Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

2000notes

2000 Notes: এখনই বাতিল হচ্ছে না ২০০০ টাকার নোট! বড় ঘোষণা আরবিআই-এর

এখনও ২০০০ টাকার (2000 notes) নোট বাড়িতে পড়ে রয়েছে? জমা দেওয়া হয়নি ব্যাঙ্কে? অথচ আজ অর্থাৎ ৩০ সেপ্টেম্বরই শেষ তারিখ ব্যাঙ্কে জমা দেওয়ার। তবে ভয় নেই। ২০০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। আরবিআই-এর তরফে ঘোষণা করা হয়েছে, ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা আরও সাত দিন বাড়ানো হল। আরবিআই-এর তরফে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে।

আরবিআই সূত্রে খবর, আগামী ৭ অক্টোবর পর্যন্ত পুরনো ২০০০ টাকার নোট বদল করা যাবে ব্যাঙ্কে। তবে শুধুমাত্র আরবিআই-এর শাখাতেই বদল করা যাবে। ৮ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে এই প্রক্রিয়া। প্রসঙ্গত, মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে, বাজার থেকে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়া হবে। এক বিবৃতি জারি করে আরবিআইয়ের তরফে জানানো হয়, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা করে বদলে ফেলতে হবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে।

তবে অনেকেই ব্যস্তার মাঝে ২ হাজার টাকার নোট বদল করার সময় পাননি। ফলে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, তার জন্যই ২০০০ টাকা নোট বদলে ফেলার সময়সীমা বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বাজারে ছাড়া মোট টাকার সম্পূর্ণ ফিরিয়ে আনতে নোট বদলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।

7 months ago
RBI: বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ৫০০ টাকার নোট! কী জানালেন আরবিআই গভর্নর

১৯ মে দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of india) তরফে ঘোষণা করা হয়েছিল, বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট (2000 Notes)। আর এই নিয়েই হইহই পড়ে যায়। এরই মধ্যে গুঞ্জন রটেছে,বাজার থেকে নাকি ৫০০ টাকার নোটও তুলে নেওয়া হবে। আর এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের কপালে হাত। তবে এই খবরকে উড়িয়ে দিয়ে আসল খবর প্রকাশ্যে আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস (Governor Shaktikanta Das) জানালেন, ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে এটি পুরোপুরিই ভুল কথা। এমনটা কোনও সিদ্ধান্তই নেয়নি আরবিআই।

২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে, এমনটা ঘোষণা করা হতেই  ২০০০ টাকার নোটের কী হবে, সেগুলো আর বাজারে চলবে কিনা, তা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন ওঠে। যদিও ২০০০-এর নোট প্রত্যাহারের ঘোষণা করার সময় আরবিআই নোটগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার বা বদলে নেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু এখন খবরে এসেছে যে, ৫০০ টাকার নোট তুলে নেওয়া হবে ও ১০০০ টাকার নোট বাজারে ফের ফিরিয়ে আনা হবে। কিন্তু আরবিআই-এর গভর্নর ৮ জুন, বৃহস্পতিবার ঘোষণা করলেন, '৫০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে না। ১০০০ টাকার নোটও ফিরিয়ে আনা হচ্ছে না। জনসাধারণকে অনুরোধ, তাঁরা যেন কোনও গুজবে কান না দেন।'

এদিন আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, বাজারে যত ২০০০ টাকার নোট রয়েছে তার ৫০ শতাংশই রিজার্ভ ব্যাঙ্কের হাতে এসেছে। যে পরিমাণ ২০০০ টাকার নোট ব্যাঙ্কের হাতে এসেছে, তার মূল্য ১ লক্ষ ৮২ হাজার কোটি টাকা।

11 months ago
Delhi: ২০০০ টাকার নোট দিয়ে ২১০০ টাকার মাংস! দোকানদারের বুদ্ধি দেখে মুগ্ধ নেটিজেন

গত সপ্তাহে দেশের শীর্ষ ব্য়াঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করেছে। আর এরপর থেকেই চারিদিকে হইহই পড়ে যায়। সাধারণ মানুষের চিন্তা ফের শুরু হয়। কীভাবে, কোথায় ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ বা বদল করা হবে, তা নিয়ে সমালোচনা শুরু হয়। যদিও আরবিআই-এর তরফে ঘোষণা করা হয়েছে যে, ব্যাঙ্কে গিয়েই ২০০০ টাকার নোট নির্দিষ্ট সময় পর্যন্ত চেঞ্জ করা যাবে। তবে এই আবহে এক বিক্রেতা এমন এক কৌশল বের করলেন, যার ফলে তাঁর বিক্রিও বাড়বে ও সাধারণ মানুষের ২০০০ টাকার নোটও এক্সচেঞ্জ করা হবে। এই ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল।

p style="text-align: justify; ">দেখা গিয়েছে, এক মাংস বিক্রেতা একটি নকল ২০০০ টাকার নোট দিয়ে লিখেছেন, তাঁর দোকানে ২০০০ টাকা দিয়ে ২১০০ টাকার মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ। এই ছবি সুমিত আগরওয়াল নামের এক ব্যক্তি শেয়ার করেছেন। এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'যদি মনে করেন আরবিআই স্মার্ট, তবে তার থেকেও বেশি স্মার্ট দিল্লির মানুষ।' নেটিজেনরাও দোকানদারের এমন বুদ্ধি থেকে অবাক। তবে অনেকেই তাঁর বুদ্ধির প্রশংসা করেছেন।

11 months ago