Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ambassador

Sourav Ganguly: বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শাহরুখ খানের পর এবারে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির হন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যেখানে 'মানুষ' মমতাকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। এর পরই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তৃণমূল ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার দায়িত্ব দিয়েছিলেন শাহরুখের কাঁধে। তবে এবারে এই দায়িত্ব তুলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়কের কাঁধে। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন মমতা। নতুন দায়িত্ব হাসিমুখেই গ্রহণ করতে দেখা যায় সৌরভকেও।

5 months ago
Sourav Ganguly: ফের পদ পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়! ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবার দাদা

প্রসূন গুপ্তঃ বাংলায় রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায় হয়ে বহু ব্যক্তিত্ব ভারত তথা বিশ্বের দরবারে সম্মানিত হয়েছেন। যদিও এই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম রাখাটা বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু তারই মধ্যে সৌরভের নাম ভারতের কিছু অংশে আলোচিত হয়েছে এবং হচ্ছে। সৌরভ গাঙ্গুলি ছিলেন দুর্দান্ত ক্রিকেটার এবং অবশ্যই ভালো অধিনায়ক। অন্যদিকে, তাঁকে সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকার, কপিল দেবের সঙ্গে একই পংক্তিতে রাখা যাবে না, কারণ এঁদের সময়ে এঁরা বিশ্বসেরা ছিলেন। ক্রিকেট ছাড়ার পরে এঁরা কেউই ভারতীয় ক্রিকেটের বিশেষ দায়িত্বে যান নি। গাভাস্কার তবু কমেন্ট্রি করেন, কিন্তু সচিন বা কপিল ক্রিকেট জগৎ থেকে অনেকটাই দূরে।

সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু চিরকাল এযাবৎ ক্রিকেটের নানান দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে ক্রিকেট প্রশাসক থেকে রাজনীতিবিদের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলেছেন। তাঁর হয়তো ভারতীয় দলেই আসা হতো না যদি কিনা জগমোহন ডালমিয়া তাঁর পাশে দাঁড়াতেন। গ্রেগ চ্যাপেলের আমলে তিনি দল থেকে বাদ পড়ে গেলে শোনা যায় তৎকালীন মন্ত্রী  অশোক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অনুরোধ করেন সৌরভের বিষয়টি দেখার জন্য। বুদ্ধবাবুর সঙ্গে ডালমিয়ার সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল। তিনি নাকি ব্যক্তিগত ভাবে ওই সময়ের ক্রিকেট বোর্ড সভাপতি শারদ পাওয়ারকে সৌরভের বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন। ফের দলে আসেন সৌরভ।

সৌরভ খেলা ছাড়ার পরে কমেন্ট্রি বক্সে বসে পড়েন। ইতিমধ্যে ডালমিয়া প্রয়াত হয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের গদিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। মমতার হস্তক্ষেপে সৌরভ বাংলা ক্রিকেটের সভাপতি হন। ধীরে ধীরে কেন্দ্রের বিজেপি সরকারের ঘনিষ্ঠ হন সৌরভ। ভারতীয় বোর্ডের সভাপতির আসন খালি হলে এক প্রকার নিশ্চিত ছিল কর্ণাটকের ব্রিজেস প্যাটেলের সভাপতি হওয়া, কিন্তু এরই মধ্যে অমিত শাহের সঙ্গে সৌরভের একান্ত বৈঠক হয় এবং সৌরভ বোর্ডের সভাপতি হন বলেই খবর ছড়িয়ে যায়। পাশাপাশি সৌরভের স্ত্রী ডোনাকে রাজ্য বিজেপির নানান অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

শোনা যায়, ২০২১-এর ভোট নাকি সৌরভকে মুখ করতে চেয়েছিল বিজেপি অবিশ্যি এর আগে লোকসভাতেও নাকি প্রার্থী করতে চেয়েছিলো তারা বলে বাজারে গুঞ্জন ছিল। কিন্তু নানান বাহানায় সৌরভ রাজনীতিকে এড়িয়ে যান। ফলত কয়েক মাস আগে অদ্ভুত ভাবে বোর্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ফের মমতা এসে দাঁড়ান তাঁর পাশে। আপাতত তিনি আইপিএলে দিল্লির দায়িত্বে ছিলেন এবং সম্পূর্ণ অসফল হন।

এবারে তাঁর কাছে নতুন দায়িত্ব এসেছে এবং বিজেপির একটি রাজ্য সরকারের কাছ থেকেই। তিনি ত্রিপুরার ব্র্যান্ড এম্বাসেডর হচ্ছেন। স্বয়ং ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে কথাও হয়েছে। তাঁর সম্মতি নিতে এসেছিলেন ওই রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। সৌরভ সম্মতি দিয়েছেন। তাহলে ফের পদ পাচ্ছেন সৌরভ। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য আনন্দ প্রকাশ করেছেন কিন্তু প্রশ্ন থেকেই যায় এর বদলে কী দিতে হবে? সৌরভ অলরাউন্ডার। কোন মাঠে কীভাবে খেলতে হবে তা তিনি জানেন, কিন্তু রাজনীতির মাঠটি বড়োই জটিল।

11 months ago
Alia: আন্তর্জাতিক সংস্থার প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া, বলিউডের গর্ব

'স্টুডেন্ট অফ দা ইয়ার' সিনেমার সেই শানায়া অর্থাৎ আলিয়া ভাট (Alia Bhatt) এখন অনেক বড় হয়েছেন। পরিণত হয়েছেন। সেই সময় যে আলিয়াকে দেখে অনেকে 'ন্যাকা' বলে মন্তব্য করেছিলেন, আজ তাঁরাও আলিয়ার অভিনয়ের প্রশংসা করতে বাধ্য হন। তাঁর পরিশ্রম কেরিয়ার সূচককে উপরের দিকে উঠতে সাহায্য করে চলেছে। বিশেষ করে ২০২২ থেকে যেন তাঁর জীবনে ভালো সময় শুরু হয়েছে। দিন কয়েক আগেই মেট গালায় ডেবিউ করেছিলেন তিনি। আবারও আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করলেন আলিয়া।

আন্তর্জাতিক ব্যাগ প্রস্তুতকারক সংস্থা 'গুচি'র হয়ে ভারতের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আলিয়া।  নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ব্র্যান্ডের হয়ে প্রথম বিজ্ঞাপনের ঝলক শেয়ার করেছেন আলিয়া। ভারতের অভিনেত্রী, প্রোডিউসার এবং নতুন উদ্যোক্তাকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে বেশ খুশি আন্তর্জাতিক ব্রান্ডও। ২০২৪ সালে 'গুচি'র হয়ে বিশ্বব্যাপী নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ করবেন আলিয়া।

View this post on Instagram

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

আলিয়ার সময়টা বেশ ভালোই যাচ্ছে। বলিউডের সীমা পেরিয়ে যেমন ধীরে ধীরে আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠা করছেন, একইসঙ্গে ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিচ্ছেন। অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করে গুছিয়ে সংসার করছেন আলিয়া। কন্যা 'রাহা'কে জন্ম দিয়েছেন। পরিবারের ছোট্ট সদস্যের সঙ্গেও চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন আলিয়া। নেটিজেনরা বলছেন, আলিয়া ধীরে ধীরে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠছেন।

12 months ago


Suhana: আন্তর্জাতিক মেকআপ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুহানা, ইভেন্টে কাড়লেন লাইম লাইট

বলিউডে এসেছেন আগেই, এবার প্রচারের মুখ হলেন শাহরুখ খানের (Shahrukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan)। আন্তর্জাতিক মেকআপ প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। তাঁর আগে বহু জনপ্রিয় অভিনেত্রী এই দায়িত্ব সামলেছেন। এবার ভারতের তাঁদের ব্র্যান্ডের প্রচারের মুখ হলেন সুহানা। সোমবার মুম্বইতে বিরাট ইভেন্টের আয়োজন করে এই খবর দিয়েছেন নামকরা মেকআপ সংস্থা। উপস্থিত ছিলেন সুহানাও।

ইভেন্টে সুহানা খান লাল রঙের পাওয়ার স্যুট বেছে নিয়েছিলেন। খুব বেশি গয়না বা প্রাসঙ্গিক জিনিস নেয়নি। খোলা চুল, নো মেকআপ লুক এবং হালকা লিপস্টিকে দেখা গিয়েছে তাঁকে। লাল স্যুটে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন তিনি। সঙ্গে একজোড়া সোনালী রঙের হিল জুতো বেছে নিয়েছিলেন তিনি। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে থেকে প্রবেশ করেন ইভেন্টে। কিং খান কন্যার থেকে চোখ ফেরানো দায় হয়ে পরে।

View this post on Instagram

A post shared by suhana khan fc❤( suhana noticed 😭❤️) (@suhanakhan__fc)

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কেমন অনুভূতি হচ্ছে, সেকথা জানান স্টেজে উঠে। তিনি বলেন, 'এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া আমার জন্য সম্মানের। খুব মজা করে ভিডিও শ্যুট করেছি। ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি। আশা করি সেই ভিডিও আপনাদেরও ভালো লাগবে। আমায় উৎসাহ ধরে রাখতে পারছি না। আপনাদের সবার সঙ্গে উজ্জ্বল হওয়ার অপেক্ষা করছি।' আর্চিস ছবির হাত ধরে বলিউডে অভিষেক শাহরুখ-কন্যার।

one year ago
Nabanna: শাহরুখের জায়গায় বাংলা পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেব

বাংলার পর্যটন দফতরের (Bengal tourism) নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা-সাংসদ দেব (Actor Dev)। বুধবার নবান্ন (Nabanna) থেকে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখ খান সময় দিতে পারে না, তাই এই সিদ্ধান্ত। শাহরুখের সঙ্গে দেবকে পরামর্শ করে কাজ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি যে যে জায়গায় শিল্প ও ইকোনমিক করিডর হচ্ছে, সেখানে 'এখানে শিল্প হচ্ছে' বোর্ড লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাঁর মন্তব্য, 'বোর্ড লাগানো হবে যাতে মানুষ জানতে পারে ওখানে শিল্প হবে।' এই প্রচার কাজ তদারকি করার জন্য মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে একটি কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী। সেই কমিটিতে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, আইএএস অন্তরা আচার্য, মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং আইএএস স্মারকি মহাপাত্রকে রাখা হয়েছে।

বুধবার নবান্ন সভাঘরের বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংবাদ মাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আবেদন জানিয়ে মমতা বলেন, 'বাংলার স্বার্থে মিডিয়া সক্রিয় হোন। বাংলায় যে শিল্প-কর্মসংস্থান হচ্ছে, তা মানুষকে জানান। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিস হতে চলেছে কলকাতায়। ওদের প্রতিনিধিরা আসছেন। ২১ মার্চ মউ স্বাক্ষর হবে, কর্মসংস্থান হবে। ১৫০০ কোটির বিনিয়োগ হবে ডব্লিউটিওতে। ৩৫০০ একর জায়গা চেয়েছে ডব্লিউটিও।'

মুখ্যমন্ত্রীর ঘোষণা, '২১ থেকে ২৩ নভেম্বর হবে বেঙ্গল বিজনেস সামিট। বেঙ্গল বিজনেস সামিটের জন্য চার-পাঁচটা রাজ্যে রোড শো করতে হবে। রাজস্থান, মুম্বাই, চেন্নাই, কর্নাটকের রোড শোয়ে আমি নিজে যাবো।'


one year ago