Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Amazon

Flight Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা, অ্যামাজনের কাছে ভেঙে পড়ল ব্রাজিলের যাত্রীবাহী বিমান

অ্যামাজনের কাছে ১৪ জন যাত্রীসহ ভেঙে পড়ল ব্রাজিলের একটি বিমান। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

উত্তর অ্যামাজনের রাজধানী মানাউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে দুর্ঘটনাটি ঘটছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। মৃত ১৪ জনের মধ্যে ১২ জন যাত্রী এবং বাকি দু'জন বিমান ক্রু।

মানাউস থেকে এই বার্সেলোস যাচ্ছিল বিমানটি। আমাজনের গভর্নর উইলসন লিমা ‌দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এয়ারফোর্সের বিশেষ দল।

7 months ago
Delhi: অ্যামাজন ম্যানেজার খুনের নেপথ্যে 'মায়া গ্যাং', মূল অভিযুক্ত ১৮ বছরের যুবক!

অ্যামাজন ম্যানেজারের (Amazon Manager) মৃত্যুর রহস্য এবারে প্রকাশ্য়ে এল। পুলিস সূত্রে খবর, তাঁকে খুন করার পিছনে মূল অভিযুক্ত 'মায়া গ্যাং'-এর ১৮ বছরের এক যুবক মহম্মদ সমীর ও তার সঙ্গীরা। সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইড দেওয়া নিয়ে ঝামেলা। শুরু হয় কথা কাটাকাটি-বচসা, এরপর তা পৌঁছয় হাতাহাতিতে। তার মাঝেই আচমকা গুলি। আর তারপরই প্রাণ হারালেন দিল্লির (Delhi) ভজনপুরার যুবক। মঙ্গলবার মধ্যরাতের সেই হামলার ঘটনায় মৃত্যু হয়েছে অ্যামাজনের ম্যানেজার হরপ্রীত গিলের। এই ঘটনায় এখন পর্যন্ত দু'জনকে গ্রেফতার করেছে পুলিস। বাকিদের খোঁজার চেষ্টা করছে পুলিস।

সূত্রের খবর, মঙ্গলবার যখন ভজনপুরার সুভাষ বিহার এলাকা দিয়ে যাচ্ছিলেন অ্যামাজন ম্যানেজার হরপ্রীত, সে সময় ওই রাস্তা দিয়ে পার্টি সেরে ফিরছিল মহম্মদ সমীর ওরফে মায়া, গনি, সোহেল, মহম্মদ জুনেইদ এবং আদনান নামে এক দল তরুণ। রাস্তা সরু থাকায় হরপ্রীতদের বাইকের সঙ্গে মায়াদের একটি স্কুটারের ঘষা লাগে। আর সেখান থেকেই বচসা শুরু হয়। তার পরই হরপ্রীত এবং তাঁর বন্ধুকে গুলি করেন মায়ারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরপ্রীতের। গোবিন্দ গুরুতর জখম। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মায়া ও গনিকে গ্রেফতার করা হলেও বাকিদের খোঁজার চেষ্টা করছে পুলিস।

8 months ago
Shootout: পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে মাথায় গুলি, 'খুন' জনপ্রিয় ই-কমার্স সংস্থার ম্যানেজার

ফের রাজধানী দিল্লির (Delhi) রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল এক যুবককে। পাঁচ আততায়ীদের হামলায় প্রাণ হারালেন জনপ্রিয় ই-কমার্স সংস্থা 'অ্যামাজন'-এর (Amazon) ম্যানেজার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লির ভজনপুরায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, ২৯ অগাস্ট, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ দিল্লির ভজনপুরার সুভাষ বিহার এলাকায় তাঁকে গুলি করে হত্যা করে পাঁচজন দুষ্কৃতি। জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। নিহতদের কাকা জানিয়েছেন, কারা এই হামলা করেছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

পুলিস সূত্রে খবর, ৩৬ বছর বয়সী হরপ্রীত গিল মঙ্গলবার ভজনপুরার সুভাষ বিহার এলাকা দিয়ে তাঁর বন্ধুর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। তখনই তাঁদের উপর হামলা চালায় পাঁচজন দুষ্কৃতি ও খুব কাছ থেকে গুলি করে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে মাথায় গুলি করায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। অন্যদিকে তাঁর সঙ্গে থাকা বন্ধু গোবিন্দ সিং-এর ডান কানে গুলি লাগে। ফলে তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তাঁকে এলএনজেপি হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি অবশ্য অ্যামাজনে কর্মরত ছিলেন না। ‘হাংরি বার্ড’ নামের একটি মোমোর দোকান চালাতেন তিনি।

পুলিস মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। হরপ্রীতের সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করছে। এছাড়াও আততায়ীদের খুঁজতে এলাকার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতিদের গ্রেফতার করা হয়নি বলে সূত্রের খবর।

8 months ago


Plane: বিস্ময়কর ঘটনা! বিমান দুর্ঘটনার প্রায় ৪০ দিন পর খোঁজ মিলল চার শিশুর, সকলেই সুস্থ

চলতি বছরে ১ মে আমাজনের (Amazon) জঙ্গলে ঘটেছিল বিমান দুর্ঘটনা (Plane crash)। সেই জঙ্গলে ভেঙে পড়েছিল ছোট যাত্রীবাহী বিমান ‘সেসনা ২০৬’। ওই বিমানে ছিলেন চার শিশু, (Child) তাদের মা এবং দু’জন পাইলট। বিমান দুর্ঘটনার পর শিশুদের মা এবং দুই পাইলটের দেহ পাওয়া গেলেও শিশুগুলির দেখা মেলেনি। জানা গিয়েছে, শিশুগুলির মধ্য়ে এক জনের বয়স ১৩, এক জনের নয়, এক জনের চার এবং অন্য জনের মাত্র এক।

এই বিমান দুর্ঘটনার পর ভেবেই নেওয়া হয়েছিল, শিশু গুলি মারা গিয়েছে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে বিমান দুর্ঘটনার প্রায় ৪০ দিন পরে অবশেষে দেখা মিলল শিশুদের। বিমান দুর্ঘটনার কবলে পড়া উইটোটো জনজাতি সম্প্রদায়ভুক্ত চার শিশুর সন্ধান পাওয়া যায় দক্ষিণ আমেরিকার দেশ, কলম্বিয়ার অন্তর্ভুক্ত আমাজ়নের জঙ্গলে। সে দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, তিনি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। 

কলম্বিয়ার প্রেসিডেন্ট এই চার শিশু উদ্ধারের ঘটনাকে ‘গোটা দেশের আনন্দ’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে ওই শিশুগুলির ছবিও টুইট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, গভীর জঙ্গলে সামরিক পোশাক পরা কয়েকজনের সঙ্গে বসে রয়েছে ওই শিশুগুলি। 


11 months ago
Salary: স্বেচ্ছায় চাকরি ছাড়লে পাওয়া যাবে এক বছরের বেতন! ঘুরিয়ে ছাঁটাই কোন সংস্থার

সারা বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। ট্যুইটারের মালিকানা নেওয়ার পর ইলন মাস্ক (Elon Musk) শুরু করেছিলেন গণছাঁটাই (Layoffs)। ইলনের পথেই হাঁটতে শুরু করেছে মেটা, গুগল (Google), অ্যামাজন (Amazon), ডিজনি হটস্টার। Layoffs.fyi-এর ওয়েবসাইট অনুসারে মোট ৫৭০টি কোম্পানি থেকে এখন পর্যন্ত ১ লক্ষ ৬৮ হাজার ৯১৮ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই হলেও ইউরোপিয়ান দেশগুলো থেকে কর্মী ছাঁটাই করতে সমস্যায় পড়ছে সংস্থাগুলি। তাই এক অভিনব পন্থা নিয়েছে কর্মী বরখাস্ত করতে।

জানা গিয়েছে, ইউরোপিয়ান দেশে গুগল, অ্যামাজন কর্মী ছাঁটাই করতে চাইলেও তা করতে পারছে না। কারণ সেখানকার 'লেবর প্রোটেকশন ল' অন্য জায়গার তুলনায় কঠোর। সেখানে বরখাস্ত করার আগে কর্মীদের সঙ্গে এক আলোচনায় বসতে হয়। ফলে স্বাভাবিকভাবেই গণ ছাঁটাইয়ে দেরি হয়েই চলেছে। তাই কর্মী ছাঁটাইয়ের উপায় হিসেবে গুগল, অ্যামাজন থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, কর্মীদের এক বছরের স্যালারি বা বেতন দেওয়া হবে। যদি তাঁরা স্বেচ্ছায় তাঁদের পদ থেকে ইস্তফা দেন।

জানা গিয়েছে, ফ্রান্সে গুগলের প্যারেন্ট কোম্পানি 'অ্যালফাবেট' থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে দিলে তাঁকে এক বছরের বেতন দেওয়া হবে। আবার জার্মানিতে অ্যামাজনও গুগলের পথেই হেঁটেছে। সেখানেও প্রস্তাব দেওয়া হয়েছে যে, স্বেচ্ছায় চাকরি থেকে সরে এলে এক বছরেরে বেতন-সহ বোনাসও দেওয়া হবে।

one year ago


Pathaan: ওটিটি'তে 'আনকাট' পাঠান, বাদ যাওয়া দৃশ্য দেখে উচ্ছ্বসিত ভক্তরা

ওটিটি'-তে মুক্তি পেয়েছে 'পাঠান' ছবির বাতিল হওয়া দৃশ্য। সিনেমার পাশাপাশি বাদ চলে যাওয়া দৃশ্যগুলি দেখে সপ্তম স্বর্গে শাহরুখ ভক্তরা। কিং খান ও দীপিকা পাডুকোন অভিনীত 'পাঠান' ছবি মুক্তি পেতেই ঝড় ওঠে বক্স অফিসে। বয়কট গ্যাঙের তোয়াক্কা না করেই, বহাল তবিয়তে ব্যবসা করে 'পাঠান।' দেশ বিদেশে মাল্টিপ্লেক্সের বক্স অফিসে পাঠানের সংগ্রহ, হিন্দি ছবির জগতে ইতিহাস তৈরি করে। 

এখনও পর্যন্ত ১০০০ কোটিরও বেশি ব্যবসা করেছে সিনেমাটি। এবার দর্শকদের মন কেড়ে নিল সিনেমা থেকে বাদ যাওয়া দৃশ্যগুলি। 'অ্যামাজন প্রাইমে' মুক্তি পেয়েছে 'আনকাট' পাঠানের দৃশ্য। সিনেমার পাশাপাশি দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে  উপভোগ করছেন সেই মুহূর্তগুলি। বাদ যাওয়া এই দৃশ্যগুলি সিনেমার মতো হিন্দি তামিল ও তেলেগু ভাষায় প্রকাশিত। ভক্তরা 'পাঠান'কে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, এই বাদ যাওয়া দৃশ্যগুলি যেন তারই রিটার্ন গিফ্ট।


one year ago
Google: বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে গুগল-অ্যামাজন, কতটা প্রভাব ভারতীয় বাজারে?

বিশ্বের বড় বড় প্রযুক্তিক্ষেত্রগুলিতে এখন ঘন কালো মেঘ। কিছুদিন আগে ইলন মাস্ক টুইটার (Twitter) থেকে বহু কর্মী ছাটাই করেছেন। এবার সেই পথে হাটছে গুগুল-অ্যামাজন (Google-Amazon)। মূলত গুগলের মূল সংস্থা অ্যালফাবেট থেকে কর্মী ছাঁটাই হবে। যার কোপ কিছুটা হলেও পড়বে বিশ্বের অন্যতম বৃহৎ এই সার্চ ইঞ্জিন প্রযুক্তি সংস্থায়। জানা গিয়েছে, প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই (Lay Off) করার সিদ্ধান্ত নিয়েছে অ্যালফাবেট।

শতাংশের বিচারে সারা বিশ্বে অ্যালফাবেটের মোট কর্মী সংখ্যার ৬%। গুগুলের প্রধান সুন্দর পিচাই এক সংবাদ সংস্থাকে এমন কথা জানান। কিছুদিন আগে মাইক্রোসফটও ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা প্রকাশ্যে এনেছে। এরপরই শোনা গেল গুগুল অ্যালফাবেটের এই কড়া সিদ্ধান্তের কথা।

পাশাপাশি আরও এক দফা কর্মী ছাটাইয়ের পথে হাঁটবে অ্যামাজনও। এখনও পর্যন্ত অ্যামাজন ১৮ হাজার, মেটা ১১ হাজার, মাইক্রোসফট ১০ হাজার, টুইটার ৩৭০০ কর্মী ছাঁটাই করেছে। জানা গিয়েছে, করোনা পরবর্তী সময়ে বাজারের স্থবিরতা এবং মন্দাভাবই আন্তর্জাতিক এই সংস্থাগুলোকে কর্মী ছাটাইয়ের পথে হাঁটতে বাধ্য করেছে। ভারতীয় চাকরি বাজারে সেই ছাঁটাইয়ের প্রভাব কতটা পড়বে, সেই উদ্বেগ এখন অর্থনীতিবিদদের মনে।

one year ago
Brazil: বিপুল জনসমর্থনে ব্রাজিলে ক্ষমতা দখল বামপন্থী লুলা ডি সিলভার, হারলেন বোলসোনারো

তাঁর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ, তিনি স্বৈরাচারী শাসক, করোনা মোকাবিলায় ব্যর্থ। এমনকি দক্ষিণ আমেরিকার ফুসফুস হিসেবে পরিচিত অ্যামাজন জঙ্গল (Amazon Forest) পোড়ানোর দায়ে কাঠগড়ায় তিনি। ব্রাজিলের (Brazil Vote) সেই বিতর্কিত প্রেসিডেন্ট জাইর বোলসোনারো (Jair Bolsonaro) হারলেন সাধারণ নির্বাচন। দেশের প্রায় ৫১% জনতার সমর্থন নিয়ে ক্ষমতার অলিন্দে প্রত্যাবর্তন বামপন্থী নেতা লুলা ডি সিল্ভার (Lula De Silva)। রবিবার প্রকাশিত নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, মোট বৈধ ভোটের ৫০.৮ শতাংশ ভোট পেয়েছেন লুলা। অন্যদিকে বোলসোনারো পেয়েছেন ৪৯.২ শতাংশ ভোট।

নিজের জয় নিশ্চিত হতেই দলীয় সদস্য- সমর্থকদের নিয়ে সাও পাওলো শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লুলা। পেলের দেশের আগামি প্রেসিডেন্ট জানান, বিভাজিত ব্রাজিলকে তিনি ‘শান্তি-একতা’ দিয়ে জুড়বেন। প্রবীণ এই রাজনীতিবিদের বার্তা, 'ব্রাজিল আবার ফিরে এল গণতন্ত্র।' নিজের ট্যুইটের সঙ্গে দেশের জাতীয় পতাকার ছবিও পোস্ট করেছেন তিনি।

ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকার এই দেশের দায়িত্ব নিতে চলা আগামি প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও জনতার রায় মানতে নারাজ বোলসোনারো। তাঁর দাবি, নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি  হয়েছে।

2 years ago