Breaking News
BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট     

AmarnathMukherjee

Actor: মনে রাখেনি ইন্ডাস্ট্রি, অন্তরালের চিরঘুমে অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়

শুক্রবার প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় (Amarnath Mukherjee)। মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা সিনেমা (Tollywood) জগতে তাঁর অবদান রয়ে গিয়েছে অনেক। উত্তমকুমারের সঙ্গে 'মৌচাক' সিনেমা থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 'বসন্ত বিলাপ', বহু বাংলা সিনেমায় অভিনেতার স্মার্ট উপস্থিতি বরাবর দর্শকদের নজর কেড়েছিল। তবে শেষের দিকে শারীরিক অসুস্থতায় আর কাজ করতে পারেননি। তিনি পরিবারের সঙ্গে মুম্বই চলে যাওয়ার পর কেউ তাঁর বিশেষ খোঁজও রাখেনি।

১৯৩৩ সালের ১১ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন অমরনাথ মুখোপাধ্যায়। অভিনয় বোধহয় তাঁর জন্মসূত্রেই পাওয়া। তাঁর পিতা ছিলেন তৎকালীন নাম করা অভিনেতা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এমনকি তাঁর মামা জহর মুখোপাধ্যায়ও ছিলেন অভিনেতা। তাই ছোটবেলা থেকেই নিজের মধ্যে অভিনয়ের ইচ্ছে লালন করেছিলেন অমরনাথ। প্রাথমিকভাবে অভিনয় শুরু করেছিলেন নাটক দিয়ে।

'হার মানা হার', 'ছিন্নপত্র', 'স্ত্রী', 'বসন্ত বিলাপ', 'মৌচাক', 'স্বয়ংসিদ্ধা'র মতো বহু সিনেমায় অভিনয় করেছিলেন অমরনাথ মুখোপাধ্যায়। কেবল টলিউডে সীমাবদ্ধ ছিলেন না অভিনেতা। 'ডিস্কো ডান্সার', 'অমানুষ' -এর মতো হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন অমরনাথ। তরুণ মজুমদার পরিচালিত 'আলো' সিনেমায় শেষ অভিনয় করেছিলেন। ২০০৫ সালে কলকাতা ছেড়ে ছেলে ও পরিবারের সঙ্গে মুম্বই চলে গিয়েছিলেন অভিনেতা। এরপর শরীরের জন্য আর বিশেষ সিনেমায় অভিনয় করতে পারেননি। অমরনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণে টলি পাড়ার বর্ষীয়ান অভিনেতাদের মনে শোকের ছায়া নেমেছে।

6 months ago