Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AmarnathMukherjee

Actor: মনে রাখেনি ইন্ডাস্ট্রি, অন্তরালের চিরঘুমে অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়

শুক্রবার প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় (Amarnath Mukherjee)। মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা সিনেমা (Tollywood) জগতে তাঁর অবদান রয়ে গিয়েছে অনেক। উত্তমকুমারের সঙ্গে 'মৌচাক' সিনেমা থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 'বসন্ত বিলাপ', বহু বাংলা সিনেমায় অভিনেতার স্মার্ট উপস্থিতি বরাবর দর্শকদের নজর কেড়েছিল। তবে শেষের দিকে শারীরিক অসুস্থতায় আর কাজ করতে পারেননি। তিনি পরিবারের সঙ্গে মুম্বই চলে যাওয়ার পর কেউ তাঁর বিশেষ খোঁজও রাখেনি।

১৯৩৩ সালের ১১ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন অমরনাথ মুখোপাধ্যায়। অভিনয় বোধহয় তাঁর জন্মসূত্রেই পাওয়া। তাঁর পিতা ছিলেন তৎকালীন নাম করা অভিনেতা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এমনকি তাঁর মামা জহর মুখোপাধ্যায়ও ছিলেন অভিনেতা। তাই ছোটবেলা থেকেই নিজের মধ্যে অভিনয়ের ইচ্ছে লালন করেছিলেন অমরনাথ। প্রাথমিকভাবে অভিনয় শুরু করেছিলেন নাটক দিয়ে।

'হার মানা হার', 'ছিন্নপত্র', 'স্ত্রী', 'বসন্ত বিলাপ', 'মৌচাক', 'স্বয়ংসিদ্ধা'র মতো বহু সিনেমায় অভিনয় করেছিলেন অমরনাথ মুখোপাধ্যায়। কেবল টলিউডে সীমাবদ্ধ ছিলেন না অভিনেতা। 'ডিস্কো ডান্সার', 'অমানুষ' -এর মতো হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন অমরনাথ। তরুণ মজুমদার পরিচালিত 'আলো' সিনেমায় শেষ অভিনয় করেছিলেন। ২০০৫ সালে কলকাতা ছেড়ে ছেলে ও পরিবারের সঙ্গে মুম্বই চলে গিয়েছিলেন অভিনেতা। এরপর শরীরের জন্য আর বিশেষ সিনেমায় অভিনয় করতে পারেননি। অমরনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণে টলি পাড়ার বর্ষীয়ান অভিনেতাদের মনে শোকের ছায়া নেমেছে।

11 months ago