Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

-

Japaiguri: ভোটের প্রথম দিনেই বুথের বাইরে মৃত্য়ু সিপিআইএম কর্মীর...

লোকসভা নির্বাচনের প্রথম দিনই প্রাণ গেল এক সিপিআইএম কর্মীর। শুক্রবার নিজের দলের নির্বাচনী বুথ অফিসেই মৃত্য়ুর মুখে ঢলে পড়লেন তিনি। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় ১৫/১২৪ নং বুথের বাইরে।  

জানা গিয়েছে, মৃত ওই দলীয় কর্মীর নাম প্রদীপ দাস(৫৮)। এদিন ভোট দেওয়ার উদ্দেশ্য়ে সিপিআইএমের অস্থায়ী ক্যাম্পে বসে ছিলেন তিনি। তখন আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের মধ্য়েই কান্নায় ভেঙে পড়েছেন কর্মীরা। তবে কীভাবে মৃত্যু ঘটল তা এখনও স্পষ্ট নয়। সিপিআইএম নেতারা জানিয়েছেন, দলের একজন একনিষ্ঠ কর্মীর মৃত্যু ঘটেছে। যা অত্যন্ত শোকের।

4 weeks ago
Election 2024: শিরোনামে সেই কোচবিহার! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি সহ একাধিক এলাকা

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু। সকাল থেকেই উত্তপ্ত কোচবিহারের একাধিক এলাকা। ফের উত্তপ্ত সেই শীতলখুচি। শীতলখুচির ছোট শালবাড়ি এলাকায় সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি। ওই এলাকার ২৮৬ নম্বর বুথের বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের হাতাহাতি হয়। দু’পক্ষের বেশ কয়েক জন ঘটনায় জখম হয়েছেন বলে খবর।

পাশাপাশি, শীতলকুচি ব্লকের গোসাইরহাট অঞ্চলের অন্তর্গত বড় ধাপের চাত্রার ২০১ নম্বর বুথে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই ছবি ধরা পড়েছে ১৩৯ নম্বর বুথেও।

প্রত্যেকবারই নির্বাচনের সময় খবরের শিরোনামে থাকে কোচবিহার। বিজেপি এবং শাসক শিবিরের মধ্যে চলছে অভিযোগ ও পালটা অভিযোগের পালা। তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারকোদালি দুই গ্রাম পঞ্চায়েতের ৯/২২৬ ও ৯/২২৭ নম্বর বুথে তৃণমূলের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি। এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেও প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।

4 weeks ago
Jalpaiguri: কয়েক মিনিটে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত জলপাইগুড়ি, মৃত্যু ৫ জনের, আহত বহু

মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গেল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। তছনছ হয়ে গেল বহু মানুষের সাজানো ঘর-বাড়ি। প্রাণ হারিয়েছেন পাঁচ জন। প্রিয়জনকে হারিয়ে সর্বহারা হয়েছেন জলাপাইগুড়ির এক অংশের মানুষ। ঝড়ে উড়েছে চাল, ভেঙেছে বহু ঘর। এখনও চোখে-মুখে আতঙ্কের ছাপ। 

রবিবার রাতে খবর পেয়ে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাতেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে ঘুরে দেখেন তিনি। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে ঝড়ে পরিস্থিতি দেখতে জলপাইগুড়ি যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

সূত্রের খবর, রবিবার ঝড়ের পর ১৬৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও অনেককেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মধ্য়ে দুজন শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে প্রায় ৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

2 months ago


Jyotipriya Mallick: মেরুন ডায়েরির রহস্যভেদ! রেশন দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের ঘর থেকে উদ্ধার হওয়া একটি মেরুন রঙের ডায়েরি থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে ইডির কাছে। সূত্রের খবর, এই মেরুন ডায়েরিতে জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষ থেকে অভিজিৎ দাসকে দেওয়া অর্থের বিস্তারিত বিবরণ রয়েছে। এছাড়াও, এই ডায়েরিতে হিতেশ চন্দক এবং অন্যান্য মিল মালিকদের কাছ থেকে পাওয়া যাবতীয় অর্থের হিসাব রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, মেসার্স অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অন্যতম ডিরেক্টর হিতেশ চন্দক জিজ্ঞাসাবাদ পর্বে তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে তাঁর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসকে অর্থ দিতেন। জানা গিয়েছে, বিভিন্ন সামাজিক কাজের নাম করে মিল মালিকদের কাছ থেকে অর্থ চাওয়া হতো। অন্যদিকে, হিতেশ চন্দক সহ অন্যান্য মিল মালিকদের কাছ থেকে পাওয়া নগদ অর্থ আবার জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে তুলে দিতেন অভিজিৎ দাস।

 সম্প্রতি রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, সেই তল্লাশি অভিযানে উদ্ধার হয় মেরুন রংয়ের একটি ডায়েরি। এরপর সেই ডায়েরির রহস্য উন্মোচন করার জন্য একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় অভিজিৎ দাসকে। তার বয়ানের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকেও। অবশেষে সেই মেরুন ডায়েরির রহস্যভেদে সমর্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী দিনে রেশন বণ্টন দুর্নীতির তদন্তে আর কোন কোন তথ্য উঠে আসে, সেটাই এখন দেখার।

2 months ago
Nimta: জলের ট্যাঙ্কের নিচে ব্যবসায়ীয় দেহ পুঁতে তোলা হল পাঁচিল! হাড়হিম করা হত্যাকাণ্ড নিমতায়

টাকা-পয়সা নিয়ে গণ্ডগোলের জেরে খুন ব্যবসায়ী! ভবানীপুরের ওষুধ ব্যবসায়ীকে খুনের পর দেহ লোপাট করতে জলের ট্যাঙ্কের নিচে দেহ বস্তাবন্দি করে পুঁতে রাখা হয়েছিল। তারপরে সেখানে পাঁচিল তুলে তা প্লাস্টার করে দেয় বলে অভিযোগ। হাড়হিম করা এই ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার নিমতা। ইতিমধ্যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুইজনকে।

পুলিস সূত্রে খবর, মৃত ব্যবসায়ীয় নাম ভব্য লাখানিয়া। গত ১০ তারিখ তিনি তাঁর ব্যবসায়িক সহযোগী নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্তার সঙ্গে দেখা করতে নিমতার প্রবোধ মিত্র লেনের বাড়িতে আসেন। এরপরেই টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়। আচমকা তা বচসায় পরিণত হয়। অনির্বাণ ভব্য লাখানিয়ার উপর হামলা চালায়। সেই ঘটনাতেই মৃত্যু হয় ভব্য লাখানিয়া নামে ওই ব্যবসায়ীর। অনির্বাণ গুপ্তা এবং দেহ লোপাটে অনির্বাণকে সাহায্যকারী সুমন দাসকে গ্রেফতার করে পুলিস।

এরপরে ব্যবসায়ীর দেহ লোপাট করতে অনির্বাণ বাড়ির জলের ট্যাঙ্কের নিচে দেহ লুকিয়ে দেয়। তারপরেই সেখানে দেওয়াল তুলে তা প্লাস্টার করে দেয়। এদিকে ভব্য লাখানিয়া বাড়ি না ফেরায় তাঁর পরিবারের তরফ থেকে ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। পরিবারের তরফে অভিযোগ,  ২৯- এ বালিগঞ্জ সার্কুলার রোড থেকে ভব্য লাখানিকে অপহরণ করা হয়। বালিগঞ্জ থানা, অ্যান্টি রাউডি সেকশন ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং হোমিসাইড শাখার আধিকারিকরা যৌথভাবে তদন্ত শুরু করে এই রহস্যজনক খুনের। 

তদন্ত নেমে অনির্বাণ গুপ্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। শেষমেশ খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত ব্যবসায়ী। এরপরেই তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে নিমতার প্রমোদ মিত্র লেনের ঠিকানা পায়। সেখানে হানা দিয়ে জলের ট্যাঙ্কের নিচ থেকে ভব্য লাখানিয়ার দেহ উদ্ধার করে। পাশাপাশি খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এর পাশাপাশি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে ডাম্পিং গ্রাউন্ডের কাছ থেকে রক্ত মাখা জামা সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে। সেগুলো সব ফরেন্সি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ভব্য লাখানিয়ার দেহ ময়নাতদন্তের জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়।

2 months ago


CBI: নজরে শাহজাহানের 'কাছের লোক', তদন্তে গতি বাড়াল সিবিআই

সন্দেশখালিকাণ্ডে পরতে পরতে রহস্য। এবার খবরের শিরোনামে শাহজাহানের অফিসের কর্মী দুরন্ত মোল্লার নাম। শাহজাহান মার্কেটে তল্লাশি অভিযানে যেতেই দিদার দুরন্ত মোল্লাকে ডেকে পাঠান ইডি আধিকারিকরা। তাঁর কথায় শাহজাহান মার্কেটের প্রত্যেক দোকানদার কাছ থেকে টাকা তুলে শাহজাহানের অফিসে পৌঁছনোই ছিল দুরন্ত মোল্লা কাজ।   

সূত্রের খবর, দিদার দুরন্ত মোল্লা হচ্ছে শাহজাহানের ছায়াসঙ্গী। গত ৫ তারিখ শাহজাহান এই দিদার দুরন্ত মোল্লাকে ফোন করেছিলেন। কল ডিটেইলস খতিয়ে দেখে দিদার দুরন্ত মোল্লা সম্পর্কে জানতে পারেন সিবিআই। সেই কারণে তার বাড়িতে সিবিআই পৌঁছায়। কিন্তু বাড়িতে ছিলেন না তিনি। 

শুধু তাই নয়, টাকার হিসাব দিতে হতো শেখ শাহজাহানকে। প্রত্যেক দোকানদারের থেকে প্রতিদিন সংগ্রহ করা টাকার পরিমাণ ৫-১০০টাকা। মাসে ৪৫-৫০ হাজার টাকা তুলে দিতে হতো শেখ শাহজাহানের হাতে। জানিয়েছেন শাহজাহানের অফিসের কর্মী দুরন্ত মোল্লা। 

সূত্র বলছে, ৫ জানুয়ারি শাহজাহানের বাড়ির পাশাপাসি অফিসেও অভিযানের পর ইডি আধিকারিকদের বিরুদ্ধে ন্যাজাট থানায় এফআইআর করেন এই দুরন্ত মোল্লা। দিদার দুরন্ত মোল্লার অভিযোগ ছিল, ইডির তল্লাশির পর শাহাজাহানের অফিস থেকে খোয়া যায় প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা। 

ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন দুরন্ত মোল্লা, তা নিয়ে তদন্ত চলছে। কিন্তু যদি মিথ্যে প্রমাণ হয় তাহলে তাঁর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটাই দেখার। 

2 months ago
Tapas Roy: ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা! বিজেপিতে যোগ দিলেন তাপস রায়

রাজনৈতিক মহলে খবর আগেই চাউর হয়েই গিয়েছিল। তাপস রায় যোগ দিচ্ছেন বিজেপিতে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজই, বুধবার সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন বর্ষিয়ান নেতা তাপস রায়। বহুদিনের তৃণমূল কর্মী, বিধায়ক। তবে এখন সবটাই অতীত। দলের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করে দল ছেড়েছেন তাপস। শুধু দলই ছাড়েননি, সমস্ত সাম্মানিক পদ থেকে তার আগেই দিয়েছেন ইস্তফা।

তাপস তৃণমূল ছাড়লেও, সরছেন না রাজনৈতিক যাত্রা থেকে। এখনও তিনি রাজনীতিবিদ। লড়বেন, থাকবেন, কাজ করবেন। তবে এবার অন্য দলের হয়ে। বলা যায়, উত্তর কলকাতার তৃণমূলের সংগঠনে বড় ধাক্কা তাপসের বিজেপিতে যোগদান।

বুধবার সকালেই তাপস রায়ের কাছে ফোন আসে বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্যর, এমনটাই সূত্রের খবর। তাঁদের মধ্যে কিছুক্ষণ কথাও হয় ফোনে। জানা যাচ্ছে, দুপুরেই তাপস রায় বেরিয়ে পড়েন বিধানসভার উদ্দেশ্যে। সেখান থেকে ফিরে নিজের বাড়ি অর্থাৎ ১০৫ বিবি গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছন তাপস। তারপরেই বেরিয়ে পড়েন সল্টলেক সেক্টর ফাইভে- বিজেপির সদর দফতরের উদ্দেশে। ধীরে ধীরে সবদিক থেকেই স্পষ্ট হয়েছে তাপসের বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা।

2 months ago
Sandeshkhali: সন্দেশখালিতে ফের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, শুনবে মহিলা ও বাসিন্দাদের কষ্টের কথা

সন্দেশখালিতে এবার ছয় সদস্য়ের কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালির অত্য়াচারিত মহিলাদের এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে যাচ্ছে তাঁরা। রবিবার সকালে সাড়ে আটটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হন তাঁরা। ইতিমধ্য়ে ধামাখালিতে প্রবেশ করেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পুলিসের সঙ্গে কথা বললেন তাঁরা।

গত বুধবার শেখ শাহজাহান গ্রেফতারের পর আজ, রবিবার তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। এই কর্মীসভাতে উপস্থিত থাকার কথা তৃণমূল কংগ্রেস-এর শীর্ষ নেতৃত্বের। বিগ্রেডের আগে সন্দেশখালিতে এই কর্মী সভার মধ্য দিয়ে কতটা শক্তি তা বুঝে নিতে চাইবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ড্যামেজ কন্ট্রোলে বারংবার ছুটেছেন সন্দেশখালি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 

কিন্তু শাহজাহানের গ্রেফতারের আগে সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে রামপুরে গিয়েছিল বিজেপির ফ্য়ক্ট ফাইন্ডিং টিম। কিন্তু সন্দেশখালি প্রবেশের আগেই বাধা পায় বিজেপি ওই প্রতিনিধির দলটি। ব্য়ারিকেড করে বাধা দেওয়া হয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। প্রতিবাদে রামপুরের রাস্তায় বসে পড়েছিলেন ওই প্রতিনিধি দলটি। তারপরেই শুরু হয়েছিল বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে বচসা পুলিসের। 

2 months ago


Ed Raid: শাহজাহানের দুর্নীতির সাম্রাজ্যে ইডির হানা, কলকাতা সহ ৬ জায়গায় চলছে তল্লাশি

সন্দেশখালির নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান মামলায় এবার জোর কদমে নেমেছে ইডি। শুক্রবার সকাল থেকেই 'শাহজাহান ঘনিষ্ট' ব্য়বসায়ীদের বাড়িতে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন মামলা রুজু করে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছয়টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেখ শাহজাহানের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এমন বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান।

যাদবপুরের বিজয়গড়ে ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে চার ঘন্টা ধরে চলছে ইডির তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির সঙ্গে নাম জড়িয়ে রয়েছে শেখ শাহাজান ও একাধিক ব্যবসায়ীর। অরূপ সোমের ব্যবসার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল শেখ শাহজাহানের। আর সেই সূত্র ধরেই আজ তল্লাশি অভিযান  চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। ইডির আধিকারিকেরা একদিকে যেভাবে ব্যবসায়ীর বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছেন, একই সঙ্গে তল্লাশি করা হয়েছে অরূপ সোমের বিলাসবহুল গাড়ি। গাড়ির ভেতরের অংশ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন ইডির আধিকারিক। ব্যবসায়িক কোনও নথি রয়েছে কিনা সেটাও দেখা হয় খতিয়ে।

এছাড়াও এদিন সকাল ৭টা নাগাদ তল্লাশি অভিযানে নামে ইডির দল। সেখান থেকে হাওড়া হালপাড়ার এক ব্য়বসায়ী পার্থ প্রতিম সেনগুপ্ত নামে তাঁর বাড়িতে হানা দিয়েছে ইডি। জমি সংক্রান্ত কেনা বেচায় চলছে তল্লাশি। বিরাটির ম্যাগনাম এক্সপোর্ট-এর মালিক অরুন সেনগুপ্তর বাড়িতেও চলছে ইডি তল্লশি। জিজ্ঞাসাবাদ চলছে ব্য়বসায়ীকে। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই ব্য়বসায়ী মাছের ব্যবসা করেন। শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক কবে থেকে?
3 months ago
Asansol: চিকিৎসা ব্য়বস্থাতেও দুর্নীতি! অপারেশন না করিয়ে রোগীকে ছুটি দেওয়ার অভিযোগ

এবার সরকারি হাসপাতালে চিকিৎসার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও হয়নি অপারেশন। এমনই অভিযোগ নিয়ে হাসপাতালে সরব হন দীপালি দত্ত ও তাঁর ছেলে। অভিযোগ, বারংবার অপারেশনের কথা বলার পরেও সৌরভ দাস নামে এক ফিজিওথেরাপিস্ট করেননি সেই অপারেশন। 

ওই ফিজিওথেরাপিস্ট জানান, উক্ত হাসপাতালে অপারেশন দেরি করে হবে। তাই সুশান্ত বাবু তাঁর মায়ের অপারেশন বাইরের এক প্রাইভেট নার্সিংহোমে করিয়ে নিতে পারেন। অপর দিকে কাল্লা হাসপাতালে ভর্তি দীপালি দত্ত জানান, ডাক্তারবাবু তাঁকে দেখে যাচ্ছেন। আর বলছেন অপারেশনের লাইন অনেক আছে। তাই দেরি হবে। ছুটি নিয়ে বাড়ি চলে যান। পরে আবার আসবেন। 

এখন প্রশ্ন উঠছে, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সোনপুর প্রজেক্টের কর্মী সুশান্ত বাবু তাঁর মাকে কাল্লা হাসপাতালে ভর্তি করেছেন। কয়লা খনি শ্রমিকদের চিকিৎসার জন্য কেন্দ্র সরকারের এই সেন্ট্রাল হাসপাতাল। সেখানে অপারেশনের দেরি হওয়ার নাম করে বাইরের নার্সিংহোমে অপারেশন করানোর কথা কীভাবে বলেন হাসপাতাল কর্মী?

যদিও সুশান্ত বাবু জানান, তিনি তাঁর মায়ের অপারেশন এখানে করাবেন না আর। তবে এই দুর্নীতির শেষ দেখে ছাড়বেন। বিষয়টি জানানো হয়েছে ইসিএল-এর কাল্লা সেন্ট্রাল হাসপাতালের সিএমও প্রণব মুখোপাধ্যায়কে। ক্যামেরার সামনে মুখ না খুললেও সিএমও জানান, তাঁর হাসপাতালের ডাক্তারদের বাইরে চিকিৎসা করার অনুমতি নেই। তাঁর কর্মী ফোনে কি অফার দিচ্ছেন সেটা সেই কর্মীর ব্যাপার। তবে ইসিএল-এর হাসপাতালের কর্মীরা কোনরকম চক্র তৈরি করে ব্যবসা করছে কিনা তা খতিয়ে দেখবেন।  

3 months ago


Fraud: টাকা আত্মসাতের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে, ঘোষপুরে বিক্ষোভ মাছের এজেন্টদের

এবার প্রকাশ্যে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহাজাহানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠে এল প্রকাশ্যে। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তের বাগদা মাছের এজেন্টদের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান। টাকা ফেরতের দাবিতে এবার ঘোষপুরে বিক্ষোভ মাছের এজেন্টদের। প্রকাশ্যে আসছে তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ। কারণ, টাকা চাইলে হুমকির অভিযোগ ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে।

জানা গিয়েছে, কলকাতা বাসন্তী হাইওয়ের হাড়োয়ার ঘোষপুরের কাছে একটি বাগদা মাছের কোম্পানিতে মাছ সরবরাহ করতেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলার বাগদা মাছের এজেন্টরা। বিভিন্ন জায়গার পাশাপাশি, এই মাছের কোম্পানিতে এজেন্ট হিসাবে মাছ সরবরাহ করতেন, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। গত ২০১৮ সালে আগস্ট নাগাদ ওই কোম্পানি,  মাছের এজেন্টদের প্রায় ১০ কোটি টাকা আটকে দেয়। সেই টাকা দিতে না পারায় ওই কোম্পানিতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। তারপর সমস্ত এজেন্টদের নিয়ে কোম্পানির কর্মকর্তারা বসে সিদ্ধান্ত নেন , কোম্পানিতে মজুত রাখা সমস্ত বাগদা ও গলদা চিংড়ি বিক্রি করে এজেন্টদের টাকা দেওয়া হবে। এরপর  ওই কোম্পানিতে থাকা সমস্ত মাছ নিয়ে নেন সন্দেশখালির  তৃণমূল নেতা শেখ শাহজাহান। কিন্তু তিনি মাছ নেওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, মাছ অন্য কোম্পানিতে বিক্রি করে রাজ্যের বিভিন্ন প্রান্তের এজেন্টদের টাকা দিয়ে দেবেন। এরপরেই ভোল পাল্টে যায় শেখ শাহজাহানের। মাছ বিক্রির প্রায় ৯ লক্ষ টাকা পুরোটাই আত্মসাৎ করেন শাহজাহান। সেই টাকা তাঁর  কাছে চাইতে গেলেই এজেন্টদের সঙ্গে কখনও  দুর্ব্যবহার, কখনও বা প্রাণে মেরে ফেলার হুমকি পেতেন এজেন্টরা।

টাকা ফেরত এর দাবিতে রবিবার ঘোষপুরের ওই মাছের কোম্পানির সামনে বিক্ষোভে সামিল হলেন বিভিন্ন জেলার মাছের এজেন্টরা। প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ দেখানোর পর বিক্ষোভ তুলেনেন তাঁরা। তবে টাকা দিতে না পারায় পাওনাদারের ভয়ে বাড়িছাড়া হয়েছেন, বিপদের মধ্যে রয়েছেন বলেই জানালেন এজেন্টরা। এবং সমগ্র ঘটনায় অভিযোগের তীর যে শেখ শাহজাহানের দিকেই তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, সন্দেশখালির এই বেতাজ বাদশা গত ৩ সপ্তাহ ধরে পলাতক। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। কিন্তু শেখ  শাহজাহানের দেখা পাওয়া তো দূর, উল্টে তাঁর ডেরায় ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় সংস্থা ইডির আধিকারিকরা।  হামলা হয় ইডি, সিআরপিএফ এবং সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরেও।  তারপর থেকেই টিকিটিও মিলছে না তৃণমূলের এই নেতার। ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পাশাপাশি এবার টাকা আত্মসাতের অভিযোগও উঠে এল প্রকাশ্যে। এবার তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বিভিন্ন জেলার মাছের এজেন্টরা।

4 months ago
Ayodhya: আম্বানি, বচ্চন থেকে কাপুর, অযোধ্য়ার রামনামে বলিউড তারকাদের সমাগম, দেখুন সেই ছবি...

রামমন্দির উদ্ধোধনী অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে অযোধ্য়া। আবেগ ও আনন্দে মেতেছে গোটা দেশবাসী। রামমন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। উদ্বোধনের আগেই উৎসবনগরীতে উপস্থিত হয়েছেন বলিউড তারকারা। এছাড়াও অযোধ্য়ায় হাজির হয়েছেন হাজার হাজার ভক্তরা। ভক্তির সম্মিলিত মেলবন্ধন হয়েছে আজ। 

এদিন সকালে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চন। কিন্তু দেখা মেলেনি বচ্চন বধূ অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের। এমনকি অযোধ্য়ায় রাম চরণ করতে একসঙ্গে হাজির হন ভিকি ও ক্য়াটরিনাও। এদিন ক্য়াটরিনার পরনে দেখা গিয়েছে শাড়িতে এবং ভিকির পরনে দেখা যায় ধুতিতে। 


অন্য়দিকে অযোধ্য়ায় হাজির মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নিতা আম্বানি। এছাড়াও শাড়ি ও ধুতি-পাঞ্জাবিতে দেখা পাওয়া গিয়েছে আলিয়া ও রণবীরকেও। মাধুরী দিক্ষীত সহ রাজনীকান্ত, অনুপম খের, হেমা মালিনী, জ্যাকি শ্রফ, রোহিত শেট্টি, রাজকুমার হিরানি এর মতো বিশিষ্ট তারকারাও এসেছেন এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে।  


4 months ago
Derailed: হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল

হাওড়া থেকে খড়গপুর যাওয়ার সময় আপ লাইনে লাইনচ্যুত মালগাড়ি। শনিবার ভোর সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া-খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। প্রায় চার পাঁচ কিলোমিটার সিলপাড়ের ওপর দিয়ে ছোটে মালগাড়িটি বলে জানা যায়। স্টেশন পর্যন্ত এভাবেই বিপদজনকভাবে ছুটে যায় ওই মালগাড়িটি। যার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয় ট্রেন চলাচল। ঘটনার জেরে দুর্ভোগে পড়েন হাওড়া-খড়গপুর শাখার নিত্যযাত্রীরা।

এরপর খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। তারপর মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ শুরু করে। এদিকে এই ঘটনার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। বিপজ্জনকভাবে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ক্ষতি হয়েছে রেলপাতের। তবে কী কারণে লাইনচ্যুত হল মালগাড়িটি, তা এখনও এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

4 months ago


Shankar Adhya: টানা ১৭ ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য়

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য়। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ওই নেতাকে শুক্রবার রাতে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়।  ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে  লক্ষ্য করে ছোড়া হয় ইট, ভাঙে গাড়ির কাচ। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলেও অভিযোগ। সূত্রের খবর,  শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার পর জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করে শঙ্কর আঢ্যকে নিয়ে যাওয়া হয় ব্য়াঙ্কশাল আদালতে। এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য় শঙ্করকে হাসপাতালে নিয়ে আসার সময় তাঁর মেয়ে ঋতুপর্ণা আঢ্যও সেখানে উপস্থিত ছিলেন।  

শুক্রবার টানা ১৭ ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর রাত সাড়ে ১২ টা নাগাদ ইডি হতে গ্রেফতার উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন পুরো প্রধান শঙ্কর আঢ্য়। সূত্রের খবর, তার শ্বশুরবাড়ি থেকে সাড়ে ৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তল্লাশির সময় শঙ্করের বাড়ি থেকে লেনদেন সংক্রান্ত যে সমস্ত নথি উদ্ধার হয়েছে তা সন্দেহজনক। এমনটাই ইডি সূত্রে খবর। শুক্রবার রাতেই বনগাঁ থেকে শঙ্করকে নিয়ে কলকাতার উদ্দেশ্য়ে রওনা দেন ইডির আধিকারিকেরা। এরপর রাত ২:৩০ টে নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকানো হয় শঙ্কর আঢ্যকে। শনিবার শঙ্করকে আদালতে হাজির করিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে কেন্দ্রীয় সংস্থা। এমনটাই ইডি সূত্রে জানা গিয়েছে। 

সূত্রের খবর, শঙ্করের নামে রয়েছে একাধিক সংস্থা। সেগুলিই এবার চলে এসেছে ইডি-র নজরে। শঙ্কর এবং তাঁর পরিবার একাধিক বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসার সঙ্গে যুক্ত বলেও খবর রয়েছে ইডি-র কাছে। অর্থলগ্নি সংস্থা রয়েছ বলেও সূত্রের খবর। শঙ্করের স্ত্রী, ছেলে এবং একাধিক আত্মীয় এই সংস্থাগুলির ডিরেক্টর পদে রয়েছেন বলেও জানা যায়। বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসার আড়ালে কি কোনও আর্থিক বেনিয়ম ঘটেছে? সেই খোঁজই চালাচ্ছে ইডি। তবে এই আর্থিক দুর্নীতির সঙ্গে রেশন বা শিক্ষা দুর্নীতির যোগ আছে কি না, তা এখনও স্পষ্ট নয়।


4 months ago
ED Raid: ফের রাজ্যে তৎপর ইডি, মারধর ইডি আধিকারিকদের, রণক্ষেত্র সন্দেশখালীতে

নতুন বছরের শুরুতেই রাজ্য়ে তৎপর ইডি। শুক্রবার সকাল থেকেই রাজ্য়ের একাধিক জায়গায় চলছে ইডির হানা। এদিন ভোর চারটে নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যায় ইডির ১৫ টি দল। ইডির একটি দল গিয়ে প্রথমে পৌঁছয় উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়িতে। তারপর আর একটি দল যায় সন্দেশখালীর এক তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে। 

সূত্রের খবর,  শঙ্কর ও  শেখ শাহজাহান দুজনেই  প্রাক্তণ খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক (বালু)-র ঘনিষ্ঠ। তাই এদিন রেশনবন্টন দুর্নীতি মামালার অভিযোগে শুরু হয়েছে ইডি তল্লাশি। সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গিয়ে দেখেন তালা বন্ধ। অনেক ডাকাডাকি করেও মেলেনি সাড়া। এরপর কেন্দ্রীয় বাহিনীর সহযোগীতায় সেই তালা ভাঙতে গেলেই বাধা দেয় ওই তৃণমূল নেতার অনুগামীরা। হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। ইনভেস্টিগেশন অফিসার সহ অন্যান্য অফিসারদের ওপর চড়াও হয় সেখানকার জনতা। তল্লাশি না করেই ফিরতে হয় ইডি আধিকারিকদের। এমনকি খবর সংগ্রহ করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের। এছাড়া ইডির দুই আধিকারিকদের মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ফলে ওই দুই ইডি আধিকারিকদের মাথা ফেটে যায়। বর্তমানে তাঁরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

ইডি আধিকরিকদের অনুমান, রেশন বন্টন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন শেখ শাহজাহান। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ওই এলাকার আরো অন্যান্য ব্যক্তিদের নাম সামনে আসতে পারে। সেই ভয়ে এলাকাবাসীর এই হামলা চালিয়েছে।

4 months ago