Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ArpitaAyush

EID: অর্পিতা-আয়ুশের ইদের পার্টিতে চাঁদের হাট, দেখুন সেসব ভাইরাল ছবি

শনিবার ছিল ইদ (Eid) আর এই উৎসবের সময়ে বি-টাউনে কোনও পার্টি হবে না, এটাও কখনও সম্ভব! অবশ্যই না, সলমন খানের বোন অর্পিতা শর্মা ইদের শুভ মুহূর্তে এক পার্টির আয়োজন করেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন বলিউড (Bollywood) তারকারা। প্রত্যেকবারই দেখা যায় সলমনের (Salman Khan) বাড়িতে ইদের দাওয়াত বসে, সেজেগুজে তারকারা হাজির হয়, নাচ-গানে জমে যায় পার্টি, এবার সেই পার্টিই দেখা গেল সলমনের বোন অর্পিতার বাড়িতে। ইদের জন্য বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী অভিনেতা আয়ুশ শর্মা। দেখে নিন কারা কারা এসছিলেন তাঁদের পার্টিতে।

পার্টিতে প্রথমেই যাঁকে দেখা যায়, তিনি হলেন সলমন খান। তাঁকে কালো শার্ট ও নীল জিন্সে দেখা যায়।

পার্টিতে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফও। পার্টিতে ওয়েস্টার্ন পোশাককে বাদ দিয়ে এথনিক পোশাকেই দেখা যায় ক্যাটরিনাকে। তিনি অফ-হোয়াইট রংয়ের আনারকালি চুড়িদার পরেছিলেন।

এছাড়াও পার্টিতে দেখা যায় সইফ পুত্র ইব্রাহিম, শেহনাজ গিল, কার্তিক আরিয়ান, মণীশ মলহোত্রাকে।

ঝলমলে পোশাকে সবার নজর কাড়লেন কঙ্গনা রানাউত, সুনীল শেট্টি, অনিল কাপুর, হুমা কুরেশি, দিয়া মির্জা, সোনাক্ষী সিনহা, রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া, টাব্বু, পলক মুচ্চল প্রমুখ।

পাপারাৎজিদের সামনে পোজ দিলেন অনিল কাপুর, সোহেল খান, আরবাজ খান, দিশা পাটানি।

one year ago