
গত সপ্তাহে দেশের শীর্ষ ব্য়াঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করেছে। আর এরপর থেকেই চারিদিকে হইহই পড়ে যায়। সাধারণ মানুষের চিন্তা ফের শুরু হয়। কীভাবে, কোথায় ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ বা বদল করা হবে, তা নিয়ে সমালোচনা শুরু হয়। যদিও আরবিআই-এর তরফে ঘোষণা করা হয়েছে যে, ব্যাঙ্কে গিয়েই ২০০০ টাকার নোট নির্দিষ্ট সময় পর্যন্ত চেঞ্জ করা যাবে। তবে এই আবহে এক বিক্রেতা এমন এক কৌশল বের করলেন, যার ফলে তাঁর বিক্রিও বাড়বে ও সাধারণ মানুষের ২০০০ টাকার নোটও এক্সচেঞ্জ করা হবে। এই ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল।
p style="text-align: justify; ">দেখা গিয়েছে, এক মাংস বিক্রেতা একটি নকল ২০০০ টাকার নোট দিয়ে লিখেছেন, তাঁর দোকানে ২০০০ টাকা দিয়ে ২১০০ টাকার মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ। এই ছবি সুমিত আগরওয়াল নামের এক ব্যক্তি শেয়ার করেছেন। এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'যদি মনে করেন আরবিআই স্মার্ট, তবে তার থেকেও বেশি স্মার্ট দিল্লির মানুষ।' নেটিজেনরাও দোকানদারের এমন বুদ্ধি থেকে অবাক। তবে অনেকেই তাঁর বুদ্ধির প্রশংসা করেছেন।If you think RBI is smart, think again cos Delhites are much smarter.
— Sumit Agarwal 🇮🇳 (@sumitagarwal_IN) May 22, 2023
What an innovative way to increase your sales! 😅#2000Note pic.twitter.com/ALb2FNDJi0