
সম্প্রতি মুক্তি পেয়েছে শেহনাজ গিল (Shehnaaz Gill) অভিনীত সিনেমা, 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'। সিনেমায় ভূমি পেদনেকারের পাশে গুরুত্বপূর্ণ সিনেমায় দেখা যাবে শেহনাজকে। সেই সিনেমাটির জন্য এতদিন জমিয়ে প্রচার করেছেন শেহনাজ। কিন্তু এই প্রচারে যাওয়ায় কাল হল অভিনেত্রীর জন্য। অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। বাড়াবাড়ি এতটাই যে তাঁকে একেবারে হাসপাতালে ভর্তি করতে হল।
হাসপাতালে ভর্তি হয়েও চুপ করে বসে নেই শেহনাজ। সামাজিক মাধ্যমে লাইভ এসেছিলেন অভিনেত্রী। ভক্তদের অভিনেত্রী বলেছেন, 'দেখ সবার দিন আসে, সবার দিন যায়। আমার সঙ্গেও তাই হয়েছে। কিছুদিন পরে আবারও তাই হবে। আমি এখন ভালো আছি। আমার ইনফেকশন হয়ে গিয়েছিল। আমি স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম। আমার খাবার থেকেই ইনফেকশন হয়ে গিয়েছিল।
অভিনেত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন তাঁর ভক্তরা। নেটিজেনদের খুব পছন্দের শেহনাজ গিল। অভিনেতা সালমান খানের সঙ্গে 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমায় ডেবিউ করেছিলেন শেহনাজ। সম্প্রতি তাঁর সিনেমা 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' মুক্তি পেয়েছে। সিনেমাটিতে প্রশংসা পেয়েছেন শেহনাজের অভিনয়।
হাতে গুনলে দুর্গা পুজোর বাকি আর মাত্র ১১ দিন। বাতাসে শিউলি ফুলের গন্ধ। চারিদিকের পুজো প্যান্ডেল সেজে উঠেছে। আলো লেগে গিয়েছে পাড়ার মোড়ে মোড়ে। এমন সময় কি নিজেকে শান্ত রাখা যায়! তাই পুজোর আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। সকলেই জানেন, মনামী একজন গুণী নৃত্যশিল্পীও। এবারের পুজোয় নিজের ভক্তদের উপহার দিলেন একটি মিউজিক ভিডিও।
মনামীর নতুন মিউজিক ভিডিওর নাম 'আইলো উমা বাড়িতে।' ৪ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওর পুরোটাই শ্যুট করা হয়েছে বনেদি বাড়িতে। অভিনেত্রীর মতে, ৩ ঘন্টার একটি সিনেমা দেখা যাবে ৩ মিনিটের ওই গানে। ভুল কিছু বলেননি। ভিডিওতে শুধুমাত্র মনামীর নাচ নয়, অন্যরকম একটি গল্প দেখা গিয়েছে। মনামী হয়ে উঠেছিলেন এক অন্যরকম চরিত্র। গানটি গেয়েছিলেন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী অন্তরা নন্দী।
গানটি মুক্তি পেতেই সামাজিক মাধ্যমজুড়ে মনামী ম্যাজিক দেখা গিয়েছে। মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই ৩৯ হাজার মানুষ দেখে ফেলেছেন। সামাজিক মাধ্যম ভরে গিয়েছে অসংখ্য রিলস ভিডিওতে। সেই রিলস ভিডিওই আবার নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করছেন মনামী ঘোষ। সব মিলিয়ে অভিনেত্রীর পুজো জমজমাট।
বলিউডে বেশ জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)। ইতিমধ্যেই প্রায় বেশ কিছু ছবিতেই অভিনয় করে ফেলেছেন তিনি। সেসব সিনেমা বক্স অফিসে সাফল্য পাক বা না পাক, তাপসীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। তবে শুধুমাত্র তাপসীর অভিনয়ের প্রশংসা নয়, তাঁর ব্যক্তিত্বেরও প্রশংসা করে থাকেন ভক্তরা। অভিনেত্রী বেশ অকপট। তাঁর মনে যা আসে, তাই বলে থাকেন। তবে সম্প্রতি এমনই কাণ্ডে সমালোচনা হল তাঁকে নিয়ে।
শনিবার রাতে একটি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন অভিনেত্রী। রেস্তোরাঁর বাইরে যথারীতি পাপারাৎজিদের ভিড়। অভিনেত্রীকে দেখতেই এগিয়ে গেলেন তাঁরা। তাপসীর ভক্তরাও ভিড় জমিয়েছেন। কিন্তু তাপসী বোধহয় অন্য মুডেই ছিলেন। নম্রভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের সরতে বলেন। অভিনেত্রীকে বারংবার বলতে শোনা যায়, 'প্লিজ সরে যান'। অবশেষে সকলে সরে গেলে গাড়িতে ওঠেন তাপসী।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনা শুরু করেন নেটিজেনরা। এক নেটিজেন সামাজিক মাধ্যমে লিখেছেন, 'পাপারাৎজিদের উচিৎ তাঁকে এড়িয়ে যাওয়া। তখনই বুঝবেন।' অন্য এক নেটিজেন লিখেছেন, 'যদি ক্যামেরা পছন্দ না হয়, কেন অভিনেত্রী হতে আসেন?' এক নেটিজেন তো বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের জের টেনে এনেছেন। তাপসী পান্নুকে তিনি 'ভবিষ্যতের জয়া বচ্চন' বলে কটাক্ষ করেছেন।
সামাজিক মাধ্যমে হঠাতই চর্চায় উঠে এসেছেন বিদ্যা বালন (Vidya Balan)। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি নাকি এতদিন বেমালুম এড়িয়ে গিয়েছেন, তাঁর একটি মেয়ে (Daughter) রয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও থেকেই এত জল্পনার সূত্রপাত। এই বিষয়ে কি অভিমত বিদ্যার? ভিডিওতেই বা এমন কী রয়েছে?
এয়ারপোর্ট মানেই তারকাদের ভিড়। আর যেখানেই তারকা, সেখানেই পাপারাৎজি। সম্প্রতি অভিনেত্রী বিদ্যা বালনকেও দেখা গিয়েছিল সেখানে। তবে অভিনেত্রী বিমানে করে কোথাও যাননি। তিনি এসেছিলেন তাঁর কাছের মানুষকে এগিয়ে দিতে। অভিনেত্রী গাড়ি থেকে নামতেই দেখা যায়, তাঁর পাশে অল্প বয়সী একটি মেয়ে। তাকে দেখে মনে হয় খুব বেশি হলে টিনেজার হবে। এই মেয়েটিকেই কাছে টেনে নিয়ে আদর করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন, এই মেয়েটি কি বিদ্যা কন্যা? সেই উত্তরই পাওয়া গেল এইবার।
অভিনেত্রী নিজেই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেই মেয়েটি আসলে অভিনেত্রীর ভাইঝি ইরা। তাকেই এগিয়ে দিতে এয়ারপোর্ট পর্যন্ত ছুটে গিয়েছিলেন বিদ্যা। প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেছিলেন ২০১২ সালে। তাঁর সঙ্গেই সুখে সংসারযাপন করছেন অভিনেত্রী। কাজের দিক দিয়ে ইদানিং বিদ্যাকে কমই দেখা যায় পর্দায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ছবি নিয়ত।
ভারতে লকডাউন চলাকালীন জনপ্রিয়তা পেয়েছিলেন ডলি সিং (Dolly Singh)। সামাজিক মাধ্যমে নানা কন্টেন্ট বানাতেন তিনি। তাঁর সেসব হাসির কন্টেন্ট দেখে লক্ষ লক্ষ ফলোয়ার যুক্ত হয় সামাজিক মাধ্যমে। এই সামাজিক মাধ্যমের জনপ্রিয়তায় ডলিকে এবার বড় পর্দায় পৌঁছে দিয়েছে। সম্প্রতি তিনি ডেবিউ করেছেন 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' সিনেমায়। অভিনেত্রী ভূমি পেডনেকারের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে ডলিকে। তবে সেই সিনেমার প্রচারে এসেই কেন সমালোচনার অংশ হয়ে উঠতে হল তাঁকে?
সম্প্রতি সিনেমাটির বিশেষ প্রিমিয়ারের ব্যবস্থা রাখা হয়েছিল। সিনেমার সকল কলাকুশলীরা পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রিমিয়ারে। একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী ভূমির সঙ্গে পোজ দিয়ে দাঁড়িয়েছেন ডলি। কিন্তু নেটিজেনদের হাসির কারণ হয়েছে ডলির পোশাক। ডলি একটি কালো রঙের টপ পরেছেন। দেখার মতো ডলির স্কার্ট।
হুবুহু লুঙ্গির মতো দেখতে ডলির স্কার্টটি। বেল্ট বাধা, সেই স্কার্টের উপরে। ছবিটি সামাজিক মাধ্যমে দেখতেই নেটিজেনরা হাসিতে ফেটে পড়েছে। এক নেটিজেন লিখেছেন, 'ফ্যাশনের নামে এত জঘন্য ড্রেসিং। লুঙ্গি? সত্যি?' আরেক নেটিজেন ছবিটি দেখে লিখেছেন, 'বাকি সব তো ঠিক আছে। লুঙ্গি কেন পরেছ?' আরও এক নেটিজেন লিখেছেন, 'বেল্ট দিয়ে লুঙ্গি কে পরে?' যদিও এত ট্রোলিংয়ের কোনও উত্তর দেননি ডলি।
ছোট পর্দা থেকে উত্তরণ হয়েছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen)। জনপ্রিয় একটি চ্যানেলের 'দুর্গা' নামক একটি ধারাবাহিককে অভিনয় করেছিলেন তিনি। প্রথম ধারাবাহিকেই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেন অভিনেত্রী। এক সময় মা দুর্গার প্রতিরূপ বলতে দর্শক সন্দীপ্তার কথাই উল্লেখ করতেন।
লক্ষ্মীশ্রী মুখ, মাথায় লম্বা চুল, চেহারায় যতটাই মমতা ততটাই তেজ সন্দীপ্তাকে পাকাপাকি মহামায়ার মুখ করে তুলেছিল। সাধারণত চ্যানেলের যে ধারাবাহিকটি জনপ্রিয় হয়, সেই ধারাবাহিকের মূল অভিনেত্রীকে দেখা যায় প্রত্যেক বছর মহালয়ার দিন দুর্গার রূপে। সন্দীপ্তা একাধিকবার মহিষাসুরমর্দিনী চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ধীরে ধীরে ধারাবাহিক ছেড়ে ওটিটির পর্দায় সরতেই অভিনেত্রীর চরিত্রটি যেন খোয়া গেল।
চলতি বছর জনপ্রিয় চ্যানেলের মুখ হচ্ছে না অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই চ্যানেলের মহালয়াতে একটি পার্শ্ব চরিত্র দেখা যাবে সন্দীপ্তাকে। অভিনেত্রী নাচে পারদর্শী, তাই চেনা মেজাজেই দেখা যাবে অভিনেত্রীকে।
স্বদেশ সিনেমায় অভিনেতা শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন গায়ত্রী জোশী (Gayatri Joshi)। অভিনয় জগৎ থেকে সরে গিয়ে বেশ কিছু বছর একেবারে অন্তরালে চলে গিয়েছিলেন অভিনেত্রী। বিয়ে করে নিজের জীবনে গুছিয়ে নিয়েছিলেন। কিন্তু তাঁর সংসারে হঠাৎই বিপর্যয়।
স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে ইতালি ঘুরতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন অভিনেত্রী। একটি নীল ল্যাম্বরগিনি গাড়িতে ইতালির হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী । চালকের আসনে বসেছিলেন অভিনেত্রীর স্বামী বিকাশ। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাঁদের গাড়িটির। অন্য গাড়িটিতে ছিলেন এক সুইস দম্পতি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁদের। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
Two deaths on a Ferrari in Sardina, Italy pic.twitter.com/skT3CaXg0T
— Globe Clips (@globeclip) October 3, 2023
ভিডিওতে গায়ত্রীকে দেখা গিয়েছিল সংজ্ঞাহীন ভাবে রাস্তার পাশে বসে থাকতে। তবে এই ঘটনায় জটিলতা আরও বেড়েছে। অভিনেত্রীর স্বামী চালকের আসনে বসে থাকায় তিনি এখন আইনের চোখে। ঘটনায় যদি ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের গাফিলতি খুঁজে পাওয়া যায়, তাঁর ৭ বছরের জেলও হতে পারে।
রবিবাসরীয় সকালে নেটিজেনদের যখন ঘুমের ঘোর ভাঙেনি। তখনই সামাজিক মাধ্যমে টলিউড (Tollywood) ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) ছবি দেখে সম্বিত ফিরল অনেকের। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি। কোন পশ্চিমী পোশাক নয়, এবার তিনি 'শাড়িতে নারী'। মিষ্টি ছবিগুলি দেখে ঘোর লেগে যায় নেটিজেনদের চোখে।
অভিনেত্রী নিজের জন্য বেছে নিয়েছেন হালকা রঙের শাড়ি। সঙ্গে সাদা ব্লাউজ। চুলের ঢল নেমেছে পিঠ পর্যন্ত। অভিনেত্রীর চাহনি যেন ঝড় তুলেছে ভক্তদের মনে। সেই ছবি আপাতত ইন্টারনেটে চর্চার প্রসঙ্গ হয়ে উঠেছে।
শাড়ি পরবেন আর ফটোশ্যুট করবেন না তা কি হয়! বেশ কিছু ছবি তিনি আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। কখনও হাসিমুখ, কখনও লাজুকে, কখনও আবার মোহময়ী রূপে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
ঋতাভরীর মুখে এত আনন্দ দেখা যাবে নাই বা কেন। তিনি এখন সপ্তম স্বর্গে। আর কিছুদিন পরে মুক্তি পেতে চলেছে তার প্রথম অভিনীত ওটিটি সিরিজ 'নন্দিনী'। সেই আনন্দের জেল্লায় হয়তো প্রতিফলিত হয়েছে অভিনেত্রীর চেহারায়।
সোহিনী সরকার (Sohini Sarkar) কেবল টলিউডের (TOllywood) অভিনেত্রী নয়, তিনি 'বাংলার ক্রাশ'-ও বটে। ধারাবাহিকের পর্দা থেকে অভিনয় শুরু করেছিলেন। এরপর সোজা বড় পর্দায় পদার্পণ করেছিলেন। আজকাল সোহিনীকে ছোট পর্দায় দেখা যায় না। তবে বড় পর্দা ও ওটিটিতে তাঁর অবাধ বিচরণ। একের পর এক সিনেমা সিরিজে তিনি নিয়মিত মুখ। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত অনেকে। অভিনেত্রীর রূপের ভক্তও কম নেই।
সোহিনীর যে বয়স বাড়ছে তাও বোঝার উপায় নেই। এক এক করে, আরও এক বছর বয়স বেড়ে গেল অভিনেত্রীর। পয়লা অক্টোবর সোহিনীর জন্মদিন। শনিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। জন্মদিনের প্রথম কেক বাড়িতেই কেটেছেন সোহিনী। সেই ঝলক আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। একেবারে সাদা একটি পোশাকে দেখা গিয়েছে বার্থডে গার্লকে।
কাজের দিক দিয়েও সোহিনীর সময়টা বেশ ভালোই যাচ্ছে। ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ 'সম্পূর্ণা'-এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ব্যাপক সাফল্য পাওয়ার পর। দ্বিতীয় পর্বটি নিয়েও দর্শকেরা বেশ খুশি। সামাজিক মাধ্যমে সোহিনীকে শুভেচ্ছার বন্যা বইয়েছে ভক্তরা।
চলতি বছরের ৯ জুলাই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন টলিউড ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। বিয়ের পর এই তার প্রথম জন্মদিন। ৩০ সেপ্টেম্বর নিজের এই বিশেষ দিনটি কিভাবে কাটিয়েছেন অভিনেত্রী।নিজের বিশেষ দিনের ঝলক সামাজিক মাধ্যমে দিয়েছেন তিনি।
অভিনেত্রী বর্তমানে রাঙা বউ ধারাবাহিকে অভিনয় করছেন। জন্মদিনটি কেটেছে ধারাবাহিকের সেটেই। তবে শুটিংয়ের সেটেই রয়েছেন তাঁর প্রিয়জন। স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার সেই ধারাবাহিকের পরিচালক। ফলে কাজের অজুহাতেই হোক একই সঙ্গে দিন কাটাচ্ছেন দম্পতি।
তবে শ্রুতির এই জন্মদিন আরও একটি কারণে বিশেষ। বেশ কিছু বছর আগেই শ্রুতির জন্মদিনেই তাকে প্রেম নিবেদন করেছিলেন স্বর্ণেন্দু। তাই একই সঙ্গে এই দুইটি সেলিব্রেশন করতে দম্পতি গিয়েছিলেন কলকাতার একটি পাঁচতারা হোটেলে। সেখানের বেশকিছু ছবি তারা আপলোড করেছেন সামাজিক মাধ্যমে।
পরিবার-বন্ধুবান্ধব ও ভক্তদের কাছ থেকেও শ্রুতির জন্মদিনে ঢালাও শুভেচ্ছা এসেছে। তাঁর ভক্তরা সারাদিন তাকে নানা ধরনের কেক পাঠিয়েছেন। আবার শ্রুতির পছন্দের গানও গেয়ে শুনিয়েছেন কেউ কেউ। সব মিলিয়ে অভিনেত্রীর জন্মদিন যে জমজমাট হয়ে উঠেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।
বাংলা ধারাবাহিক জগতের খুবই জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। নানা ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন ইতিমধ্যে। অভিনেত্রীর মিষ্টি স্বভাবের ভক্ত হয়েছেন অনেকে। সামাজিক মাধ্যমেও অসংখ্য ফলোয়ার তাঁর। তবে রবিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেখে উদ্বিগ্ন হয়েছেন অনেকে। শ্বেতা সামাজিক মাধ্যমে লেখেন, 'তোমায় ছাড়া ঘুম আসে না মা।' এই একটি কথাতেই সকলে বুঝে গিয়েছেন, অভিনেত্রী মা'কে নিয়ে চিন্তিত। কী হয়েছে অভিনেত্রীর মায়ের?
এক সংবাদমাধ্যমকে শ্বেতা জানিয়েছেন, তাঁর মা বেশ কিছু দিন ধরেই অসুস্থ। জ্বর আসছিল বারবার। এরপর ডেঙ্গি পরীক্ষা করে দেখা হলে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমেনি অভিনেত্রীর মায়ের। এমনকি শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমতে থাকে। ফলে প্রলাপ করতে শুরু করেন। আর দেরি না করে মা'কে হাসপাতালে ভর্তি করান অভিনেত্রী। আপাতত হাসপাতালেই থাকতে হবে শ্বেতার মাকে। তাই মন খারাপ অভিনেত্রীর।
বাংলা সিনেমা ও ধারাবাহিক জগতের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। বড় পর্দায় অভিনেত্রীর আনাগোনা একটু বেশি হলেও ছোট পর্দাতেও কাজ করেন অভিনেত্রী। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অভিনেত্রীকে দেখা গিয়েছিল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকে। আবারও নতুন চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। জনপ্রিয় চ্যানেলের 'জল থই থই ভালোবাসা' ধারাবাহিকে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই ধারাবাহিকের ঝলক মুক্তি পেয়েছে।
ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা। এছাড়াও ধারাবাহিকের কাস্টিং দেখার মতো। অভিনেত্রীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন অনুষা বিশ্বনাথন। ছেলের চরিত্রে অভিনয় করবেন অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা চন্দন সেনকে দেখা যাবে অপরাজিতার স্বামীর চরিত্রে। অভিনেত্রী আগেই সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি স্ক্রিপ্ট বাছাই করে ধারাবাহিকে কাজ করবেন। চরিত্র একেবারে অন্যরকম হতে হবে। ধারাবাহিকের ট্রেলারে তা স্পষ্ট। মধ্যবয়সের গতে বাঁধা জীবনে এক টুকুরো খোলা হাওয়া নিয়ে আসবে অপরাজিতার চরিত্র 'কোজাগরী'।
'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে অবশ্য বিশেষ কোনও ধারাবাহিকে দেখা যায়নি অপরাজিতাকে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, তাঁর পারিশ্রমিক বেশি। ফলে সহজে কোনও পরিচালক তাকে ধারাবাহিকে নিতে চান না। অভিনেত্রী উষ্মা প্রকাশ করে বলেছিলেন, ইদানিং সব ধারাবাহিকই গতে বাধা। তাই চরিত্র অন্যরকম না হলে তিনি ধারাবাহিকে অভিনয় করবেন না তা জানিয়েছিলেন স্পষ্টত।
টলিউড ধারাবাহিকের পরিচিত মুখ মিষ্টি সিং (Misty Singh)। ইতিমধ্যেই বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন তিনি। কেরিয়ার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সাজিয়েছেন নিজের মতো করে। চলতি বছরের ১৮ মে সাত পাকে বাঁধা পড়েছেন, দীর্ঘ দিনের প্রেমিক রেমোর সঙ্গে। অভিনয়ের পাশাপাশি নিয়মিত ভ্লগ করেন অভিনেত্রী। তাই বিয়ে পরবর্তী তাঁর বিদেশে হানিমুন ডায়েরিও সকলের দেখা। তবে বিয়ের পাঁচ মাস ঘুরতে না ঘুরতেই মিষ্টির জীবনে সুখবর (Pregnant।
অভিনেত্রীর সামাজিক মাধ্যম খুললেই দেখা যাবে তাঁর বেবি বাম্পের ছবি। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। সকলেই জানতে চাইছেন, এই খবর কী সত্যি? জানা গিয়েছে, মিষ্টি অন্তঃসত্ত্বা হয়েছেন ঠিকই। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। তাঁর কেরিয়ার জীবনের নতুন ধাপ 'বাংলা মিডিয়াম' ধারাবাহিক। এইখানেই মিষ্টির চরিত্র এক অন্তঃসত্বা মহিলার। ব্যক্তিগত জীবনে মিষ্টি কবে সুখবর দেবেন, তা সময় বলবে।
বাংলাদেশী তথা টলিউড অভিনয় জগতে জনপ্রিয় মুখ জয়া এহসান (Jaya Ahsan)। চারিদিকে তাঁর প্রবল জনপ্রিয়তা। উইকিপিডিয়া বলছে, জয়ার বয়স ৪০। কিন্তু ভক্তরা তা মানতে নারাজ। কিভাবেই বা মানবেন! সামাজিক মাধ্যমে যে ছবিগুলি আপলোড করে থাকেন জয়া, তা দেখে অভিনেত্রীকে বড় জোর ৩০ বলা যায়। তবে আবার কিছু ছবি আপলোড করে ভক্তদের মনে আরও সংশয় বাড়ালেন।