Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

workers

Maldah: মালদায় জোটকর্মীদের উপর অ্যাসিড হামলা, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে...

লোকসভা ভোট এগিয়ে আসতেই দিকে দিকে অশান্তির ছবি। এবার বাম-কংগ্রেস জোট কর্মীদের উপর অ্যাসিড হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার রাতে মালদার রতুয়া ১ ব্লকের কয়লাপাথর গ্রামে। অভিযোগ, পঞ্চায়েত ভোটে বোমাবাজি করে বুথ দখল করেছিল শাসকদল। পুনর্নির্বাচন হয় ও জয় হয় জোটের। তখন থেকেই শাসকের আক্রোশ।

জানা গিয়েছে, ইফতার করে বাইকে বাড়ি ফেরার সময় জোট কর্মীদের লক্ষ্য করে হঠাৎ অ্যাসিড ছোঁড়ে দুষ্কৃতীরা। জ্বলতে শুরু করলে রতুয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করান আক্রান্তরা। পরবর্তীতে অভিযোগ দায়ের করা হয় রতুয়া থানায়। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আন্দোলনে নামার হঁশিয়ারি জোট কর্মীদের। তবে কি ফের শুরু শাসকের সন্ত্রাস? বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা?

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার শাসক শিবিরের। অন্যদিকে তৃণমূলকে লুঠেরাদের দল বলে কটাক্ষ বাম শিবিরের। লোকসভা ভোটের মুখে এই ঘটনার জেরে হাওয়া গরম হতে শুরু করেছে এলাকায়। ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। তবে ভোটের আবহে জল কতদূর গড়ায় সেটাই দেখার।

a month ago
Mursidabad: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের

আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের।  শুক্রবার ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূল জেলার আধারপল্লী এলাকায়।জানা গিয়েছে, মৃতের নাম সিনারুল ইসলাম (২২)। বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ফকিরাবাদ এলাকায়।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চার মাস আগে সিনারুল ইসলাম নামের ওই যুবক কেরলে কাজে যান। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায়ও সিনারুলের কথা হয়েছিল তাঁর পরিবারের সঙ্গে। তারপর হঠাৎ শুক্রবার ফোন করে সিনারুলের মৃত্যুর খবর জানানো হয় তাঁর পরিবারকে। ইলেকট্রিক শকে তাঁর মৃত্যু হয় বলে খবর। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 

মধ্য়বিত্ত সংসারের হাল ধরতে অন্য রাজ্যে পাড়ি দিয়েছিলেন ওই যুবক। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হলো না। কীভাবে তাঁর মৃতদেহটি বাড়িতে আনা হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার। সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে মৃতের পরিবার।

4 months ago
Alipurduar: মেলেনি সরকারি অ্য়াম্বুলেন্স, অর্থ ও চিকিৎসার অভাবে বাড়িতে মৃত্য়ু চা শ্রমিকের

অর্থের অভাব। মেলেনি সরকারি অ্য়াম্বুলেন্স। অর্থ ও চিকিৎসার অভাবে বাড়িতে মৃত্য়ু হল এক চা শ্রমিকের। মৃতের নাম সুশীল ওঁরাও (৪৫)। মাদারিহাট ব্লকের ঢেকলা পাড়া চা বাগানে কাজ করতেন। যদিও তালাবন্ধ হয়ে গিয়েছে ওই চা বাগানে। এমনকি মালিক পক্ষ নিজে বাগান ছেড়ে পালিয়েছে। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হন তিনি। 

অভিযোগ, হাসপাতালে ফোন করলে জানানো হয় অ্যাম্বুলেন্স খারাপ হয়ে রয়েছে। প্রায় দু মাস ধরে চা শ্রমিকদের উপার্জন না থাকায় অর্থকষ্টে ভুগছিলেন সুশীল ওঁরাও। অর্থের অভাবে অন্য গাড়িও জোগাড় করতে পারে নি তাঁর পরিবার। তাই একপ্রকার বিনা চিকিৎসায় বাড়িতেই মারা যান তিনি। 

বীরপাড়া হাসপাতালে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। কিন্তু প্রয়োজনের সময় পাওয়া যায়নি সেই অ্যাম্বুলেন্স। সম্প্রতি আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়। সেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি ঘোষণা করে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে, বন্ধ চা বাগানে শ্রমিকদের ১৫০০ টাকা করে এই মাস থেকেই অনুদান দিতে। পাশাপাশি ওই শ্রমিকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, চিকিৎসা পরিষেবা ও পানীয় জলের ব্যবস্থা করতে। কিন্তু তাঁর এই ঘোষণার এক সপ্তাহের মধ্যেই বিনা চিকিৎসায় মৃত্যু হল এক চা শ্রমিকের। 

5 months ago


Dubai: দুবাইয়ে গিয়ে বিপাকে ১৫ শ্রমিক, কাঠগড়ায় মালদহের ২ দালাল

চলতি মাসের ১ তারিখে অন্যান্য শ্রমিকদের সঙ্গে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন গঙ্গারামপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব সরকার ও তাঁর ভাগ্নে দেবাশিস সরকার। পরিবারের দাবি, দুবাইয়ে ভালো কাজের আশায় জন প্রতি আড়াই লক্ষ টাকা খরচ করে তাঁরা সেখানে যান। কিন্তু সেখানে পৌঁছেই কাজের কথা শুনতেই মাথায় হাত পড়ে তাঁদের। ফিরে আসার কথা বললে দেওয়া হয় প্রাণনাশের হুমকি! এই অবস্থায় এক ভিডিও বার্তায় বিষয়টি তাঁরা পরিবারের সদস্যদের জানান।

এরপরেই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন মামা ও ভাগ্নের পরিবারের সদস্যরা। সুকান্ত মজুমদারের আশ্বাসে স্বস্তিতে সরকার পরিবার।

বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে সবাইকে দেশে ফেরানোর ব্যবস্থা করব।

বাংলার সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে অনেক বড় বড় দাবি করলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখতে পাওয়া যায় না। তাই এই রাজ্যের বাসিন্দাদের কাজের জন্য ভিনরাজ্য এমনকি বিদেশেও পাড়ি দিতে হয়। সেখানে গিয়ে মাঝে মধ্যেই প্রতারণার শিকার হতে হয় তাঁদের। রাজ্যের কর্মসংস্থানের এই বেহাল দশার দায় কি বাংলার সরকারের নয়?  প্রশ্ন রাজ্যবাসীর।

5 months ago
Migrant Workers: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কোম্পানিছাড় এলাকায়। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সঞ্জয় মাইতি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ি থেকে অসমের করিমগঞ্জে বোরিং-এর কাজে গিয়েছিলেন সঞ্জয় মাইতি। বৃহস্পতিবার কাজ শেষ করে তার পাশেই বিকেলে তাবু টাঙিয়ে রাতে ছিলেন তিনি। তারপর রাস্তার পাশ দিয়ে একটি সিমেন্টভর্তি ট্রাক যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই তাবুর ওপরে গিয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রবিবার ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ তাঁর বাড়িতে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের পরিবারে একমাত্র রোজগেরে সদস্য ছিলেন ওই শ্রমিক। এই মৃত্যুর ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

উল্লেখ্য, মুর্শিদাবাদে কয়েকদিন আগেই দিল্লিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের। মাস চারেক আগে বাড়ি থেকে দিল্লীতে রাজমিস্ত্রির কাজ করতে যান সফিকুল নামের ওই শ্রমিক। সেখানে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াচ্ছে।

5 months ago


Birbhum: ভিনরাজ্য়ে কাজের উদ্দেশ্য়ে গিয়ে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক

ভিনরাজ্য়ে কাজে গিয়ে মাঝ রাস্তায় নিখোঁজ রাজ্য়ের এক পরিযায়ী শ্রমিক। বীরভূমের পাড়ুই থানার সাত্তর অঞ্চলের মনোহরপুর গ্রামের বাসিন্দা রূপকুমার বাউরী গ্রামের এক প্রতিবেশির সঙ্গে মুম্বই যাচ্ছিলেন। নিখোঁজ শ্রমিকের পরিবার বীরভূমের পাড়ুই থানায় অভিযোগ করতে গেলে ফিরিয়ে দেওয়া হয়। অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি পরিবারের। 

জানা গিয়েছে, গত সোমবার রূপকুমার বাউরীর শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত পালিটা গ্রামের প্রতিবেশী কুমার সর্দারের সঙ্গে রাজমিস্ত্রির কাজে ট্রেনে করে মুম্বই যাচ্ছিল। এরপর বম্বে ঢোকার আগে আচমকায় নিখোঁজ হয় রূপকুমার বাউরী। নিখোঁজের পর চার দিন কেটে গেলেও কোনও খবর পাওয়া যায়নি তাঁর। যার ফলে ওই নিখোঁজ শ্রমিকের পরিবার স্বাভাবিকভাবে চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ে। 

মুখ্য়মন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কমিটিও গঠন করেছেন। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের কথা ভাবলেও বীরভূমের পাড়ুই থানার পুলিস কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ নিখোঁজ শ্রমিকের পরিবারের। যদিও এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মনোহরপুর গ্রাম জুড়ে।

7 months ago
Accident: চলন্ত ট্রেন থেকে পড়ে আহত পরিযায়ী শ্রমিক, ঘটনায় উত্তেজিত গোটা স্টেশন চত্বর

চলন্ত ট্রেন (Train) থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হল এক পরিযায়ী শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মুরারই স্টেশন সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামের কাছে। রেল সূত্রে, নাম লাবড়া মণ্ডল। বাড়ি ঝাড়খণ্ডের জঙ্গলপাড়া গ্রামে। বর্তমানে আহত ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

জানা গিয়েছে, সহকর্মীদের সঙ্গে ঝাড়খণ্ডের রাঁচি থেকে বনাঞ্চল এক্সপ্রেস ট্রেন চড়ে বাড়ি ফিরছিলেন লাবড়া মন্ডল। তাঁর বন্ধু সমর কুমার জানান, লাবড়া ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। তারপর মুরারই রেল স্টেশন পার হওয়ার পর আচমকাই সে ট্রেন থেকে পড়ে যান। বিষয়টি ট্রেনের চালকের নজরে পড়লে তিনি মুরারই রেল ষ্টেশনের ষ্টেশন ম্যানেজারকে জানান। খবর পেয়ে মুরারই রেল ষ্টেশনের ম্যানেজার ঘটনাস্থলে গিয়ে পড়ে যাওয়া ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুরারই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থনান্তরিত করা হয়েছে।

8 months ago
Arambagh: দুই শ্রমিকের বচসা থেকে মারপিট, ঘটনায় মৃত্যু এক শ্রমিকের

মদ্যপ দুই শ্রমিকের (Workers) মধ্যে প্রথমে বচসা বাধে। আর তারপরই শুরু হয়   মারপিট। এই ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের (Arambagh) নৈশরাই এলাকার গনপতি রাইস মিলে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃত (Death) শ্রমিকের নাম কাশিনাথ হাটি। বাড়ি আরামবাগের মইগ্রাম এলাকায়। যদিও মৃত শ্রমিকের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে আরামবাগের নৈশরাই এলাকার গনপতি রাইস মিলে সীমন্ত মালিক ও কাশিনাথের মধ্যে বচসা থেকে মারপিট শুরু হয়। অভিযোগ, কাশিনাথকে রড দিয়ে বেধড়ক মারধর করেন সীমন্ত। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমন্ত মালিক ও কাশিনাথের মধ্যে মদ্যপ অবস্থায় মারপিট শুরু হয়। রডের আঘাতে গুরুতর আহত হন কাশিনাথ। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি। 

অপরদিকে গনপতি রাইস মিলের মালিক বলেন, রাত্রি দশটা নাগাদ খবর পান রাইস মিলে এরকম একটি ঘটনা ঘটেছে। 

11 months ago


Death: ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

আবারও পরিযায়ী শ্রমিকের (Migrant Workers) মৃত্যু (Death)। মৃত্যুর ঘটনাটি (Murshidabad) ঘটেছে কেরলের (Kerala) ত্রিশূল জেলায়। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম রাজিবুল শেখ (৩১)। তিনি ডোমকল পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা। 

সূত্রের খবর, গত তিনমাস আগে কেরলে কাজ করতে যান রাজিবুল শেখ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজিবুল শেখ কেরলে ঢালাই ভাঙ্গার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কেরলে থাকাকালীনই কাজ করতে যাওয়ার সময় রেলকলাইন পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পড়ে যান তিনি। তখনই ঘটনাস্থলে মৃত্যু হয় রাজিবুলের।  

দুর্ঘটনার খবর বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন বাড়ির লোকজন। এমনকি শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। কেরল থেকে কবে ফিরবে রাজিবুলের নিথর দেহ, এখন সেই দিকেই তাকিয়ে পরিবার সহ গোটা গ্রামবাসী। 

12 months ago
Deganga: ফের অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়িতে ঘুমের ওষুধ ষ্প্রে করে দুঃসাহসিক চুরি

ফের অঙ্গনওয়াড়ি কর্মীর (Anganwadi workers) বাড়িতে দুঃসাহসিক চুরি (theft)। ঘরের মধ্যে ঘুমের ওষুধ ষ্প্রে করে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরির অভিযোগ উঠল। ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেগঙ্গার (Deganga) চাকলা পুকুর আটি এলাকায়।

অঙ্গনওয়াড়ি কর্মী  ফরিদা বেগম ও তাঁর ছেলের দাবি, সোমবার  রাত ১২টা নাগাদ তাঁরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখেন মূল গেটের তালা ভাঙা, দুটি ঘরের জিনিসপত্র লন্ডভন্ড। ভাঙা আলমারি ও শোকেসের তালা, উধাও সোনার অলঙ্কার (Gold ornaments) সহ নগদ টাকা। ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা।

তাঁদের অভিযোগ, ঘুমের ওষুধ ষ্প্রে করে তাঁদের বাড়ি থেকে চুরি করেছে দুষ্কৃতীরা। ইতিমধ্যে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

2 years ago


Asansol: উত্তর আসানসোলের বিত্তশালী আবাসনের আবাসিকদের মেন্টেনেন্স ফি বাকি, কোপ কর্মীদের বেতনে

পালন করা যায়নি রাখি উৎসব। পালন করা যাবে না হর ঘর তিরঙা। পালন করা যাবে না স্বাধীনতা দিবস। কারণ ওদের কাছে নেই পর্যাপ্ত অর্থ। নেই সংসার চালানোর খরচটুকুও। দেওয়া যাচ্ছে না স্কুল ফি। ভাতের হাঁড়ি চড়ছে না বাড়িতে। কোথায় পাবে টাকা। অর্থের অভাবে বোনকে পড়ানো যায়নি রাখিও। বাড়ির বাচ্চাদের কিনে দেওয়া যাবে না একটা পতাকাও। তবে ওরা কাজ করে। আর কাজ করেও দিনের পর দিন টাকা না পেয়ে আন্দোলনে ১০৬ জন শ্রমিক। আর মেন্টেনেন্সকারি এই শ্রমিকদের কাজ বন্ধের কারণে বিপদে আবাসিকরা। বন্ধ আসানসোলের (Asansol) বিত্তশালী আবাসন সুগম পার্কের জল (water), বিদ্যুৎ (electricity), সাফাই, বাস পরিষেবা ও নিরাপত্তা।

প্রসঙ্গত, উত্তর আসানসোলের দুর্গাপুর ডেভেলপনেন্ট অথরিটির (Durgapur Developer Authority) ও সুগম পার্কের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই আবাসনে থাকেন উচ্চক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা। আছেন ইসিএল-এর প্রাক্তন জিএম, আছেন জেলাশাসক অফিসের কর্মী, আছেন তৃণমূল বা বিজেপি নেতারা, থাকেন বড় বড় ব্যবসায়ীরা। আর তাঁদের জল, সাফাই, নিরাপত্তা, বিদ্যুৎ বা বাস পরিষেবার ব্যবস্থা যারা করেন তারাই বেতনহীন ২ মাস ধরে। তাঁদেরই বাড়িতে হাঁড়ি চড়ে না।

শনিবার সকাল থেকে বিক্ষোভরত কর্মীরা তাঁদের বেদনার কথা জানালেন। বললেন, অনেক হয়েছে। আর নয়। টাকা হাতে না পেলে আর কাজ নয়। শ্রমিকদের কাজ বন্ধে বিপদে আবাসিকরা। তাঁরা আবার জানান, মেন্টেনেন্সের টাকা তাঁরা দেন। এই মুহূর্তে জল, বিদ্যুৎ, সাফাই, বন্ধ হবার কারণে যথেষ্ট অসুবিধায় তাঁরা।

সূত্রের খবর, উক্ত আবাসনে কোটিপতিরা থাকলেও মেন্টেনেন্স দেন না অনেকেই। কোনও কোনও ব্লকে ৪৭ লক্ষ টাকা বাকি, আবার কোনও কোনও প্লটে ১০ লক্ষ টাকা মেন্টেনস বাকি। আবাসন কর্তৃপক্ষের কথায়, মেন্টেনেন্স না পেলে কোনও মতেই বেতন দেওয়া সম্ভব নয়।

রাজনৈতিক নেতা থেকে শুরু করে সোসাইটি শুধু আশ্বাস দিচ্ছে বলে অভিযোগ। আসল কাজ কিছুতেই হচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন বিক্ষোভকারিকা। যতক্ষন পর্যন্ত বেতন না পাবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমস্যার মধ্যে আবাসিকরা। এলাকায় রয়েছে উত্তেজনা।

2 years ago