Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

zareenkhan

Zareen Khan: 'জারিন খান প্রতারক নয়, বরং তাঁকেই ঠকিয়েছেন আয়োজকরা', মন্তব্য আইনজীবীর

সলমান খানের ছবি 'ভীর' থেকেই অভিনেত্রী জারিন খান (Zareen Khan)-এর উত্তরণ। নতুন কোনও সিনেমার কারণে না হলেও বর্তমানে অভিনেত্রী বেশ চর্চায়। কারণ, তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কলকাতায় একটি কালী পুজোর অনুষ্ঠানে উদ্বোধন করতে আসার কথা ছিল অভিনেত্রীর। ১২ লক্ষ টাকা নিয়েও নাকি অভিনেত্রী আসেননি। অনুষ্ঠানের আয়োজকরা ২০১৮ সালে একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন জারিনের বিরুদ্ধে। এই মর্মে শিয়ালদহ আদালত জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই অভিযোগের মাঝে অভিনেত্রীর আইনজীবী সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক মন্তব্য করলেন।

জারিনের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী সামাজিক মাধ্যমে লিখেছেন, কলকাতায় একটি কালীপুজো উদ্বোধন করতে আসার কথা ছিল তাঁর মক্কেল জারিন খানের, একথা ঠিক। কিন্তু অনুষ্ঠানের আয়োজকরা তাঁকে ঠকিয়েছেন। আইনজীবীর দাবি, জারিনকে আয়োজকরা বুঝিয়েছিলেন সেই পুজোর অনুষ্ঠান রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়া মন্রী এবং প্রাক্তন ক্রীড়া মন্ত্রী আয়োজন করেছিলেন। এমনকি জারিন নাকি, বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন কলকাতা আসার জন্য, তবে শেষ মুহূর্তে তিনি বুঝতে পারেন তাঁকে ঠকানো হচ্ছে। তাই কলকাতার বিমানে ওঠেননি অভিনেত্রী।

আইনজীবী আরও জানিয়েছেন, আদালত তাঁর মক্কেল জারিনের বিরুদ্ধে 'অসাবধানতাবশত' এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তিনি আরও জানিয়েছেন, যোগ্যতার ভিত্তিতে এই মামলার বিচার করে দেখবেন আদালত।

8 months ago
Zareen Khan: লক্ষ লক্ষ টাকার প্রতারণা! জারিন খানের বিরুদ্ধে কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি

ফের বিপাকে বলিউডের (Bollywood) আরও এক অভিনেত্রী। বলিউড অভিনেত্রী জারিন খানের (Zareen Khan) নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সূত্রের খবর, প্রতারণার অভিযোগে (Fraud Case) অভিযুক্ত বলিউড অভিনেত্রী তথা সলমন খানের নায়িকা জারিন খান। লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার অনুষ্ঠানে আসেননি। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি হল জারিন খানের বিরুদ্ধে।

সূত্রের খবর, ২০১৮ সালের কালীপুজোর সময় কলকাতা ও উত্তর ২৪ পরগনার ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগে জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্তার দাবি, তাঁদের থেকে পারিশ্রমিক নিয়েছিলেন ১২ লক্ষ ৫০ হাজার টাকা। কিন্তু অনুষ্ঠানে দেখা মেলেনি নায়িকার। গোটা ঘটনায় নায়িকার বিরুদ্ধে নারকেলডাঙা থানায় দায়ের করা হয় অভিযোগ। এবার সেই অভিযোগের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর তৈরি চার্জশিট শিয়ালদহ কোর্টে পেশ করল নারকেলডাঙা থানার পুলিস। রবিবার আদালতের তরফে নায়িকার বিরুদ্ধে জারি হল গ্রেফতারির পরোয়ানা। জারিন খানের সঙ্গে সংস্থা যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনও রকম প্রতিক্রিয়া দেননি বলে সূত্রের খবর।

কোম্পানির কর্তা বিশাল গুপ্তা জানিয়েছেন, পারিশ্রমিক সহ আরও বেশ কিছু পরিমাণ টাকা জারিন খানের জন্য খরচ হয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার।মোট খরচের পরিমাণ ছিল ৪২ লক্ষ টাকা। সেই টাকা ফেরত দিতে সম্পূর্ণ অস্বীকার করেন নায়িকা। এমনকি পুলিসের দ্বারস্থ হওয়ায় সংস্থার কর্তাকে বার বার দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ফলে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে নারকেলডাঙা পুলিসের তরফে, সেটাই এখন দেখার।

8 months ago