Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AnjanDutt

Movie: শেষ মুহূর্তে কৌশিক গাঙ্গুলির ছবি থেকে সরে দাঁড়ালেন অঞ্জন দত্ত, পরিবর্ত অভিনেতা কে

কিছুদিন আগেই বাংলার সিনেমাহলে সফলভাবে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলি (Koushik Ganguly) পরিচালিত ছবি 'অর্ধাঙ্গিনী'। দর্শকদের থেকে প্রশংসা কুড়োনোর পর নতুন ছবি 'অসুখ-বিসুখ' পরিচালনার ব্যাটন ধরেছিলেন কৌশিক গাঙ্গুলি। কিন্তু শুরুতেই বিপত্তি। ছবি থেকে সরে দাঁড়ালেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা অঞ্জন দত্ত (Anjan Dutt)। শুরুতে খানিকটা বিড়ম্বনায় পড়লেও দুঁদে পরিচালকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ সময় লাগেনি। ইতিমধ্যেই অঞ্জন দত্তর পরিবর্ত ঠিক করে ফেলেছেন কৌশিক।

'অসুখ-বিসুখ' ছবিতে যেটুকু অংশ অঞ্জনের করার কথা ছিল, এবার ততটুকু অংশে অভিনয় করবেন খোদ কৌশিক গাঙ্গুলি। কিন্তু তিনি তো এই ছবিতে অভিনয় করার কথা ভাবেননি। ভেবেছিলেন ক্যামেরার পিছনে থেকে নির্দেশনা দেবেন। তাহলে যেটুকু সময় কৌশিক ক্যামেরার সামনে থাকবেন, ক্যামেরার পিছনে কে থাকবেন? শোনা যাচ্ছে, এতদিন ক্যামেরার সামনে কাজ করলেও এই প্রথম কৌশিক পুত্র উজানের মুখে থাকবে কেবল 'লাইট-ক্যামেরা-অ্যাকশন' সংলাপ। অর্থাৎ এবার বাবা মায়ের মতো পর্দায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্ব যাচ্ছে উজানের হাতে।

এই ছবিতে অভিনয় করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইশা সাহা, অঙ্কুশ হাজরা। এছাড়াও দেখা যাবে বাঙালি অভিনেত্রী সায়নী গুপ্তকে। বলিউডে একাধিক ছবি করলেও এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। সোমবার অর্থাৎ ১২ জুন থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং।

11 months ago
Music: বিশিষ্ট কিছু সংগীত ব্যক্তিত্ব ও বাংলা ব্যান্ড (শেষ পর্ব)

সৌমেন সুর: নচিকেতার গানে মানবিকতা এবং মানবিক মূল্যবোধ বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর উল্লেখযোগ্য অ্যালবামগুলো-- এই বেশ ভালো আছি, চল যাবো তোকে নিয়ে, বৃদ্ধাশ্রম, নীলাঞ্জনা, কে যায় ইত্যাদি। তাঁর গানে রাগ সঙ্গীতের সঙ্গে সমকালীন সুর নিরীক্ষার এক চমকপ্রদ মেলবন্ধন লক্ষ্য করা যায়। মঞ্চের অনুষ্ঠানে নচিকেতা একটা বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছেন। গানের সঙ্গে সঙ্গে অডিয়েন্সের মন জয়ে তিনি অনবদ্য। এই পথেই একে একে এলেন অঞ্জন দত্ত, মৌসুমি ভৌমিক, পল্লব কীর্তনিয়া, কাজী কামাল নাসের, লোপামুদ্রা মিত্র, শিলাজিৎ প্রমুখ শিল্পীরা। অঞ্জন দত্তের, 'বেলা তুমি কি শুনতে পাচ্ছো', 'রঞ্জনা আমি আর আসবো না', 'পুরনো গিটার'-এর মতো গানগুলো লোকমুখে ঘুরতে লাগলো। মৌসুমির গানে প্রথম কোনও মহিলা গীতিকারের নিজের ভাষায়, নিজের কথা শোনা গেলো। লোপামুদ্রা অন্যের কবিতায় সুর দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। কামাল নাসেরের গানও জনতা স্পর্শ করেছে।

তারপর একে একে বিভিন্ন বাংলা ব্যান্ডের উত্থান হল। সমবেত প্রয়াসে গান সৃষ্টি ও পরিবেশন শুরু হলো। মূলত বিদেশী সঙ্গীতের প্রভাবে রক, পপ, জ্যাজ, রক অ্যান্ড রোল, কান্ট্রি এবং বাংলার নিজস্ব লোক সঙ্গীতের প্রভাব পড়লো এঁদের গানে। ইলেক্ট্রনিক সাউন্ড প্রাধান্য পেলো। প্রাধান্য পেলো সাইকেডেলিক আলো এবং বিভিন্ন স্টেজ অ্যাক্ট। মূলত ইংরেজি গান গাওয়া ব্যান্ডগুলোর মতো মহীনের ঘোড়াগুলোর অনুসরণে তৈরি হল লক্ষ্মীছাড়া, চন্দ্রবিন্দু, ভূমি, পরশ পাথর,শহর,ফসিলস ইত্যাদি ব্যান্ড। তরুণ এবং যুবসমাজের কাছে এঁদের আশাতীত গ্রহণযোগ্যতা তৈরি হল। বাংলা গানের ধারায় বাংলা ব্যান্ডের অবদান কতখানি, তা নিয়ে মন্তব্য করার মতো যথেষ্ট সময়ের ব্যবধান তৈরি হয়নি বলেই আমি এই বিষয়ের উপর লেখায় ইতি টানলাম।

2 years ago