার উল্লেখ করে তিনি বলেন, এই বিভাগে পরিকাঠামো উন্নয়নের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পাশাপাশি জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিমাতেও।   

কেন্দ্রের হর ঘর তিরঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর রাজ্যে স্বনির্ভর সংস্থাগুলি নিজেদের উদ্যোগে ৪২ লক্ষ জাতীয় পতাকা তৈরি করেছে, যার মূল্য হল ১৭ কোটি টাকা। 


2 years ago
Assam: প্রেমের টান! এইচআইভি আক্রান্ত প্রেমিকের রক্ত নিজের দেহে নিল কিশোরী, অসমে চাঞ্চল্য

প্রেমে পড়লে মানুষ কী না করতে পারে? ভালোবাসার (Love) প্রমাণ দিতে গিয়ে কেউ কেউ নিজের প্রাণটাই দিয়ে বসেন। আবার প্রেমিক (Boyfriend) বা প্রেমিকাকে পেটে নিজের বাড়ির অমতে গিয়ে পালিয়েও যান। এবার একেবারে অবাক করা ঘটনা ঘটাল প্রেমিকা (Girlfriend)। নিজের মনের মানুষের প্রতি ভালোবাসা কতটা খাঁটি তা প্রমাণ করতে গিয়ে এইচআইভি আক্রান্ত (HIV Positive) প্রেমিকের শরীর থেকে রক্ত (Blood) নিয়ে নিজের দেহে প্রয়োগ করল। প্রেমিকার বয়স ১৫ বছর। ঘটনাটি ঘটেছে অসমের (Assam)  সুয়ালকুচি জেলায়।

জানা গিয়েছে, ফেসবুকে ওই যুবকের সঙ্গে আলাপ হয় কিশোরীর। সেখান থেকে শুরু কথোপকথন। এবং তা পৌঁছয় প্রেমের সম্পর্কে। তিন বছর ধরে সম্পর্কে রয়েছে তারা। বেশ কয়েকবার প্রেমিকের সঙ্গে পালিয়েছিল ই প্রেমিকা বলে খবর। পরে অনেক চেষ্টা করে ই কিশোরীকে ফেরায় তার পরিবার। কিন্তু এ ঘটনায় একেবারে হতবাক তাঁরা।

ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। গ্রেফতার করা হয় প্রেমিককে। কিশোরীকে স্বাস্থ্যপরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি করানো হয়। রাখা হয়েছে পর্যবেক্ষণে। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, এতে প্রাণসংশয়ের আশঙ্কা রয়েছে ওই প্রেমিকার।

2 years ago